/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আজকের রাশিফল ২ ৭ শে মে ( শনিবার) * West Bengal Bangla
*আজকের রাশিফল ২ ৭ শে মে ( শনিবার) *


মেষ: মানসিক উদ্বেগকে সংযত রাখুন। কাজের জায়গায় আপনার কাজ প্রশংসা পাবে। সঠিক সময়ে কাজ শেষ হওয়ায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন। নতুন চাকরিপ্রার্থীরা চাকরি পেতে পারেন।

​বৃষ: অসাধারণ কিছু করার চেষ্টা না করাই ভালো। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাবে বেশ কিছু কাজ ভেস্তে যেতে পারে। বাজিতে টাকা লাগানো বন্ধ করুন। আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। তবে ছোটখাটো ব্যাপার নিয়ে বিভ্রান্ত হবেন না।

​মিথুন:জমিবাড়িতে বিনিয়োগ করতে পারেন। অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ার ফলে মনের উপর প্রভাব পড়বে। কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন। অল্প কয়েক দিনেই খারাপ পরিস্থিতি কেটে যাবে। বিবেচনা করে সিদ্ধান্ত নিন যে কোনও ক্ষেত্রে।

​কর্কট: ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন। ব্যবসায়ের জন্য আপনি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিয়ের প্রস্তাব আসতে পারে।

সিংহ:নিজের প্রতি বিশ্বাস রাখুন। বিয়ের জন্য ভালো সম্পর্কের প্রস্তাব পাবেন। বিবাহিত জীবনও ভাল থাকবে। যারা ব্যবসা করেন তারা সাফল্য লাভ করবেন। স্বাস্থ্য ভালো যাবে না। ছোটখাটো অসুস্থতায় ভুগতে হতে পারে। ডায়েট এবং রুটিন মেনে চলুন।

কন্যা: অর্থ সঞ্চয়ের কথা ভাবুন। পরিবারে বিরোধ দেখা দেবে। অর্থের অধিকারের বিষয়ে ভাই-বোনদের সাথে সম্পর্ক তিক্ত হতে পারে। বাড়ির প্রবীণদের স্নেহ আপনার উপর থাকবে। ভুল বোঝাবুঝির কারণে আপনার প্রেমের সম্পর্কও শেষ হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

​তুলা:ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। চাকরিজীবীরা কাজ অনুসারে সাফল্য পাবেন। কর্মস্থলে সিনিয়র অফিসারদের আস্থা অর্জন হবে এবং পদোন্নতি ঘটতে পারে। ব্যবসায়ীরাও কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। পড়াশোনার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্সাহ থাকবে।

​বৃশ্চিক:খরচ এড়ানোর চেষ্টা করুন। প্রত্যাশিত সাফল্য আসবে নতুন পরিকল্পনা এবং নতুন কাজ থেকে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য ভাল থাকবে। পরস্পরের প্রতি সম্প্রীতি বাড়বে এবং ভালবাসার অনুভূতি প্রবল হবে।

​ধনু: অর্থের প্রতি লোভ করবেন না। পারস্পরিক উত্তেজনা ও বিবাদের কারণে পারিবারিক পরিবেশ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। খাবারের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে।

​মকর: বিবাহিত জীবনের প্রতি যত্নবান হোন। পূর্বের আটকে থাকা টাকা ফিরে পাবেন। পরিশ্রমের ফল পাবেন। লুকোনো শত্রু নিয়ন্ত্রণে থাকবে। নতুন বিনিয়োগ করতে পারেন। আত্মবিশ্বাস কমে গেলেও কর্মদক্ষতার জন্য অনেক কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠবেন

​কুম্ভ:কর্মজীবনে মন দিন। অকারণ তর্ক এড়িয়ে চলুন। চাকরির ক্ষেত্রে মানসিক চাপ এই সময়ে অনেকটা কমতে পারে। দায়িত্ব বাড়বে। দ্রুত কোনও সিদ্ধান্ত এই সময়ে নেবেন না। চাকরিজীবীরা ধৈর্যের অভাব অনুভব করবেন। ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

​মীন: ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। কাজের ক্ষেত্রে ধৈর্যের অভাব অনুভব করবেন। আপনার রুক্ষ ব্যবহারের জন্য সমস্যায়ে পড়তে পারেন। ব্যবসায়ে নতুন অংশীদার আসতে পারে। পুরনো পরিকল্পনা এখন বাস্তবায়িত হতে পারে।

নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। 

*জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী*


জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণদের উদ্দেশ্যে বিশেষ টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘পরীক্ষায় টপার এবং পশ্চিমবঙ্গ ও সারা দেশের সফল প্রার্থীদের অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে মোট সফল প্রার্থীদের মধ্যে ৫৩% পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের। এ বছর সফল প্রার্থীদের মধ্যে ২৭ দশমিক ৫ শতাংশই নারী। সকলের চমৎকার পারফরম্যান্স আমাদের গর্বিত করেছে। আমি সফল শিক্ষার্থী, তাদের গর্বিত বাবা-মা এবং শিক্ষকদের অভিনন্দন জানাই।‘

*জয়েন্টে পাশ করেছে ৯৯.৪%*


এবারের জয়েন্টে ৯৯.৪ শতাংশ সফল পরীক্ষার্থী। তাদের মধ্যে ৭২ শতাংশই এই রাজ্যের। ২৮ শতাংশ রাজ্যের বাইরের। সাংবাদিক বৈঠকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, ৯৬ হাজার ৯১৩ জন সফল হয়েছেন। তাদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন রাজ্যের বোর্ডের ছাত্রছাত্রী।

*প্রকাশিত হল জয়েন্ট পরীক্ষার ফলাফল*


আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ২০২৩ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফলাফল। দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দুপুর ৪টে থেকে দেখা যাবে ফলাফল।

এই বছর জয়েন্ট পরীক্ষায় প্রথম হয়েছে মহম্মদ সাহিল আখতার।জয়েন্টে দ্বিতীয় স্থানাধিকারী সোহম দাস। রুবির দিল্লি পাবলিক স্কুলের পড়ুয়া। এছাড়াও মেধাতালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন সারা মুখোপাধ্যায়। বাঁকুড়ার বান্দা বিদ্যালয়ের পড়ুয়া।চতুর্থ হয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সৌহার্দ্য দণ্ডপাত।

পঞ্চম স্থানে রয়েছেন অয়ন গোস্বামী। ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছেন সোসপুর নারায়ণ স্কুলের অরিত্র অম্রুত দত্ত। সপ্তম হয়েছেন রাজস্থানের কোটা থেকে কিন্তন সাহা।অষ্টম হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের সাগ্নিক নন্দী।

নবম হয়েছেন রাজস্থানের কোটা থেকে রক্তিম কুণ্ডু।মেধাতালিকায় দশম স্থানে রয়েছেন কাটোয়ার হোলি অ্যাঞ্জেল স্কুলের শ্রীরাজ চন্দ্র।

*সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না অভিষেক*


শুক্রবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে মিলল না স্বস্তি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, জিজ্ঞাসাবাদ করা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তদন্ত যেমন চলছে চলবে, জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ নয়। সুপ্রিম-নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কার্যত, কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত।

*গরু পাচার কান্ডের নয়া মোড়! সায়গলকে তিহাড়ে গিয়ে জেরা করতে চায় CBI*


গরুপাচার মামলার তদন্তে আরও গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তিহাড় জেলে গিয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে চলেছে সিবিআই । সায়গলকে জেরা করার জন্য এর আগে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর করেছে আদালত।

এখনও পর্যন্ত যা খবর, আগামী সপ্তাহেই দিল্লিতে যাচ্ছে সিবিআইয়ের গরু পাচার মামলার তদন্তকারী অফিসারদের বিশেষ টিম।

*আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্টের রেজাল্ট*


আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। আজ দুপুর ২ টো ৩০ মিনিটে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড আনুষ্ঠানিকভাবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। দেড় ঘণ্টা পর থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন শিক্ষার্থীরা। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in থেকে 'র‍্যাঙ্ক কার্ড' ডাউনলোড করতে পারবেন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি ডিগ্রি কোর্সে ভর্তির জন্য চলতি বছরের ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল। এবার ১.২৪ লাখের বেশি পরীক্ষার্থী রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। মোট ৩০৬ টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল।

*কালবৈশাখীর ভয়ংকর তান্ডব! কেমন যাবে আজকের আবহাওয়া?*


আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝড়বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া সূত্রে খবর, আগামী দুদিন কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩২.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২ ৬ শে মে ( শুক্রবার) *


 মেষ: আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে কিছু ঝামেলার আশঙ্কা। চাকরিজীবীরা পদস্ত কর্মকর্তার সাথে বিরোধ এড়িয়ে চলতে চেষ্টা করবেন। পিতার সাথে মনমালিন্যর আশঙ্কা প্রবল। রাজনৈতিক ও সামাজিক কাজে দূর্ণামের আশঙ্কা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলার সম্মূখীন হতে হবে।

বৃষ: পিতার সাথে অকারণে ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা তুলনামূলক ভালো থাকবে। রহস্যজনক উৎস থেকে কিছু ধনলাভের যোগ রয়েছে। প্রবাসী বিদ্যার্থীদের দিনটি ভালো যাবে না। কোনো ঋণাত্মক সংবাদে কিছুটা হতাশ হয়ে পড়তে পারেন।

মিথুন: মিথুন রাশির জন্য আজকের দিন শুভ নয়। পাওনাদারের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লোকশানের আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে পুলিশি হয়রানির সম্মূখীন হতে পারেন। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে চলেছেন। বকেয়া কিছু টাকা আদায়ে বেগ পেতে হবে।

কর্কট: ব্যবসায়ীক কাজে কোনো পার্টনারের দ্বারা প্রতারিত হবার আশঙ্কা প্রবল। শরীর কিছুটা খারাপ যেতে পারে। আজ মানসিক অস্থিরতায় ভুগতে থাকবেন। কোনো রহস্যময় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যে রহস্যজনক ঘটনা ঘটতে পারে। মনের মানুষের সাথে ঝগড়া হতে পারে।

সিংহ: কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার শিকার হতে হবে। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসা বানিজ্যে আশানুরুপ লাভের যোগ নেই। শরীর খুব একটা ভালো যাবে না।অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। প্রবাসীরা কোন আইনি জটিলতায় পড়তে পারেন।

কন্যা: প্রেমিক বা প্রেমিকার বন্ধুর কারণে প্রেমে ঝামেলা হতে পারে। পরীক্ষার্থী সন্তানের পরাশোনা নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়ীরা কোনো বকেয়া আদায়ে বন্ধুর সাহায্য পেতে যাচ্ছেন। সাংসারিক অবস্থার উন্নতি হবে না। চাকরীজীবীদের বেতন বোনাস লাভের যোগ বলবান।

তুলা: পারিবারিক পরিবেশ কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনাকাঙ্খীত ঝামেলা দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো গোপন শত্রুতার শিকার হতে পারেন। পদস্ত কর্মকর্তার দ্বারা হেনস্তার আশঙ্কা রয়েছে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশি হলে আজকের দিনটা ঝামেলার। বাড়ীতে ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পরতে পারেন। কোনো প্রতিবেশীর সাথে অকারণে শত্রুতার সম্পর্ক তৈরী হতে পারে। মানিএক্সেঞ্জ ও বিকাশ এজেন্সী ব্যবসায় লোকসানের আশঙ্কা রয়েছে। বিদেশ থেকে কোনো হতাশা জনক সংবাদ পেতে পারেন। ফরেক্সের ট্রেডিং এ ক্ষতির আশঙ্কা প্রবল। কোনো অতিন্দ্রীয় সাধক বা ভবিষ্যৎবক্তার সাক্ষাৎ পেতে পারেন।

ধনু: ধনু রাশির জন্য আজকের দিনটি সুবিধার নয়। আর্থিক অনিশ্চয়তায় পড়তে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হবে না। বরং আপনার লাভের গুড় অন্যে খেয়ে ফেলতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। কোনো কুটুমের সাথে বিরোধে বা বিবাদে জড়াতে পারেন। আইনগত জটিলতায় ভোগার আশঙ্কা রয়েছে। কোনো কারণে চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন।

মকর: আজ কর্মস্থলে ও ব্যক্তি জীবনে ভুল বোঝাবুঝির সম্মূখীন হতে হবে। শরীর খুব একটা ভালো যাবে না। এলার্জী বা ঠান্ডার সমস্যায় ভুগতে পারেন। চাকরিজীবীরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির নতুন সুযোগ পেয়ে যাবেন। রহস্যজনক উৎস থেকে অর্থ লাভের যোগ দেখা যায়। জীবন সাথীর বিদেশ যাত্রার যোগ বলবান।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল বলা যায়। ভ্রমনে উদ্দেশ্য সাধন হবে না। বৈদেশীক কাজ কর্মে কোনো আইনগত জটিলতা দেখা দিতে পারে। সাংসারিক বিষয়ে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। আজ আইনগত জটিলতা থেকে রেহাই পাবার কিছু সম্ভাবনা রয়েছে। অনেকের আবার পায়ে বা কোমড়ে চোট পাওয়ার আশঙ্কা প্রবল। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন।

মীন: ব্যবসায়ীক কাজে কোথাও ভ্রমনের যোগ। প্রেমে অকারণে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ঝামেলায় পড়তে যাচ্ছেন। 

*ডাউন লাইনে মারণ ঝাঁপ!*


কালীঘাট মেট্রো স্টেশনে মারণ ঝাঁপের ঘটনায় নতুন আপডেট। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০ ট ১০ নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন এক প্রৌঢ়। তারপর এক ঘন্টারও বেশি সয় ধরে বন্ধ থাকে পরিষেবা।

ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ থাকে মেট্রো চলাচল। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ও টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত চালু পরিষেবা। অফিস টাইমে এহেন ঘটনায় বিপাকে পড়েছেন যাত্রীরা। প্রৌঢ়কে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।