/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *মহামিছিলের ডাক দিলেন শুভেন্দু!* West Bengal Bangla
*মহামিছিলের ডাক দিলেন শুভেন্দু!*


পুলিশের নাকের ডগায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। মহামিছিলের ডাক দিলেন শুভেন্দু অধিকারী । পুলিশমন্ত্রী মমতার ইস্তফা এবং এগরা কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে এই মহামিছিলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'এগরায় ২৫০০০ লোক নিয়ে মহামিছিল হবে', ঘোষণা করলেন শুভেন্দু।

বিস্ফোরণ যেখানে ঘটে সেই খাদিকুল গ্রামে আজ সকালেই পৌঁছেছেন শুভেন্দু। বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন তিনি। তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়েছে মৃতদের আত্মীয়রা। তিনি কথা বলেছেন তাদের সঙ্গে।

*সাবধান ! ধেয়ে আসছে ভারী বৃষ্টি, জেনে নিন আজকের আবহাওয়া*


মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। কিন্তু তার পরও গরম থেকে মুক্তি নেই। এই অবস্থায় একটু স্বস্তির জন্য বর্ষার কামনা করছে পশ্চিমবঙ্গবাসী। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৪°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১.৩° সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর মোকার প্রভাব পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ না পড়লেও বৃষ্টি হতে পারে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। মোকার পরোক্ষ প্রভাবে বাড়তে পারে তাপমাত্রার পারদ।

*আজকের রাশিফল ১ ৭ই মে ( বুধবার) *


মেষ: আজ পরোপকার করার সুযোগ আসবে। কিন্তু তাড়াহুড়োতে সব দিক সামলাতে গেলে মাথা ঠান্ডা রাখা দরকার। কর্মক্ষেত্রে আজ নিজের কাজের জন্য আজ প্রশংসা পেতে পারেন।

বৃষ: বিপদের সময়ে জমিয়ে রাখা অর্থ কাজে আসে। তাই এখন থেকে সঞ্চয়ের জন্য পরিকল্পনা শুরু করুন। আজ কোনও সামাজিক কার্যকলাপে অংশগ্রহন করতে পারেন। নিজেকে সংযত রাখুন।

মিথুন: আজ বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ করে লাভ হবেনা। তাই এই ধরণের ব্যয় থেকে বিরত থাকুন। পুরানো কোনও বন্ধু সাথে দেখা হতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা করুন। শরীর ভালো থাকবে।

কর্কট: আজ গর্ভবতী মহিলারা সাবধানে থাকুন। আপনার স্বভাব এবং ব্যক্তিত্ব আজ আপনাকে অনেক নতুন বন্ধু এনে দেবে। রাতে কিছুটা সময় একাকী কাটানোর চেষ্টা করুন। মন হালকা হবে।

সিংহ: জীবনে উদারতা আনুন। বর্তমান পরিস্থিতি নিয়ে মন খারাপ করবেন না অথবা কাউকে দোষ দেবেন না। ব্যবসায় বা কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত লাভ আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে।

কন্যা: লম্বা ভ্রমণ এড়িয়ে চলুন। এর ফলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আপনার বিশ্রামের প্রয়োজন রয়েছে। আপনার সৃজনশীলতা আপনাকে সমস্ত দিকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্য আসবে।

তুলা: অনেক দিনের পুরানো বিনিয়োগগুলি থেকে আজ আর্থিক লাভ হবে। এর ফলে আপনি পারিবারিক সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারবেন। প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার সময় তার পছন্দের পোশাক পড়ুন।

বৃশ্চিক: ধ্যান এবং যোগাভ্যাসের ফলে আপনার শরীর ও মন উভয়েই ভালো থাকবে। আপনার নতুন পরিকল্পনা নিয়ে বাবা মায়ের সাথে আলোচনা করুন। অবসর সময়ে নিজের পছন্দের কাজে মেতে থাকুন।

ধনু: আজ নিজের শরীরের যত্ন নিন। কাজের চাপ থাকলেও আলাদা করে নিজেকে কিছুটা সময় দিন। আর্থিক সমস্যার জন্য আজ পরিকল্পনামাফিক চলতে পারবেন না। এর ফলে মানসিক অশান্তি আসতে পারে।

মকর: ভাই বোনদের সাহায্যে আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। বন্ধুবান্ধব অথবা পরিবারের মানুষদের সাথে আড্ডা দিয়ে মন ভালো থাকবে। কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে।

কুম্ভ: যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আজ ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যবসায়িক বৃদ্ধি এক নতুন উচ্চতা পাবে। স্ত্রীয়ের স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে।

মীন: খাওয়া দাওয়া কমিয়ে ফেলুন। শরীরের দিকে নজর দিন। শরীর ভালো রাখতে নিয়মিত শরীরচর্চা এবং ডায়েট করুন। অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন আজ। ফলে সঞ্চয় বাড়বে। কাজের সূত্রে কোথাও ঘুরতে যেতে পারেন।

*ধাক্কা খেলেন চাকরি প্রার্থীরা*

হরিশ মুখার্জি রোডে মিছিল করতে চেয়েছিলেন বিক্ষোভকারীরা। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। মিছিল করার ব্যাপারে অনুমতি মিলেছে। তবে মিছিলের রুট বদল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাজরা ও হরিশ মূখার্জি রোডে মিছিল করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি। মিছিলের রুট বদলে নিয়ে যাওয়া যেতে পারে আশুতোষ মুখার্জী রোডের দিকে। বুধবার সন্ধ্যায় হরিশ মুখার্জি রোডে এই মিছিল করার অনুমতি চেয়েছিলেন চাকরিপ্রার্থীরা। মিছিলের অনুমতি মিললেও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মনে খেদ থেকে যেতে পারে।

*এগরায় বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানালেন রাজ্যের মন্ত্রী*

পূর্ব মেদিনীপুরের এগরায় এক বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। আজ মঙ্গলবার তিনি বলেন, 'আজ পূর্ব মেদিনীপুরের এগরায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি শীল এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।'

*এগরায় বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানালেন রাজ্যের মন্ত্রী*

পূর্ব মেদিনীপুরের এগরায় এক বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে এবার মুখ খুললেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। আজ মঙ্গলবার তিনি বলেন, 'আজ পূর্ব মেদিনীপুরের এগরায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি শীল এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।'

*আরও এক বিধায়কের বাড়িতে তল্লাশি শুরু CBI*

ফের নড়েচড়ে বসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । জানা গিয়েছে, আজ মঙ্গলবার বিহারের পাটনা ও আরা এলাকায় আরজেডি বিধায়ক কিরণ দেবী ও প্রাক্তন আরজেডি বিধায়ক অরুণ যাদবের সঙ্গে সম্পর্কিত নয়টি জায়গায় সিবিআই অভিযান চালাচ্ছে। এরা দুজনের আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ বলে পরিচিত। কিরণ দেবী ভোজপুরের আগিয়াওন বিধানসভা কেন্দ্রের বিধায়ক। শুধু তাই নয়, নয়ডা, দিল্লি ও গুরুগ্রামে প্রেমচাঁদ গুপ্তা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই।

*কুড়মি-বিতর্কে দিলীপের হয়ে ক্ষমা চাইল সুকান্ত*

বার দিলীপ ঘোষের বক্তব্য কিছুটা বিড়ম্বনাতেও ফেলেছে তাঁকে। কুড়মি সম্প্রদায় নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে গত ২-৩ দিন ধরে তুমুল হইচই জঙ্গলমহলে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতির বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি থেকে তাঁকে সামাজিক বয়কটের হুমকিও দেওয়া হয়েছে। আর এসবের মধ্যেই বঙ্গ বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট। সেখানে একটি ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে. ‘…কুড়মি সমাজ বঞ্চনার শিকার, তাদের এই আন্দোলনকে সম্মান জানাই এবং তাঁদের আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা আছে।'

এই ঘটনার জেরে ক্ষমা চাইলেন সুকান্ত মজুমদার ।বিজেপির রাজ্য সভাপতি বললেন, ‘যদি ওনাদের মনে হয়, রাজ্য সভাপতি হিসেবে আমি ক্ষমা চেয়ে নিলে ওনারা শান্ত হবেন… আমি বিজেপির রাজ্য সভাপতি হিসেবে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

*ফের বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজকের আবহাওয়া*


মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। তবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দুদিনের বিরতির পরে বুধবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.২°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৫° সেলসিয়াস। মঙ্গলবার কলকাতায় মূলত মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

*আজকের রাশিফল ১ ৬ই মে ( মঙ্গলবার) *


মেষ : পরিবারের সাথে সমস্যা বাড়তে পারে। নিজের কথায় সংযম রাখুন। কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বুঝেশুনে খরচ করুন। আজ সমস্ত কাজে বিরক্তি থাকবে এবং দেরিও হবে।

বৃষ : স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে আজ। মানসিক চাপে থাকায় সিদ্ধান্ত গ্রহনে অসুবিধা হবে। নতুন প্রকল্প গুলির কাজ কিছুদিনের জন্য স্থগিত রাখাই ভালো। নিজের উপর আস্থা রাখুন।

মিথুন : আজ আপনার অতিরিক্ত খরচ বেড়ে যাবে। খরচ নিয়ন্ত্রণে না এলে আর্থিক সমস্যায় পড়বেন। কোনও ভিড় জায়গায় যাবেননা। তাড়াহুড়ো করে কিছু করবেননা। আজ ষড়যন্ত্রের শিকার হতে পারেন।

কর্কট : আজ আপনার পক্ষে শুভ দিন। বাসস্থান বদলানোর প্রয়োজন হতে পারে। কিছু আটকে থাকা টাকা আজ পেয়ে যাবেন। নতুন উৎস থেকে আয় হওয়ার সম্ভাবনা। সন্তানের থেকে কোনও সুসংবাদ পেতে পারেন।

সিংহ : আজ চাকরির ক্ষেত্রে পদন্নোতি এবং যারা চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজে খুশি হয়ে প্রশংসা করবে। ব্যবসায় বড় অর্ডার পেতে পারেন।

কন্যা : আজ কঠোর পরিশ্রমের পরে সাফল্য পেতে পারেন। বন্ধুদের সাথে অথবা কর্মক্ষেত্রে মতবিরোধ হতে পারে। সংযত থাকুন। পারিবারিক অশান্তির সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখুন। শান্তি পাবেন।

তুলা: আজ চালু থাকা কাজ আটকে যেতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়াও অসম্ভব নয়। তাই নিজেকে কথাবার্তায় সংযত রাখুন। নাহলে অপমানিত হতে পারেন। স্ব্যাস্থের দিকেও নজর দেওয়া দরকার।

বৃশ্চিক : চাকরির ক্ষেত্রে এবং স্ত্রীয়ের সাথে মতানৈক্য আজ বড় আকার ধারণ করতে পারে। তাই সাবধান থাকুন। ব্যবসায়িক অংশীদারের বিরোধিতার কারণে কাজ আটকে থাকতে পারে। অভদ্রতার জন্য অপদস্থ হতে পারেন।

ধনু : আজকের দিন আপনার পক্ষে থাকবে। কর্মক্ষেত্রে পদন্নোতি আশা করতে পারেন। শত্রুরা কোনওরকম ক্ষতি করতে পারবে না। আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। শরীর সুস্থ থাকবে। মনেও শান্তি থাকবে।

মকর : আজ জুয়া খেলা বা কোনও রকম বাজি বা লটারি থেকে নিজেকে বিরত রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ লোকসান ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে সিনিয়রদের বিরোধের মুখে পড়বেন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : আজ সম্পত্তিতে বিনিয়োগ না করাই ভালো। আপনার আত্মবিশ্বাসের অভাবে কিছু প্রকল্প আটকে থাকবে। পরিবারের সদস্যদের সাথে মত না মেলায় স্বাভাবিক শান্তির পরিবেশ ব্যাহত হবে।

মীন : আজ আপনার পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বন্ধুদের থেকেও সহায়তা পাবেন। সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে সম্মান বাড়বে। উচ্চ আধিকারিকদের সাথে আপনার সম্পর্ক নিবিড় হবে।