/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *কালিয়াগঞ্জ নিয়ে এবার সরম হলেন নওশাদ সিদ্দিকী* West Bengal Bangla
*কালিয়াগঞ্জ নিয়ে এবার সরম হলেন নওশাদ সিদ্দিকী*


কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় আরো একবার সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, সরকার নয়, রাজ্যে সার্কাস চলছে। প্রতি ক্ষেত্রেই কীভাবে পুলিশ আত্মহত্যা বলে মন্তব্য করতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তদন্তকে প্রভাবিত করার অভিযোগ সহ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভাঙড়়ের বিধায়ক। তিনি বলেন যে রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না। পঞ্চায়েত নির্বাচনে এর জবাব দেবে মানুষ।

*নিয়োগ দুর্নীতি নিয়ে এবার সরম হলেন দিলীপ ঘোষ*


রাজ্যে একের পর এক বিজেপি নেতা-কর্মীর মৃত্যুতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যেমন উঠেছে প্রশ্ন, তেমনই পুলিশের ভূমিকা নিয়েও সুর চড়িয়েছে বিজেপি। সম্প্রতি ময়নায় বিজেপির বুথ সভাপতির মৃত্যুতে আদালতের দ্বারস্থ হয়েছে নিহতের পরিবার। সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জোর কদমে তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। চলছে ধরপাকড়। সে নিয়ে বিজেপি তথা কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ময়না ও কালিয়াগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্য পুলিশ কোনো ঘটনাকেই গুরুত্ব দিচ্ছে না।

এমনকি, এফআইআর লিখছে লঘু করে। এরপর মানুষ কিভাবে পুলিশের ওপর আস্থা রাখবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন,''রাজ্য পুলিশ ও প্রশাসন ঠিকঠাক কাজ করছে না বলেই তো বারবার আমাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করানোর কথা বলতে হয়। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত না করলে কেউ ভালোভাবে বিচারও পাবেন না এই রাজ্যে।''

*'কালীঘাটের কাকু'-র বাড়িতে সিবিআই*

'কালীঘাটের কাকু' অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে সিবিআই হানা। নিয়োগ-দুর্নীতিকাণ্ডের তদন্তে এদিন 'কালীঘাটের কাকু'র বাড়িতে যায় সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি ঘিরে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। প্রাথমিকে চাকরি বিক্রির জন্য কুন্তলের থেকে টাকা পৌঁছয় সুজয়কৃষ্ণর কাছে, দাবি সিবিআই সূত্রের।

*কাল থেকেই তীব্র হবে ‘অকাল বর্ষণ’!জেনে নিন আজকের আবহাওয়া*


গোটা এপ্রিল জুড়ে তীব্র গরমের পর মে মাসে অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। কালবৈশাখীর দাপটে জেলায় জেলায় প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি মিলেছে পশ্চিমবঙ্গবাসীর।এদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দক্ষিণের প্রায় সব জেলায় আজ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

পশ্চিমবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা।আজ ও আগামী ৪-৫ দিন বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আজ ভারী বৃষ্টি (৭০ থেকে ১১০ মিলিমিটার) হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের কিছু কিছু জায়গায়। উত্তরের সব জেলায় বজ্রপাত সব ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে আগামী পাঁচদিন। আজ রাজ্যের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩২.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৪ঠা মে ( বৃহস্পতিবার)*


মেষ রাশি: কোথাও বিনিয়োগের আগে আজ অবশ্যই সতর্ক হন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে আজ আপনার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি: সন্ধ্যে নাগাদ বাড়িতে আজ অতিথিরা আসতে পারেন। তাঁদের সাথে বেশকিছুটা ভালো সময় কাটবে। যোগ ব্যায়াম এবং ধ্যান আজ আপনাকে মানসিকভাবে ফিট থাকতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে আজকে সতর্ক থাকুন। নাহলে সঙ্কটের সম্মুখীন হবেন। কোনো ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পক্ষে আজ ভালো দিন। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে।

মিথুন রাশি: আপনি আজ আপনার আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। আজ আপনার নিজের জন্য অনেকটা সময় থাকবে। তাই সেটিকে কাজে লাগিয়ে শরীর এবং মন ভালো রাখার জন্য আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন।

কর্কট রাশি: অতীতের অযথা অর্থব্যয়ের কারণে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনি আজ আপনার বন্ধু-বান্ধবদের সাথে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারেন।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য ক্লান্ত থাকতে পারেন। তাই, অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। সামগ্রিকভাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন।

কন্যা রাশি: শরীর এবং মন ভালো রাখতে আজ থেকেই নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম করতে শুরু করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন।

তুলা রাশি: কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করলে আপনি আজ লাভবান হবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। কোথাও কেনাকাটা করার পরিকল্পনা থাকলে আজ অযথা অর্থব্যয় এড়িয়ে চলুন। তবে, আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো।

বৃশ্চিক রাশি: এই রাশির পড়ুয়ারা আজ অযথা অনেকটা সময় নষ্ট করতে পারে। অতীতের কোনো ভুল সিদ্ধান্ত আজ আপনার হতাশা এবং মানসিক চাপ বাড়িয়ে দিতে পারে। ব্যাঙ্কিং কারবার আজ অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে।

ধনু রাশি: আপনি আজ কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। আজ আপনি আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে পারিবারিক কোনো সমস্যাকে মিটিয়ে দিতে পারেন। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে আজকের দিনটি আপনার খুব ভালো কাটবে। প্রেমের জন্য আজকের দিনটি দুর্দান্ত।

মকর রাশি: ভবিষ্যতে আর্থিক সঙ্কটের হাত থেকে রক্ষা পেতে আজ থেকেই অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন।

কুম্ভ রাশি: শরীর এবং মন ভালো রাখতে আজ থেকেই নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম করতে শুরু করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন কেউ আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনার কোনো নতুন পরিকল্পনা সম্পর্কে আজ বন্ধুরা এবং পরিবারের সদস্যরা উৎসাহিত হবেন।

মীন রাশি: আপনাকে আজ শরীর নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পাশাপাশি, আজ আপনি আপনার সুস্বাস্থ্যের কারণে বন্ধুদের সাথে কোনো খেলাধূলার পরিকল্পনা করতে পারেন।

ব্যালট পেপারে কোন পক্ষপাতিত্ব নয়, আশ্বস্ত করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়
ব্যালট পেপারে কোন পক্ষপাতিত্ব নয়, আশ্বস্ত করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়
*ট্যুইটারে 'অভিশপ্ত দিন'-এর কথা স্মরণ করালেন শুভেন্দু*


২ বছর আগে ভোট পরবর্তী হিংসায় যেভাবে রক্ত ঝরেছিল, আক্রান্ত হয়েছিলেন বিজেপি কর্মীরাও। এমনকি ঘটেছিল প্রাণহানির ঘটনাও। ২ মে সেই কথাই আরও একবার স্মরণ করালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ এর ঘটনার আজ দ্বিতীয় বর্ষপূর্তি।

তৃণমূল সরকারকে নিশানা করে তিনি ট্যুইট বার্তায় লেখেন, ''২০২১-এর ২ মে, যারা ভোট-পরবর্তী ভয়াবহ হিংসা ও সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাই। সেই কালো দিনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে। বর্তমানে আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকম নৃশংসতা দেখিয়েছিল।

বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না, তাদেরসঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা আমরা যেন ভুলে না যাই।''

*ঈশ্বরের কৃপায় বেঁচে রয়েছেন শুভেন্দু!*


২ মে কালো দিন! একের পর এক ট্যুইট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার ঈশ্বরের কৃপায় তিনি বেঁচে রয়েছেন বলে ট্যুইট বার্তায় উল্লেখ করলেন । সেই সঙ্গে আক্রমণ করেছেন রাজ্যের শাসক দলকে। ২০২১ সালের ২ মে গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল।

নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে বলে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত সেই জয় ছিনিয়ে নেয় বিজেপি। সেই দিনের কথা স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে মঙ্গলবার ট্যুইট বার্তায় শুভেন্দু লিখেছেন, জয়ের শংসাপত্র সংগ্রহের জন্য হলদিয়ার গণনা কেন্দ্রে যাওয়ার সময় তার ওপর আক্রমণ করা হয়। ঈশ্বরের কৃপায় তিনি বেঁচে রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

*প্রবল প্রাকৃতিক দুর্যোগ ঘনাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশে!জেনে নিন আজকের আবহাওয়া*


সকাল পর থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আকাশ ইতিমধ্যেই ঢেকে গিয়েছে ঘন কালো মেঘে। এরই মধ্যে রাজ্যেের একাধিক জেলায় শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করল আইএমডি ।

আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দক্ষিণের প্রায় সব জেলায় আজ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে শুধুমাত্র পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এই তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। এই জায়গাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩১.৪°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৬ শতাংশ।

*আজকের রাশিফল ২রা মে ( মঙ্গলবার)*


মেষ রাশি: আজকের দিনটিতে অন্য দিনের তুলনায় আপনার স্নায়বিক উত্তেজনা একটু বেশিই থাকবে। সন্তানের প্রসঙ্গে কোনো সুখবর আপনি আজকে পেতে পারেন। ভালো খাওয়াদাওয়া বা রান্নার প্রতি আজ আপনি আকৃষ্ট হবেন। বিকেলের পর থেকে মেজাজ ঠিক থাকবে।

বৃষ রাশি: হঠাৎ করে আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কিছুটা অকারণেই আজকে আপনাদের ভ্রমণ হতে পারে। মন-মেজাজ আজ ভালো থাকবে। আনন্দের সঙ্গে দিনটি কাটবে। তবে অর্থনৈতিক প্রাপ্তির সম্ভাবনা খুবই কম।

মিথুন রাশি: আজকের দিনটা মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিন। আজকের দিনে আপনি অতিরিক্ত অর্থলাভের সুযোগ পাবেন এবং অর্থপ্রাপ্তির যোগ আপনাদের বেশ ভালোই রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ।

কর্কট রাশি: আজকের দিনটিতে আপনি অতিরিক্ত কর্মব্যস্ততার সম্মুখীন হবেন। যার ফলে আপনি কিছুটা বিচলিত থাকবেন এবং পরিবারকে কোনোভাবেই সময় দিতে পারবেন না। আজকের দিনটাতে আপনি প্রতিটি কাজে মিশ্র ফল পাবেন।

সিংহ রাশি: আজ আপনার বাড়িতে বিবাদ বা বাইরে কোথাও অসম্মানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। তাই, সতর্ক থাকুন। বিকেলের পর অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি: উদ্দেশ্যহীন ভাবে আজকে আপনার ভ্রমণের যোগ রয়েছে। আজকের দিনটি কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক না হলেও দিনটি আনন্দে কাটবে। আজ কোনো অসম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা শারীরিক দিক থেকে কোনো সমস্যা আসতে পারে।

তুলা রাশি: আজকের দিনে আপনি আপনার সঙ্গীর কোনো অর্থনৈতিক বিষয়ে বা প্রতিষ্ঠানের বিষয়ে চিন্তায় থাকবেন। আপনার দিনটি আজকে খুব ভালো যাবে এবং অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আজকের দিনটি আপনাদের জন্য বেশ ইতিবাচক।

বৃশ্চিক রাশি: আজকের দিনটি আপনাদের জন্য ইতিবাচক হলেও কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মনোমালিন্য হতে পারে। এই বিষয়ে সতর্ক থাকবেন। পাওনা অর্থের সামান্য কিছুই আজকে আপনারা ফেরত পাবেন। স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই সতর্ক থাকুন।

ধনু রাশি: আজকের দিনটি ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিন এবং অর্থনৈতিকভাবেও দিনটি ভালোই কাটবে। আজকে আপনারা বেশ আনন্দেই দিনটি কাটাবেন। ফেলে রাখা সমস্ত কাজগুলি আজকে দ্রুত মিটিয়ে ফেলুন। পেটের সমস্যায় আজ ভুগতে পারেন।

মকর রাশি: আজ কাজের জন্য রাস্তায় বের হলে সঙ্গে পর্যাপ্ত জল রাখুন। কারণ, শরীর খুব একটা ভালো যাবে না। বিভিন্ন বাধা-বিঘ্নের মধ্য দিয়ে আজকের দিনটি কাটবে।

কুম্ভ রাশি: দীর্ঘদিনের পাওনা টাকা আজকে কিছুটা আপনারা ফেরত পেতে পারেন। পাশাপাশি, কাজের জন্য আজকে আপনাকে বেশ ছোটাছুটি করতে হতে পারে। তবে, দিনটি সামগ্রিকভাবে ভালো।

মীন রাশি: আজকের দিনটি মীন রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক হলেও বিভিন্ন বাধা-বিঘ্ন বা প্রতিকূলতার মাধ্যমে আজকে আপনাদের উদ্দেশ্য পূরণ হবে। যাঁদের মাথার যন্ত্রণার প্রবণতা রয়েছে, তাঁরা আজ সতর্ক থাকবেন।