*কালিয়াগঞ্জ ব্লকের ৮ জন কৃষক কে ভর্তুকি যুক্ত কৃষি যন্ত্র বিতরণ করা হল*
এসবি নিউজ ব্যুরো: কৃষি কাজের সুবিদার্থে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ৮ জন কৃষক কে ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্র বিতরণ করা হল।সোমবার দুপুর কালিয়াগঞ্জ কৃষি দপ্তরে এই কর্মসূচি টি অনুষ্ঠিত হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লক কৃষি আধিকারিক মৌমিতা ঘোষ , কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার সহ অন্যান্যরা।
মূলত এদিন কৃষকদের অত্যাধুনিক রোটাভেটার যন্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি ,এদিন কৃষক দের সরকারি বিভিন্ন প্রকল্প ও কৃষক দের বিভিন্ন যন্ত্রা কি স্কিম রয়েছে সেই বিষয়ে অবগত করা হয়।


 
						




 



 

 
 



 উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। টাকার বিনিময় কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা।
উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। টাকার বিনিময় কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা। 

Dec 18 2023, 18:04
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.5k