দিল্লি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
কলকাতা: দিল্লি থেকে কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এদিন বিমানবন্দরে সাংবাদিকদের তার দিল্লি সফর প্রসঙ্গে বলেন,"আমি বিস্তারিত আলোচনা করেছি উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রধান সচিবের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়ন নিয়ে।রাজ্যপাল হিসেবে আমার দায়িত্ব বাংলার মানুষের উন্নতি দেখা।কেন্দ্রীয় সরকারের সঙ্গে অল্প কিছুদিনের মধ্যে এটা আমার দ্বিতীয় সাক্ষাৎ।সাক্ষাতের মূল কারণ পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি প্রকল্পের তহবিল পাওয়া।যেখানে এই নিয়ে আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী খুবই আগ্রহী বাংলার মানুষের কল্যাণের যা যা করার উচিত তা করার জন্য কোন বিলম্ব না করে।বিভিন্ন প্রকল্পের জন্য তহবিল দেওয়া হবে। বিভিন্ন থেমে থাকা প্রকল্পের তহবিল ছাড়া হবে কঠোর নিয়ম এবং রেগুলেশানের মাধ্যমে।
রাজ্যপাল হিসেবে আমার ভূমিকা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সেতুবন্ধন করা।সেই উদ্দেশ্যেই আমি সেখানে গিয়েছিলাম এবং ফলাফল খুবই ইতিবাচক।আমি শুধুমাত্র সংযোগকারী।জল জীবন মিশনে রাজ্যকে কেন্দ্রের তহবিল দেওয়া প্রসঙ্গে,আগামী দিনে আরো ইতিবাচক কিছু শুনতে পারবেন আপনারা।
শুভেন্দু অধিকারীর সমালোচনা নিয়ে বলেন,"তিনি ঠিক। আমি পশ্চিমবঙ্গের জনগণের পক্ষে, কোন সরকার নই। সরকারের সাথে আমার সম্পর্ক অনুযায়ী সরকার যা করুক না কেন আমি সমর্থন করব"।
Feb 03 2024, 14:19