*Sports News*
*Knight Golf in Kolkata* *Pic :Sanjay Hazra (khabar kolkata).*
बैरकपुर से बीजेपी उम्मीदवार अर्जुन सिंह ने प्रचार के साथ-साथ जगन्नाथ देव की पूजा भी की
प्रवीर रॉय: बैरकपुर लोकसभा क्षेत्र से भाजपा प्रत्याशी अर्जुन सिंह ने आज बीजपुर विधानसभा के हाजीनगर चांदनी घाट स्थित जगन्नाथ मंदिर में नीलाद्रि बिहारी सेवा समिति द्वारा आयोजित पूर्णिमा पूजा की.

*মালদহে আজ হাই ভোল্টেজ শো*
এসবি নিউজ ব্যুরো: আজ হাই ভোল্টেজ দক্ষিণ মালদহ কেন্দ্র। একদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রোড শো। অন্যদিকে, অভিষেক ব্যানার্জীর জনসভা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টা নাগাদ মালদহ এয়ারপোর্টে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর সেখান থেকে সড়কপথে মালদহ শহরের ফোয়ারা মোড় আসবেন। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করবেন। এরপর দক্ষিণ মালদহ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ফোয়ারা মোড় থেকে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোড শো করবেন। রোড শো শেষে রবীন্দ্র এভিনিউ এলাকায় ১০ মিনিটের জন্য বক্তব্য রাখবেন তিনি।
    
অন্যদিকে,আজই দক্ষিণ মালদহ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে এক জনসভায় অংশ নেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। দুপুর ৩টে নাগাদ মালদহের কালিয়াচকের ভগবানপুর এলাকায় এক জনসভায় অংশ নেবেন তিনি।

भव्य पदयात्रा कार्यक्रम में शामिल हुए बीजेपी प्रत्याशी अर्जुन सिंह
प्रबीर रॉय: बैरकपुर लोकसभा क्षेत्र से भाजपा उम्मीदवार अर्जुन सिंह ने बैरकपुर विधानसभा क्षेत्र में बैरकपुर स्टेशन से टीटागढ़ पुलिस स्टेशन तक एक भव्य मार्च में भाग लिया। उनके साथ बैरकपुर संगठनात्मक जिला अध्यक्ष मनोज बनर्जी और अन्य नेता भी थे।
দক্ষিণ মালদহ লোকসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে মালদহে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
এসবি নিউজ ব্যুরো: আগামীকাল  মঙ্গলবার দক্ষিণ মালদহ লোকসভার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে মালদহে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি প্রায় এক কিলোমিটার রোড শো করবেন।আজ সেই মত সি আর পি এফের একটি বিশেষ দল জায়গা পরিদর্শন করেন।বিজেপি সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ মালদহের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সর্মথনে নির্বাচনী প্রচারে আসছেন অমিতজি। আর সেই কারণেই এলাকা পরিদর্শন করেন সি আর পি এফের বিশেষ দল। বিজেপি নেতা নীলাঞ্জন দাস বলেন,'সকাল ৯টা৩০ মালদহ বিমানবন্দরে নেমে সেখান থেকে শহরের প্রাণ কেন্দ্র পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুর্খাজীর মূর্তিতে মাল্যদান করবেন। এরপর রোড শো করে শহরের রবীন্দ্র অ্যাভিনিউতে আসবেন। এখানে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে বিমনে করে ফিরে যাবেন। সেই কারণেই জায়গা পরিদর্শন করা হয় এদিন।
মেদিনীপুরের কেশপুরে ভোট প্রচারে ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়


এসবি নিউজ ব্যুরো: মেদিনীপুরের  কেশপুর ব্লকের ১২ নম্বর অঞ্চলের অন্তর্গত গোটগাড়িয়া এলাকায় ভোট প্রচার করলেন ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। ভোটের দিন কেশপুরে থেকে ভোট পরিচালনা করবেন বলে আশ্বাস দেন তিনি।


পাশাপাশি, তৃণমূলের গুন্ডাবাহিনী ভোট লুট করতে আসলে ঝাঁটা লাঠি দিয়ে তাড়া করার কথা বলেন। সেই সঙ্গে বিজেপির সরকার গঠন হলে আগামী দিনে কেশপুরে উন্নয়ন হবে বলে জানান হিরণ। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে কার্যত গ্রামের মানুষরা তাদের অভাব অভিযোগের কথা জানান।


সেই সঙ্গে বিগত দিনে কেশপুরের নিজেদের ভোট নিজেরা দিতে পারেন না বলেও অভিযোগ করেন। আগামী লোকসভা নির্বাচনে যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই জন্য প্রার্থীর কাছে অনুরোধ করেন।
মুম্বই হামলার ষড়যন্ত্রী রাজারাম রেগিকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এলো কলকাতা পুলিশ
এসবি নিউজ ব্যুরো: মুম্বাই হামলার ষড়যন্ত্রী রাজারাম রেগিকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এলো কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ,তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সে রেইকিও করেছিল।সোমবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এদিন বিকেলেই ট্রানজিট রিমান্ডে থেকে কলকাতায় নিয়ে আসা হলো তাঁকে।রাজারাম কেন কলকাতায় এসেছিল, ভিডিয়োগ্রাফি করে তার তদন্ত শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিল রাজারাম রেগি। তার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ঘুরে যায় সে ।কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রাজারাম রেইকি করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান মনোনয়নপত্র জমা দিলেন

এসবি নিউজ ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে যোগদান ক্রিকেটার ইউসুফ পাঠানের। সোমবার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন। বহরমপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এই শোভাযাত্রায় বহু মহিলাদের মমতা ব্যানার্জির প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের কলস হাতে নিয়ে দেখা যায়। মনোনয়নপত্র জমা দিতে আসার সময় ইউসুফ পাঠানের সঙ্গে ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জি সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
নৈহাটিতে পার্থ ভৌমিকের পাড়ায় প্রচারে গিয়ে প্রয়াত তৃণমূল নেতা লালু দাকে স্মরণ করলেন অর্জুন সিং
এসবি নিউজ ব্যুরো: সোমবার নৈহাটিতে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের পাড়ায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি চিলড্রেন পার্ক থেকে প্রচার শুরু করে পাঁচ নম্বর বাজার, আনন্দ বাজার হয়ে ২ নম্বর বিজয় নগর স্কুলের কাছে প্রচার শেষ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নৈহাটিতে এসে পুরানো স্মৃতি মনে পড়ল। প্রয়াত তৃণমূল নেতা লালু দার কথা মনে পড়ল। ওনাকে কিভাবে পার্থ ভৌমিক শেষ করলেন আজ সেটাই মনে পড়ল। " 

পাশাপাশি, এদিন তিনি বললেন,  নৈহাটির প্রাক্তন বিধায়ক তরুণ অধিকারীর বাড়ির সামনে সারাদিন বসে থাকতেন পার্থ ভৌমিক। তাঁর অভিযোগ, মিথ্যা অভিযোগে তরুণ অধিকারীর নার্সিংহোম ভাঙচুর করা হল। ৩০ লক্ষ টাকা দিয়ে রেহাই পেতে হয়েছিল তরুণ অধিকারিকে। ছবি:প্রবীর রায়।
আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোড়া সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


এসবি নিউজ ব্যুরো: মালদার পর আজ সোমবার উত্তরদিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোড়া সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি প্রথম সভাটি করবেন চাকুলিয়ায়, দ্বিতীয় সভা করণদিঘী কিষান মান্ডির মাঠে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে সেজে উঠেছে করণদিঘী ৷ সভাস্থলের কাজ প্রায় শেষ পর্যায়ে। রবিবার করণদিঘী সভাস্থল পরিদর্শন করেন ডি আই জি এন সুধীর কুমার, ডি আই জি সুমিত কুমার, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল । করণদিঘী তৃণমূল কংগ্রেস বিধায়ক গৌতম পাল জানান, "এই প্রথমবার করণদিঘীতে আসছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় সাধারণ মানুষের বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রায় লক্ষাধিক মানুষ এই সভায় উপস্থিত হবেন বলে  আশা করছেন বিধায়ক।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ওনার তৃতীয়বার উত্তর দিনাজপুর জেলা সফর। প্রথমবার হেমতাবাদ, দ্বিতীয়বার ইসলামপুর নির্বাচনী জনসভা করে গিয়েছেন।  ভোটের দোড়গড়ায়  তৃতীয়বার করণদিঘী এবং চাকুলিয়ায় নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে নির্বাচনী জনসভা না করলেও শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত পদযাত্রা করেছেন। এবারের নির্বাচনে শুধুমাত্র কালিয়াগঞ্জ বাদ দিয়ে ৫ টি বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।