/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz শিশু মৃত্যু নিয়ে মমতাকে আক্রমণ সুকান্ত মজুমদারের West Bengal Bangla
WestBengalBangla

Dec 09 2023, 12:06

শিশু মৃত্যু নিয়ে মমতাকে আক্রমণ সুকান্ত মজুমদারের

একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় নতুন করে এখন শিরোনামে রয়েছে মুর্শিদাবাদ । বিগত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে ফের একপ্রকার প্রশ্নের মুখে সরকারী হাসপাতালের পরিষেবা। আর এই নিয়ে এবার রাজ্যের শাসক দলকেই দোষীর কাঠগড়ায় তুলল রাজ্য বিজেপি ।

আজ শনিবার এক বিস্ফোরক টুইট করে সকলের নজর ঘোরানোর চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -কে রাজ্যের পঙ্গু স্বাস্থ্যসেবা ব্যবস্থার দায়িত্ব নিতে হবে, যা একদিনে ৯ টি শিশুর জীবন কেড়ে নিয়েছে।'

WestBengalBangla

Dec 09 2023, 11:16

পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হল বছর ৩০ এর কৃষ্ণপদ দাসের

উত্তর ২৪ পরগনা: ভোরে কাজে বেরোনোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হল বছর ৩০ এর কৃষ্ণপদ দাসের। ঘটনাটি ঘটেছে হাবরা শ্মশান সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে বানিপুর ইদনা নতুন কলোনি এলাকার বাসিন্দা কৃষ্ণপদ দাস।প্রতিদিনের মতো রাজমিস্ত্রির কাজে করতে বাড়ি থেকে বের হন।

তার কিছুক্ষণের মধ্যেই এলাকায় খবর আসে, স্থানীয় পুকুরে পড়ে গিয়েছেন কৃষ্ণপদ। প্রতিবেশী ও পরিবারের লোকজন এরপর ছুটে যান পুকুরের ধারে। গিয়ে দেখেন জল থেকে তুলে তাকে পারেই শুয়ে রাখা হয়েছে। এরপর দ্রুত তাকে হাবরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে কিভাবে কাজে যাওয়ার নাম করে বেড়িয়ে পুকুরে পড়লেন ওই যুবক তা এখনও স্পষ্ট নয়।

দেহ ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে স্থানীয়দের অনেকেরই অনুমান গোটা ঘটনার তদন্ত হোক। কিভাবে ওই যুবক পুকুরে পড়লো তা নিয়েই এখন উঠছে নানা প্রশ্ন। গোটা ঘটনা তদন্তে হাবরা থানার পুলিশ।

WestBengalBangla

Dec 09 2023, 11:08

নয়া রুটে চলবে দার্জিলিং মেল

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বলা হয়েছে, ২০২৪ সালের মার্চ মাস থেকেই বদলে যেতে চলেছে দার্জিলিং মেলের রুট। আর এই নয়া রুটের কারণে প্রায় ৮০ কিমি রাস্তা কম পার করবে সকলের প্রিয় দার্জিলিং মেল। যার ফলে প্রায় ৯০ মিনিট সময় কম লাগবে বলে দাবি করা হয়।

দার্জিলিং মেল চলাচল করে শিয়ালদহ এবং হলদিবাড়ির মধ্যে। রেল সূত্রে খবর আগামী বছরের মার্চ মাস থেকে দার্জিলিং মেল চলবে ভিন্ন রুটে।

রেলের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৮০ কিলোমিটার দূরত্ব কমতে চলেছে টার্মিনালগুলির মধ্যে। এই দূরত্ব কমায় যাত্রার সময়সীমা প্রায় ৯০ মিনিট হ্রাস পেতে পারে।এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে রেলের ইতিহাসে এটি হতে চলেছে ট্রেনের দ্বিতীয় রুট বদল। বর্ধমান-বোলপুর রুটের পরিবর্তে রানাঘাট জংশন হয়ে বহরমপুর কোর্ট এবং আজিমগঞ্জ জংশন হয়ে মালদায় যেতে পারে দার্জিলিং মেল।

এই ট্রেন যাবে নিউ জলপাইগুড়ির পর জলপাইগুড়ি হয়ে হলদিবাড়ির দিকে। পরিবর্তিত রূটে ট্রেন চলাচল শুরু হলে দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ি সকাল আটটার বদলে পৌঁছাবে সকাল সাতটায়।

WestBengalBangla

Dec 09 2023, 10:16

নদিয়ার তাহেরপুরে গান পয়েন্টে আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে গুলি করে খুন হলো ব্যবসায়ী যুবক।

নদীয়া:নদীয়ার তাহেরপুর এলাকায় রাজা ভৌমিক নামের এক ব্যবসায়ির বাড়িতে আগ্নেয় অস্ত্র সহ ৫ দুষ্কৃত ঢুকে তার স্ত্রীকে মুখ বন্ধ করে ঘরের সমস্ত জিনিস পত্র ভাঙচুর এবং তছনছ করে উপরে ঘরে থাকা ওই ব্যবসায়ী কে গান পয়েন্ট থেকে দু রাউন্ড গুলি করে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা নদীয়া জুড়ে। ঘটনার প্রায় 12 ঘন্টা কেটে গেলেও গ্রেপ্তার হয়নি কোন আসামি।

যদিও তদন্ত নেমেছে তাহেরপুর থানার পুলিশ। তার মৃতদেহ আজ সকালে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মরগে রাখা হয়েছে। গোটা পরিবার আতঙ্কে ঘর ছেড়েছে। গতকাল রাতের পর থেকে ফাঁকা হয়ে গেছে ব্যবসায়ী ভৌমিকের বাড়ি

WestBengalBangla

Dec 09 2023, 10:10

এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বেআইনিভাবে কাঠ পাচারের অভিযোগ

এসবি নিউজ ব্যুরো: বেআইনিভাবে কাঠ পাচারের অভিযোগ উঠল শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম ২ অঞ্চলের উত্তর শান্তিনগর এলাকার পঞ্চায়তের এক সদস্যের বিরুদ্ধে। সকালে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, জমির মালিকানার হদিস না মেলায় স্থানীয় পঞ্চায়ত সদস্য বেআইনিভাবে জমিতে থাকা বেশ কিছু গাছ এবং কাঠে গুঁড়ি বিক্রি করে দিয়েছেন। সেই ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসী। খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ি পুলিশ এবং ডাবগ্রাম রেঞ্জের বন কর্মীদের।

এদিন সমস্ত বিষয় খতিয়ে দেখে কাঠের গুঁড়ি গুলিকে বাজেয়াপ্ত করে বনদপ্তর। অন্যদিকে, এই ঘটনায় স্থানীয় পঞ্চায়ত সদস্যে বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ঝড়ে বেশ কিছু গাছ পড়ে যায়। দীর্ঘদিন ধরেই সেই গাছগুলো জমিতে ফেলে রাখা হয়। দুই বছর ধরে মালিকের খোঁজ খবর মেলেনি। ঝড়ে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ি এবং লেবারদের টাকা দিতে বলা হয়েছিল কাগজ বানিয়ে গাছ বিক্রি করে সমস্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।

এদিন ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার বলেন, আপাতত গাছের গুড়িগুলোকে সিজ করা হচ্ছে। কোনরকম পারমিশন নেওয়া হয়নি। আমরা আইনত ব্যবস্থা নেব এবং জিজ্ঞাসাবাদ করা হবে।

WestBengalBangla

Dec 09 2023, 10:10

আলিপুরদুয়ারের জামালদহে পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধনে জেলা পুলিশ সুপারের

এসবি নিউজ ব্যুরো: গতকাল রাতে জামালদহ পুলিশ ফাঁড়ির নবনির্মিত ব্যারাকের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার। এছাড়াও এদিন তিনি গোটা জামালদহ বাজারের নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখেন। পুলিশ সুপার জানান, জামালদহ ক্যাম্পের একটি নতুন ব্যারাকের উদ্বোধন করা হয়। ক্যাম্পের পাশে বাজারের সম্পূর্ন নিরাপত্তা ব্যবস্থাও আজ খতিয়ে দেখা হয়।

পুলিশ সুপার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডিআইজি পূরণ রাই,মেখলিগঞ্জের এসডিপিও অরিজিৎ পাল চৌধুরী, ওসি রাহুল তালুকদার, মোস্তাক হোসেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

WestBengalBangla

Dec 09 2023, 10:09

হাটের জমি আগেই দখল হয়েছে এবার মন্দিরের জমি দখলের চেষ্টা

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির মালবাজার মহকুমা অন্যতম প্রাচীন এবং সব থেকে বড় হাট হলো ওদলাবাড়ি হাট। প্রতি রবিবারের পাশাপাশি প্রতিদিন এই হাটে বসে বিরাট বাজার। তবে দিন দিন সঙ্কুচিত হয়ে যাচ্ছে এই হাট। কারন আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে হাটের জায়গা। হাটের মধ্যে গড়ে উঠছে অবৈধ নির্মান। হাটের দোচালা দখল হয়ে এখন স্থায়ী দোকানে পরিনত হয়ে গিয়েছে।

আর এবার হাটের মাঝে থাকা পুরনো বড় কালি মন্দিরের জায়গায় গড়ে উঠছে কিছু দোকান বলে ব্যাবসায়ীদের অভিযোগ। আর এতেই বাধা দেয় স্থানীয় কিছু ব্যাবসায়ীসহ মন্দির কমিটি।

ওদলাবাড়ি বাজারের করুনাময়ী এই কালি মন্দিরের কর্মকর্তা গৌতম পাল, অশোক মুখার্জি, সুশান্ত কুন্ডু বলেন, এর আগে হাটের জায়গায় বহু নির্মান হয়েছে কিন্তু আমরা কিছু বলিনি ব্যাবসায়ীদের। তবে এবার দেখছি মন্দিরও বাদ রাখছে না ব্যাবসায়ীরা। মন্দিরে দেওয়ালেই তৈরি হচ্ছে দোকানপাট। মন্দিরের সেডের নিচে গতকাল থেকে লোহার ট্রাকচার তৈরি করছে কিছু ব্যাবসায়ী। অবিলম্বে এইসব বন্ধ করতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মন্দির কমিটি।

মন্দিরের পুরোহিত অরবিন্দ ভট্টাচার্য বলেন, যেভাবে মন্দিরের চারপাশে দোকানপাট গড়ে উঠছে, তাতে পুরোনো এই কালি মন্দির অন্ধকারে ঢেকে যাচ্ছে। পাশাপাশি মন্দিরের বিদ্যুৎয়ের লাইন থেকে বিভিন্ন ব্যাবসায়ীরা বিদ্যুতের সংযোগ নেওয়ার কারনে, যখন তখন বড় অগ্নি সংযোগের ঘটনা ঘটতে পারে । হাটের এই গিঞ্জি এলাকায় বিদ্যুতের ঝুঁকি পুর্ন এই কানেশন থেকে আগুন লাগলে বহু দোকান পাঠ ক্ষতি হয়ে যাবে।

এব্যাপারে ওদলাবাড়ি হাট ব্যাবসায়ী সমিতির অন্যতম সদস্য বালমুকন্দ প্রজাতি বলেন, "ব্যাবসায়ীরা দোকান করছে। এটা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। এব্যাপারে ব্যাবসায়ী এবং মন্দির কমিটির সাথে আলোচনা করা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওদলাবাড়ি হাট জলপাইগুড়ি জেলা পরিষদের তত্বাবধানে রয়েছে। জেলা পরিষদের সদস্য বা কর্মীদের এনিয়ে কোন হেলদোল নেই।

WestBengalBangla

Dec 09 2023, 10:05

দক্ষিণ ২৪ পরগনায় অজানা জন্তুর কামড়ে আহত ২০, এলাকা আতঙ্ক

এসবি নিউজ ব্যুরো ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার গোকর্ণী পঞ্চায়েত এলাকায়। গতকাল রাতে ৭টি গ্রামের বিভিন্ন লোকের উপরে হামলা চালায় এই জন্তুটি। এই জন্তুটিকে কেউ বলছে হায়না, কেউবা বলছে শিয়াল ।ওই এলাকায় ২০ জনকে কামড়ে দিয়েছে।প্রত্যেককে স্থানীয় মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবে এলাকার লোকজন ঘিরে ফেলে ওই বন্য জন্তুটি কে মেরে ফেলে। ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন দেবলীনা হালদার (৭৫) প্রিয়াঙ্কা হালদার (১০, মোস্তাকিন লস্কর ( ১০), মর্জিনা বিবি (৪৫), আনোয়ারা বিবি( ৪০), রঙ্গিলা ফকির (৪০) বলে জানা গিয়েছে।

WestBengalBangla

Dec 09 2023, 10:05

বারবিশায় পথ দুর্ঘটনায় হরিনের মৃত্যু

এসবি নিউজ ব্যুরো: গতকাল গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রাপ্ত বয়স্ক একটি হরিনের, এমনটাই জানিয়েছে বনদপ্তর। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কের বারবিশা দমকল কেন্দ্রের সামনে। বারবিশা পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গিয়েছে এদিন রাত আনুমানিক ৩.১৫ মিনিট নাগাদ বারবিশা ফাঁড়ির পুলিশের টহল ভ্যান বারবিশা দমকল কেন্দ্রের সামনে পৌচ্ছালে নজরে আসে একটি হরিনের দেহ রাস্তার উপরে পরে আছে।

তারপর খবর দেওয়া হয় ভল্কা রেঞ্জ অফিসে। বনকর্মিরা ঘটনাস্থলে পৌচ্ছে হরিনের দেহটি উদ্ধার করে রাজাভাতখাওয়া পশু চিকিৎসা কেন্দ্রে ময়না তদন্তে পাঠায়। শীতকালে ধান এবং নতুন সব্জি খাবারের লোভে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে দলছুট হরিনটি। কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়ক পার হবার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে হরিনটির এমনটাই প্রাথমিক অনুমান বনকর্মীদের। ভল্কা রেঞ্জরসুত্রে জানা যায় মৃত হরিনটি প্রাপ্ত বয়স্ক ফিমেল হাগ ডেয়ার ছিল।

WestBengalBangla

Dec 09 2023, 08:01

*কেমন থাকবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৯ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে আজ বেলা ২টো নাগাদ লেনিন স্ট্যাচু থেকে বেরিয়ে মেয়ো রোড হয়ে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত একটি মিছিল আছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।