/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz খাস কলকাতায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কনস্টেবল West Bengal Bangla
খাস কলকাতায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কনস্টেবল

ফের বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। নাইট ডিউটি করে ফিরছিলেন ওই কনস্টেবল। তখনই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত কনস্টেবলের নাম অভিজিত্‍ চক্রবর্তী।

বাইকে করে অভিজিত্‍বাবু যখন রাজা দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে আসেন, তখন উল্টোদিক থেকে আসা একটি মালবোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। লরি চাকা অভিজিত্‍বাবুর মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই পুলিশ কনস্টেবলের। পুলিশ এখনও ধাতক লরিটিকে ধরতে পারেনি। ধাতক লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ICU থেকে কেবিনে স্থানান্তরিত হলেন কালীঘাটের কাকু

আইসিইউ থেকে বের করা হল কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাতেই বের করে আনা হয়েছে সুজয়কৃষ্ণকে। এখন কেবিনেই রাখা হয়েছে তাঁকে। সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে কালীঘাটের কাকুর সুস্থতা এখনই আশ্বস্ত করতে পারছে ইডিকে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখনই কালীঘাটের কাকুর অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন নেই। তিন সদস্যের মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন সুজয়কৃষ্ণ। ১১৩ দিন ধরে এসএসকেএম হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। ইডি সূত্রে খবর, কালীঘাটের কাকুকে এবার এসএসকেএম থেকে বার করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কিন্তু আদালতের নির্দেশ ছাড়া সেই কাজ সম্ভব নয়। ইডি আধিকারিকরা এই বিষয়ে এবার আইনি পরামর্শ নিতে শুরু করেছেন। সুজয়কৃষ্ণকে এসএসকেএম থেকে বের করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া যায় কিনা, ভেবে দেখছেন ইডি আধিকারিকরা।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীত মামলায় কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা এখনও সংগ্রহ করতে পারেনি ইডি আধিকারিকরা। হাসপাতালে সুজয়কৃষ্ণ বার বার অসুস্থ হয়ে পড়ায় সেই কাজ সম্ভব হয়নি কেন্দ্রীয় আধিকারিকদের। গত শুক্রবার কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি সেরে ফেলেছিল ইডি। সেইমতো এসএসকেএমে পৌঁছে গিয়েছিল অ্যাম্বলেন্সও। কিন্ত সুজয়কৃষ্ণকে হাসপাতাল থেকে বের করা সম্ভব হয়নি।

পর্যটকদের বিশেষ আকর্ষণ সাতসকালে চা বাগানে ঘোরাফেরা করছে হাতি

এসবি নিউজ ব্যুরো: জঙ্গলে বেড়াতে গিয়ে বন্য প্রাণী কেনা চায়।পর্যটকদের বিশেষ আকর্ষণ সাতসকালে চা বাগানে ঘোরাফেরা করছে হাতি। খবর চাউর হতেই হাতি দেখতে মানুষের ভিড় উপচে পরলো। ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের ঘটনা।

এদিন সকাল সাড়ে সাতটা পর্যন্ত হাতিটি চা বাগানে ঘোরাফেরা করে। পরে স্থানীয় বাসিন্দাদের তারায় হাতিটি সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলে চলে যায়। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে হাতিটি চা বাগানে ঢুকে পড়ে। এরপর হাতিটি রাতভর বাগানের বিভিন্ন শ্রমিক মহল্লায় ঘুরে বেড়ায়। বুধবার সকালে বাগানের লোকজন বাগানের ১৫ নম্বর সেকশনে হাতিটিকে ঘোরাফেরা করতে দেখে।

হাতিটি দীর্ঘক্ষণ বাগানের এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। পরে হাতিটি বাগানের হাসপাতালের পাশ দিয়ে চলে যায় খড়িয়ার জঙ্গলে। এর আগেও চা বাগানে হাতি ঢুকে বহু ঘর বাড়ি ভেঙ্গেছে। চালসা রেঞ্জার প্রকাশ থাপা বলেন, "জঙ্গলে হাতি থাকার বিষয়টি খুনিয়া স্কোয়াডকে জানানো হয়েছে। চালসা রেঞ্জের বনকর্মীরাও হাতিটির উপরে নজর রাখছে।"

ঢালাই রাস্তার কিছুটা বেহাল অংশের ঢালাই শুরু করল গ্রামবাসীরা নিজেরাই

এসবি নিউজ ব্যুরো: গ্রাম পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও হাল ফেরেনি বেহাল রাস্তার। তাই নিজেদের মধ্যে চাঁদা তুলে এবার গ্রামের বেহাল রাস্তা ঢালাই এর ব্যবস্থা উদ্যোগ নিল ধাদিকা গ্রামের বাসিন্দারা।

উল্লেখ্য, পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের বারমেশা-রামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাদিকা একটি প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামে বাম আমলে হয়েছিল রাস্তা ঢালাইয়ের কাজ। তবে দীর্ঘ ৪ বছর ধরে গ্রামের মধ্যেই থাকা সেই ঢালাই রাস্তার কিছু অংশ হয়ে পড়েছিল বেহাল। স্থানীয় পঞ্চায়েত থেকে জনপ্রতিনিধিদের বারবার বেহাল রাস্তা সারাই এর জন্য আবেদন করা হয়েছিল।

কিন্তু নজর এড়িয়ে গিয়েছে সকলের। এখন পাকা ধান ঘরে তোলার সময়। গ্রামের ওই খানা-খন্দে ভরা রাস্তা দিয়ে গরুর গাড়ি বা অন্যান্য যানবাহনের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে । তাই বাধ্য হয়েই গ্রামবাসীরা রাস্তা মেরামতির কাজে হাত লাগালেও প্রান্তিক মানুষের প্রতি প্রশাসনিক বঞ্চনার কোন উদ্যোগ দেখা গেল না।

গঙ্গারসগরে আগুনে পুড়ে "ধুলিসাৎ"পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক

এসবি নিউজ ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ভস্মিভূত হয়ে গিয়েছে ৩ টি বাড়ি। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা জেলার কোস্টাল সাগর থানার অন্তর্গত গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের কাছে ৫ নম্বর গেটের মন্দিরে যাওয়ার রাস্তার ধরে ৩ টি বাড়ি আগুনে পুড়ে ধুলিসাৎ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ি গুলির মাথার উপর থেকে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছিল শ্রীব্রিজের চারিদিকে বিদ্যুৎ পরিষেবা ব্যবহার জন্য। মঙ্গলবার দিন হঠাৎ ওই বৈদ্যুতিক তার ছিড়ে গিয়ে বসবাসকারী ব্যক্তিদের বাড়ির চালের উপর পড়ার ফলে আগুন লেগে যায়। এর ফলে ৩ টি বাড়ি আগুনে পুড়ে গিয়ে ধুলিসাৎ হয়ে যায়। ঘটনাস্থল থেকে সাগর থানায় খবর দেওয়া হয়।

পরবর্তী সময় কোস্টাল সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্দেশে সাগর এলাকার দমকল দপ্তরে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সুন্দরবন দিবসের দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্র সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান। সাগর ব্লক প্রশাসন এবং সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহযোগিতায় ওই ৩টি পরিবারের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং কিছু বর্তমানে ব্যবহার করার জন্য জামাকাপড় ,আসবাবপত্র ও খাদ্য সামগ্রিকের সাথে শীতবস্ত্র ও অন্যান্য সামগ্রিক নিজের হাতে তুলে দিলেন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে।

অবশেষে ওই ২টি পরিবারের বাসস্থান না থাকার কারণে ব্লক প্রশাসন এবং মন্ত্রীর মহদয়ের উপস্থিতিতে ভগীরথ বেরা, পিতা-ধনঞ্জয় বেরা এবং আলেকজান বিবি এই ২ টি পরিবারের বাসস্থানের জন্য বাড়ি তৈরি করে দেওয়া জন্য তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ওই ৩টি পরিবার সরকারি জায়গায় বসবাস করতেন।ওদের মধ্যে একজন ব্যাক্তি মানস দাস ব্যবসায়ী সূত্রে নদীতে মাছের মিল ধরে এই স্থানে ব্যাবসা করতেন। কিন্তু অন্যত্রে ওই ব্যক্তির বাসস্থান রয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।

ঐতিহাসিক মূল্য থাকলেও, এখনো জোটেনি সরকারী সাহায্য

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার প্রসিদ্ধতম কালীমন্দিরের মধ্যে এটি একটি অন্যতম মন্দির বলে পরিচিত বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের খেজুরবেড়িয়ায় হাজারী কালী মন্দির।

প্রসঙ্গত,মন্দিরটির কিছু ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। ১৫০ বছরের পুরোনো এই কালীমন্দিরকে নিয়ে রয়েছে নানান স্মৃতি বিজড়িত কাহিনী।এই মন্দিরের বিশেষত্ব হল প্রতিবছর চৈত্র মাসের সংক্রান্তিতে মহা ধুমধাম করে লক্ষ লক্ষ ভক্ত সমাগমের মধ্য দিয়ে কালীপুজো হয়। বহু ভক্ত তারা মানত করে এবং মানত শোধ করার উদ্দেশ্যে কয়েকশ প্রতিমা নিয়ে জড়ো হয় মন্দির চত্বরে পুজো দেওয়ার উদ্দেশ্যে ।ঐদিন যেহেতু কয়েক লক্ষ মানুষের সমাগম হয় তাই মেলাকে ঘিরে থাকে প্রশাসনিক তৎপরতা ও নজরদারি।

বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকার মধ্যে এমন একটি প্রসিদ্ধতম কালী মেলা যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়।ঐদিন দেবী দর্শনে ও পুজো দিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্তেরা আসেন। তা ছাড়া, ওই মন্দিরকে ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনী। বিপদে পড়ে কেউ মায়ের কাছে এলে তিনি বিপদ থেকে উদ্ধার হবেনই, এমনই ধারণা মানুষের মধ্যে।

তবে বর্তমানে এলাকার মানুষদের আর্থিক সাহায্য ও সহযোগিতায় মন্দিরটি নতুনরূপে সেজে উঠেছে। এই সংস্কারের ক্ষেত্রে কোন সরকারি সাহায্য অনুদান তারা পাননি এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির কয়েকজন সদস্য।

তবে চৈত্র সংক্রান্তিতে যে মহা ধুমধাম করে হাজারী কালীপূজা হয়। সেখানে লক্ষ লক্ষ মানুষের জন্য পানীয় জলের একটা সমস্যা ছিল, এই ব্যাপারে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডলের আর্থিক সাহায্যে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি একটি শৌচালয়েরও ব্যবস্থা করা হয়েছে।

মন্দির কমিটির কর্মকর্তাদের মতে, যদি সরকারি কোন অনুদান বা সাহায্য পাওয়া যায় তাহলে এই মন্দির চত্বর সহ মন্দিরের পরিকাঠামোটি আরো ভালোভাবে ভক্তদের কাছে মেলেধারা যাবে বলে তারা আশা করেন।

নকল' মদ বিক্রির অভিযোগে আটক ১

বাঁকুড়াঃ 'নকল' মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আবগারি দপ্তর। বুধবার হিড়বাঁধ থানা এলাকার লেদাকেনি মোড় সংলগ্ন মলিয়ান এলাকায় একটি হোটেলে বিপুল পরিমান 'নকল' মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি প্রসেনজিৎ মাহাতো নামে এক ব্যক্তিকে আটক করে আবগারি দপ্তর।

এদিন এই খবর জানিয়ে আবগারি দপ্তরের খাতড়া রেঞ্জের ডেপুটি কালেক্টর কৃষাণু ঠাকুর বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বাঁকুড়া সদর ও বিষ্ণুপুর রেঞ্জের আধিকারিক, কর্মী ও জেলা পুলিশ লাইনের পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে অতর্কিতে মলিয়ান সংলগ্ন হোটেলে অভিযান চালাই। এদিনের এই অভিযানে ৪০ হাজার টাকা মূল্যের নকল মদ বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে প্রসেনজিৎ মাহাতো নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবিষয়ে আরো পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলেও তিনি জানান।

*কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১৩ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*রাজ্যজুড়ে কমেছে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


ডিসেম্বরের শুরুতেই শীতের আমেজে কাবু রাজ্যবাসী। পূর্বাভাস মতোই হুড়মুড়িয়ে নামতে শুরু করেছে পারদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনে আরও নেমে যাবে সর্বনিম্ন তাপমাত্রা।

দুই বঙ্গেই উত্তুরে দাপট। শুরু হয়ে গিয়েছে শীতের স্পেল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা! এবার বঙ্গে ক্রমশ্যই জাঁকিয়ে পড়বে শীত। নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। উত্তর থেকে দক্ষিণ উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে কমেছে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই সপ্তাহেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। ১০ ডিসেম্বরের পর থেকে আরও নামবে তাপমাত্রা। এদিকে বুধবার মহানগরীর তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে।

*আজকের রাশিফল ১৩ই ডিসেম্বর (বুধবার)*

মেষ রাশিফল (Wednesday, December 13, 2023)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আপনি যদি কোনও ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। অন্যদের ব্যাপারে আপনার জড়িত থাকা আজ এড়ানো উচিত। ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে। আপনি কোন কঠিন কাজ সম্পূর্ণ করতে পারায় বন্ধুরা আপনার ভূয়সী প্রশংসা করবে। কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশি ভাগ সময়েই ব্যস্ত রাখবে। আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন।

প্রতিকার :- মদ খাওয়া মঙ্গলের ওপর কুপ্রভাব ফেলে তাই মদ খাওয়া এড়িয়ে চলুন এবং সংসারে খুশি বাড়ান।

বৃষভ রাশিফল (Wednesday, December 13, 2023)

আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। তাড়াহুড়ো করে আরো বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। কর্মক্ষেত্রে আপনি একটি ভাল পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না। আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন, যদিও এটি একটি সামান্য ঘটনা হবে।

প্রতিকার :- লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে দর্শন করলে ও প্রাসাদ অর্পণ করলে আপনার প্রেমের জীবন সুন্দর ও অনুভূতি পূর্ণ হবে।

মিথুন রাশিফল (Wednesday, December 13, 2023)

রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় তাঁদের স্বাস্হ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন। আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভাল। আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন। ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে। আত্মীয়রা আপনাকে বৃদ্ধি এবং সমৃদ্ধির নতুন প্রস্তাবনা এনে দিতে পারে বলে মনে হচ্ছে। কাউকে কিছু না জানিয়ে আজকে আপনার বাড়িতে দূরের কোনো আত্বিয় আস্তে পারে যেই কারণে আপনার সময় নষ্ট হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন।

প্রতিকার :- বিছানার পাশে সারা রাত তামার পাত্রে জল রাখুন এবং পরদিন সকালে কাছাকাছি গাছের শিকড়ে জল ঢেলে আসুন স্বাস্থ্য উত্তম থাকবে।

কর্কট রাশিফল (Wednesday, December 13, 2023)

স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে। আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। কোন পুরনো বন্ধু আপনাকে সন্ধ্যায় কল করে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে। আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না। গৃহপরিচারীকা আজ কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গীনীর উপর চাপ তৈরী করতে পারে।

প্রতিকার :- সূর্যোদয়ের সময় ১৫-২০ মিনিট সূর্য স্নান করলে সমস্ত রোগ ও ঘাটতি থেকে মুক্ত হবেন।

সিংহ রাশিফল (Wednesday, December 13, 2023)

আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে; শুধুমাত্র এটা অনুভব করুন। আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভাল ফল দিতে পারে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘ মেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে।

প্রতিকার :- আপনি যদি আর্থিক ভাবে সবল হতে চান, তাহলে আপনার স্ত্রী কে সন্মান করুন।

কন্যা রাশিফল (Wednesday, December 13, 2023)

ধ্যান পরিত্রাণ আনবে। দিনের পরেরভাগে টাকাপয়সার অবস্থার উন্নতি হবে। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোন সময় না দেওয়ার জন্য এখনো আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে। দিন কে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয় নি।

প্রতিকার :- পেশাগত জীবনের উন্নতির জন্য ‘ওম ক্ষিতি পুত্রায় বিদ্মাহে লোহিতংগায় ধীমহি তন্নৌ ভৌমঃ প্রচৌ্দয়াত’ মন্ত্রটি প্রত্যেকদিন ১১ বার জপ করুন।

তুলা রাশিফল (Wednesday, December 13, 2023)

আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রীড়া কার্যকলাপ উপভোগ করতে পারেন। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে। ভালবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে।আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন। আপনার প্রেমিক আপনাকে প্রাপ্ত সময় দেয় না আজকে আপনি এই অভযোগটা তাকে খোলাখুলি জানাতে পারেন। আজ, আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে।

প্রতিকার :- পারিবারিক সুখ লাভ করার জন্য চৌকো রুপোর গলায় পড়ুন বা আপনার সাথে সবসময় রেখে দিন।

বৃশ্চিক রাশিফল (Wednesday, December 13, 2023)

আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। আপনার স্ত্রীর স্বাস্হ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে। প্রি়য়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ,সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।

প্রতিকার :- ভগবান কৃষ্ণের পুজা করলে গৃহ খুশি, সন্তুষ্টি এবং তৃপ্তিতে পরিপূর্ণ থাকবে।

ধনু রাশিফল (Wednesday, December 13, 2023)

আপনার উচ্চ ক্ষমতা আজ সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাশা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন। আরো কঠোরভাবে চেষ্টা করুন, আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্যই অনুকূল। আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন।

প্রতিকার :- পেশাদারী জীবনে শুভলক্ষণ আনতে তেজপাতা দ্বারা প্রতিদিন দাঁত পরিষ্কার করুন।

মকর রাশিফল (Wednesday, December 13, 2023)

কোন বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য্যশক্তির পরীক্ষা নিতে পারে। আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। আজ আপনার জন্য নতুন চেহারা-নতুন পোশাক পরিচ্ছদ-নতুন বন্ধু হতে পারে। আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না। যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন, তাহলে এটি সত্যিই একটি ভাল দিন হতে যাচ্ছে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- আপনার স্নানের জলে হলুদের গুঁড়ো ও দুধ মিশিয়ে দিন সামান্য পরিমানে, এর ফলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

কুম্ভ রাশিফল (Wednesday, December 13, 2023)

আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান। আপনার বিষণ্ণ জীবন আপনার পত্নীর উত্তেজনা কারণ হতে পারে। সৃজনশীল চাকরি সম্পন্ন নেটিভরা আজ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনি সৃজনশীল কাজের চেয়ে কোনও কাজের গুরুত্ব অনুধাবন করতে পারেন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন।দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে।

প্রতিকার :- আপনার প্রেম জীবন কে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে দরিদ্র ও অভাবী লোক জনদের কালো কাপড় দান করুন।

মীন রাশিফল (Wednesday, December 13, 2023)

আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন- আপনি যাই করুন না কেন- সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়েই এটি করতে পারবেন। আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয়, যে কোনও পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। কোন মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন। যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যায়ী হওয়া এড়িয়ে যান। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন।

প্রতিকার :- বিছানার চার পায়াতে রুপার পেরেক লাগালে ব্যবসা ও কাজের সব বাধা দূর হয়ে যাবে।