/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আগুনে জ্বলছে কালিয়াগঞ্জ থানা* West Bengal Bangla
*আগুনে জ্বলছে কালিয়াগঞ্জ থানা*

নাবালিকাকে ধর্ষণ করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠলো কালিয়াগঞ্জ। রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভকে ঘিরে ছড়ালো উত্তেজনা। থানা ঘেরাও কর্মসূচিতে তুলকালাম কাণ্ড। থানায় আগুন লাগিয়ে দিলো বিক্ষোভকারীরা। দাউদাউ করে জ্বলছে কালিয়াগঞ্জ থানা । জ্বালিয়ে দেওয়া হলো থানার সামনে রাখা গাড়ি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ কাঁদানে গ্যাসের প্রয়োগ করলো পুলিশ।

*অভিষেকের দুয়ারে BSF’র গুলিতে নিহত দুই যুবকের পরিবার*

এর আগে কোচবিহারে সভা করতে এসে সেই সভার মঞ্চে তিনি ডেকে নিয়েছিলেন BSF’র গুলিতে নিহত প্রেমকুমার বর্মণের পরিবারকে। সেই সভা থেকেই তিনি বাংলার মানুষকে, দেশের মানুষকে তিনি জানিয়েছিলেন কাশ্মীরে ছররা গুলিতে যেভাবে জঙ্গি নিধন হয় সেই গুলিতেই কীভাবে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে প্রেমকুমারকে। যার বয়স মাত্র ১৯। সেদিন তাঁর মুখে এই ভয়ঙ্কর কথা শুনে চমকে উঠেছিল গোটা বিশ্ব। এবারে তিনি কাছে ডেকে নিয়েছেন প্রেমকুমারের পরিবারকে। সঙ্গে ডেকে এনেছেন আরও এক সংখ্যালঘু পরিবারকে যা পরিবারের এক ছেলেকেও গুলি করে মেরেছে অমিত শাহ আর নিশীথ প্রামাণিকেরBSF।

কোচবিহারের বুক থেকে ‘জনসংযোগ যাত্রা শুরুর আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরকাছে চলে এল BSF’র গুলিতে নিহত দুই যুবকের পরিবার। অবশ্য এই প্রথম নয়, এর আগে গত ফেব্রুয়ারি মাসে কোচবিহারের মাথাভাঙার জনসভায় অভিষেক মঞ্চে ডেকে নিয়েছিলেন নিহত রাজবংশী যুবক প্রেমকুমারের বাবা শিবেন বর্মণ এবং মা সুখমণিকে।

*ফের অভিষেকের নিশানায় BSF!*

পঞ্চায়েত ভোটের আবহে 'তৃণমূলে নব জোয়ার' কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসক দল। এদিকে আজ মঙ্গলবার এই কোচবিহার থেকে এই কর্মসূচি শুরু করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন সিতাই থেকে একের পর এক ইস্যু নিয়ে ফের বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এদিন অভিষেক বলেন, 'বিএসএফের জুলুমবাজির সমাধান চাইছেন মানুষ।

কাশ্মীরে ব্যবহৃত ছররা গুলির ব্যবহার হচ্ছে কোচবিহারে। পথশ্রী প্রকল্পে দিনহাটা-সিতাই রাস্তা তৈরি হচ্ছে। দিল্লির বুক থেকে দাবি ছিনিয়ে আনতে হবে। বহিরাগতদের প্রত্যাখ্যান করুন। রাজ্যের সড়ক প্রকল্পে কেন্দ্রের ১০ পয়সাও নেই। গিতালদহের নিহত প্রেম কুমারের পরিবারের সঙ্গে কথা হয়েছে।'

*মোদীকে আক্রমণ অভিষেকের*

আজ মঙ্গলবার জনসংযোগ যাত্রার প্রথম দিনই দিনহাটা থেকে বিজেপিকে লাগাতার নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন সাহেবগঞ্জ থেকে দেশের বিজেপি ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, 'মোদীর ৫৬ ইঞ্চি, বালাকোটের নামে আর ভোট নয়। ভোট দিতে হবে নিজের অধিকার বুঝে নিতে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানের জন্য ভোট দিন।'

*ক্ষণিকের স্বস্তি ফের বাড়ছে তাপমাত্রা! জেনেনিন আজকের আবহাওয়া*


বৃষ্টি এবং ঝড়ের জেরে খানিক স্বস্তি মিলেছে।সমতল তো বটেই, উত্তরে পাহাড়েও বেশ কিছুটা গরম লাগতে শুরু করে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.১°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪° সেলসিয়াস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। কালবৈশাখীর পরিস্থিতি দক্ষিণবঙ্গে। রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে। বুধবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।

*আজকের রাশিফল ২৫শে এপ্রিল ( মঙ্গলবার)*


মেষ : আজ আপনার জন্য একটি মিশ্র ফল অপেক্ষা করছে। জ্ঞান ও কর্মের মেলবন্ধনে সম্মানলাভ। থেমে থাকা কাজে সিদ্ধি। ধর্মীয় যাত্রার আলোচনা হবে। ভালো খাতে ব্যয় করায় খ্যাতি বৃদ্ধি পাবে। সন্তানের থেকে সন্তুষ্টি।

বৃষ : গ্রহের অবস্থান মর্যাদা বৃদ্ধি করবে। শাসকদের অনুগ্রহে সম্পদ অর্জন। সুযোগের সদব্যবহার করুন। আপনার দিনটি ভালো কাটবে।

মিথুন : আপনার অকারণ উদ্বেগই আপনার শত্রু হয়ে উঠতে পারে। মায়ের কষ্ট। ব্যবসায় সাবধানতা অবলম্বন করুন এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। দিনটি স্বাভাবিক ভাবেই কাটবে।

কর্কট : আজকের দিনটি সুখ ও শান্তির। গত বেশ কয়েকদিন ধরে চলা উত্তেজনা কমে আসবে। আইন আদালতে বিজয়ী হবেন। মকর রাশির জাতক আপনার পত্নীকে রোগমুক্ত করবেন।

সিংহ : অকস্মাৎ প্রচুর লাভে সঞ্চয় বাড়বে। সন্ধ্যায় আনন্দের খবর আসবে। রাতে যে কোনও শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।

কন্যা : আজ আপনার স্বাস্থ্য এবং নিস্তেজ ব্যবসায়ের উন্নতি হবে। কাঙ্ক্ষিত সম্পদলাভ মনোবলকে বাড়িয়ে তুলবে। স্ত্রী এবং শিশুর কাছ থেকে সন্তোষজনক সংবাদ। মহান মানুষের সহায়তায় শত্রুদমন। আত্মীয়দের সাথে মনোমালিন্য দূর করার উদ্যোগ নিন।

তুলা : রাজনীতির ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন। পার্থিব সুখে পরিবারে আনন্দ। একটি বিশেষ অনুষ্ঠানে মহান ব্যক্তির সাক্ষাতের সুযোগে দীর্ঘ সময়ের জন্য স্থগিত হওয়া গুরুত্বপূর্ণ কাজের গতি বাড়বে।

বৃশ্চিক : আজকের দিনটি খুব ব্যস্ততার সাথে এবং মানসিক চাপমুক্ত ভাবে কাটবে। বিচক্ষণতার সাথে কাজ করুন। কাছের লোকদের সাথে নিরর্থক বিরোধে জড়িয়ে পড়বেন না, ক্ষতি হতে পারে। খাওদাওয়াতে যত্ন নিন।

ধনু : গ্রহের অবস্থান আপনার স্ত্রীর পক্ষে অকারণ ব্যয় এবং বেদনাদায়ক অনুভূতি আনবে। নিকট এবং দূরে ভ্রমণের আলোচনা চলতে থাকবে। সন্ধ্যায় কিছু সুসংবাদ মনকে তৃপ্তি দেবে।

মকর : সম্পত্তি সংক্রান্ত কাজ থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে। মহাপুরুষদের সাক্ষাৎ মনে আনন্দ দেবে। উচ্চ আধিকারিকদের কৃপায় বিগড়ে যাওয়া কাজ সমাধা হবে।

কুম্ভ : আয়ের নতুন উৎস আজ বিকাশ পাবে। শত্রুপক্ষ পরাজিত হবে। নতুন পরিচিতি থেকে স্থায়ী বন্ধুত্ব হতে পারে। সময়ের সদ্ব্যবহার করুন।

মীন : হারানো অর্থ বা সম্পদ ফেরত পেতে পারেন। পরামর্শদাতার শক্তিতে যে কোনও কঠিন সমস্যা সমাধান হবে। পরিবারের সাথে সন্ধ্যা কাটিয়ে আনন্দ পাবেন।

*একদিকে রোদ, অন্যদিকে গরম! মানুষের সঙ্গে কথা বলতে রাস্তায় নামলেন অভিষেক*

কোচবিহারে পৌঁছলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে চড়া রোদ, অন্যদিকে, গরমে বাড়ছে অস্বস্তি। এমতাবস্থায় রাস্তায় হেঁটে জনসংযোগ করতে দেখা গেল তৃণমূল সাংসদকে। তার সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহ।

হেভিওয়েটদের ঘিরে নিরপত্তার বেষ্টনী তৈরি করে পুলিশ। রাস্তায় পাতা রেড কার্পেট দিয়ে হেঁটে যান অভিষেক। রাস্তায় দুপাশে ভিড় জমানো মানুষদের উদ্দেশ্যে নাড়েন হাত। মুখে হাসি নিয়ে এগিয়ে যান সামনের দিকে। নাচ-গানের মাধ্যমে তাকে স্বগত জানানো হয় কোচবিহারের।

*এক রাতেই বদলে গেল পশ্চিমবঙ্গের আবহাওয়াজেনেনিন আজকের আবহাওয়া*


বহু প্রতীক্ষার পর অবশেষে ভিজল কলকাতা। একাধিক জেলাতেই হয়েছে স্বস্তির বৃষ্টি।আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেও জানিয়েছে মৌসম ভবন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর এই বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২. ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৯ শতাংশ।সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।,

*আজকের রাশিফল ২৪শে এপ্রিল ( সোমবার)*


মেষ রাশি- মেষ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের চিন্তায় চিন্তিত থাকবেন। পারিবারিক কাজে জীবনসঙ্গীর সহযোগিতা ও সঙ্গ পেতে পারেন। ব্যবসায় তিক্ততা দেখা দিলে সেটি কী ভাবে মাধুর্যে পরিণত করতে পারেন, তার কৌশল শিখতে হবে আপনাদের।

বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের আজকের দিনটি সন্তুষ্টি ও শান্তিতে কাটবে। রাজনৈতিক ক্ষেত্রে যে চেষ্টা করবেন, তাতেও সাফল্য লাভ করবেন এই রাশির জাতক।

মিথুন রাশি- মিথুন রাশির জাতকরা আজ ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনও কাজ পূর্ণ হতে পারে। যাত্রার সময় কোনও দামী জিনিস চুরি হওয়ার ভয় থাকবে। সন্তান শিক্ষা বা প্রতিযোগিতায় সাফল্য লাভ করবে।

কর্কট রাশি- কর্কট রাশির জাতকরা স্থাবর-অস্থাবর সম্পত্তিতে বৃদ্ধির প্রবল প্রচেষ্টা করবেন। আয়ের ক্ষেত্রে উন্নতি হবে। রাজকীয় মান, পদ, প্রতিষ্ঠায় বৃদ্ধি হবে।

সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা শিক্ষা লাভের পথে বাধার মুখে পড়লে তা দূর হবে। এ ক্ষেত্রে তাঁরা শিক্ষকদের আশীর্বাদ পাবেন। কোনও বন্ধুর পরামর্শে ব্যবসায় লাভ অর্জন করতে পারেন এই রাশির জাতক।

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা রোজগার ও ব্যবসার ক্ষেত্রে যে চেষ্টা করছেন, তাতে ক্ষণিকের সাফল্য লাভ করবেন। আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে, এর ফলে ভবিষ্যতের চিন্তা কমবে।

তুলা রাশি- তুলা রাশির জাতকদের পরিবারের সকল সদস্যদের সুখ বৃদ্ধি হবে। বেশ কয়েকদিন ধরে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান হবে। পরিবারকে কাছের বা দূরের যাত্রায় নিয়ে যেতে পারেন।

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের জীবনে ওঠাপড়া দেখা দিতে পারে। চাকরিজীবীদের কাজ বাড়বে আজ। তবে ভয় পাবেন না। পরিশ্রম ও সততার দ্বারা সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজ পূরণ করতে পারবেন।

ধনু রাশি- ধনু রাশির জাতকরা কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন। এই সাক্ষাৎ চিরস্মরণীয় হয়ে থাকবে। কর্মক্ষেত্রে বিরোধীরাও আপনার প্রশংসা করবেন। সরকার ও শাসক দলের সঙ্গে সম্পর্ক থাকায়, তার দ্বারা লাভান্বিত হতে পারেন।

মকর রাশি- মকর রাশির জাতকরা আজ পারিবারিক ও আর্থিক বিষয়ে সাফল্য লাভ করবেন। রোজগারের ক্ষেত্রে যে চেষ্টা করছেন, তাতে সাফল্য লাভ করবেন। ব্যবসায়ীরা নিজের আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য নতুন কোনও পরীক্ষা করতে পারেন।

কুম্ভ রাশি- আজ কোনও সংবাদ পেয়ে কুম্ভ রাশির জাতকদের মন বিচলিত হবে। কোনও বন্ধুর সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন। স্বাস্থ্য দুর্বল হতে পারে। সুখের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকুন ও খাওয়া-দাওয়ার যত্ন নিন।

মীন রাশি- ধর্মীয় স্থানের যাত্রায় মীন রাশির জাতকদের অর্থ ব্যয় হতে পারে। আত্মীয়ের সঙ্গে লেনদেনের সময়ে সতর্কতা অবলম্বন করুন। তা না-হলে সম্পর্কে অবসাদ আসতে পারে।

*কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিটির টুইট তরজা*

কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা রাজ্যে। এই ইস্যুতে এবার তরজা শুরু হল জাতীয় এবং রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের মধ্যে। রবিবার সকাল থেকে একের পর এক টুইট করে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনকে কটাক্ষ করা হয়েছে জাতীয় কমিশনের পক্ষ থেকে।

টুইটে লেখা হয়েছে, "১৪৪ ধারা লঙ্ঘন করে কালিয়াগঞ্জে গিয়েছে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের দল। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের এই ভূমিকা লজ্জাজনক। যেভাবে NCPCR-এর চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো রাজ্যের শিশু ও মহিলাদের সম্পর্কে মন্তব্য করছেন, তা দুর্ভাগ্যজনক। তথ্য যাচাই না করেই তিনি উস্কানিমূলক মন্তব্য করছেন তিনি।

তাঁর এই ধরনের মন্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে। যাদের শিশুদের অধিকার রক্ষার কথা, তাঁরাই শিশুর মৃতদেহ নিয়ে রাজনীতি করছে। আইন ভেঙে রাজ্যের কমিশনকে অগ্রাহ্য করে রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে।"