রাজ্যের স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী চক্রবর্তী
রাজভবন ও রাজ্যপালকে বেশ অস্বস্তির মধ্যে ফেলে দিয়ে রাজ্যপালের প্রাক্তন প্রধানসচিব নন্দিনী চক্রবর্তীকেই রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব হিসাবে ঘোষণা করে দিল রাজ্য সরকার।
আগে এই পদের দায়িত্বে ছিলেন বি পি গোপালিকা।কিন্তু সম্প্রতি তাঁর পদোন্নতি হয়েছে। রবিবারই রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্ব নিচ্ছেন তিনি।
আর এদিনেই রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন নন্দিনী। সম্ভবত তিনিই বাংলার প্রথম মহিলা স্বরাষ্ট্রসচিব হতে চলেছেন। নন্দিনী ১৯৯৪ সালের ব্যাচের IAS Officer। অতীতে রাজ্যের বহু গুরুত্বপূর্ণ দফতরের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তিনি। বাম আমলে তো বটেই, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে নন্দিনী মমতার বেশ পছন্দের আমলা হয়ে ওঠেন। সেই সময় শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও তথ্য সংস্কৃতি দফতরের সচিবের মতো গুরুদায়িত্বও তিনি একসঙ্গে সামলেছেন। যদিও পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মতানৈক্যের কারণে প্রশাসনিক ক্ষেত্রে তাঁর গুরুত্ব কমতে থাকে।
কিন্তু খেলা ঘোরে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রধানসচিব পদে নন্দিনী আসার পর থেকেই। রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানের পুরো আয়োজনের দায়ত্বেই ছিলেন নন্দিনী। যদিও পরে তাঁকে সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এবার সেই নন্দিনীই বাংলার নয়া স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন।
Dec 31 2023, 16:13