প্রাপ্তবয়স্ক চিতাবাঘের চামড়া উদ্ধার

উত্তর ২৪ পরগনা: নির্ভরযোগ্য সূত্রে খবরের ভিত্তিতে, ডিএফও উত্তর ২৪ পরগনা (এন) ডিভিশন, বারাসাত এসএফ রেঞ্জ এবং উত্তর ২৪ পরগণার ১০ জনের একটি দল এসপি বন সুরক্ষার নেতৃত্বে একটি অভিযান চালিয়ে মধ্যমগ্রাম, বারাসাতের ডিভিশন গতকাল গভীর রাতে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘের চামড়া উদ্ধার করে ও বাজেয়াপ্ত করে । সঙ্গে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ৩ জন অভিযুক্তই ওড়িশার বাসিন্দা।

সূত্রে খবর এই বাঘের চামড়াটির বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। অভিযুক্তদের আজ বারাসাতের সিজেএম আদালতে পেশ করা হবে। চিতাবাঘের চামড়ার উৎস সনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে।এবং এই অবৈধ বন্যপ্রাণী ব্যবসার সঙ্গে আন্তঃরাজ্য একটি গ্যাং যুক্ত আছে বলে মনে করছে বনদপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই বনদফতরের তদন্ত কারীরা পুলিশের সাহায্যে তদন্ত শুরু করেছে।


 
						



 


 ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করে চলেছে।।
 ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করে চলেছে।। 
 





Dec 18 2023, 14:28
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
9.1k