/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *পাটনা থেকেই ইতিহাস শুরু হবে,জোট-বৈঠক শেষে মন্তব্য মমতা* West Bengal Bangla
WestBengalBangla

Jun 23 2023, 17:39

*পাটনা থেকেই ইতিহাস শুরু হবে,জোট-বৈঠক শেষে মন্তব্য মমতা*


 ২০২৪ সালে লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করার জন্য শুক্রবার পাটনায় জোট বৈঠকে মমতার নিশানায় বিজেপি। বিরোধী দলের সঙ্গে জোট বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, 'আমাদের বিরোধী বলবেন না। আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এখান থেকেই ইতিহাস শুরু হবে । বিজেপি চায় ইতিহাস বদলে যাক। আর আমরা চাই বিহার থেকে ইতিহাস রক্ষা হোক। আমাদের লক্ষ্য এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।'

বিরোধী বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন,'বাংলায় প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, রাজ্য সরকারকে না জানিয়েই পালিত হয়েছে। কিছু বললেই সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়। অর্থনীতি ধ্বংস হচ্ছে, দলিত, মহিলাদের ওপর অত্যাচার, ১০০ দিনের কাজের টাকা বন্ধ, এগুলো নিয়ে কোনও চিন্তা নেই বিজেপির । রাজভবনকে বিকল্প সরকার হিসেবে গড়ে তোলা। যে কেউ ভিন্নমত পোষণ করলে ইডি, সিবিআইয়ের মুখোমুখি হতে হচ্ছে ।" উল্লেখ্য , লোকসভা নির্বাচনে বিরোধীদের রণকৌশল ঠিক করতে পাটনায় ১৭ বিরোধী দলের বৈঠক হয় শুক্রবার। যেখানে প্রাথমিকভাবে একসঙ্গে লড়াইয়েরই সিদ্ধান্তে একমত হন সকলে। পাটনার পর সিমলায় অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী বিরোধী বৈঠক । তবে কবে অনুষ্ঠিত হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

WestBengalBangla

Jun 23 2023, 07:29

*প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি পশ্চিমবঙ্গের এই ৩ জেলায়! জেনে নিন আজকের আবহাওয়া*


বর্ষার শুরুতেই বিপাকে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একাধিক জায়গায় যেন মেঘ ভাঙা বৃষ্টি। গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এ ভারী বৃষ্টি হয়েছে। অন্যদিকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অতি বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আগামী ৪৮ ঘন্টায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে গোটা রাজ্যেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। সুতরাং পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসতে চলেছে বর্ষা।

ইতিমধ্যেই আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় লাল সতর্কতা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়।তবে দক্ষিণবঙ্গে এখনও আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রী সেলসিয়াস।

 

WestBengalBangla

Jun 23 2023, 07:26

*আজকের রাশিফল ২ ৩ শে জুন ( শুক্রবার)*


মেষ: ব্যবসা বাড়ানোর ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন। বিদেশি বা শহরের বাইরের যোগাযোগ আপনাকে সফলভাবে আপনার পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করতে পারে।পারিবারিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবেl

বৃষ: স্বাস্হ্যের জন্য অত্যন্ত ভালো দিন। বন্ধ থাকা প্রকল্পগুলো শুরু হবে। ব্যবসায় লাভের দিক থেকে আপনার ভাগ্য আপনার সাথে থাকবে। কঠোর পরিশ্রমের জন্য কিছু পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মিথুন: নিজের লক্ষ্যের দিকে নজর দিন। দ্রুত সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকবেন, যা সম্ভবত অদূর ভবিষ্যতে আপনাকে আর্থিক সুবিধা দেবে। কাজ এবং ব্যবসায় নতুন ধারণা বাস্তবায়ন করতে সক্ষম হবেন।

কর্কট: আজ যথেষ্ট অর্থের অধিকারী হবেন। ভবিষ্যতে আয় বৃদ্ধির জন্য ব্যবসায় আরও মূলধন বিনিয়োগ করতে পারেন। নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যবহারিক জ্ঞান ব্যবহার করুন। এতে কাজ এবং ব্যবসার প্রসার ঘটবে।

সিংহ: ব্যস্ততা আপনাকে খিটখিটে করে তুলতে পারে। রুটিন কাজগুলিতে বাধার সম্মুখীন হবেন, যাতে আপনার অস্বস্তি বাড়বে। আপনার প্রকল্পগুলি কোনও কারণ ছাড়াই বন্ধ হয়ে যাবে। এই সময়ের মধ্যে ক্ষতির সম্মুখীন হতে পারেন।

কন্যা: আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে। বিতর্ক এড়াতে হবে, অন্যথায় এটি আপনাকে নেতিবাচক প্রভাব আনবে। স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক সমস্যাগুলি সমাধান হবে। আইনি বিবাদে বিজয়ী হতে পারেন।

তুলা: চাকরিপ্রার্থীরা তাদের কেরিয়ারের উন্নতির জন্য শিক্ষাগত কোর্সের পরিকল্পনা করতে পারেন। অতিরিক্ত দায়িত্ব বোঝা মনে হবে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বাধা মোকাবেলা করুনl

বৃশ্চিক: আবেগপ্রবণ স্বভাব স্বাস্থ্যে সমস্যার সৃষ্টি করতে পারে। আপনি আপনার প্রতিপক্ষদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনার মেধা বাড়বে। ভালো কর্মজীবনের জন্য উচ্চ শিক্ষার পরিকল্পনা করতে পারেন।

ধনু:​ অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য প্রত্যয় বাড়িয়ে তুলবে। চাকরিপ্রার্থীরা ভালো চাকরি পাওয়ার আশা করবেন। সন্তানদের শিক্ষার ফলাফল ভালো হবে। আশপাশের মানুষের মধ্যে আপনার সম্মান বাড়বেl

মকর: সমব্যথী বন্ধুর সঙ্গে দেখা হবে। ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আত্মীয়দের সাথে বিবাদ মিটে যাবে। আপনার অধস্তনরা আপনার কঠিন সিদ্ধান্তে আপনাকে সাহায্য করবে।

কুম্ভ:​ জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। সামাজিক জীবনে, আপনি আপনার চারপাশের লোকদের সাথে ভদ্র আচরণ করবেন। আপনার অতিরিক্ত প্রত্যাশা আপনাকে ক্লান্ত করবে। পরিবারের সদস্যরা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেl

মীন: সিদ্ধান্ত নেওয়ার আগে মনঃসংযোগ করুন নিজের। আপনি লিখিত বা মৌখিকভাবে নিজেকে প্রকাশ করতে সক্ষম হবেন। যোগাযোগ দক্ষতার সাহায্যে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারেনl

WestBengalBangla

Jun 22 2023, 19:06

*বিরোধীদের বৈঠকে যোগ দিতে লালু প্রসাদের বাড়িতে মমতা- অভিষেক*


 ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গঠনের জন্য পাটনায় লালু প্রসাদের বাড়িতে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় ,অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিম । দু পক্ষের মধ্যে উপহার আদান প্রদান ও হয় । এই বৈঠকে যোগদান করবেন রাহুল গান্ধী এবং বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারও । এদিন তেজস্বী যাদব বলেন, ‘আপনি পাটনা আসায় জোটের বৈঠক সাফল্য পেল।’ মমতা বন্দোপাধ্যায় বলেন, “আপনার শরীর কেমন আছে? আমি সকলের জন্য উপহার এনেছি। বাংলার মিষ্টিও এনেছি।”

তখন রাবড়ি দেবী জানান, “মধুবনী শিল্প বিখ্যাত। এটা আপনার জন্য।”জানা গিয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রথমে এই বৈঠকের দিন ধার্য হয়েছিল ১২ জুন। কিন্তু সে সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি থাকতে পারবেন না বলে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত বিরোধী দলগুলির আলোচনায় ১২ জুনের বদলে আগামিকাল ২৩ জুন বৈঠকের দিন স্থির করা হয়েছে।

 প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে একজোট হচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। বিজেপিকে রোখার কৌশল ঠিক করতে পাটনায় বৈঠকে বসছে বিরোধীরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে আগামী শুক্রবার এই বৈঠক হতে চলেছে। ওই বৈঠকে যোগদানের কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেখানে মমতার সঙ্গে গিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিমও । উল্লেখ্য , এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা । তবে , এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তার দিকেই তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল ।

WestBengalBangla

Jun 22 2023, 18:42

*নির্বাচনে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি কমিশনের*


 পঞ্চায়েত নির্বাচন নিয়ে বারবার হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে ধাক্কা খাওয়ার পর হুশ ফিরল নির্বাচন কমিশনের । বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার এ ব্যাপারে কলকাতা হাই কোর্ট একটি নির্দেশ দিয়েছিল কমিশনকে। সেই নির্দেশ অনুসারে ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, অন্তত সেই সংখ্যক তার বেশি আধাসেনা জওয়ান এবারের ভোটেও মোতায়েন করতে বলেছিল আদালত।

একই সঙ্গে কমিশনকে বলা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে ওই বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করতে হবে কমিশনকে। এছাড়াও এর পাশাপাশি ২০১৩ সালের তুলনায় বেশি সংখ্যক বাহিনী মোতায়েন করে নির্বাচন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার সেই রায়কে সমর্থন করে কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানির বাহিনী চাইল কমিশন। যদিও ভোট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতিই জানিয়েছেন, এ বারের পঞ্চায়েত ভোট অনেক বেশি শান্তিপূর্ণ। মমতা গত বেশ কয়েক বছরের পঞ্চায়েত ভোটের পরিসংখ্যান প্রকাশ করে বলেছেন, এর আগে এত শান্তিপূর্ণ ভোট হয়নি রাজ্যে। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ। তবে , সূত্র মারফর জানা যাচ্ছে, কাল সকাল থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিমী মোতায়েন হতে চলেছে রাজ্যে।

WestBengalBangla

Jun 22 2023, 17:48

*কমিশনার মনোনয়নকে ঘিরে মমতা- রাজ্যপাল সংঘাত*


রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার ওপর ক্ষুব্ধ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কমিশনার পদে রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি সি ভি আনন্দ বোস। ফলে ওই পদে আর রাজীব সিনহার কার্যকরিতা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। পাল্টা রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে শাসক দল তৃণমূল। সেই নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর সাফ বক্তব্য, এই বিষয়ে রাজ্য সরকারের কাছে কোনও তথ্য নেই। মুখ্যমন্ত্রী রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট নিয়ে বলেন,'আমাদের কাছে এই ব্যাপারে কোন খবর নেই ।

এমন ঘটনা আগে কখনও ঘটেনি, এটা অভূতপূর্ব ঘটনা। এটা একটা সাংবিধানিক পদ। তাঁকে শপথ নিতে হয়। উনি ফাইল ক্লিয়ার করেছিলেন।সবকিছু এত সহজ নয়। রাজ্যপালই রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে নিয়োগ করেছিলেন। কোনও কিছু চাপিয়ে দেওয়া হয়নি। কমিশনারকে সরাতে হলে বিচারপতিদের ইমপিচমেন্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।' উল্লেখ্য, এদিন হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চেও রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত চাওয়ার প্রসঙ্গটি উঠেছিল। বিচারপতি এই বিষয়ে জানতে চেয়েছিলেন। কমিশনার আদৌ দায়িত্বে আছেন কি না? জবাবে কমিশনের তরফে বলা হয়েছিল, কমিশনার নিজের দায়িত্বে আছেন। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনারে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই রাজ্যপাল জানান, 'রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে মন্ত্রিসভার সুপারিশক্রমেই নিয়োগ করেছিলাম। ভেবেছিলান উনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট করাতে পারবেন। কমিশনারের নিরপেক্ষ হওয়া প্রয়োজন। কিন্তু ওনার কাজে বাংলার মানুষ হতাশ।' উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত।

WestBengalBangla

Jun 22 2023, 12:33

*কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান*


পঞ্চায়েত নির্বাচনের আগেই ফের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। এবার ঘটনাটি বীরভূমের হাঁসন বিধানসভা একাকার নলহাটি ২ ব্লকের বারা গ্রামে ঘটেছে। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় ৩০০ জন কর্মী ও সমর্থক। বুধবার নলহাটির বারা গ্রামের কংগ্রেসের অঞ্চল সভাপতি সৈয়দ শাহ জাফর আলী তার দলের ৩০০ জন কর্মী নিয়ে তৃণমূলে যোগদান করেন।

WestBengalBangla

Jun 22 2023, 07:10

*বঙ্গোপসাগরে গভীর ঘূর্ণাবর্ত! জেনে নিন আজকের আবহাওয়া*

বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিনদিনে গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে এক ধাক্কায়। এরপর ২ দিন অপরিবর্তিত থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া । পশ্চিমের জেলাগুলিতে আর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। বর্ষা অগ্রসর হওয়ায় রাজ্যের সব জেলাতেই বৃষ্টি হতে থাকবে।পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে।

তাই আজকে বিকেলের পর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই সবকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। 

WestBengalBangla

Jun 22 2023, 07:08

*আজকের রাশিফল ২২শে জুন ( বৃহস্পতিবার)*


মেষ: ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে।এলোমেলো পরিস্থিতি এখন মিটে যাবে। আপনি সুখ এবং মানসিক শান্তি অনুভব করবেন, আপনি সুস্বাস্থ্যেরও আশা করতে পারেন। আপনি আপনার পেশাগত জীবনে দক্ষতার সাথে কাজ করতে পারেন। 

বৃষ: আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। আপনার অধীনস্থরা আপনাকে ব্যবসার মধ্যে কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে। সন্তানদের লেখাপড়া আপনাকে ব্যস্ত রাখবে। সন্তানের স্বাস্থ্য আপনাকে বিরক্ত করতে পারে। ভাগ্য আপনাকে সাফল্যের উপায় খুঁজে পেতে সাহায্য করবে।

মিথুন: আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে। আপনার কঠোর কথাবার্তা নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, প্রেমময় দম্পতিকে অকেজো বিষয় নিয়ে আলোচনা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সম্পর্কের মধ্যে ফাটল হতে পারে।

কর্কট: সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় ঝামেলা হতে পারে। আপনার কষ্টার্জিত অর্থ অকেজো জিনিসগুলিতে ব্যয় করবেন, যা আপনার সঞ্চয়কে প্রভাবিত করতে পারে। আপনি আপনার ভাইবোন এবং নেটওয়ার্কের সাহায্যে কিছু নতুন উদ্যোগ শুরু করার পরিকল্পনা করতে পারেন।

সিংহ: ভালোবাসার ক্ষেত্রে বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। আপনি পেশাদার এবং পারিবারিক জীবনে আপনার প্রতিটি কাজ ভালো হবে। আপনি আপনার পারিবারিক ব্যবসায় একটি বড় কাজের সুযোগ আশা করতে পারেন। যা ব্যবসার মধ্যে কিছু বৃদ্ধি এনে দেবে।

কন্যা: মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি কিছু ইতিবাচক শক্তি পেতে পরিবার বা বন্ধুদের সাথে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। আপনি কিছু পরিমাণ আধ্যাত্মিক জায়গায় বা কিছু দাতব্য দান করবেন। স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও ভাল হবে, যার কারণে ঘরোয়া সম্প্রীতি বজায় থাকবে।

তুলা: চাপের কারণে ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে। আপনি মনে শক্তি অনুভব করবেন | আপনার মুড ভাল থাকবে | অফিসের বাইরে অন্য কাজে কিছুটা চাপ হতে পারে। কিন্তু আপনার ভালো অন্তর্নিহিত বোঝাপড়ার জন্য সবকিছু সহজেই মিটে যাবে। 

বৃশ্চিক: দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। ভাইবোনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার ব্যবসা সম্প্রসারণে আপনাকে সাহায্য করবে। আপনার নেটওয়ার্ক আপনাকে আপনার ব্যবসা বাড়াতে সাহায্য করবে।

ধনু: গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের বন্ধুর সাথে ভাগ করে নিতে পারেন।স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনি ধৈর্যের অভাব অনুভব করবেন, যার কারণে আপনি বিভ্রান্ত হতে পারেন। আপনার প্রকৃতিতে শুষ্কতা থাকতে পারে, যা ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সম্প্রীতিকে প্রভাবিত করতে পারে।

মকর: বাস্তবধর্মী পরিকল্পনা করুন যাতে সেগুলো পূরণ করতে পারেন। আপনার চাকরিতে কিছু নতুন দায়িত্ব আসবে। আপনি পারিবারিক বা সামাজিক সমাবেশে ব্যস্ত থাকবেন। সন্তানদের পড়ালেখা আপনাকে ব্যস্ত রাখবে, সন্তানদের শিক্ষা সংক্রান্ত সুখবর শুনতে পাবেন।

কুম্ভ: আপনার প্রিয়়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। ব্যবসার উন্নতির জন্য আপনি কিছু নতুন পরীক্ষা-নিরীক্ষা করবেন। আপনি কিছু সেমিনার বা শিক্ষামূলক কাজে ব্যস্ত থাকবেন, যা আপনার জ্ঞান বাড়াতে পারে। প্রেমিক দম্পতি পারিবারিক সমস্যা নিয়েও ব্যস্ত থাকবেন।

মীন: আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন। আপনি আপনার সন্তানদের জন্য কিছু নতুন বিকল্পে বিনিয়োগ করার পরিকল্পনা করতে পারেন। আপনি বিরক্তিকর বোধ করবেন এবং আপনার মনে আশাহীনতার অনুভূতি আসতে পারে।

WestBengalBangla

Jun 21 2023, 17:13

*২০১৩ থেকে বেশী কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবারের পঞ্চায়েত ভোট করতে হবে নির্দেশ হাইকোর্টের*


২০১৩ থেকে বেশী কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবারের পঞ্চায়েত ভোট করতে হবে নির্দেশ হাইকোর্টের। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর করা আদালত অবমাননার মামলায় বুধবার এই নির্দেশ দেয় প্রধান বিচারপতি টি এস শিভাগ্নানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েনে জন্য কেন্দ্রের কাছে বাহিনী চাইবে রাজ্য কমিশন।

২০১৩ সালে যে পরিমাণ বাহিনী মোতায়েন ছিল তার থেকে কম বাহিনী চাইলে হবে না, বরং তার থেকে বেশি চাইতে হবে, কারণ এখন জেলার সংখ্যা বেশি।প্রধান বিচারপতি মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি।মূল্যায়নের কাজ সততার সাথে এবং নিরপেক্ষ ভাবে কাজ করবে বলে আদালত আশা করে । নির্বাচন কমিশন স্বতন্ত্র ভাবে কেন কোন সিদ্ধান্ত নিচ্ছে না সেটা স্পষ্ট নয়।মূল্যায়নের কাজের দ্বায়িত্ব কমিশনের ওপর ছাড়া হয়েছিল। কিন্তু তারা অযথা বিষয়টি দীর্ঘায়িত করেছে। তাই সব জেলায় বাহিনী দিতে আমরা বাধ্য হয়েছিলাম মন্তব্য প্রধান বিচারপতির। এছাড়াও ডিভিশন বেঞ্চ মনে করে ২২ কোম্পানি পর্যাপ্ত নয় বলেই আমাদের প্রাথমিক মতামত।২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনীর জন্য এই কমিশন সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, আমরা বুঝতে পারছি না এই নির্বাচনে সেই কমিশনের স্বতন্ত্রতার কি হলো ? রাজ্য কমিশন সক্রিয় নয়। তাই আদালতে নির্দেশ মানতে উৎসাহ দেখাচ্ছে না। আদালতে নির্দেশকে কার্য্যকর না করার সব পদক্ষেপ কমিশন করছে মন্তব্য প্রধান বিচারপতি। যদি নির্বাচন কমিশনার তার দ্বায়িত্ব পালন অপারক হন, তাহলে তিনি পদ ছেড়ে দিন।

মামলার শুনানিতে বিজেপি সওয়াল মাত্র ১৭০০ জন কেন্দ্রীয় জওয়ান চাওয়া হয়েছে ।ইচ্ছাকৃত ভাবে আদালতের সঙ্গে প্রতারণা করছে রাজ্য নির্বাচন কমিশন। আমরা সংবাদপত্রে পড়েছি যে ২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে । মন্তব্য প্রধান বিচারপতির।

বিজেপির সওয়াল ৫ রাজ্যের কাছে যে পুলিশকর্মী চাওয়া হয়েছে তাদের ৬ ই জুলাই থেকে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু কি নির্বাচনের দিনের জন্য নিরাপত্তা দেওয়া কলকাতা হাইকোর্টের উদ্দেশ্যে ছিল ?

আদালতের উদ্দেশ্য ছিল গোটা পর্বের নিরাপত্তা সুনিশ্চিত করা। - মন্তব্য প্রধান বিচারপতির।

অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি মন্তব্য প্রধান বিচারপতির।

এটা ঠিক করা কি আদালতের কাজ যে ১৭০০ জন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার জন্য পর্যাপ্ত হবে ? নাকি ৮০ হাজার হবে ? নাকি ৮ লাখ বাহিনী লাগবে ? - মন্তব্য প্রধান বিচারপতির। আমরা তো কমিশনের ওপরই মূল্যায়নের কাজ ছেড়েছিলাম। - মন্তব্য প্রধান বিচারপতির।প্রাথমিকভাবে এই পরিমাণ বাহিনী অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। - মন্তব্য বিচারপতির।

যারা ৬ ই জুলাই আসবে তাদের এলাকায় পৌঁছাতেই তো জুলাই দুপুর হয়ে যাবে। - মন্তব্য প্রধান বিচারপতির।

মানুষ যদি প্রশাসনের ওপর আস্থা হারায় তাহলে নির্বাচন করে কি লাভ ? - মন্তব্য প্রধান বিচারপতির।

আমাদের কি কমিশনের নিরপেক্ষতার ওপর সন্দেহ করা উচিত ? আপনারা নিরপেক্ষ সংস্থা . আপনারা Dotted Line এর ওপর কেন হাঁটবেন ? - মন্তব্য প্রধান বিচারপতির।

মামলার সময় কমিশনের একজন আধিকারিক আদালতে উপস্থিত থাকতে পারেন না ? তারা এত ব্যস্ত ? আমরা তো দেখেছি CESC মামলার সময়ও তাদের একজন অধিকারী আদালতে উপস্থিত থাকেন। - মন্তব্য প্রধান বিচারপতির।

আমরা মনে করেছিলাম এই আদালত অবমাননার মামলা আজকে প্রত্যাহার হয়ে যাবে। আমাদের ওপর ছেড়ে দিন, আমরা সবটা দেখে নিচ্ছি মন্তব্য প্রধান বিচারপতির।