/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz কেঁপে উঠলো মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার , জরুরি অবতরণ সেবক এয়ারবেসে West Bengal Bangla
WestBengalBangla

Jun 27 2023, 18:25

কেঁপে উঠলো মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার , জরুরি অবতরণ সেবক এয়ারবেসে


দ্বিতীয় দিনের পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষে জলপাইগুড়ি থেকে ফেরার সময় দুর্যোগের কবলে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাঝপথে আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। অল্প খানিকক্ষণের দূরত্ব অতিক্রম করতে গিয়েও ঝড়বৃষ্টির কারণে আচমকাই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নড়তে শুরু করে। তৎক্ষণাৎ বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট। তাই সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সে দিকেই হেলিকপ্টার নিয়ে যেতে শুরু করে পাইলট। কিছু ক্ষণের মধ্যেই সেবক এয়ারবেস দেখতে পান তিনি। সেখানেই জরুরি অবতরণ করেন। তবে আচমকা হেলিকপ্টারের অবতরণের সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে পাইলটের উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্তের জন্য এদিন বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে । এদিনই বাগডোগরা থেকে বিশেষ বিমানে কলকাতায় ফেরার কথা মমতার। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মমতা কখন কীভাবে বাগডোগরা পৌঁছবেন, কখন তাঁর বিমান কলকাতার উদ্দেশে উড়বে তাও স্পষ্ট নয়।

WestBengalBangla

Jun 27 2023, 07:13

*বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ এই ৫ জেলায়, জেনে নিন আজকের আবহাওয়া*


সপ্তাহের দ্বিতীয় দিনে তুমুল ঝড়-বৃষ্টির সতর্কতা কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দিনভর। দুপুর গড়াতেই বৃষ্টির পরিমান আরও বাড়বে।হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভর বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণের একাধিক জেলায় বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর তিনটে অবধি চলবে ঝড়-বৃষ্টির তান্ডব।আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সকল জেলাতেই। সেই সঙ্গে বইতে পারে হাওয়া। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা ও তার আশেপাশের জেলায়। সেই কারণে কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস।

 

WestBengalBangla

Jun 27 2023, 07:12

*আজকের রাশিফল ২ ৭ শে জুন ( মঙ্গলবার)*


মেষ: কোনও মূল্যবান জিনিস চুরি যেতে পারে। তাই সব দিকে সাবধানী নজর রাখা দরকার। পরিবারের সদস্যদের আচরণে আপনি বিরক্ত হতে পারেন। কিন্তু যথাসম্ভব শান্তি বজায় রেখে সমস্যার সমাধানের চেষ্টা করুন।

বৃষ: ব্যবসা সংক্রান্ত ভ্রমণে যেতে হতে পারে। এর ফলে আপনার যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে নতুন কাজ পেতে সাহায্য করবে। কোনও নতুন কাজ শেখার চেষ্টা করতে পারেন। এটি থেকে পরে উপার্জন হতে পারে।

মিথুন: আপনার ব্যবসা ভালো চলবে। নতুন কাজের অর্ডার পেতে পারেন। কোনও পুরনো সমস্যা মিটে যাবে। এর ফলে আপনি বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। পরিবারের সকলকে গুরুত্ব দিন।

কর্কট: বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। এই ব্যাপারে গুরুজনদের সাথে আলোচনা করা দরকার। কারওকে অন্ধভাবে বিশ্বাস করে ঠকতে পারেন। শিক্ষার্থীরা ভালো ফল করবে।

সিংহ: আপনাকে কোনও পুরানো দিনের ভুলের জন্য অস্বস্তিতে পড়তে হতে পারে। পরিবারের কোনও ঘনিষ্ঠ সদস্য ধার চাইতে পারে। সবদিক বিবেচনা করে তবেই টাকা দিন। পরে টাকা ফেরত নাও পেতে পারেন।

কন্যা: সন্তানদের সাথে সময় কাটান। এতে মন হালকা হবে। সন্তানদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। উপার্জনের নতুন উপায়ের সন্ধান পাবেন।

তুলা: আপনার ব্যক্তিগত জীবনে এমন অনেক পরিস্থিতি দেখা দেবে, যখন আপনি অনুভব করবেন যে আপনার বন্ধুরা অসহযোগী। তবে বাড়ির বড়দের এবং বিশেষ করে আপনার বাবা-মায়ের সমর্থন পাবেন।

বৃশ্চিক: নিজেকে এনার্জেটিক রাখতে পারবেন না এবং এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনার কাছে অর্থ থাকবে, তবে কোনও জিনিস কেনার কারণে এটি আপনার পক্ষে যথেষ্ট হবে না।

ধনু: আপনি কম পরিশ্রম করেও শুভ ফল পেতে সক্ষম হবেন। অনেক শিক্ষার্থীরই কাঙ্ক্ষিত কলেজ বা কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা। এতে মনোবল যেমন বাড়বে আত্মবিশ্বাস আর সাহস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মকর: আপনার নিয়মিত ফল খাওয়া উচিত। এর পাশাপাশি, সকালে পার্কে হাঁটাও এই সময় আপনার স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারেন। বিনিয়োগের সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করুন।

কুম্ভ: জীবনের প্রতিটি সমস্যা অনেকাংশে কাটিয়ে উঠবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে সময়টি খুব ভালো যাবে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

মীন: ছোট বিনিয়োগে অর্থ ব্যয়ের পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটিই আপনাকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং এর ফলে ভবিষ্যত সুরক্ষিত করতে সক্ষম হবেন।

WestBengalBangla

Jun 26 2023, 13:45

মনোনয়ন পত্র প্রত্যাহার এবং নিরাপত্তা চেয়ে হাইকোর্টে কংগ্রেসের জোড়া মামলা


কলকাতা: উত্তরের মালদার কালিয়াচকে কংগ্রেস প্রার্থী কে নোমিনেশন ফাইল করার পর তাকে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ পঞ্চায়েতের কংগ্রেসের প্রার্থী।

অন্যদিকে,হাওড়ার আমতার দুই জন কংগ্রেস প্রার্থী নোমিনেশন ফাইল করার পর তাদের কে জোর করে নোমিনেশন প্রত্যাহার করানো হয়। এবং প্রত্যাহার করানোর পর একজন এখনও পর্যন্ত নিখোঁজ।

মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত।আগামী কাল বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলার শুনানি।

WestBengalBangla

Jun 26 2023, 13:42

কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন হচ্ছে? কমিশনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রদফতর


পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার রাজ্যের নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্র দফতর। আদালতের নির্দেশে ৮২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ২২ কোম্পানির পর রাজ্য নির্বাচন কমিশনের আবেদনের ভিত্তিতে আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়েছে কেন্দ্র।

ইতিমধ্যেই সেই বাহিনী আসতে শুরু করেছে রাজ্যে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুটমার্চ। তবে এখনও বাকি রয়েছে ৪৮৫ কোম্পানি বাহিনী। সেই বকেয়া বাহিনী জন্য রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই চিঠির প্রেক্ষিতেই এবার রাজ্য নির্বাচনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক।

চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যেই মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় ও কী ভাবে ব্যবহার হয়েছে। তা বিস্তারিতভাবে জানাতে হবে স্বরাষ্ট্রদফতরকে । তবে, এই চিঠি নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি নির্বাচন কমিশন। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করান নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে নানা জলঘোলা ।

পঞ্চায়েত নির্বাচনে নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে পর পর ধাক্কা খেয়ে অবশেষে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । তবে, কবে রাজ্যে বকেয়া ৪৮৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসবে তা নিয়ে এখনও পর্যন্ত স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

WestBengalBangla

Jun 26 2023, 12:55

বিকাশ ভবন থেকে উধাও নিয়োগ সংক্রান্ত সরকারি নথি


নিয়োগ দুর্নীতির মাঝে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্ত চলাকালীনই বিকাশ ভবন থেকে উধাও রাজ্য সরকারের গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল। এসএসসির একটি ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সিবিআইকে জানানো হয়েছে বলে জানা গেছে।

সিবিআইয়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্যদের জেরা করে ওই ফাইলের কথা জানা যায়। তদন্তের জন্য ওই ফাইল চেয়ে এসএসসি-কে নোটিস পাঠায় সিবিআই। সূত্রের খবর, এসএসসি-র তরফে সিবিআইকে চিঠি দিয়ে জানানো হয়, ওই ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। গতবছরের জুনে ফাইল মিসিংয়ের অভিযোগে বিধাননগর উত্তর থানায় জেনারেল ডায়েরি করা হয়। তার পর এ ব্যাপারে বিধাননগর থানা অভিযোগও দায়ের করা হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর।

যদিও তার পর ওই ফাইল খোঁজার জন্য বিধাননগর পুলিশ কী পদক্ষেপ করেছে, তা স্পষ্ট নয়। শিক্ষা দফতরের তরফে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, এসএসসির ওই ফাইল হারিয়ে যাওয়া নিয়ে থানায় জেনারেল ডায়েরির একটি কপি সিবিআইকে পাঠিয়েছে কমিশন। ইতিমধ্যেই ওই ফাইল নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই ।

WestBengalBangla

Jun 26 2023, 07:35

*আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রবল বর্ষণে ভিজবে এই ৪ জেলা! জেনে নিন আজকের আবহাওয়া*


আগামী ২৪ ঘন্টায় উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু-তিন দিনে তাপমাত্রা কিছুটা নামতে পারে।আলিপুর আবহাওয়া দফতরে জানাচ্ছে, আজ বিকেলে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে মৌসম ভবনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরে ভ্যাপসা গরমও উধাও। আর এরই মধ্যে নিম্নচাপের ভ্রূকুটি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। আর এই নিম্নচাপের জেরে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৫ ডিগ্রী সেলসিয়াস।

 

WestBengalBangla

Jun 26 2023, 07:34

*আজকের রাশিফল ২ ৬ শে জুন ( সোমবার)*


মেষ: সব সৃষ্টিশীল প্রতিভা আজকের দিনে প্রবল থাকবে। কঠোর পরিশ্রমের ফলে কিছু পুরস্কার পেতে পারেন। পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখতে, আপনাকে আপনার স্ত্রীর সাথে অভদ্রতা এড়াতে হবেl

বৃষ: অভিমত দেওয়ার সময়ে অন্যদের অনুভূতির খেয়াল রাখুন। গৃহস্থালীর জিনিসপত্র বা বিলাসবহুল সামগ্রীতে ব্যয় করতে পারেন, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। মেধা চর্চায় সময় কাটবে। শিক্ষার্থীরা ভালো ফল করবেl

মিথুন: অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। কথা বলার ধরন সম্পর্কে সতর্ক থাকুন। অন্যথায় অদূর ভবিষ্যতে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ এবং উদ্বেগ থেকে বেরিয়ে আসতে ধ্যান করুন।

কর্কট: দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। বিবাহিত দম্পতিরা তাদের পরিবার বৃদ্ধির পরিকল্পনা করুন। বর্তমান চাকরিতে পদোন্নতি পেতে পারেন। বেতনভোগীরা নতুন চাকরির সন্ধান করতে পারেন।

সিংহ: শিক্ষার্থীরা কেরিয়ার উন্নত করতে উচ্চ শিক্ষার পরিকল্পনা করতে পারে। সাফল্য পেতে যে কোনও বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে হবে। সহজে কাজ হাসিলের চেষ্টা করবেন না। কর্মক্ষত্রে পদোন্নতির সুযোগ রয়েছেl

কন্যা: ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। কিছু প্রয়োজনীয় গৃহস্থালীর সামগ্রী আনতে খরচ হবে। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। প্রেমিক দম্পতি বিবাহ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

তুলা: চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনে অগ্রগতির জন্য উচ্চ শিক্ষার পরিকল্পনা করবেন। অবিবাহিতরা তাদের প্রকৃত জীবনসঙ্গী পাওয়ার আশা করতে পারেন। উচ্চ শিক্ষার সুযোগ আসবে।

বৃশ্চিক: আইনি বিষয়ে সুখবর পাবেন। প্রেমিকদের তাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকা উচিত। নিজের অভ্যন্তরীণ দুর্বলতার সাথে লড়াই আপনাকে সাফল্য এবং সুখের দিকে নিয়ে যাবে।

ধনু: আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার মনোবল বাড়িয়ে তুলবে। কিছু নতুন উদ্ভাবন আপনার মনে আসতে পারে, যা অদূর ভবিষ্যতে কাজে লাগবে। আপনার সৃজনশীলতার সাহায্যে বাড়িতে কিছু সংস্কারের পরিকল্পনা করতে পারেনl

মকর: প্রেমে আপনার সৌভাগ্যের দিন। বিবাহিত দম্পতিরা পরিবারে সন্তানের দিক থেকে সুখবর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আলস্য এড়ান। দম্পতিদের ভালো সম্পর্ক বজায় রাখার জন্য পরস্পরকে সম্মান দেখানো দরকার।

কুম্ভ: প্রেম বিষয়ক ব্যাপার এড়িয়ে চলুন। আপনি পরীক্ষার ফলাফল বা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভালো খবর শোনার আশা করতে পারেন। প্রেমিক দম্পতিরা সামাজিক কাজে ব্যস্ত থাকতে পারেন।

মীন: পরিচিত মানুষের স্বার্থপর ব্যবহার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। আগুন এবং ত্বক সংক্রান্ত সমস্যায় সতর্কতা অবলম্বন করুন। আপনি তরুণদের শিক্ষাদানে ব্যস্ত থাকতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা করবেনl

WestBengalBangla

Jun 25 2023, 07:41

*আজকের রাশিফল ২৫শে জুন ( রবিবার)*


মেষ: সব সৃষ্টিশীল প্রতিভা আজকের দিনে প্রবল থাকবে। কঠোর পরিশ্রমের ফলে কিছু পুরস্কার পেতে পারেন। পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখতে, আপনাকে আপনার স্ত্রীর সাথে অভদ্রতা এড়াতে হবেl

বৃষ: অভিমত দেওয়ার সময়ে অন্যদের অনুভূতির খেয়াল রাখুন। গৃহস্থালীর জিনিসপত্র বা বিলাসবহুল সামগ্রীতে ব্যয় করতে পারেন, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। মেধা চর্চায় সময় কাটবে। শিক্ষার্থীরা ভালো ফল করবেl

মিথুন: অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। কথা বলার ধরন সম্পর্কে সতর্ক থাকুন। অন্যথায় অদূর ভবিষ্যতে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ এবং উদ্বেগ থেকে বেরিয়ে আসতে ধ্যান করুন।

কর্কট: দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। বিবাহিত দম্পতিরা তাদের পরিবার বৃদ্ধির পরিকল্পনা করুন। বর্তমান চাকরিতে পদোন্নতি পেতে পারেন। বেতনভোগীরা নতুন চাকরির সন্ধান করতে পারেন।

সিংহ: শিক্ষার্থীরা কেরিয়ার উন্নত করতে উচ্চ শিক্ষার পরিকল্পনা করতে পারে। সাফল্য পেতে যে কোনও বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে হবে। সহজে কাজ হাসিলের চেষ্টা করবেন না। কর্মক্ষত্রে পদোন্নতির সুযোগ রয়েছেl

কন্যা: ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। কিছু প্রয়োজনীয় গৃহস্থালীর সামগ্রী আনতে খরচ হবে। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। প্রেমিক দম্পতি বিবাহ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

তুলা: চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনে অগ্রগতির জন্য উচ্চ শিক্ষার পরিকল্পনা করবেন। অবিবাহিতরা তাদের প্রকৃত জীবনসঙ্গী পাওয়ার আশা করতে পারেন। উচ্চ শিক্ষার সুযোগ আসবে।

বৃশ্চিক: আইনি বিষয়ে সুখবর পাবেন। প্রেমিকদের তাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকা উচিত। নিজের অভ্যন্তরীণ দুর্বলতার সাথে লড়াই আপনাকে সাফল্য এবং সুখের দিকে নিয়ে যাবে।

ধনু: আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার মনোবল বাড়িয়ে তুলবে। কিছু নতুন উদ্ভাবন আপনার মনে আসতে পারে, যা অদূর ভবিষ্যতে কাজে লাগবে। আপনার সৃজনশীলতার সাহায্যে বাড়িতে কিছু সংস্কারের পরিকল্পনা করতে পারেনl

মকর: প্রেমে আপনার সৌভাগ্যের দিন। বিবাহিত দম্পতিরা পরিবারে সন্তানের দিক থেকে সুখবর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আলস্য এড়ান। দম্পতিদের ভালো সম্পর্ক বজায় রাখার জন্য পরস্পরকে সম্মান দেখানো দরকার।

কুম্ভ: প্রেম বিষয়ক ব্যাপার এড়িয়ে চলুন। আপনি পরীক্ষার ফলাফল বা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভালো খবর শোনার আশা করতে পারেন। প্রেমিক দম্পতিরা সামাজিক কাজে ব্যস্ত থাকতে পারেন।

মীন: পরিচিত মানুষের স্বার্থপর ব্যবহার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। আগুন এবং ত্বক সংক্রান্ত সমস্যায় সতর্কতা অবলম্বন করুন। আপনি তরুণদের শিক্ষাদানে ব্যস্ত থাকতে পারেন।

WestBengalBangla

Jun 25 2023, 07:35

*প্রবল বৃষ্টিতে ভাসতে চলছে দক্ষিণবঙ্গে! জেনে নিন আজকের আবহাওয়া*


অবশেষে পশ্চিমবঙ্গের সব জেলায় বর্ষা প্রবেশ করে গিয়েছে। তবে অস্বস্তিকর গরম কবে কাটবে? আগামী পাঁচদিনে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, তা জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গে আজ সকালের দিক থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি যে সময় থাকছে না, সেই সময় অস্বস্তির আবহাওয়া বজায় থাকছে। আপাতত এই পরিস্থিতি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে । কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,বৃষ্টির জেরে  আগামী তিন দিনে রাজ্যের  দিনের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।