/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, জারি কমলা সর্তকতা জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
*ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, জারি কমলা সর্তকতা জেনে নিন আজকের আবহাওয়া*


শুক্রবারের পর শনিবারও রাজ্যের একাধিক জায়গায় ভারী ঝড়বৃষ্টি হয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতার কিছু অংশে। আবহাওয়া দফতর তরফে ইতিমধ্যেই এই মর্মে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়টা প্রত্যেককেই নিরাপদ স্থানে থাকার পরামর্শও দিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বেশ কয়েকদিন বজ্রপাত সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সর্তকতা। এসব বাদে বাকি জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টিপাত কমবে। ফলে ফের তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১ লা জুলাই ( শনিবার)*


মেষ: বিপদে বন্ধুদের সহায়তায় পাবেন। জুয়া বা নেশার দ্রব্যের জন্য অতিরিক্ত খরচ আপনাকে সঞ্চয় করতে দেবে না। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকায় আজ অবসর সময়েও কাজ করতে হতে পারে।

​বৃষ: পুরনো বিনিয়োগ থেকে লাভ করবেন । আজ জমি বিক্রি সংক্রান্ত ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। জমিতে বিনিয়োগও লাভজনক হবে। নতুন কিছু শুরু করার পক্ষে আজকের দিনটি ভালো।

​মিথুন: আইনি জটিলতা কেটে যাবে। আপনার দয়ালু স্বভাব আজ সকলের খুশির কারণ হবে কিন্তু অতিরিক্ত খরচ আপনার আর্থিক অবস্থা সঙ্গিন করে দিতে পারে। বিবাহিত জীবনে আপস করতে হতে পারে। আজ সমস্ত কাজে সাফল্য পাবেন।

​কর্কট: আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। শরীর স্বাস্থ্য ভালো রাখতে আজ হাঁটাহাঁটি করতে পারেন। আর্থিক বিষয় নিয়ে স্ত্রীয়ের সাথে মনোমালিন্য হতে পারে। পরিবারের মানুষদের নিয়েও কিছু সমস্যায় পড়তে পারেন।

​সিংহ: প্রচেষ্টায় সফল হতে পারেন। আজ আপনার ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন। সুযোগসন্ধানী আত্মীয় বা বন্ধুদের এড়িয়ে চলুন। কেউ উত্যক্ত করলে মেজাজ হারাবেন না। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

​কন্যা: পারিবারিক অশান্তি মিটে যাবে। আজ আপনার মধ্যে আত্মবিশ্বাস বেশি দেখা যাবে। পরবর্তী সময়ের জন্য বিনিয়োগের ক্ষেত্রে পরিবারের মানুষদের সাথে আলোচনা করুন। অবসর সময় একান্তে কাটানোর চেষ্টা করুন।

​তুলা: খরচ না কমালে মুশকিলে পড়বেন। শরীরকে সুস্থ রাখতে শরীরচর্চা করতে হবে। তাড়াহুড়ো করে কোনও খরচ করবেন না। প্রয়োজন বুঝে তবেই খরচ করুন। অবসর সময়ে নিজের মনের মত কাজ করলে শান্তি আসবে মনে।

​বৃশ্চিক: মানসিক শান্তি নষ্ট করবেন না। আজ কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ হওয়ার অনেক কাজ সহজ হয়ে যাবে। পরিবারের গুরুজনদের সহায়তায় অনেক সুবিধা হবে। ভ্রমণ আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে।

​ধনু: জমিবাড়িতে বিনিয়োগ লাভজনক হবে। আজ আপনি জীবনকে উপভোগ করবেন। স্ত্রীয়ের সাথে আর্থিক ব্যাপারে আলোচনা হতে পারে। বাইরের কারোর ব্যাপারে নিজেকে জড়াবেন না। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থেকে জরুরী উপদেশ পেতে পারেন।

​মকর: স্ত্রীর প্রতি যত্নবান হোন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়ীদের ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। ব্যবসার উন্নতির জন্য অনেক খরচ হতে পারে। দূরের আত্মীয়ের থেকে কোনও ভালো খবর আসতে পারে। পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে।

​কুম্ভ: জীবনে প্রেম আসতে পারে। এটি আপনার অসুস্থতার কারণ হতে পারে। পরিবারের সাথে বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপে অংশ নিতে পারেন।

​মীন: ​সন্তানকে সময় দিন । হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া আপনার চিন্তার কারণ হবে। অতিরিক্ত খাওয়াদাওয়া আপনার শরীরের ক্ষতি করতে পারে। নিয়মিত শরীর চর্চার মধ্য দিয়ে নিজেকে সুস্থ রাখুন। একান্তে কিছুটা সময় কাটান।

*১১ঘণ্টা জেরার পর অবশেষে ইডির দফতর থেকে বেরোলেন সায়নী*


নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রায় ১১ ঘণ্টা ইডির জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। শুক্রবার বেলা ১১টা ২২ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। তার পর থেকে তাঁকে দফায় দফায় তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা। এদিন রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরিয়ে সায়নী বলেন, ‘আমাকে কয়েকটা বেসিক ডকুমেন্ট নিয়ে ডাকা হয়েছিল। আমি ১০০ শতাংশ সহযোগিতা করেছি। আমাকে আবার ডাকবেন। কিছু নথির বিস্তারিত জমা দিতে হবে। আমাকে ১০০ বার ডাকলে আমি ১০০ বার আসব। আমাকে ২৪ ঘণ্টা জেরা করলেও আমি সহযোগিতা করব’।

তবে কুন্তলের সঙ্গে তাঁর লেনদেনের প্রসঙ্গ এড়িয়েছেন সায়নী। ইঙ্গিতে জানিয়েছেন, কুন্তলের সঙ্গে তাঁর কোনও লেনদেন হয়নি। ইডি সূত্রে খবর, সায়নীর কাছে চার পাতার একটি প্রশ্নমালা দেওয়া হয়। তার জবাব নিজে হাতে লিখে দিয়েছেন সায়নী। তবে সায়নীর অনেক জবাবই গ্রহণযোগ্য মনে হয়নি গোয়েন্দাদের। তবে তাঁকে কী কী প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

*নবান্নের আবেদন মঞ্জুর কেন্দ্রের,আগামী ৬ মাস মুখ্যসচিব পদে থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদী*


শুক্রবার অবসর নেওয়ার কথা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। তার আগেই এক্সটেনশন পেলেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব। বাংলার মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন প্রধানমন্ত্রী। রাজ্য কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দফতরে হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশনের ফাইল পাঠায়। তাতে বলা হয়েছিল বর্তমান মুখ্যসচিবকে আরও ৬ মাস মেয়াদ বাড়ানো হোক। আর তাতেই সম্মতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর ফলে তাঁর পদে বহাল থাকার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না ।

অন্যদিকে দ্বিবেদীর মেয়াদ বেড়ে যাওয়ার ফলে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য প্রশাসনে কোনও রদবদল প্রয়োজন হচ্ছে না। সেদিক দিয়ে আশ্বস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কারণ, প্রশাসনে দ্বিবেদী তাঁর 'আস্থাভাজন' বলেই পরিচিত।উল্লেখ্য, ২০২১ সালে তত্‍কালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসরের পর ওই চেয়ারে বসেছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তার আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। হরিকৃষ্ণ দ্বিবেদী ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস অফিসার। মুখ্যসচিব হওয়ার আগে তিনি বেশ কিছু দিন অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলেছিলেন। অর্থসচিব ও স্বরাষ্ট্রসচিবেরও দায়িত্ব সামলেছেন দ্বিবেদী।

*তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব, ইডির দফতরে হাজিরায় সায়নী*


নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডির দফতরে হাজির হলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ।শুক্রবার সাড়ে ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। 

এদিন নির্ধারিত সময়ের সামান্য আগেই সেখানে সিজিও কমপ্লেক্সে পৌঁছান সায়নী ঘোষ। তদন্তে ১০০ শতাংশ সাহায্য করবেন বলেই জানান তিনি। গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর পর থেকেই তাঁর সন্ধান মিলছিল না । তাঁর দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাই তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তিনি হাজিরা এড়াতে পারেন বলে জল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে শুক্রবার ইডির দফতরে পৌঁছন সায়নী। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার সায়নীকে ইডি তলব করেছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় আত্মবিশ্বাসের সুরে সায়নী বলেন, ‘আমি পঞ্চায়েতের ভোটের প্রচারে ছিলাম। আমায় ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা হয়েছে। তাতে এসেছি আমি।' সেইসঙ্গে তিনি বলেন, '১০০ শতাংশ সহযোগিতা করব। প্রতিহিংসার কারণে ডাকা হয়েছে।’তবে , ইডির দফতরে তাঁকে কি কি প্রশ্ন করা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব, ইডির দফতরে হাজিরায় সায়নী


নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডির দফতরে হাজির হলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ।শুক্রবার সাড়ে ১১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

এদিন নির্ধারিত সময়ের সামান্য আগেই সেখানে সিজিও কমপ্লেক্সে পৌঁছান সায়নী ঘোষ। তদন্তে ১০০ শতাংশ সাহায্য করবেন বলেই জানান তিনি। গত মঙ্গলবার তৃণমূল যুবনেত্রীকে ইডির তরফে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তাঁর পর থেকেই তাঁর সন্ধান মিলছিল না । তাঁর দক্ষিণ কলকাতার বিক্রমগড়ের বাড়িতেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। তাই তিনি হাজিরা দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তিনি হাজিরা এড়াতে পারেন বলে জল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে শুক্রবার ইডির দফতরে পৌঁছন সায়নী।

নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার সায়নীকে ইডি তলব করেছে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় আত্মবিশ্বাসের সুরে সায়নী বলেন, ‘আমি পঞ্চায়েতের ভোটের প্রচারে ছিলাম। আমায় ৪৮ ঘণ্টার নোটিশে ডাকা হয়েছে। তাতে এসেছি আমি।' সেইসঙ্গে তিনি বলেন, '১০০ শতাংশ সহযোগিতা করব। প্রতিহিংসার কারণে ডাকা হয়েছে।’তবে , ইডির দফতরে তাঁকে কি কি প্রশ্ন করা হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

*কলকাতায় ফের বাড়বে ভ্যাপসা গরম? জেনে নিন আজকের আবহাওয়া*


ফের বিপাকে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বেশ কয়েকদিন বজ্রপাত সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ ও কাল দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি হয়েছে। যদিও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান কিছুটা কমবে বলে পূর্বাভাস।

আজ দক্ষিণবঙ্গের ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে আশঙ্কা৷ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে গতকাল থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৩০ শে জুন ( শুক্রবার)*


মেষ:​ গম্ভীর মনোভাব বর্জন করুন। চারপাশে একঘেয়েমি অনুভব করবেন এবং কিছু সমস্যার সম্মুখীন হবেন। অনিদ্রায়, ক্লান্তিতে দৈনন্দিন কাজে দেরি হতে পারে। কর্মক্ষত্রে উন্নতি আসবে।

বৃষ:অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একটি প্রকল্পে কাজ শুরু করতে পারেন যা অদূর ভবিষ্যতে আপনার উপকারে আসবে। সামাজিক খ্যাতি বাড়াতে আপনার সামাজিক যোগাযোগ বাড়ানো দরকার।

মিথুন:আপনার ভদ্র স্বভাব আজ আপনার চারপাশের লোকেদের মধ্যে আপনার সম্মান বাড়িয়ে তুলবে। গার্হস্থ্য বিষয়ে মনোযোগ দিতে প্রস্তুত থাকুন এবং ঘরোয়া ব্যাপারে সিদ্ধান্ত নিতে স্ত্রীর সাহায্য নেবেন।

কর্কট: কর্মক্ষেত্রে একটি ভালো পরিবর্তন হতে পারে। আপনি আত্মবিশ্বাসী এবং খুশি হবেন। আপনি সুস্থ বোধ করতে পারেন। আপনার আশপাশের লোকেরা তাদের সমস্যা সমাধানে আপনার সাহায্য নিতে পারে, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারের।

সিংহ:​ আজ নিজেকে বোঝা খুব দরকার। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে আপনি আপনার কাজে অগ্রগতি হতে পারে। ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন। কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব আশা করতে পারেন।

কন্যা: আপনার অর্থ নিরাপদ রাখুন। জীবনে অগ্রগতি অনুভব করবেন। আধ্যাত্মিক শক্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কোনও কারণে বন্ধ থাকা প্রকল্পগুলো স্বয়ংক্রিয়ভাবে শুরু হতে পারে।

তুলা:আপনার ব্যবসায়ে নতুন চিন্তার বাস্তবায়ন করবেন। প্রতিপক্ষ এবং গোপন শত্রুরা নিয়ন্ত্রণে থাকবে। দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার সমাধান সম্ভব হবে। কর্মক্ষত্রে উন্নতি আসবে।

বৃশ্চিক: কাজ সঠিক সময়ে করুন। চলতে থাকা কাজ বন্ধ হতে পারে। আপনাকে যোগাযোগ সম্পর্কে সচেতন হতে হবে যা আপনার সামাজিক অবস্থানকে প্রভাবিত করতে পারে।

ধনু:ব্যবসার কথা কারওকে বলবেন না। আপনি সুখী এবং আত্মবিশ্বাসী থাকবেন। গত সপ্তাহের জটিল পরিস্থিতি শেষ হবে। চারপাশের লোকদের সাহায্য করবেন। যা সমাজে আপনার অবস্থান উন্নত করবে।

মকর: তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। প্রতিপক্ষ এবং শত্রুদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ভুলের উপরও আপনার নিয়ন্ত্রণ থাকবে, যা আপনাকে চারপাশের নেতিবাচক পরিবেশের বিরুদ্ধে লড়াই করার জন্য অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস দেবে।

কুম্ভ:আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন। আপনার একাগ্রতা বাড়বে। আপনি কাজে আপনার সেরাটা করতে সক্ষম হবেন। কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে।

মীন: কারওকে ছোট করে কথা বলবেন না। অভদ্রতার শিকার হতে পারেন। যোগাযোগ শৈলী নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হবে, কঠোর কথা বলায় চারপাশে সমস্যা তৈরি করতে পারেl

*ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা! জেনে নিন আজকের আবহাওয়া*


উত্তর থেকে দক্ষিণ গোটা পশ্চিমবঙ্গেই জাঁকিয়ে বসেছে বর্ষা।আজও সেই রেশ বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান হ্রাস পাবে। বৃহস্পতিবার কলকাতার একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। শেষ দু-তিনদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি না হলেও আজ থেকে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।

আজ থেকে ফের ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে উত্তরে।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে জোর বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রার পারদও বেশ কিছুটা পড়বে বলে পূর্বাভাস। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২৯ শে জুন ( বৃহস্পতিবার)*


মেষ:​ গম্ভীর মনোভাব বর্জন করুন। চারপাশে একঘেয়েমি অনুভব করবেন এবং কিছু সমস্যার সম্মুখীন হবেন। অনিদ্রায়, ক্লান্তিতে দৈনন্দিন কাজে দেরি হতে পারে। কর্মক্ষত্রে উন্নতি আসবে।

বৃষ:অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি একটি প্রকল্পে কাজ শুরু করতে পারেন যা অদূর ভবিষ্যতে আপনার উপকারে আসবে। সামাজিক খ্যাতি বাড়াতে আপনার সামাজিক যোগাযোগ বাড়ানো দরকার।

মিথুন:আপনার ভদ্র স্বভাব আজ আপনার চারপাশের লোকেদের মধ্যে আপনার সম্মান বাড়িয়ে তুলবে। গার্হস্থ্য বিষয়ে মনোযোগ দিতে প্রস্তুত থাকুন এবং ঘরোয়া ব্যাপারে সিদ্ধান্ত নিতে স্ত্রীর সাহায্য নেবেন।

কর্কট: কর্মক্ষেত্রে একটি ভালো পরিবর্তন হতে পারে। আপনি আত্মবিশ্বাসী এবং খুশি হবেন। আপনি সুস্থ বোধ করতে পারেন। আপনার আশপাশের লোকেরা তাদের সমস্যা সমাধানে আপনার সাহায্য নিতে পারে, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারের।

সিংহ:​ আজ নিজেকে বোঝা খুব দরকার। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্যে আপনি আপনার কাজে অগ্রগতি হতে পারে। ঊর্ধ্বতনরা আপনার কাজে খুশি হবেন। কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব আশা করতে পারেন।

কন্যা: আপনার অর্থ নিরাপদ রাখুন। জীবনে অগ্রগতি অনুভব করবেন। আধ্যাত্মিক শক্তি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কোনও কারণে বন্ধ থাকা প্রকল্পগুলো স্বয়ংক্রিয়ভাবে শুরু হতে পারে।

তুলা:আপনার ব্যবসায়ে নতুন চিন্তার বাস্তবায়ন করবেন। প্রতিপক্ষ এবং গোপন শত্রুরা নিয়ন্ত্রণে থাকবে। দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার সমাধান সম্ভব হবে। কর্মক্ষত্রে উন্নতি আসবে।

বৃশ্চিক: কাজ সঠিক সময়ে করুন। চলতে থাকা কাজ বন্ধ হতে পারে। আপনাকে যোগাযোগ সম্পর্কে সচেতন হতে হবে যা আপনার সামাজিক অবস্থানকে প্রভাবিত করতে পারে।

ধনু:ব্যবসার কথা কারওকে বলবেন না। আপনি সুখী এবং আত্মবিশ্বাসী থাকবেন। গত সপ্তাহের জটিল পরিস্থিতি শেষ হবে। চারপাশের লোকদের সাহায্য করবেন। যা সমাজে আপনার অবস্থান উন্নত করবে।

মকর: তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। প্রতিপক্ষ এবং শত্রুদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ভুলের উপরও আপনার নিয়ন্ত্রণ থাকবে, যা আপনাকে চারপাশের নেতিবাচক পরিবেশের বিরুদ্ধে লড়াই করার জন্য অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস দেবে।

কুম্ভ:আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন। আপনার একাগ্রতা বাড়বে। আপনি কাজে আপনার সেরাটা করতে সক্ষম হবেন। কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে।

মীন: যোগাযোগ শৈলী নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হবে, কঠোর কথা বলায় চারপাশে সমস্যা তৈরি করতে পারেl