*মালদহে কচ্ছপ পাচার রুখলো আরপিএফ*
এসবি নিউজ ব্যুরো: মালদহে কচ্ছপ পাচার রুখলো আরপিএফ। দিল্লি ফেরত ফারাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার কচ্ছপ। মালদা টাউন স্টেশনে পাঁচটি কচ্ছপ উদ্ধার করা হয়।এই ঘটনায় গ্রেপ্তার দুই মহিলা। ধৃত দুই মহিলা মিনাদেবী ও লাখোদেবী ভাগলপুরের বাসিন্দা। ধৃতরা সম্পর্কে দুই বোন। সাহেবগঞ্জ থেকে কচ্ছপ গুলি ট্রেনের তোলা হয় বলে জানতে পেরেছে আরপিএফ।
উদ্ধার হওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ধৃত দুই মহিলা কচ্ছপ পাচার চক্রের ক্যারিয়ার বলে প্রাথমিক অনুমান। টাকার বিনিময় কচ্ছপগুলি হাত বদলের জন্য তাদের বলা হয়েছিল বলে প্রাথমিক জেরায় জানিয়েছে ধৃতরা।


 
						




 

 



 
 
 


 ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করে চলেছে।।
 ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করে চলেছে।।
Dec 18 2023, 15:34
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.3k