/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ইংরেজবাজারে বাজির দোকানে বিস্ফোরণে আরও বাড়ল মৃতের সংখ্যা* West Bengal Bangla
*ইংরেজবাজারে বাজির দোকানে বিস্ফোরণে আরও বাড়ল মৃতের সংখ্যা*

মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ মালদার ইংরেজবাজারের নেতাজি বাজারে একটি বাজির দোকানে আগুন লেগে যায়। যার ফলে পরপর বিস্ফোরণ হতে থাকে। আগুন আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়েছে। ঘটনার ইতিমধ্যেই ৫ ঘণ্টা পার হয়েছে।

ঘটনাস্থলে মোতায়েন রয়েছে একাধিক দমকল বাহিনী। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে। ঘটনায় ইতিপূর্বেই একজনের মৃত্যুর খবর জানা যাচ্ছিল। তবে জানা যাচ্ছে, এই ঘটনায় আরও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ফলে এখনও পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর জানা যাচ্ছে।

*মা কালীই ভরসা চাকরি প্রার্থীদের*

৮০০ দিন কেটেছে, চাকরির দাবিতে পথে রয়েছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। তবে এখনও মেলেনি চাকরি। এবার তাই মা কালীর কাছে চাকরির জন্য প্রার্থনা করলেন চাকরি প্রার্থীরা। কালীঘাটে পুজো দিয়েছেন চাকরি প্রার্থীরা। চাকরি প্রার্থীদের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেকোনো সমস্যায় পড়লে কালীঘাটে পুজো দেন। তাই তারাও কালীঘাটে পুজো দিয়েছেন চাকরির জন্য। তারা আশা করছেন, এরপরে দ্রুত চাকরি পাবেন তারা।

* ফের ঝড়-বৃষ্টির চোখ রাঙানি!কেমন যাবে আজকের আবহাওয়া?*


আজ থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । বাড়বে ভ্যাপসা গরম। তবে মঙ্গলবার থেকে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনাও রয়েছে।

দিনের বেলা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

*আজকের রাশিফল ২৩ শে মে ( মঙ্গলবার) *


 মেষ: উচ্চ স্তর থেকে আজ সামাজিক ক্ষেত্রে চাপ আস্তে পারে। কর্মক্ষেত্রে মনোমালিন্য হতে পারে আজ। রয়েছে মূল্যবান সম্পদ লাভের সুযোগ।

বৃষ: আজ অর্থ লাভের সুযোগ রয়েছে। কর্মক্ষত্রে আপনার জন্য আজকের দিনটি সফল। কোনa বিষয়ে বাড়তি অভিজ্ঞতা লাভের সুযোগ পেতে পারেন

মিথুন: জীবনের কোনও পরিবর্তন আজ আপনার জন্য সুখকর হতে পারে। মূল্যবান বস্তু লাভের সুযোগ আছে আজ। অপরের সেবায় শান্তি লাভ হবে।

কর্কট: পাওনা আদায়ের সময়ে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে। সাংসারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে আজকে। উচ্চশিক্ষায় ভাল ফল আশা করা যায়।

সিংহ: নতুন করে শত্রুতা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে আজ দিনটি আপনার জন্য মোটামুটি শুভ। ঘুরতে যাওয়ার সুযোগ রয়েছে আজ।

কন্যা: কর্মক্ষেত্রে আজ উন্নতি আসবে আপনার। গুরুজনদের পরামর্শ মেনে চললে আজ ব্যবসায় অগ্রগতির মুখ দেখতে পারেন। অর্থ লাভের সুযোগ রয়েছে আজ।

তুলা: কর্মক্ষত্রে সাফল্যের হাতছানি। আজকের দিনে রয়েছে মূল্যবান সম্পদ লাভের সুযোগ। মানসিক দুর্বলতা আসতে পারে,ঝামেলা এড়িয়ে চলাই শ্রেয়।

বৃশ্চিক: সন্তানের জন্য আজ দিনটি শুভ। আজ অভিভাবকের কথা শুনে চললে সমস্যা সমাধান হতে পারে নিশ্চিত ভাবে। অপরের পরামর্শ এড়িয়ে চলুন।

ধনু: কর্মক্ষত্রে জটিলতা থেকে আজ সুরাহা পেতে পারেন। আপনার জন্য আজ উচ্চশিক্ষার সুযোগ রয়েছে । মন দিয়ে কাজ করুন।

মকর: কোনও প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সাফল্যের সম্ভবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ দিনটি সুখকর হবে। ভ্রমণের সুযোগ আসতে পারে।

কুম্ভ: সামাজিক স্তরে কোনও দায়িত্ব গ্রহণ করতে হতে পারে আজ। পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে। আজ উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে।

 মীন: বহুদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে আপনার। লেখাপড়ার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শারীরিক দুর্বলতা বাড়তে পারে।

*চলতি সপ্তাহে হতে চলেছে অভিষেকের শুনানি*


নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই হতে চলেছে তার আবেদনের সুপ্রিম শুনানি। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী মনু সিঙভি।

অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না করার আবেদন জানানো হয়েছে। আবেদনে অভিযোগ করা হয়েছে, ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরেও রোজই নাকি সমন পাঠানো হচ্ছে অভিষেককে। আগামী শুক্রবার হতে চলেছে সুপ্রিম শুনানি।

*অপরাধ রুখতে নয়া পদক্ষেপ নিল নবান্ন*


অপরাধ দমনে তথ্য-প্রযুক্তিকে আরও বেশি করে কাজে লাগাতে নয়া পদক্ষেপ রাজ্যের। নবান্ন সূত্রের খবর, শীঘ্রই রাজ্যের সব থানায় একটি করে ট্যাব দেওয়া হবে। থানার সব জরুরি তথ্য এবং অপরাধীদের ঠিকুজি ট্যাবে রাখা থাকবে। প্রয়োজন মতো তা কাজে লাগাবে পুলিশ। সরকারি কর্তাদের মতে, এর ফলে অপরাধ দমনে পুলিশের হাত আরও শক্ত হবে। 

রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, প্রযুক্তিগত দিক থেকে পুলিশকে ক্ষমতাশালী করে তুলতে ৭৫৬টি বিশেষ ধরনের ট্যাব কেনা হচ্ছে। এগুলি রোদে-জলে সহজে নষ্ট হবে না। হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না। প্রতিটি ট্যাবে উন্নতমানের ক্যামেরা থাকবে। ওয়াইফাই কানেকশন থাকার ফলে সব ধরনের অ্যাপ ব্যবহার করা যাবে।

*সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টি! কেমন যাবে আজকের আবহাওয়া?*

 

সকাল থেকেই আকাশ মেঘলা। জায়গায় জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও কমেছে এর জেরে। আজ সোমবার সারাদিন ধরেই ঝড়- বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। তবে সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাতের সম্ভাবনার জেরে বেশ অসুবিধায় পড়তে হবে নিত্য যাত্রীদের। 

*আজকের রাশিফল ২২ শে মে ( সোমবার) *


মেষ: ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য আসবে। কোনও নতুন চুক্তি করার আগে সব দিক বিবেচনা করুন। কর্মক্ষেত্রে কারোর সাথে তর্ক বিতর্কে যাবেন না। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। কোনও সামাজিক সংস্থায় যোগ দিতে পারেন।

বৃষ: পরিবারের সঙ্গে মতানৈক্য হতে পারে। ব্যবসায় গ্রাহকদের সাথে সংযতভাবে কথাবার্তা বলুন। সমস্ত সমস্যা মিটে যাবে। ব্যবসায় বৃদ্ধি দেখা যাবে। খরচ বেড়ে যাবে। শত্রুদের ষড়যন্ত্র আপনি ব্যর্থ করে দেবেন। কর্মক্ষেত্রে নিজের কাজে গুরুত্ব দিন। 

মিথুন: কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। ব্যবসায়িক এবং ঘরের কাজে আপনার সৃজনশীলতার প্রভাব পড়বে। বন্ধুদের সাথে কোনও ব্যবসায়িক কাজ শুরু হতে পারে। এক অজানা ভয় আপনাকে গ্রাস করবে। যার প্রভাব আপনার রোজকার কাজকর্মে পড়বে। 

কর্কট: পূর্বের বিনিয়োগ থেকে লোকসান হতে পারে। আপনার পুরানো বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেতে থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা দুর্দান্ত যাবে। পেটের ব্যথা, বদহজম ইত্যাদির মতো অন্যান্য সমস্যার মুখোমুখি হতে পারেন। 

সিংহ: স্বাস্থ্য নিয়ে সমস্যায়ে পড়তে পারেন। প্রবাসীদের জন্য বিশেষভাবে ভাল হবে আজ। ভাজা খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যের যত্ন নিন নইলে মুশকিলে পড়তে পারেন। 

কন্যা: শিক্ষার্থীরা পরিশ্রমের ফল পাবেন। আপনার অধীনে কর্মরত কর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা এবং উত্সাহ পেতে পারেন। যারা কোনও প্রশাসন, সরকার ও ব্যবস্থাপনা খাতের সাথে যুক্ত তাদের পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

তুলা: সম্পত্তি নিয়ে আইনি জটিলতা হতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে। আত্মবিশ্বাস কমবে। পেশগত জীবনে সমস্যা হতে পারে। মানসিক চাপ হতে পারে। অযথা অর্থব্যয় করবেন না। অকারণ তর্ক এড়িয়ে চলুন। 

বৃশ্চিক: কাজ নিয়ে মানসিক সমস্যায় থাকবেন। আত্মবিশ্বাস বাড়বে। এই সময়ে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। চাকরিজীবীরা আরও একটু ধৈর্য ধরুন। কোনও সামাজিক প্রতিষ্ঠানে যোগ দিতে পারেন। অকারণ তর্ক সমস্যায় ফেলতে পারে। কাজের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। 

ধনু: অতীতের বিনিয়োগ থেকে লাভ হতে পারে। নতুন কোনও বিনিয়োগের কথাও ভাবতে পারেন। কোথাও ভ্রমণে যেতে পারেন। শত্রুরা নিয়ন্ত্রণে থাকবে। অফিসে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কঠিন পরিশ্রমের ফল পাবেন। শিক্ষার্থীদের কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হতে পারেন।

মকর: দাম্পত্য জীবনের বিবাদ মিটে যেতে পারে। খানিকটা অধৈর্য থাকবেন। ফলে আচরণে রুক্ষতা দেখতে পাবেন। কর্মক্ষেত্রে তার যাতে প্রভাব না পড়ে, সে ব্যাপারে সাবধানী হোন। ব্যবসার কাজে বুদ্ধি খাটান

কুম্ভ: সহকর্মীর থেকে কটূ কথা শুনতে পারেন। সামান্য সমস্যায় পড়তে পারেন। মন উদাসী থাকার জন্য আপনি কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পেশাগত জীবন ভালো থাকবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগবেন না। সেটা উলটো ফল দিতে পারে। 

মীন: পেশাগত জীবনে আত্মবিশ্বাস হারাতে পারেন। কাজের ক্ষেত্রে সিনিয়র সহকর্মীদের সাথে কোনও রকম তর্কে যাবেন না। ব্যবসার জন্য মিশ্রিত অবস্থা থাকবে। আত্মবিশ্বাস খানিক কমতে পারে, কিন্তু ভয় পাবেন না। 

*বিকল হয়ে পড়ল হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেস*


হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হতে না হতেই একের পর এক অভিযোগ। জজপুড়ে দুর্যোগের কবলে বন্দে ভারত। ঝড়-বৃষ্টিতে ভেঙেছে জানলার কাছ। বাজ পড়ে বিকল ইঞ্জিন। তার ওপর কাজ করছে না এসি। একেই ট্রেন আটকে রয়েছে।

বায়ু চসাচলের কোনো মাধ্যম নেই বলে অভিযোগ করেছেন এক যাত্রী। শরৎ চন্দ্র পট্টনায়ক নামে এক ব্যক্তি তো আবার সরাসরি রেলমন্ত্রীকে ট্যাগ করে লিখেছেন, স্যার যাত্রীরা আজ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে দুর্ভোগ পোহাচ্ছেন কারণ সেখানে বিদ্যুৎ, আলো বা এসি কাজ করছে না। এমনকি দরজাও খুলছে না এবং ট্রেনটি একটি সেতুর ওপরে রয়েছে। দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় আলোকপাত করুন।

*শুটিং সেরে ফেরার পথে প্রাণ হারালেন টলি অভিনেত্রী*


শ্যুটিং থেকে ফেরার পথে বরানগরে ভয়াবহ দুর্ঘটনার শিকার জনপ্রিয় টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, শ্যুটিং শেষ করে অ্যাপ বাইকে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই বাইকটিকে ধাক্কায় দেয় একটি লরি।

ঘটনায় গুরুতর জখম হন তিনি। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে যে তথ্য হাতে পাওয়া যাচ্ছে সেই মোতাবেক ওই ঘাতক লরি চালককে গ্রেফতার করা হয়েছে।