*ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুর পৌরসভা এলাকার ডেঙ্গু ও নিকাশি বিষয়ক আলোচনা সভা*
![]()
নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে বর্ষার আগে জমা জলের সমস্যা সমাধান এবং ডেঙ্গু মোকাবিলায় ব্যারাকপুর পৌরসভার সাফাই বিভাগের কর্মীদের আয়োজিত হল আলোচনা সভা ব্যারাকপুর সুকান্ত সদনে। এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস, উপ পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পারিষদ সদস্য নওশাদ আলম, গীতালি বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌর মাতারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস জানান,"পৌরসভার পক্ষ থেকে বর্ষা শুরুর আগেই ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হবে। কোন এলাকায় যাতে বর্ষার জল জমে ডেঙ্গুর লার্ভা না তৈরি হয় সেদিকে নজর রাখবে পৌরসভার প্রতিটি কাউন্সিলর। এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানোর পাশাপাশি মশা নিধনে স্প্রে করা হবে।
ছবি: প্রবীর রায়।








Jun 16 2025, 16:12
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.2k