/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/_noavatar_user.gif/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/_noavatar_user.gif StreetBuzz *বিজেপিতে যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা* kolkata
kolkata

Apr 08 2023, 12:42

*বিজেপিতে যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা*
বিজেপিতে (BJP) যোগ দেওয়ার প্রায়শ্চিত্ত করতে দণ্ডি কাটলেন তিন মহিলা। শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট শহরে প্রায় এক কিলোমিটার দণ্ডি কেটে জেলা তৃণমূল কার্যালয়ে আসেন তাঁরা।

kolkata

Apr 08 2023, 12:28

প্রসঙ্গ : সাংবাদিক নিগ্রহ কামারহাটি
আজ কামারহাটিতে সাংবাদিক নিগ্রহের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী তথা খরদহ বিধানসভার বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়

kolkata

Apr 07 2023, 19:03

*MLA visit Duare Sarkar camp*


MLA Tajmul Hossain inspets the activities and oversees the hassle-free delivery of state government welfare schemes at Duare Sarkar camp in Harishchandrapur-II block.

kolkata

Apr 07 2023, 17:58

কলকাতায় ফটো গ্রাফি শো এর উদ্বোধন
কলকাতায় ফটো গ্রাফি শো এর উদ্বোধন ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 07 2023, 17:37

আন্তর্জাতিক স্থির চিত্র প্রদর্শনী


কলকাতা: ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে আজ কলকাতার আই সি সি আর এ শুরু হল তিন দিন ব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক স্থির চিত্র প্রদর্শনী। ভারতের বাইরে বিভিন্ন দেশ থেকে এই প্রদর্শনীতে ছবি প্রকাশ পায়। আগামী রবিবার পর্যন্ত প্রতিদিন বিকাল ৪ টে থেকে রাত্রি ৮ পর্যন্ত ছবির প্রদর্শনী চলবে।

kolkata

Apr 07 2023, 08:24

*আই পি এল ২০২৩:কে কে আরের জয়লাভ*


কলকাতা: দ্বিতীয় ইনিংসে আর সি বি ব্যাট করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপরে ভরসা করে শুরু করলেও বিরাটের আউট হয়ে যাওয়ার পরেই আর সি বি র ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে। মাত্র ১২৩ রানে সব কটি উইকেট খুইয়ে ফেলে তারা। ফলে কে কে আর ৮১ রানে এই ম্যাচ জয়লাভ করে। কে কে আর এর তরফ থেকে শার্দুল ঠাকুর ম্যান অফ দি ম্যাচ ঘোষিত হন।

ম্যাচের শেষে কে কে আর এর সিইও তথা চলচিত্র অভিনেতা শাহারুখ খান পুরো ইডেন ঘুরে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 06 2023, 18:49

*বরানগরে শুরু হল হনুমান জয়ন্তীর মিছিল*

কলকাতা: বরানগরের গোপাললাল ঠাকুর রোড থেকে শুরু হল হনুমান জয়ন্তীর মিছিল । এই মিছিল ডানলপের হনুমান মন্দিরে গিয়ে শেষ হবে । বরানগর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এই মিছিলে । সর্বোপরি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ প্রিয়ব্রত বক্সী নিজে উপস্থিত রয়েছেন এই মিছিলে ।

যাতে কোনরকম কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে বিশেষ নজর রয়েছে তাদের । হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল ব্যারাকপুরে এবং তাদেরই একটি দল আজ সকালবেলা বরানগরে রুট মার্চ করলেও এই মিছিলে এখন অব্দি দেখা যাচ্ছে না তাদের ।

kolkata

Apr 06 2023, 11:07

গাড়ি ধোয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ,আহত দুপক্ষের ৪,ব্যাপক উত্তেজনা বেলঘরিয়ায়


কলকাতা: বেলঘড়িয়া ১১ নম্বর বাস স্ট্যান্ডের কাছে বি টি রোডের ওপর গাড়ি ধোয়ার কাজ করছিল তিনজন যুবক।সেই সময় এলাকার মানুষরা এসে বাধা দেয় গাড়ি ধোয়ার কাজে। দুপক্ষের মধ্যে বচসা ও তারপর সংঘর্ষ বেধে যায়।বিটি রোডের উপর দুপক্ষের মধ্যে ব্যাপক মারধর হয়।গুরুতর আহত হয়েছে দুপক্ষের মোট ৪ জন।

আহতদের মধ্যে ৩জনকে সাগর দত্ত হাসপাতাল ও ১ জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে‌।গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বেলঘড়িয়া থানায়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে‌।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়ন করা হয় বেলঘড়িয়া থানার পুলিশ।বারবার বেলঘড়িয়া থানার অন্তর্গত কামারহাটি এলাকায় এই ধরনের ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।

kolkata

Apr 05 2023, 21:06

*ইডেন গার্ডেনে আইপিএল ২০২৩*

খেলা

কলকাতা: আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল ২০২৩ এ ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে। আজ সন্ধ্যায় দুই দলের কোচ সাংবাদিক সম্মেলনে নিজেদের দল সম্পর্কে আস্থাভাজনের কথা জানালেন। দুই দলই আজ সন্ধ্যায় নৈশালোকের আলোতে অনুশীলন করেন।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 05 2023, 17:27

*হনুমান‌ জয়ন্তীতে সভা-সমাবেশে রাজ্যকে কড়া হাতে আইনশৃঙ্খলা ব্যবস্থা করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট*


কলকাতা: রাম নবমী থেকে শিক্ষা নিয়ে হনুমান‌ জয়ন্তীতে সভা-সমাবেশে রাজ্যকে কড়া হাতে আইনশৃঙ্খলা ব্যবস্থা করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে রাজ্যকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে শান্তি বজায় রাখতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস সিবাগননম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এদিন শুনানির শুরুতেই ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, অশান্তি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা ভাল।

হাওড়া-রিষড়ায় রামনবমীর অশান্তি নিয়ে মামলার শুনানিতে এই মন্তব্য করে ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, জমায়েত নিয়ন্ত্রনে রাজ্য চাইলে আইন প্রয়োগ করতে পারবে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সমাবেশের ভিডিও রেকর্ডিং করাতে হবে। আগাম হামলার ঘটনা রুখতে গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় হতে পরামর্শ দিয়েছে আদালত।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হনুমান জয়ন্তীর সমাবেশে কোনও রাজনৈতিক বা রাম নবমীর অশান্তি নিয়ে বক্তব্য রাখা যাবে না।হনুমানজয়ন্তীর জন্য কেন্দ্রের কাছে আধা সামরিক বাহিনী চাইবে রাজ্য। 

আর রাজ্য চাইলেই অবিলম্বে কেন্দ্রকে তার সাহায্য করতে হবে বলে জানিয়েছে আদালত। এদিকে হনুমান জয়ন্তী নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রস্তাবে বলেন, মিছিল বা শোভাযাত্রা যদি প্রশাসনের কোন শর্ত উলঙ্ঘন করে তাহলে তার দায় সেই প্রতিষ্ঠান এবং তার আধিকারিকদের ওপর বর্তাবে। পাশাপাশি কতজন শোভাযাত্রায় থাকবেন তা আগে থেকে পুলিশকে জানাতে হবে।

এছাড়াও শোভাযাত্রা শুরু এবং শেষ নির্দিষ্ট সময়ে করতে হবে। রাজ্য জানায়, ২০০০ আবেদন জমা পড়েছে পুজোর জন্য। এর পুরো রুটে ব্যারিকেড করা এই মুহূর্তে সম্ভব নয়। তবে স্পর্শকাতর এলাকায় ব্যারিকেড করা হবে। রাজ্য বলে, দূরত্ব ঠিক করবে পুলিশ। সেখানে স্বেচ্ছাসেবকদের নাম এবং ফোন নম্বর দিতে হবে।

একই এলাকার ক্ষেত্রে একই রুটে শোভাযাত্রা করলে সুবিধা হয়। স্পর্শকাতর এলাকায় সিসিটিভি বসানো হবে। মিছিলের শুরু এবং শেষপ্রান্তে পুলিশ থাকবে। রাজ্যের দাবী, রাম নবমী এবং হনুমানজয়ন্তী রাজ্যে পালিত হওয়া সাধারণ উৎসবের মধ্যে পরে না। শেষ ৫ বছর ধরে এটা শুরু হয়েছে। অপরিচিত সংগঠন অনুমতি চাইছে। পরের বছর থেকে ১৫ দিন আগে অনুমতি চাইতে হবে। শেষ ৫ বছর ধরে যারা এই শোভা যাত্রা করছেন শুরু তারাই অনুমতি পাবেন।

কিন্তু ডিভিশন বেঞ্চ বলে, যে ধরনের সমস্যার কথা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে যে রাজ্য পুলিশ একহাতে এই সমস্যার সমাধান করতে পারবে না। 

পাশের রাজ্য থেকে আধা - সামরিক বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে।

আদালত বলে, মানুষের মনে কি করে ভরসা জোগানো যাবে। ছাদ থেকে পাথর ছোড়ার অভিযোগ উঠছে।রাজ্যের গোয়েন্দা বিভাগ কি করছিল ? এটা তাদের ব্যর্থতা। এদিকে, ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠান ডায়মন্ড হারবারের একজন বিচারকের চিঠির প্রসঙ্গ তুলে ধরে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ওই বিচারক কর্মসূত্রে ডায়মন্ড হারবারে থাকলেও তার পরিবার শ্রীরামপুরে থাকে। নিরাপত্তার জন্য তিনি নিজে থানা এবং পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের কাছ থেকে সাহায্য চেয়ে পাননি। ২ ছেলে এবং মেয়েকে নিয়ে পরিবার শ্রীরামপুরে থাকেন। তিনি হাইকোর্টের কাছে নিরাপত্তা চাইছেন।

এই ঘটনায় সব বিচারকদের নিরাপত্তা ব্যবস্থা গড়তে রাজ্যের এজিকে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। আদালত বলে, যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের পরিবারের কি হবে ? মানুষের মনে আস্থা ফেরাবার জন্য বাহিনীর রুটমার্চ প্রয়োজন। শান্তি ফেরাবার জন্য কিছু করা দরকার বলে এজিকে বলে আদালত। ডিভিশন বেঞ্চ বলে, প্রাকৃতিক দূর্যোগ হলেও কেন্দ্রীয় টিম আসে। রাম নবমী বা হনুমান জয়ন্তীর মতো শোভাযাত্রার মিছিল কোন যানবাহন নিয়ে করতে দেওয়া ঠিক নয়। নির্দিষ্ট রুট ঠিক করে মিছিলের গতিপথ নিয়ন্ত্রণ করা দরকার বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।