/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz কলকাতার দুর্গোৎসব,২০২৪ West Bengal Bangla
কলকাতার দুর্গোৎসব,২০২৪


ভবানীপুর ৭৫ পল্লী

Khabar kolkata: বাংলার উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।আজ চতুর্থী।কলকাতার অন্যতম ঐতিহ্যশালী পুজো ভবানীপুর ৭৫ পল্লীর পুজো। ইতিমধ্যেই পুজোর উদ্ভোধন হয়ে গিয়েছে। এবছরের তাদের থিম "তবু ও তোমার কাছে আমার হৃদয়"।

২১৫ কিমি বেগে ঝড় ‘ক্রিক’ আঘাত হানতে পারে স্থলভূমিতে


*ডেস্ক* : পৃথিবীর ক্ষেত্রে একটা খুবই অশনিসংকেত আসতে চলেছে ৫/৬ দিনের মধ্যে। আটলান্টিকে ফুঁসছে হ্যারিকেন ক্রিক৷ দিন যাচ্ছে আর মহাসাগরের উপর ক্রমশ শক্তিবৃদ্ধি করছে এই হ্যারিকেন৷ ক্যাটেগরি ১ দিয়ে আটলান্টিকের উপরের এই সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণিঝড় তৈরি শুরু হয়েছিল, সেটি শক্তি বাড়িয়ে লেভেল ৩ পেরিয়ে এই মুহূর্তে লেভেল ৪ এ অবস্থান করছে৷তার গতিপথ এখুনি বলা না গেলেও সন্ত্রস্ত মানুষ। অতি শক্তিশালী এই হ্যারিকেন লিওয়ার্ড দ্বীপপুঞ্জের থেকে প্রায় ১৭০০ কিমি দূরে অবস্থান. জলভাগের উপর দিয়ে যত বেশি যাত্রা করবে এই হ্যারিকেন ততই শক্তিবৃদ্ধি হবে। কিন্তু স্থলভাগে কোথায় হিট করবে তা এখন বলা যাচ্ছে না।

এখনও বিজ্ঞানীদের হিসেব মতো এই ঝড় ঘণ্টায় ২১৫ কিমি গতিতে ঝাঁপিয়ে পড়বে এবং ল্যান্ডফলের সময়। এদিকে একদিকে যেমন তৈরি হচ্ছে এই হ্যারিকেন তেমনিই একটি ক্রান্তীয় ঝড় লেসলিও (Tropical Storm Leslie) তৈরি হওয়া শুরু হয়েছে আটলান্টিকেই৷ সাইক্লোনের মতো এই ঝড় তৈরি হচ্ছে পূর্ব আটলান্টিকে। এই সাইক্লোনটিও শক্তি বাড়িয়ে হ্যারিকেনে পরিণত হতে পারে৷ যদিও এখনও পর্যন্ত এর গতিপথ স্থলভাগের দিকে নেই৷ এই মুহূর্তে কাবো ভার্দে দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে দক্ষিণতম প্রান্ত থেকে ৮৭০ কিমি দূরে অবস্থান করছে৷

www.machinnamasta.in
পাকিস্তানে টেস্ট ম্যাচ আগে গল্ফ খেলে বেড়াচ্ছেন কোচ অ্যান্ডারসন
*খেলা*

*#Sports*



*ডেস্ক* : বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। আগামী জুনে ফাইনাল খেলতে হলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা বেন স্টোকসদের জন্য খুব দরকারি। এমন একটি সিরিজ শুরুর সময় বোলিং মেন্টর অ্যান্ডারসনের না থাকাটা দলকে ভোগাতে পারে বলে মনে করছেন অনেকেই।

আজ শুরু মুলতান টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলা হচ্ছে না অধিনায়ক বেন স্টোকসের। তাঁর অনুপস্থিতিতে ইংল্যান্ডকে সিরিজের প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন ওলি পোপ।

এ নিয়ে প্রশ্ন করা হলে ম্যাককালাম অবশ্য রসিকতার সুরেই ‘দুশ্চিন্তাহীন’ প্রতিক্রিয়াই দিয়েছেন, ‘সে মনে হয় (সিরিজ) খুব বেশি একটা মিস করতে পারবে না। কারণ, গল্ফে ও খুব বাজে। তবে একটা ব্যাপার হচ্ছে, দুই মাস আগেও আপনারা ওকে কোচ হিসেবে মানতে পারছিলেন না। আর এখন ওকে মিস করতে শুরু করেছেন। এই সংক্ষিপ্ত সময়ে অ্যান্ডারসন খেলোয়াড় থেকে কোচে রূপান্তরিত হয়ে যে ভালো প্রভাব ফেলতে পেরেছে, এটা (প্রশ্ন তোলা) তার বড় প্রমাণ।’

৪২ বছর বয়সী অ্যান্ডারসন জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। দুই দশকের অভিজ্ঞ এই পেসারকে এরপর দলের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করার দায়িত্ব দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ম্যাককালামের মতে, অ্যান্ডারসন না থাকলেও দলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দূরে থাকলেও ভূমিকা রাখতে পারবেন জিমি, ‘আমরা এখন এমন এক বিশ্বে বসবাস করি, যেখানে সামনাসামনি না থেকেও যোগাযোগ করা যায়।’

অ্যান্ডারসন যে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুর দিকে দলের সঙ্গে থাকতে পারবেন না, তা ‘সম্মিলিত সিদ্ধান্তেই’ ঘটছে বলে জানিয়েছেন।অ্যান্ডারসনকে স্কটল্যান্ডে গল্ফ খেলতে দেখা গেছে।এই প্রসঙ্গে ইংল্যান্ড কোচ জানান ,‘জিমি মাত্রই কোচিংয়ের জগতে পা রেখেছে। ২০ বছরের মতো খেলোয়াড় হিসেবে থাকার পর এই রূপান্তরটা অনেক বড়। তার নিজস্ব জীবন আছে। আমরা জানি, আন্তর্জাতিক ক্রিকেটে এখন কী পরিমাণের চ্যালেঞ্জ ও চাহিদা। এর মধ্য থেকে জীবন উপভোগ করার সুযোগও থাকতে হয়। আমি জানি না এই মুহূর্তে সে পরিবারের সঙ্গে থাকলে কেউ প্রশ্ন তুলত কি না। কিন্তু গলফ খেলতে গেছে বলেই চারপাশে কথা হচ্ছে।’
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম/জিমি অ্যান্ডারসন
( অ্যান্ডারসনকে স্কটল্যান্ডে গলফ খেলতে দেখা গেছে।)
আজকের রাশিফল (Monday, October 7, 2024)


জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Monday, October 7, 2024)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে। জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে। এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। আজ, আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আপনার সঙ্গী অজানতেই কল্পিত কিছু করতে পারে যা সত্যিই অবিস্মরণীয় হবে।

প্রতিকার :- কন্যা শিশুদের চকোলেট, দুধ, মিষ্টি এবং ট্রফি বিতরণ করুলে সংসারে সুখ বৃদ্ধি পায়।

বৃষভ রাশিফল (Monday, October 7, 2024)

বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন। বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। আপনার প্রণয়ীর রূঢ় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই; সেগুলি আজ সত্য হতে পারে। আজকের রাত এর খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার উনাকে আরো সময় দেওয়া দরকার। যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রাগে ফেটে পড়তে পারেন।

প্রতিকার :- সূর্যোদয়ের সময় ১৫-২০ মিনিট সূর্য স্নান করলে সমস্ত রোগ ও ঘাটতি থেকে মুক্ত হবেন।

মিথুন রাশিফল (Monday, October 7, 2024)

একটি আমোদপ্রমোদ এবং মজার দিন। অর্থ-সংক্রান্ত বিষয়ে আপনি আজ আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন। তবে, আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সবকিছু ঠিক করবেন। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশী বিরক্তিকর ব্যক্তিটি আজ হঠাৎ বুদ্ধিমান হতে পারে। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নীচে বসবাস করা নয়। আপনার সঙ্গীর সাথে কিছুক্ষন সময় কাটানোও খুব গুরুত্বপুর্ন।

প্রতিকার :- প্রেম জীবন কে সুদৃঢ় করার জন্য পাঁচটি লোহার পেরেক ও চুন কালো ও সাদা কাপড়ে বেঁধে বহমান জলে নিক্ষেপ করুন।

কর্কট রাশিফল (Monday, October 7, 2024)

আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশী হবে। আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন। তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে। অপ্রত্যাশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। আপনার পরিবারের সাথে সংবাদটি ভাগ করে নেওয়া তাদেরকেও পুনর্জীবিত করে তুলবে। ভালবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাওয়ার জন্য আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত, অন্যথায় আপনার নেতিবাচক চিত্রটি আপনার বসের চোখে তৈরি হতে পারে। কোনো কারণ বশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুড়তে চলে যাবেন। আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে। বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না।

প্রতিকার :- কর্ম বা ব্যবসায় শীঘ্র উন্নতির জন্য আপনার মা কে বা মাতৃ স্থানীয় অন্যান্য ব্যক্তিদের বা বয়স্ক মহিলাদের সন্মান ও স্নেহ করুন।

সিংহ রাশিফল (Monday, October 7, 2024)

উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে। আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে। পাশাপাশি, আপনি আপনার ঋণ গুলি থেকে মুক্তি পেতে পারেন। আত্মীয়/বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। ভালবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে।

প্রতিকার :- প্রতিদিন সাদা কাপড় পরিধান স্বাস্থ্যের জন্য ভালো।

কন্যা রাশিফল (Monday, October 7, 2024)

যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন। ভয়, সন্দেহ, রাগ, লোভ ইত্যাদির মত নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত। কারণ এগুলি চুম্বকের মত কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে। ব্যবসায়িক কৃতিত্বের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাশা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন। সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে-আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আজ, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন।

প্রতিকার :- দুধে হলুদ গুলি খেলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

তুলা রাশিফল (Monday, October 7, 2024)

আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মনঃসংযোগ করতে অসুবিধা হচ্ছে- কারণ আজ আপনার স্বাস্থ্য ঠিক নেই। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে- তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন জা আপনার দিকে আসছে। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে।

প্রতিকার :- ত্রিফলা বা তিন টি জড়িবুটির সংমিশ্রণ রোজ খেলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

বৃশ্চিক রাশিফল (Monday, October 7, 2024)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে। আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। কোন দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারের এবং বিশেষত আপনার জন্য সুখবর বয়ে আনবে। ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার। আজকের রাত এর খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার উনাকে আরো সময় দেওয়া দরকার। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যর দিকে আজ অসংবেদী হতে পারেন।

প্রতিকার :- গরুকে পালংশাক খাওয়ালে তা আপনার প্রেম জীবনের ওপর ভালো প্রভাব পরবে।

ধনু রাশিফল (Monday, October 7, 2024)

কেউ আপনার মেজাজ বিপর্যস্ত করতে পারে কিন্তু এই বিরক্তিগুলিকে আপনার নাগালে আসতে দেবেন না। এই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। কোন কাছের আত্মীয় আরো বেশি মনোযোগ চাইলেও সহায়ক এবং যত্নশীল হবে। আপনার প্রণয়ী প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনা সৃষ্টি পারে। কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে- কাজেই আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে। আজ, আপনার স্ত্রী আপনাকে তার খুব ভাল নয়য় দিকটি দেখাতে পারেন।

প্রতিকার :- মহাদেবকে বা কোনো অশথ গাছের সামনে ২/৩ তে লেবু দিলে পরে ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন।

মকর রাশিফল (Monday, October 7, 2024)

আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। যে কোনও জায়গায় বিনিয়োগ করা লোকেরা আজ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে। আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন। সময়ের চাকা খুব দ্রুত চলে সেইজন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যাবহার করতে শিখে নিন। আপনার বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশী ভালো রং প্রদর্শন করবে।

প্রতিকার :- ঘন ঘন রুপোর গয়না পড়লে তা আপনার পারিবারিক জীবনে ভালো প্রভাব ফেলবে।

কুম্ভ রাশিফল (Monday, October 7, 2024)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে। ডেটে যাওয়ার কর্মসূচী ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর। উর্ধ্বতন কারোর কাছে সবদিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন। আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেইসব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু এটি আপনার দিন তৈরী করে দেবে।

প্রতিকার :- সবুজ বোতলে জল ভোরে তা কোনো অশ্বথ গাছের শিকড়ের কাছে মাটিতে পুঁতে দিলে আপনার পরিবারের মঙ্গল হবে।

মীন রাশিফল (Monday, October 7, 2024)

উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে। আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে। কোন বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে। প্রি়য়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন, তাহলে এটি সত্যিই একটি ভাল দিন হতে যাচ্ছে। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যত লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না।

প্রতিকার :- বিভিন্ন আটার সংমিশ্রনে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

(Courtesy-AstroSage)
লন্ডন শারদোৎসব কমিটির এবারের থিম -‘দান'
*দুর্গোৎসব, ২০২৪*
*বিদেশ*
*ডেস্ক:* এক আশ্চর্য আন্তর্জাতিকতাবোধ না থাকলে সুদূর টেমস নদীর পারে দাঁড়িয়ে কখনো মানুষ ভাবতে পারে না যে মা দুর্গা আসলে দশ হাতে দান করতে চেয়েছেন। আর সেই কারণেই টেমস নদীর পারে বসে ওই পুজো কমিটি শিক্ষা বিস্তারে হাত বাড়িয়ে দিলো সুন্দরবনের দুঃস্থ ছাত্র ছাত্রীদের প্রতি। প্রবাসে পুজোর আয়োজন করেই থেমে যেতে চান না লন্ডনের এই বাঙালিরা। তাঁরা চান, মা দুর্গার দশ হাতের দান যে কোনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিশু বা কিশোরের সহায়তায় লাগুক। তাই টেমসের ধারে লন্ডন শারোদৎসবে পুজো, অঞ্জলি, ভোজের সঙ্গেই থাকছে বিশেষ একটি স্টল, যেখানে বাংলার পিছিয়ে পড়া শিশু-কিশোরদের পড়াশোনা ও ভবিষ্যতের কথা ভেবে অতিথিদের কাছ থেকে সংগ্রহ করা হবে অর্থ। সেই টাকা টেমসের তীর থেকে পৌঁছে যাবে বাংলায় সুন্দরবনের প্রান্তিক অঞ্চলে। এভাবেই ভারতের জন্যও তারা হাতে বাড়িয়ে দিয়েছেন।

এই স্টল পরিচালনা করবে লন্ডনের একেবারে নবীন প্রজন্মের প্রবাসীরা। ওদের কেউ হাইস্কুলে পড়ে, কেউ কলেজে বা বিশ্ববিদ্যালয়ে। উদ্যোক্তারা চান, মাতৃভূমির প্রতি দায়বদ্ধ হতে শিখুক তাঁদের পরবর্তী প্রজন্মও। এই কাজে তাঁদের সহায়তা করবে কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাঁচব’ ও আরও একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘বাঁচব’র তরফে ধীরেশ চৌধুরী বলেন, ‘এত দূরে থেকেও আনন্দ সমাগমে নিজের শিকড়ের প্রতি এই দায়বদ্ধতা লন্ডনের এই প্রবাসীদের অন্যদের থেকে আলাদা করে। শিকড়ের টান বলতে এই লন্ডন শারদোৎসবে আরও অনেক কিছুই রয়েছে। এবার টেরাকোটার সাজে সেজে উঠবে ওই পুজোর মণ্ডপ। আর এই মণ্ডপের আলোকসজ্জার সরঞ্জাম চন্দননগর থেকে পাড়ি দিয়েছে আকাশপথে।
অষ্টধাতু দিয়ে মায়ের প্রতিমা তৈরি হলো ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবের
*দুর্গোৎসব,২০২৪*


নিজস্ব প্রতিনিধি: দিন যাচ্ছে, ততই কলকাতার সংলগ্ন অঞ্চলের পুজোও রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। উত্তর ২৪ পরগনার বারাসাত, কল্যাণী , বারাকপুর এমন সমস্ত পুজো হচ্ছে যা কলকাতার বড় পুজো থেকে কোন অংশে কম নয়। এবার অষ্টধাতু দিয়ে মায়ের প্রতিমা তৈরি হতে চলেছে ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবে।শিল্পী হাবড়ার ইন্দ্রজিৎ। হাবড়ার ইন্দ্রজিৎ পোদ্দার একজন নামী শিল্পী। কখনও মুক্তো, কখনও হীরে, কখনও আবার সোনার প্রতিমা গড়েছেন তিনি। এবার অষ্টধাতু দিয়ে প্রতিমা গড়ছেন ইন্দ্রজিৎবাবু। প্রায় দু মাসের বেশি সময় ধরে চলছে প্রতিমা তৈরীর কাজ। শিল্পীর অসাধারণ দক্ষতায় অপূর্ব হয়ে উঠেছে সেই মাতৃ প্রতিমা।

এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম শিল্পী ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে। তিনি জানালেন, “প্রতিমা গড়তে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছিল লোহা। কমবেশি সমস্ত ধাতু মিলিয়ে মোট প্রতিমার ওজন দেড়শ কুইন্টাল। মায়ের মুখ আর হাত তৈরি করা হয়েছে কপার দিয়ে, মায়ের শরীর তৈরি করা হয়েছে সাইকেল এবং বাইকের ফেলে দেওয়া পার্টস দিয়ে। লক্ষ্মী তৈরি করা হয়েছে পিতল দিয়ে, সরস্বতী তৈরি করা হয়েছে দস্তার, কার্তিককে তৈরি করা হয়েছে ব্রোঞ্জ দিয়ে, গণেশ রুপো দিয়ে তৈরি করা হয়েছে।’’এছাড়াও খুবই অল্প পরিমানে সোনা ও দেবীর আলঙ্কারের জন্য রুপো ব্যবহার করা হয়েছে।
*কলকাতার দুর্গোৎসব,২০২৪*

মহম্মদ আলি পার্ক

Khabar kolkata: বাংলার উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও কলকাতা সহ জেলার দুর্গাপুজোর উদ্ভোধন করেছেন। কলকাতার অন্যতম ঐতিহ্যশালী পুজো মহম্মদ আলি পার্কের পুজো। এদিন এই পুজোর উদ্ভোধন করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবছরের তাদের থিম হোয়াইট হাউস।

ছবি: প্রসেনজিৎ বিশ্বাস।

রাজ্যের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে টিটাগড়ে পথ অবরোধ বিজেপির

Khabar kolkata: আর জি কর কাণ্ডের পর কুলতলি ও পটাশপুরে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। নৈহাটিতে নিরীহ এক টোটো চালককে পিটিয়ে খুন করা হয়েছে। রাজ্যের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় টিটাগড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন টিটাগড় ব্রহ্মস্থান থেকে মিছিল করে বিজেপির কর্মী-সমর্থকরা টিটাগড় ত্রিশূল বাজারের মুখে মিছিল শেষ করে। সেখানে বিটি রোডের ওপর তাঁরা পথ অবরোধ করে প্রায় ১৫ মিনিট বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে যোগ দিয়ে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, "বাংলায় মা-বোনদের ইজ্জত লুন্ঠিত। একের পর এক ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেই চলেছে।" কৌস্তভের কথায়, মা দুর্গা অসুর নিধন করেছেন। এবার মা বোনদের ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে।"

ছবি:প্রবীর রায়

দুর্গাপুজোর দিনগুলোতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছে ভারতীয় জ্যোতিষ শাস্ত্র
*জ্যোতিষ কথা*




ডেস্ক:ভারতীয় ধৰ্মীয়-সংস্কৃতিতে একটা প্রচলিত প্রবাদ আছে – ‘বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর।’ আমরাও বিশ্বাস করি, সুপ্রাচীন ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ ঠিক মতো মেনে চলতে পারলে আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নেমে আসবে। বাঙ্গালির শ্রেষ্ঠ ধৰ্মীয় উৎসব দুর্গাপুজো চলে এসেছে।

সেই পুজোর দিনগুলোতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছে ভারতীয় জ্যোতিষ শাস্ত্র। বলা হচ্ছে –

১) দুর্গাপুজোর সময় একটি রুপোর মুদ্রা যদি আপনি বাড়িতে কিনে আনেন। এনে সেটি ঠাকুরঘরে রেখে দেন। তাহলে দেবী দুর্গা খুশি হবার পাশাপাশি দেবী লক্ষ্মীও খুশি হন। এতে আপনার অর্থপ্রাপ্তি হতে থাকবে এবং জীবনে সকল কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।

২) দুর্গাপুজোর সময় ঘরে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ। বাড়িতে তুলসী গাছ লাগালে আপনার অর্থপ্রাপ্তি হবে। সেই সঙ্গে ঘরে প্রদীপ জ্বালাতে পারেন। সেই প্রদীপ দিয়ে আপনি মা লক্ষ্মীর আরতি করুন।

৩) দুর্গাপুজোর সময় দেবী লক্ষ্মীর মূর্তি ও ঘরে কিনে আনতে পারেন। কারণ দেবী লক্ষ্মী কিন্তু মা দুর্গার রূপ। তাই দেবী লক্ষ্মীর পুজো করলে আপনার জীবনে সফলতা আসবে।

৪) যারা আর্থিক সমস্যায় ভুগছেন, তারা এই দুর্গাপুজোর সময় একটি শুকনো নারকেল ভেঙে সুজি দিয়ে ভাজুন। তারপর বাড়িতে দেবী দুর্গার জন্য যে ঘট স্থাপন করেছেন, তার উপরে দিন। পিঁপড়েরা যত এই ভাজা সুজি ভাজা খাবে, ততই আপনার জীবনের সমস্যা কেটে আপনি সুখের মুখ দেখতে পাবেন।
WestBengalBangla
ফটো ফিচার
ফটো ফিচার