বন্যায় তামিলনাড়ুতে প্রাণ হারালেন ৩জন, আটকে পড়েছে ৫০০ ট্রেনযাত্রী
অতিভারী বৃষ্টির জেরে বন্যার কবলে তামিলনাড়ু। দফায় দফায় ভারী বৃষ্টিতে বানভাসি দক্ষিণ তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা। এই দুর্যোগের কারণে মঙ্গলবার তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ভারি বৃষ্টিতে ভেসে গিয়েছে তামিলনাড়ুর তুতিকোরিন জেলার শ্রীবৈকুন্তম রেলওয়ে ষ্টেশন। ট্রেনের ট্র্যাক ক্ষতিগ্রস্থ হওয়ায় গত ২৪ ঘন্টায় প্রায় ৫০০ যাত্রী আটকা পড়েছেন। ভারতীয় বিমান বাহিনী আটকে পড়া ট্রেন যাত্রীদের জন্য এয়ার ড্রপিং ত্রাণ সামগ্রী সরবরাহ শুরু করেছে । অসুস্থ যাত্রীদের আইএএফ হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
থুথুকুডির ভাসাভাপ্পাপুরম এলাকা থেকে বন্যাকবলিত মানুষদের উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এখনও পর্যন্ত ১১৮ জনকে উদ্ধার করা হয়েছে। চেন্নাইয়ের প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, থুথুকুডির কাছে ৫৪ জন মহিলা, এক গর্ভবতী মহিলা এবং ১৯ টি শিশু সহ ১০০ জনেরও বেশি লোককে উদ্ধারে সহায়তা করেছে সেনা জওয়ানরা। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে রাজ্যের দক্ষিণাঞ্চলের বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ১৯ ডিসেম্বর সময় চেয়েছেন। কন্যাকুমারী, থুথুকুডি, তেনকাসি এবং তিরুনেলভেলি দক্ষিণের চারটি জেলা অতি ভারী বৃষ্টিপাতের দ্বারা প্রভাবিত হয়েছে।
বর্তমানে তামিলনাড়ুর সরকার প্রতিবেশী জেলাগুলি থেকে খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে ১৮ টি ট্রাক তুতিকোরিনে মোতায়েন করেছে এবং বন্যা কবলিত জেলাগুলিতে আরও তিনটি এনডিআরএফ দল পাঠানো হয়েছে। এই বন্যার জেরে মঙ্গলবার রাজভবনে জরুরি বৈঠত ডেকেছেন রাজ্যপাল আরএন রবি।


 
						








 এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,৩৪ বছর পর বাংলাকে স্বাধীন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওনার সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত কংগ্রেসকে। পাকিস্তানের মিলিটারি শাসন চলেছে। ভারতবর্ষের রাজনৈতিক গণতন্ত্রের কথা বলা হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেওয়ার কথা বারবার বলা হচ্ছে এটা চলতে পারে না।
এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,৩৪ বছর পর বাংলাকে স্বাধীন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওনার সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত কংগ্রেসকে। পাকিস্তানের মিলিটারি শাসন চলেছে। ভারতবর্ষের রাজনৈতিক গণতন্ত্রের কথা বলা হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেওয়ার কথা বারবার বলা হচ্ছে এটা চলতে পারে না। 




Dec 19 2023, 13:09
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.7k