/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif StreetBuzz বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে kolkata
kolkata

Aug 13 2023, 10:57

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে
বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে

kolkata

Aug 13 2023, 09:44

যাদবপুর কাণ্ডে গ্রেফতার বাঁকুড়ার এক ছাত্র

বাঁকুড়াঃ যাদবপুর কাণ্ডে এবার গ্রেফতার বাঁকুড়ার এক ছাত্র। শহরের মাচানতলা, ফেমাস গলির বাসিন্দা, ওই বিশ্ববিদ্যালয়ের ইকনমিক্স সেকেণ্ড ইয়ারের ছাত্র বছর উনিশের দীপশেখর দত্তকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।

গ্রেফতারির খবরের সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত ওই ছাত্রের বাবা মধুসূদন দত্ত। রবিবার সকালে নিজের বাড়িতে বসে সাংবাদিকদের তিনি বলেন, আজ সকালেই জানতে পারলাম ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। তবে একজন বাবা হিসেবে তিনি চান ওই ঘটনায় যুক্ত প্রকৃত দোষীরা শাস্তি পাক, সেক্ষেত্রে তাঁর ছেলে যদি যুক্ত থাকে তবে সেও যেন বাদ না যায়। তবে তাঁর দৃঢ় বিশ্বাস তাঁর ছেলে যুক্ত নয়। শুধুমাত্র তদন্তের স্বার্থেই পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে তিনি মনে করছেন বলে জানান।

গ্রেফতার হওয়া ছাত্র দীপ শেখর দত্তের মা সঙ্গীতা দত্ত বলেন, আপাতত শেষ বার কাল ছেলের সাথে কথা হয়েছে। আমার ছেলে এমনিতেই খুব শান্ত। ওই ঘটনায় সে কোনভাবেই যুক্ত থাকতে পারেনা বলে তিনি দাবি করেন।

kolkata

Aug 13 2023, 08:31

* ৫ জেলায় জারি সর্তকতা, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। রাজ্য জুড়ে তেজ বাড়াচ্ছে বর্ষণ।আজ প্রায় রাজ্যের সমস্ত জেলাতেই কম-বেশি ঝড়- বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর আজ থেকে উত্তরে আরও বাড়বে বৃষ্টির পরিমান।রবিবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।

জারি হয়েছে কমলা সর্তকতা। উত্তরের বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।অন্যদিকে, হাওয়া অফিস জানিয়েছে আজ ও আগামীকাল কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রী সেলসিয়াস। 

kolkata

Aug 13 2023, 08:28

*আজকের রাশিফল ১৩ই অগাস্ট( রবিবার)*


মেষ রাশিফল (Sunday, August 13, 2023)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে। বরফের মতো আশংকা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরো বেশি বই পড়া উচিত।এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন। আপনার কিছু বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন কেবল আপনাকে না দিতে পারে বলে আপনি সঠিকভাবে বিশ্রাম নিতে পারবেন না। তবে, প্রতিটি মেঘের একটি রূপালী আস্তরণ রয়েছে – আরও শক্তিশালী বন্ড তৈরির জন্য এই সুযোগটি ব্যবহার করুন, কারণ এটি পরে খুব কার্যকর হতে চলেছে।

প্রতিকার :- আনন্দময় সাংসারিক জীবন উপভোগ করতে পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করুন।

বৃষভ রাশিফল (Sunday, August 13, 2023)

যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে। আপনি আজকে ভাল অর্থ উপার্জন করবেন- কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। কেউ আপনার প্রশংসা করতে পারে। কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার।যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যাক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন। আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এটি একটি ভাল দিন। আপনার সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ খারাপ হওয়ার ক্ষেত্রে আপনি পুরোপুরি সমর্থন করবেন।

প্রতিকার :- ধর্মীয় স্থলে কালো সাদা তিলের দানা ও সাত রকমের শস্য দান করলে তা আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত করবে।

মিথুন রাশিফল (Sunday, August 13, 2023)

আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সঙ্কট আপনাকে আজ বিরক্ত করতে পারে। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরী করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয়। জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে, আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন।

প্রতিকার :- কুকুরকে রুটি, পাউরুটি এবং অন্যান্য কুকুরের খাবার খাওয়ালে পরিবারের সুখ বৃদ্ধি পাবে।

সিংহ রাশিফল (Sunday, August 13, 2023)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। বাচ্চাদের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ খুশির মূহুর্ত আনবে। আপনার ভালোবাসার মানুষ/স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে। আজ প্রচুর সমস্যা থাকবে-যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না। জীবনে সরলতা তখনি থাকে যখন আপনার ব্যাবহারে সরলতা থাকে। আপনার ব্যাবহারে সরলতা নিয়ে আসা দরকার।

প্রতিকার :- ক্রিম বা সাদা বা প্যাস্টেল রঙের পর্দা ঘরে টাঙ্গালে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

কন্যা রাশিফল (Sunday, August 13, 2023)

বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনও টাকা তত্ক্ষণাত্ ফিরে আসবে। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে। আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেইসব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে। ইতিবাচক চিন্তাভাবনা যাদুকরী এবং এটি জীবনকে রূপান্তরিত করতে পারে – অনুপ্রেরণামূলক কিছু পড়ুন বা এমন সিনেমা দেখুন যা ইতিবাচকতা জানায়।

প্রতিকার :- কখনোই আহমবোধের অধিকারী হবেন না এবং ভগবানের আশীর্বাদ কে সন্মান করুন, কারণ সময় পরিবর্তন শীল ও তা কখনোই একই রকম থাকবে না।

তুলা রাশিফল (Sunday, August 13, 2023)

যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন। ভয়, সন্দেহ, রাগ, লোভ ইত্যাদির মত নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত। কারণ এগুলি চুম্বকের মত কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে। বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান। আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন। আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। আজ, আপনার জীবন সঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন। যদি আপনার কথায় কান না দেওয়া হয় তবে আপনার মেজাজ হারাবেন না। পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়ই চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান।

প্রতিকার :- বহমান জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে তা আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে।

বৃশ্চিক রাশিফল (Sunday, August 13, 2023)

একটা জায়গার পর নিজের ওপর চাপ দেবেন না এবং ঠিকভাবে বিশ্রাম নিন। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। বন্ধবান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও একটি সন্ধ্যা সাজান। স্বপ্ন,দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে। আপনার ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি নিখুঁত দিন, যেহেতু আপনি তুলনামূলকভাবে মুক্ত হতে পারেন; তবে আপনার পরিকল্পনাগুলিকে যথাসম্ভব ব্যবহারিক রাখার চেষ্টা করুন এবং বাতাসে দুর্গ তৈরির বিষয়টি এড়িয়ে চলুন।

প্রতিকার :- পলাশপুষ্পসংহাসম, তারকগ্রহমস্তকম, রৌদ্রাম রৌদ্রথমকাম ঘোড়াম, তাম কেতুম প্রানামামাহ্যাম ((Palasha Pushpa Sanghasham, Taaraka Graha Mastakam; Roudram Roudraathmakam Ghoram, Tam Ketum Pranamaamyaham) এই মন্ত্র ১১ বার জপ করুন।

ধনু রাশিফল (Sunday, August 13, 2023)

আপনি দেখতে পাবেন যে আপনার কাজ মনঃসংযোগ করতে অসুবিধা হচ্ছে- কারণ আজ আপনার স্বাস্থ্য ঠিক নেই। যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনও পরামর্শ নিতে পারেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আকাশ আরো উজ্জ্বল হবে, ফুল আরও রঙিন মনে হবে, আপনার চারপাশের সবকিছু চকমক করবে; কারণ আপনি প্রেমে পড়ে গেছেন! ঘরে পরে থাকা কোনো পুরোনো জিনিস আজকে আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার দিনের কথা মনে করিয়ে হতাশ করতে পারে আর আপনি দুঃখের সাথে পুরো দিন একা কাটাতে পারেন। বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন। আপনার বাবা আজ আপনার জন্য একটি বিশেষ উপহার আনতে পারেন।

প্রতিকার :- বহমান জলে হলুদ নিক্ষেপ করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে।

মকর রাশিফল (Sunday, August 13, 2023)

আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের leণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। আপনি প্রেমিকার ব্যাপার অনেকে কিছুই ভুল ভাববেন। আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন- যা ক্লান্তিকর হলেও-অত্যন্ত লাভজনক হবে। আপনার এবং আপনার সঙ্গীর আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যিই কিছু জায়গা দরকার। আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদ নিতে পারেন। আপনি এমন কোনও রেস্তোঁরাও দেখতে যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলি পরিবেশন করা হয়।

প্রতিকার :- ঘরে দরজা জানালায় চিক লাগালে আর্থিক অবস্থার জন্য শুভ হবে।

কুম্ভ রাশিফল (Sunday, August 13, 2023)

আপনার উচ্চ ক্ষমতা আজ সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করা উচিত নয়। আপনার প্রিয়়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে। ছাত্র যেই বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন। গুরুর পরামর্শ তে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন।

প্রতিকার :- সৎ চরিত্র পালন করুন এবং পরিবারে খুশির মুহূর্ত যোগ করুন।

মীন রাশিফল (Sunday, August 13, 2023)

আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা-যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন- যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে- তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরী হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে, ধৈর্য হারাবেন না। সময় কি করে পেরিয়ে যাই সেটা আজকে আপনি আপনার পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন।

প্রতিকার :- শুক্রবার করে যদি আপনি শ্রী সুকতাম পাঠ করেন, তাহলে তা আপনার প্রেমের সম্পর্ক আরো গাঢ় করে তুলবে।

kolkata

Aug 12 2023, 20:39

*রাজনগর নজরুল মঞ্চে পালিত হল বিশ্ব হস্তি দিবস*


বীরভূম:- আজ বিশ্ব হস্তি দিবস । হাতিকে জাতীয় হেরিটেজ প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। হাতিদের রক্ষা করার জন্য এবং জনসাধারণের মধ্যে হাতি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ১২ ই আগস্ট রাজনগর বনদপ্তরের পক্ষ থেকে বিশ্ব হস্তি দিবস পালন করা হল। মাঝে মধ্যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের জঙ্গল থেকে বুনো হাতির দল রাজনগরের বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে। বনদপ্তর, পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের তৎপরতায় সেইসব সেই হাতির দল গুলিকে তাদের গতিবিধি লক্ষ্য করে পুনরায় পার্শ্ববর্তী রাজ্যের জঙ্গলগুলিতে তাড়িয়ে দেওয়া হয়। হাতির দল লোকালয়ের কাছাকাছি চলে আসায় অনেক সময় সাধারণ মানুষেরা অতি উৎসুক হয়ে হাতিগুলোকে বিভিন্নভাবে বিরক্ত করে থাকেন। ফলে হাতিদের মধ্যেও একটা মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। এরফলে হাতি যাতে আক্রমণাত্মক হয়ে মানুষের কোন ক্ষতি না করে, সাধারণ মানুষকে সেই বিষয়ে সচেতন করা হয়। হাতিদেরকে কোনোভাবেই বিরক্ত না করে তাদেরকে রক্ষা করা এবং তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে রাজনগরের নজরুল মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হল।

উপস্থিত ব্যক্তিরা হাতি বিষয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন। উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক দেবাশীষ মহিমা প্রসাদ প্রধান, অ্যাডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে, ডিএসপি ক্রাইম মোঃ ফিরোজ হোসেন, সদর মহকুমা শাসক অনিন্দ্য সরকার,এডিএফও শ্রীকান্ত ঘোষ, রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত, রেঞ্জার কুদরতে খোদা, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধক্ষ্য সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিত, চন্দ্রপুর থানার ওসি অভিষেক হালদার সহ বহু বিশিষ্টজনেরা। এদিন রাজনগর রেঞ্জের কিছু কর্মীকে তাদের অসাধারণ কৃতিত্বের জন্য বনদপ্তরের তরফে পুরস্কৃত করা হয়। পাশাপাশি রাজনগর রেঞ্জের রেঞ্জার কুদরতে খোদাকেও সম্মাননা জ্ঞাপন করা হয়।

kolkata

Aug 12 2023, 19:39

*ডুরান্ড ২০২৩*

খেলা 

 ডুরান্ড ২০২৩ 

খবর কলকাতা: আজ ডুরান্ড কাপের ডার্বিতে শেষ হাসি হাসলো লাল হলুদ ব্রিগেড। তারা দ্বিতীয় অর্ধের খেলায় ১ গোল করে এগিয়ে যায় এবং ম্যাচের শেষে তারা ১-০ গোলে জয়লাভ করে। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে কানায় কানায় ভর্তি দুই দলের সমর্থকের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের বিশিষ্ঠ অভিনেতা ভিকি কৌশল।

চিত্র গ্রাহক: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

kolkata

Aug 12 2023, 18:29

*স্কুল ছাত্রীদের দেশাত্মবোধ গড়ে তুলতে অভিনব উদ্যোগ ভারতীয় ডাক বিভাগ ফাউন্ডেশনের*


উত্তর ২৪ পরগনা: বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধ হারিয়ে ফেলছে। অজান্তে দেশের জাতীয় পতাকা কে অবমাননা করে ফেলছে। তাই বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের দেশাত্মবোধ গড়ে তোলার লক্ষ্যে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে নেওয়া হলো এক অভিনব উদ্যোগ।৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বর্তমান প্রজন্মের স্কুল পড়ুয়াদের দেশাত্মবোধক গড়ে তুলতে ও জাতীয় পতাকার উপযুক্ত সম্মান দেওয়ার লক্ষ্যে ভারতীয় ডাক বিভাগ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শনিবার প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হাসনাবাদের রামেশ্বরপুর ইউনিয়ন আদর্শ বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। এদিন আনুমানিক ২০০ টি জাতীয় পতাকা তুলে দেওয়া হয় স্কুল পড়ুয়াদের হাতে। আগামী ১৫ ই আগস্ট উপলক্ষ্যে বসিরহাট মহাকুমার প্রায় ৭৬ টি বিদ্যালয়ে জাতীয় পতাকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ভারতীয় ডাক বিভাগ ও আদর্শ ফাউন্ডেশন নামে এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। এদিন এই রামেশ্বরপুর ইউনিয়ন আদর্শ বিদ্যালয়, জাতীয় পতাকা তুলে দেওয়ার পর হাসনাবাদের টাকি সহ আরো ৪টি স্কুলে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। জাতীয় পতাকা তুলে দেওয়ার পাশাপাশি স্কুলের পড়ুয়াদের দেশাত্মবোধক গড়ে তোলার লক্ষ্যে দেশের জাতীয় পতাকা সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন ভারতীয় ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিক ও আদর্শ ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা ডাক বিভাগের সুপারেনটেনডেন্ট মৃগাঙ্ক কুমার বোস, ফাউন্ডেশনের সেক্রেটারি জয়ন্ত চৌধুরী, এলাকার ডাক মাস্টার ইন্দ্র কুমার রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে উদ্দেশ্য ফাউন্ডেশনের সেক্রেটারি জয়ন্ত চৌধুরী বলেন,'দেশের প্রতি ভক্তি শ্রদ্ধা দেশাত্মবোধক মনোভাব ও চিন্তা বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের দেওয়ার লক্ষ্যে ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৭৬ টি বিদ্যালয় জাতীয় পতাকা তুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে, আগামী ১৫ ই আগস্ট এর মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করা হবে, ছোট ছোট স্কুল পড়ুয়াদের দেশাত্মবোধক গড়ে তুললেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে করি।"

kolkata

Aug 12 2023, 18:27

*বনগাঁর বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি*


উত্তর ২৪ পরগনার: ২৪ পরগনার বনগাঁ লোকসভার বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত ২২ আসন বিশিষ্ট পঞ্চায়েত নির্বাচনে ১৫ টি আসনে জয়লাভ করে বিজেপি এবং ৬ টি জয়লাভ করে তৃণমূল কংগ্রেস, ১ টি জয়লাভ করে নির্দল । ১৫ জন বিজেপি সদস্যের সমর্থন নিয়ে প্রধান নির্বাচিত হয় রুপা হালদার ও উপপ্রধান নির্বাচিত হন স্বপন হাওলাদার । পঞ্চায়েত গঠনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল । কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন," কাজের মাধ্যমে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত দৃষ্টান্ত তৈরি করবে বিজেপি । হেলেঞ্চার মানুষ তৃণমূলকে মুছে দিয়েছে "। 

অন্যদিকে,আজ বারাসাত ১ ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান নির্বাচিত হলো। এরপরই আবির খেলা সহ তৃণমূল সমর্থকরা উচ্ছ্বাসে মাতে।

kolkata

Aug 12 2023, 16:51

*স্বপ্নদীপের মৃত্যুর পেছনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল বগুলার চিকিৎসক এবং আশা কর্মীরা*


নদীয়া:

নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম বগুলা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর স্বপ্ন ভেঙে যায়। সেখানে তাকে র‍্যাগিং করে মেরে ফেলা হয়েছে বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিদের গ্রেপ্তারের দাবিতে আজ নদীয়ার বগুলায় প্রতিবাদী মিছিল করলেন আশা কর্মীরা। স্বপ্নদ্বীপের মা একজন আশা কর্মীর হিসেবে নিযুক্ত ছিলেন বগুলায়। সন্তান সমতুল্য স্বপ্নদ্বীপের মৃত্যুর পেছনে যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকাল থেকে বগলায় প্রতিবাদী মিছিল করলেন হসপিটালে চিকিৎসকসহ আশা কর্মীরা তাদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।

kolkata

Aug 12 2023, 15:05

মাই লর্ড, আমাদের দেশকে বাঁচান, টুইট করে আর্জি মমতার

পঞ্চায়েত পর্ব মিটলেও এখনও ভোট নিয়ে চলছে কাটাছেঁড়া। শনিবার নির্বাচন নিয়ে রাজ্যের শাসক দলকে বেনজির আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রীকে পালটা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তৃণমূলনেত্রী লেখেন,'বিচার ব্যবস্থা নয়, কেন্দ্রের BJP সরকার নৈরাজ্যের কাছে মাথা নত করছে।

জাতীয় নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে দেশের প্রধান বিচারপতির ভূমিকা যথেষ্ঠ গুরুত্বপূর্ণ। এই ইসি সিলেকশন কমিটিতে দেশের প্রধান বিচারপতির বদলে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে রাখার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করছে ভোটে কারচুপি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা জন্যই এই ব্যবস্থা। বিচার বিভাগের এই নির্লজ্জ অবহেলা নিয়ে গোটা ভারতের উচিত প্রশ্ন তোলা।"

এরসঙ্গে তৃণমূলনেত্রী আর্জি জানিয়েছেন,' মাই লর্ড, আমাদের দেশকে বাঁচান।' উল্লেখ্য, গত ১০ অগস্ট রাজ্যসভায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বিল ২০২৩ পেশ করল মোদী সরকার। এই বিলের প্রস্তাব অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনারদের নাম সুপারিশ করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি প্যানেল। আর সুপারিশ মেনে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ করবেন। এই নিয়ে আজ শনিবার তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।