বছরের শেষ দিন ২০০ ফুট টাওয়ারের উঁচুতে উঠে মদ্যপ যুবকের তাণ্ডব, পুলিশ প্রশাসনসহ এলাকাবাসীর এক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে নেমে জানালো, বোম্বে মা
নদীয়া:বছরের শেষ দিন চাঞ্চল্যকর ঘটনা নদীয়া শান্তিপুরের। শান্তিপুর বাইগাছি পাড়া বিএসএনএল টাওয়ারে হঠাৎই এক মদ্যপ যুবক উঠে পড়ে প্রায় ১০০ ফুটের কাছাকাছি উপরে। এলাকাবাসী দেখতেই খবর দেয় শান্তিপুর থানা সহ বিভিন্ন প্রশাসনিক মহলে। তাদের শত অনুরোধেও নামতে রাজি হয় না চোখ রাঙ্গানিতেও। প্রায় একঘন্টা বাদে হঠাৎই তার মর্জি মতন নেমে আসে। স্বভাব সিদ্ধভাবেই অসংলগ্ন কথাবার্তা বলে এবং জানায় তার নাম বম্বে মাতারাম।
যদিও স্থানীয় বাসিন্দারা জানান তার নাম মেহেবুল শেখ ডাকনাম ভন্ডে বাবার নাম মোহন শেখ বাইগাছি পাড়ায় বাড়ি। যদিও তার পরিবারের কাউকে এখনো পাওয়া যায়নি তবে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এলাকাবাসীদের দাবি নেশাগ্রস্ত চূড়ান্ত পরিস্থিতি পৌঁছালে তবে শুরু হয় নানান রকম চুরি এবং অন্যান্য অসামাজিক কাজকর্ম। বিএসএনএল ওই টাওয়ার কর্তৃপক্ষর গাফিলতির অভিযোগও তোলেন তারা।
এমনকি পাড়ার পরিবেশ পর্যন্ত নষ্ট হচ্ছে সেখানে দিনের আলোতেও অন্ধকার এবং ভয়ংকর পরিবেশের জন্য। বিএসএনএল ওই টাওয়ারের কেয়ারটেকার প্রশান্ত পাল জানান এর আগেও টাওয়ারের বিভিন্ন রকম যন্ত্রাংশ চুরি গেছে এমনকি লোহার গেট পর্যন্ত।
তবে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানান এইরকমই নেশাগ্রস্থ মানুষজনের সাথেই অপরাধ জগতের অসামাজিক কাজকর্ম করা মানুষজন যোগাযোগ রাখে তাই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। তবে বিএসএনএলের নিরাপত্তা রক্ষী স্বীকার করেন 24 ঘন্টা তাদের ডিউটি করার কথা নয়, তবে নিরাপত্তা আরো জোরদার করতে হবে বর্তমান টেন্ডার পাওয়া মালিকদের সাথে কথা বলে।
Dec 31 2023, 17:51