*কাল্পিকের অন্তরঙ্গ নাট্যোৎসব,*
নাটক
খবর কলকাতা* : পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে বারাসাতের বুকে এক দশকের বেশী সময় ধরে শিল্প ও নাট্যচর্চা করে চলেছে অন্যতম সক্রিয় নাট্যদল বারাসাত কাল্পিক। তাদেরই আয়োজনেই হইহই করে দুদিনের (২৭ ও ২৮ জানুয়ারি) নাট্যোৎসব সম্পন্ন হল সুভাষ ইনস্টিটিউটে। 'নাট্যভাষা ২০২৪' ( প্রথম পর্যায় ), যেখানে উপস্থাপিত হয়েছে ভিন্ন স্বাদ - ভাষা বা ভাষা বিহীন মুকাভিনয় সহ মোট পাঁচটি নাটক। প্রথম দিন উৎসবের সূচনা হয় বিশিষ্ট নাট্য গবেষক ও আলোচক আশীষ গোস্বামীর, থিয়েটার ম্যাগাজিনের সম্পাদক তমাল মুখার্জি ও বিশিষ্ট নাট্য সংগঠক সন্তু সাধুখার বর্ণময় উপস্থিতিতে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে নাট্য উৎসবের সূচনা হয় এবং সকলেই কাল্পিকের এই নাট্যোৎসবের আয়োজনকে সাধুবাদ জানিয়ে সাফল্য কামনা করেছেন।
এরপর যথাক্রমে উপস্থাপিত হয় দুটি নাটক, প্রথমটি বিশ্বজিৎ দাস পরিচালিত হাওড়া জোনাকি প্রযোজনা বাদল সরকারের 'ভোমা', অন্তরঙ্গ এই নাটকটি নির্মাণ শৈলী শুরু থেকে দর্শককে বেশ খানিকটা অস্বস্তির মধ্যে ফেলে কারণ দর্শকদের মধ্যেই অভিনেতাদের চলাফেরা এবং তাদের সংলাপ বলার পর বিভিন্ন অবয়ব তৈরির মধ্যে দিয়ে বিভিন্ন অভিব্যক্তি ছুটে এসে দর্শকদের চিন্তাকে বারংবার আঘাত হানে। দ্বিতীয় নাটকটি গড়িয়া সূচনা প্রযোজিত নন্দন ভট্টাচার্য নির্দেশিত 'নোঙর', শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে করে কিভাবে হৃদয়বিদারক উপস্থাপনা গড়ে তোলার এক সুন্দর দৃষ্টান্ত এই নাটক।
সূূদুর মধ্যপ্রদেশের নাট্যদল রঙ্গদূত ২৮শে জানুয়ারি দ্বিতীয় দিন উপস্থাপিত করেছিল তাদের হিন্দি নাটক 'বিজ্জি কহিন' প্রসন্ন সোণীর পরিচালনায়, যেটি জাতি - ধর্ম এবং বর্ণের নানান ভেদাভেদ, মানসিকতা, রাজনৈতিক - সামাজিক অবস্থান তুলে ধরে তাদের নাটকের মধ্যে দিয়ে। বর্তমানে যখন ধর্মীয় রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে মনুষ্য রাজনৈতিক প্রেরণা ও প্রেষণার মূল হয়ে বারংবার ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে সেই সমস্ত কিছুর বিরুদ্ধে আওয়াজ তুলে ধরেছে । বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ব্রেশটের রচনায় কামনার শিকার হওয়া এক কুমারী মায়ের গল্প নিয়ে 'মারী ফারারের ভ্রুন হত্যা' উপস্থাপন করেছে ইন্ডিয়ান মাইম থিয়েটার এবং নির্দেশনা ও অভিনয় করেছেন মধুরিমা গোস্বামী। শেষ প্রযোজনা বারাসাত কাল্পিকের গল্পের মত এভাবেই থেকে যায় নির্দেশনায় দেবব্রত ব্যানার্জি, খুবই কালীন সময় কে কেন্দ্র করে গড়ে ওঠা এই নাট্য আমাদের আবারো সামাজিক দর্পণের সামনে দাঁড় করায়, ভাবায়- প্রশ্ন করায়। উৎসবের সমাপ্তি সন্ধ্যায় কাল্পিকের পক্ষ থেকে বারাসাত কাল্পিকের নির্দেশক দেবব্রত ব্যানার্জী জানান, শীঘ্রই এই নাট্যভাষা '২৪ এর দ্বিতীয় পর্যায় আয়োজিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বারাসাতের নাট্যমোদী ও সংস্কৃতিপ্রেমী মানুষদের ভালোবাসা ও আশীর্বাদের লক্ষ্যে।
Feb 02 2024, 19:27