/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *বদলাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া!জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
*বদলাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া!জেনে নিন আজকের আবহাওয়া*


বিগত কয়েকদিন উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এবার টানা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । নতুন করে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢোকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।মৌসম ভবনের ইঙ্গিত, আগামী ২ সপ্তাহে প্রবল গরমের আশঙ্কা নেই।

বাংলা কেন, গোটা দেশেই তাপপ্রবাহের তেমন ভয় কম। তাই বলে গরম আর মাথা তুলতে পারবে না, এমন নয়। পূর্বাভাস বলছে, মে-র দ্বিতীয়ার্ধে আবার বাড়বে গরমের দাপট। ফের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.১°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৪° সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

*আজকের রাশিফল ৩০শে এপ্রিল ( রবিবার)*


মেষ রাশি: আজ কোনো সম্পত্তি সংক্রান্ত লেনদেন সম্পন্ন হবে এবং আপনি অবিশ্বাস্য লাভের সম্মুখীন হবেন। সন্তানদের কাছ থেকে আপনি কোনো অপ্রত্যাশিত সংবাদ পাবেন। যা আপনাকে খুশি করে তুলবে। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো।

বৃষ রাশি: ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি আজ তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনি আজ এমন কোনো কাজ করবেন যার ফলে সবাই আপনার প্রশংসা করবেন।

মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। আপনাকে আজ কোনো একটি আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে হবে।

কর্কট রাশি: সবার সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। নাহলে কোনো সমস্যায় পড়তে পারেন। আজকে আপনার মা অথবা বাবার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থব্যয় করতে হতে পারে।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই টাকা ফেরত পেতে পারেন।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি, ভয়কে উপেক্ষা করে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে।

তুলা রাশি: সন্তানের কোনো কাজে আজ আপনি অত্যন্ত খুশি হবেন। হাজারও ব্যস্ততার মাঝেও আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি, ভয়কে উপেক্ষা করে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্ত কাটবে।

বৃশ্চিক রাশি: শরীরকে সুস্থ রাখতে আজ অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলুন। বিবাহিত দম্পতিদের সন্তানদের পড়াশোনার জন্য আজ প্রচুর অর্থব্যয় করতে হতে পারে। আপনি আজ আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে কোনো চমক পাবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না।

ধনু রাশি: আপনি আজ আপনার বন্ধুদের সাথে কোনো পার্টিতে উপস্থিত থেকে প্রচুর অর্থব্যয় করতে পারেন। তা সত্বেও আজ আপনার আর্থিক দিকটি মজবুত থাকবে। আপনার শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। আপনি আজ কোনো সামাজিক কর্মকান্ডের মধ্যে ব্যস্ত থাকবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।

মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। ভবিষ্যতে আর্থিক সঙ্কটের হাত থেকে বাঁচতে আজ থেকেই সঠিকভাবে সঞ্চয় শুরু করুন। পাশাপাশি, এই প্রসঙ্গে পরিবারের সদস্যদের পরামর্শও মেনে চলুন।

কুম্ভ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। পাশাপাশি, ভয়কে উপেক্ষা করে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। প্রেমের জন্য আজকের দিনটি ভালো। দূরসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে পাওয়া কোনো অপ্রত্যাশিত সুসংবাদ আজ পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত বয়ে আনবে। অত্যন্ত ব্যস্ত থাকার কারণে আপনি আজ পরিবারের সদস্যদের সময় দিতে পারবেন না।

মীন রাশি: দিনের শেষ অংশে কোনো পুরনো বন্ধু আজ আপনার বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসতে পারেন। আপনি আজ শারীরিক দিক থেকে একদম সুস্থ থাকবেন।

*সই নকল করে টাকা তুলতো প্রধান শিক্ষক!*


সই জাল করে স্কুল ফান্ডের টাকা তুলে নেওয়ার অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সরগরম ওই স্কুলে সহ শিক্ষক থেকে অভিভাবকরা। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম প্রশান্ত দাস। তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগে সরব হয়েছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, প্রধানশিক্ষক স্কুলে অনিয়মিত। স্কুলের বিভিন্ন ফান্ড নিয়ে যথেচ্ছাচার করেছেন। এর জেরে স্কুলে ছাত্রছাত্রী কমছে।

পূর্ব বর্ধমানের রায়না ব্লকের চকচন্দন দুর্গাদাস হাইস্কুলের ঘটনা। সূত্রের খবর, সেখানে পরিকাঠামো ঠিক থাকলেও ভিতরের অবস্থা বেহাল। স্কুলের প্রবীণ শিক্ষক কিশোরকুমার মজুমদার ও অন্য আর এক সিনিয়র শিক্ষক শিবমণি সাউ সহ অনেকেই জানান যে, এই স্কুলে ম্যানেজিং কমিটি নেই।

*বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু*


রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য আপাতত বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশ সূত্রে খবর, ফ্রান্স থেকে এসে পৌঁছয়নি সেতুর রোপ পরীক্ষার অত্যাধুনিক যন্ত্র ।কলকাতা পুলিশের তরফে বিকল্প তারিখ দেওয়া হয়েছিল ৬ ও ৭ মে।

কিন্তু ওই সময়ের মধ্যেও ফ্রান্স থেকে যন্ত্র আদৌ এসে পৌঁছবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেই কারণে এখনই বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু এর আগে নির্দেশিকায় জানানো হয়,রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য ২৯ ও ৩০ তারিখ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে।

*শীঘ্রই শুরু হতে চলেছে গড়িয়া-রুবি রুটের মেট্রো*


নিত্যযাত্রীদের জন্য সুখবর। খুব শীঘ্রই চালু হতে চলেছে গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। সব কিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হতে পারে এই বহু প্রতিক্ষীত মেট্রো রুটের। আগামী মাসেই গড়াতে পারে এই রুটের মেট্রোর চাকা।

অবশেষে চালু হতে চলেছে গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। গড়িয়া-বিমানবন্দরের মেট্রো করিডরের এই রুটে মেট্রো চলাচলের জন্য ইতিমধ্যেই রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র এসে গিয়েছে। কেটে গিয়েছে সমস্ত জট। এবার কেবলমাত্র চাকা গড়ানোর অপেক্ষা। আর তার জন্যই অপেক্ষার প্রহর গুণছিলেন শহরবাসী। শেষ পর্যন্ত চূড়ান্ত হল সেই দিনক্ষণ।

*অভিষেকের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা আহত ৮*


‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। সেখান থেকে ডিউটি সেরে ফেরার পথে পথদুর্ঘটনার কবলে পুলিশকর্মী ভর্তি বাস। পুলিশ কর্মীদের বাসের সঙ্গে একটি বিয়ে বাড়ির গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় বলে অভিযোগ। আহত হন ৮ জন।

শুক্রবার জলপাইগুড়ির ধূপগুড়ি জলঢাকা সেতুর উপর ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়নাগুড়ি সাপটিবাড়ি এলাকা থেকে বৌভাত খেয়ে একটি ছোট গাড়িতে করে ধূপগুড়ি পাটকিদহ এলাকার কন্যাযাত্রীরা ফিরছিলেন। ঠিক উল্টো দিক থেকে আসছিল একটি পুলিশকর্মী ভর্তি বাস।

*প্রবল ঝড়-বৃষ্টি চলবে এই রাজ্যগুলিতে, জেনে নিন আজকের আবহাওয়া*


আগামী কয়েক দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৪°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.১° সেলসিয়াস। তুলনায় যা ৩ ডিগ্রি সেলসিয়াস কম।গত ২৪ ঘণ্টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৪ থেকে ৯৬ শতাংশ।শনিবার ও রবিবার নাগাদ উত্তরবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৯ এপ্রিল শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শনিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় একটি বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ।

*আজকের রাশিফল ২ ৯শে এপ্রিল ( শনিবার)*


মেষ রাশি-কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে চলুন। আজ সারা দিন সচেতন থাকলেও খরচ হতে পারে।

বৃষ রাশি-ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।

মিথুন রাশি-নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে।

কর্কট রাশি-চাকরির স্থানে কাজের চাপ বাড়বে। পড়াশোনায় আজ কোনও বাধা আসতে পারে। কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভাল হবে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন।

সিংহ রাশি-সন্তানের ভাল কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ করতে পারবেন।

কন্যা রাশি-আজ অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বৃদ্ধি পাবে।

তুলা রাশি-অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে।

বৃশ্চিক রাশি-আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়।

ধনু রাশি-সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। পুরনো দিনের কোনও ঝামেলা মিটে যেতে পারে। আজ সারাদিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে।

মকর রাশি-আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন না। নিজের অভিজ্ঞতা আজ বেশি না দেখানোই মঙ্গলজনক।

কুম্ভ রাশি-পুরনো ঋণ আদায়ে বেগ পেতে হবে। কাজের জায়গায় হিসাব নিয়ে অশান্তি। ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে।

মীন রাশি-কোনও মহিলার কথায় বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ আসতে পারে।

*নিয়োগ দুর্নীতির মামলার শুনানি হবে না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে*


বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা সরে যাচ্ছে। বিচারাধীন বিষয় নিয়ে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য তাঁর এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা (অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা) সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মামলাটি কলকাতা হাইকোর্টেরই অন্য কোনও বিচারপতি এজলাসে পাঠাবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

শুক্রবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘সাক্ষাৎকারের যে প্রতিলিপি এসেছে, তাতে তাঁর এজলাস থেকে (নিয়োগ দুর্নীতির) মামলা সরিয়ে নেওয়ার নির্দেশে ন্যায্য বলেই মনে করছি আমরা।’ তারইমধ্যে সেই রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

*DA দিলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার!*


ডিএ-এর দাবিতে চলছে আন্দোলন। কিন্তু সেই ডিএ দিতে গেলে নাকি লক্ষ্মীর ভান্ডার আর স্বাস্থ্য সাথীর পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে সাধারণ মানুষকে। অন্তত তেমনটাই দাবি করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহ পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষাকবচ অনুষ্ঠানে যান। সেখানে শোভনদেব বলেন, “কেন্দ্রের হয়তো কিছু টাকা বেড়েছে। কিন্তু আমারটা না বাড়লে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে না। কিন্তু এই ডিএ-টা দিতে গেলে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর টাকা বন্ধ হয়ে যেতে পারে। স্বাস্থ্য সাথী কার্ডের টাকা বন্ধ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আপনারাই বিচার করে দেখুন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের জন্য ভাববে না কেবল সরকারি কর্মীদের জন্য” যদিও এই বিষয়টা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, “তাহলে বোঝাই গেল, সরকারি কর্মীদের টাকায় সরকারি প্রকল্প হচ্ছে। তাহলে এই বিষয়টা প্রকাশ্যে এসে বলে দেওয়াই ভাল।”