*সপ্তাহের প্রথমে যানজটের আশঙ্কা! *সপ্তার প্রথমে যানজটের আশঙ্কা! জানুন আজকের ট্রাফিক আপডেট*
আজ ২৯শে জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।
যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ সকাল ১০ টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে আর আর অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বেলা ১১ টা নাগাদ আর এস এন স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ১০০০-১৫০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।








এসবি নিউজ ব্যুরো: অযোধ্যার রাম মন্দির কে ঘিরে সারা ভারত তথা পৃথিবীজুড়ে যখন ব্যাপক সাড়া পড়েছে ,অথচ গ্রাম বাংলার এক কোনে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে রাম সীতার মন্দির। হুগলি জেলার ভদ্রেশ্বরের তেলনিপাড়ার এই মন্দিরটির বয়স আনুমানিক ৩০০ বছরের উপর। মন্দিরের রাম সীতার মূর্তি চুরি হয়ে গিয়েছে। কথিত আছে একসময় এইখান দিয়ে ভাগীরথী বহে যেত, বর্তমানে তা প্রবাহিত হয়ে অনেক দূরে চলে গিয়েছে।
বিশাল এই মন্দিরটি বর্তমানে ধ্বংসস্তূপের মতন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় মানুষের একটাই প্রশ্ন এত দিনের পুরনো এত ঐতিহ্যশালী আমাদের রাম সীতার মন্দির। কিন্তু সংস্কারের ব্যাপারে কেউ কোনদিন কোন উদ্যোগ নেয়নি। যখন অন্যান্য সব দেবালয় গুলি সংস্কার হচ্ছে, কেন পড়ে থাকবে আমাদের এখানকার রাম সীতার মন্দির। রামলালার মন্দির স্থাপনে হাজার হাজার কোটি টাকা যেখানে খরচ হয়েছে তখনই প্রাচীন মন্দিরর টি কেন হবে না সংস্কার ?
Jan 29 2024, 10:16
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.7k