ভোট আসে ভোট যায় কিন্তু বেহাল রাস্তার অবস্থার কোনদিনই সমাধান হয়নি, এবার মুখ্যমন্ত্রী আসার জন্য জোর কদমে চলছে রাস্তা তৈরীর কাজ,খুশি এলাকাবাসী

এসবি নিউজ ব্যুরো: একদিকে লোকসভা ভোট আসন্ন অন্যদিকে মুখ্যমন্ত্রীর আগমন।তাই যুদ্ধকালীন তৎপরতায় তার প্রশাসনিক সভাস্থল অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনের পাশের দীর্ঘদিনের বেহাল গলি রাস্তা রাতারাতি হতে চলেছে পাকা। ঘটনাটি নদীয়া শান্তিপুর পুরো স্টেডিয়াম সংলগ্ন এলাকার। স্টেডিয়ামের পেছনে সবুজ সংঘের মাঠে হতে চলেছে হেলিপ্যাড, আর সেখান থেকেই মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে ঢুকবেন এই গলিপথেই। তবে যে কারণেই হোক অতীতে তৃণমূল বর্তমানে বিজেপি কাউন্সিলর কে জানিয়েও সুফল না মেলায় এলাকাবাসী এখন বেজায় খুশি।

তারা জানাচ্ছেন, ঘুম থেকে উঠেই হঠাৎ নোংরা আবর্জনা জঞ্জাল ফেলা গলি পরিষ্কার হতে শুরু হয়েছে। গাড়ি গাড়ি ভাঙ্গা ইট পরছে, অনর্গল চলছে দুটি রোলার আর এভাবেই যুদ্ধকালীন তৎপরতায় সাথে এগিয়ে চলেছে রাস্তার কাজ। শুধু তাই নয় বিজেপির হলেও শান্তিপুর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন।তবে তিনি অবশ্য বলেন," এই রাস্তা বর্তমান পুরসভার বোর্ড গঠন হওয়ার সময় থেকেই চেয়ারম্যান সুব্রত ঘোষ তাকে রাস্তার মাপ জানতে চেয়েছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে রুটিন মাফিক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আসবেন একদিন কিন্তু সাধারণ মানুষ রাস্তা ব্যবহার করবেন সারা বছর।যেহেতু জনপ্রতিনিধি এবং মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে তাই সকাল থেকেই রয়েছি।

অন্যদিকে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং বর্তমান বিজেপি কাউন্সিলর কে দীর্ঘদিন যাবৎ বলেও সুরাহা না পেয়ে আজ হঠাৎ এই রাস্তা প্রস্তুতে এলাকাবাসীদের মধ্যে খুশির হাওয়া। তারা বলেন এক হাঁটু কাঁদার মধ্যে দিয়ে বাচ্চা ছেলেমেয়েরা সবুজ সংঘের মাঠে অনুশীলন করতে আসতে হতো। অন্যদিকে রামকৃষ্ণ কলোনী দু নম্বর রেলগেট এলাকার প্রায় ৫০টি পরিবারের প্রধান যাতায়াতের পথ জঞ্জালময় হয়ে থাকতো সবসময়। যে কারণেই হোক স্টেডিয়াম নির্মাণের পর থেকে এই দুর্ভোগের মুক্তি হচ্ছে।

*INDIA জোট নিয়ে বিস্ফোরক দিলীপ*

ইন্ডিয়া জোট নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এই লোকসভা নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস।

তিনি বলেছেন, "কোনও জোট নেই। তারা (ইন্ডিয়া জোটের শরিক) সবাই আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। টিএমসি নিজেই বলেছে পশ্চিমবঙ্গে তাদের কোনো জোট হবে না। এসবই শুধু ভোটারদের মধ্যে প্রতারণা সৃষ্টির জন্য। এমনকি সিপিএম বলেছে যে তারা জোটে নেই। গতবার, কংগ্রেস অর্ধেক হয়ে গিয়েছিল এবং সিপিএম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, এবং এবার, টিএমসি অর্ধেকে নেমে যাবে, এবং কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে।"

পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে বসানো হল আলট্রা সাউন্ড মেশিন, যার শুভ উদ্বোধন হল আজ

কলকাতা: পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে আল্ট্রা সাউন্ড মেশিনের উদ্বোধন হল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ ও পানিহাটির বিধায়ক। ৭০ দশকে নির্মিত এই পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন যাবত পানিহাটি সহ পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষকে পরিষেবা দিয়ে আসছে। তবে পরিষেবার মধ্যেও বেশ কিছুটা অভাব রয়ে গেছে হাসপাতালে। সেই অভাব পূর্ণ করতে সাংসদ তহবিলের ১৫ লক্ষ এবং বিধায়ক তহবিলের দু'লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদানে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে বসানো হল আলট্রা সাউন্ড মেশিন। যার শুভ উদ্বোধন করলেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সাংসদ সৌগত রায় বলেন," হাসপাতালে ইউ এস জি রিপোর্ট যাতে রোগীর পরিবার পেতে পারে তার ব্যবস্থা হওয়া দরকার।"

পাশাপাশি, রোগীর পরিষেবার কোন ব্যাঘাত যাতে না ঘটে সে কারণেই সাংসদ এবং বিধায়কের তহবিলের অর্থ দিয়ে হাসপাতালে বসানো হলো ইউ এস জি মেশিন। যাতে পরিষেবা পাবে পানিহাটি হাসপাতালে আগত সমস্ত রোগী।

পদ্মশ্রী প্রাপককে শিলিগুড়িতে সম্বর্ধনা বিধায়কের

এসবি নিউজ ব্যুরো: পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়ার জন্য ডক্টর একলব্য শর্মাকে শিলিগুড়িতে সম্বর্ধনা জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন শিলিগুড়িতে ডক্টর একলব্য শর্মার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা দেন বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন," বিজ্ঞানের এক সহযাত্রী সহকর্মী পদ্মশ্রী পুরস্কার পান এতে অনেক গর্বের মাত্রা বাড়িয়ে দেন। যে বিষয় নিয়ে গবেষণা চর্চা করা দরকার, সেই বিষয়ের উপর তিনি কাজ করেন।

ইকোলজিস্ট হিসেবে ভারত সরকার ওনাকে সম্মানে ভূষিত করেছে ।তিনি যে বিষয়ের কাজ করছেন তা মানুষের কাছে তুলে ধরছেন। উনি যে সম্মান পেয়েছে এই এলাকার মানুষের কাছে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করবেন"। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ডক্টর একলব্য শর্মা বলেন," আমি খুবই খুশি আমাকে এই সম্মান দেওয়ার জন্য। এর থেকে বড় দিন আমার কাছে কি হতে পারে। আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই"।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কৃষি মেলা

এসবি নিউজ ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জেলের হাট ঘোলা মিতালী সংঘের মাঠে কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে।এই মেলাতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কৃষি দফতর জনসাধারণের জন্য পরিষেবা মূলক স্টলের দেখা মিলল। ২২ বছর ধরে চলছে জেলের হাট ঘোলা মিতালী সংঘের কৃষি মেলা।

দূর দূরান্ত থেকে এই মেলায় চাষী থেকে সাধারণ মানুষ ভিড় জমায় তাদের জৈব সার কিভাবে প্রস্তুত করতে হয় সাধারণ ঘরোয়া পদ্ধতি দিয়ে তা নিয়েও একটি পরিষেবা মূলক রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই মেলাতে চাষীদের বাগানে অদ্ভুত রকম সবজি যা অবিশ্বাস্য যেমন একটি ঢেঁড়স গাছ ১৫ থেকে ১৬ ফুট।

তাছাড়াও চাল কুমড়ো পেঁপিয়া রকমারি অদ্ভুত সবজি নিয়ে হাজির মেলাতে। মেলার সম্পাদক বলেন," সাধারণ মানুষের জন্য এই মেলা। সাধারণ মানুষের সুবিধার্থে আমরা প্রতিবছর এই মেলা করে আসছি।"

*সকাল থেকেই যানজটের আশঙ্কা! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ২৭শে জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ সকাল ১০ টা নাগাদ রানী রাসমণি অ্যাভিনিউতে একটি মিটিং আছে। যেখানে ২০০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*নেই বৃষ্টির আশঙ্কা, কমবে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুসারে, ফের একবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আজ থেকে টানা ২৯ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই পরিষ্কার আকাশ থাকবে।

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করবে। এর জেরেই বৃষ্টি চলবে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রী সেলসিয়াস।

তবে আজ এবং আগামীকাল দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

*আজকের রাশিফল ২৭শে জানুয়ারি ( শনিবার) *


মেষ রাশিফল (Saturday, January 27, 2024)

সামঞ্জস্যপূর্ণ ব্যাক্তিত্ব তৈরী করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয়। মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশী। আজ, এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না। আপনার স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন এবং তাঁর সাফল্য ও সৌভাগ্য নিয়ে আনন্দ করুন। আপনার প্রশংসায় অকৃপণ এবং আন্তরিক হোন। বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে। যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন। যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রাগে ফেটে পড়তে পারেন। আজ, আপনি নিজের জগতে হারিয়ে যাবেন, এবং আপনার এই আচরণটি আপনার পরিবারকে বিপর্যস্ত করতে পারে।

প্রতিকার :- আপনার পিতামহ ও পিতামহীর সন্মান ও সেবা করলে ও অন্যান্য বয়োজ্যেষ্ঠদের সেবা করলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে।

বৃষভ রাশিফল (Saturday, January 27, 2024)

যার অস্তিত্ব আছে সেইদিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন। শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই। আপনার সমস্যা হল আপনার চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না। প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক; এটা খুব আধ্যাত্মিক এবং সেইসাথে ধর্মীয়। আপনি এটি আজ জানতে পারবেন। মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না। এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে। জীবনের স্বাদ তো স্বাদিষ্ট খাবারে রয়েছে।এই কথা টা আজকে আপনার মুখে আতে পারে কেননা আপনার বাড়িতে আজকে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে।

প্রতিকার :- হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি ও মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুদার্ত দের দান করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে।

মিথুন রাশিফল (Saturday, January 27, 2024)

গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোন ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। যে কোনও নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। আপনি আজ ভালবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উচুঁ জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান। মতবিভেদ প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পুনর্মিলিত হওয়া দুরূহ বোধ করবেন। আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তাহান্তে আপনাকে কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে তখন তা স্পষ্টতই হতাশাবোধ করে যদিও, রাগ করা এড়ানো আপনার স্বার্থে।

প্রতিকার :- বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন, এর ফলে আপনি ভালো স্বাস্থ অধিকার করবেন।

কর্কট রাশিফল (Saturday, January 27, 2024)

যে অনুভূতিগুলি আপনাকে অনুপ্রাণিত করে সেগুলিকে চিহ্নিত করুন। ভয়, সন্দেহ, রাগ, লোভ ইত্যাদির মত নেতিবাচক ভাবনাগুলিকে আপনার ছাড়া উচিত। কারণ এগুলি চুম্বকের মত কাজ করে এবং আপনি যা চাইছেন ঠিক তার উল্টোটাকেই আকর্ষণ করে। আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কীভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে। যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড়ো সদস্যের সাথে সময় কাটাতে পারেন। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে। আজ, আবহাওয়ার মতোই আপনার মেজাজ একদিনে বিভিন্ন পরিবর্তন করতে পারে।

প্রতিকার :- পারিবারিক সুখ লাভ করার জন্য চৌকো রুপোর গলায় পড়ুন বা আপনার সাথে সবসময় রেখে দিন।

সিংহ রাশিফল (Saturday, January 27, 2024)

কোনো বন্ধুর শীতল আচরণ আপনার খারাপ লাগতে পারে। কিন্তু নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। এটা যেন আপনাকে বিধ্বস্ত না করে এবং পারলে ঝামেলা এড়িয়ে চলুন। আজ কোনও নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভাল করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। আপনার স্ত্রী সত্যিই কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে। আপনি দীর্ঘসময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারও কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন। এটি হয়ত প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে।

প্রতিকার :- ভগবানে বিশ্বাস করুন এবং সব রকম মানুষিক সংঘাত থেকে বিরত থাকুন, এর ফলে আপনার জীবনে ভালো হবে।

কন্যা রাশিফল (Saturday, January 27, 2024)

নিজে থেকে ওষুধগ্রহণ করা ওষুধ নির্ভরতার সৃষ্টি করতে পারে। যে কোন ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন-অন্যথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। প্রেমের উচ্ছ্বাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। যদি আপনি আজ সত্যিই উপকৃত হতে চান- তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন। আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এটি একটি ভাল দিন। আধ্যাত্মিকতার প্রতি আজ আপনার প্রবণতা দেখা যায় এবং আপনি যে কোনও আধ্যাত্মিক গুরুর সাথে দেখা করতে যেতে পারেন।

প্রতিকার :- ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে।

তুলা রাশিফল (Saturday, January 27, 2024)

ঘৃণার অনুভূতি ব্যয়সাপেক্ষ প্রমাণিত হতে পারে। এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্য্যশীলতার ক্ষমতাই নষ্ট করে না, বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্কে এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করে। আজ, আপনার অযথা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত করা উচিত, অন্যথায় অর্থের অভাব হতে পারে। আপনার দিনটি যত্নসহকারে সাজান- এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন। গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। আজ, আপনার স্ত্রীর শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন। তারকারা নিকটবর্তী স্থানে ভ্রমণ করার পরামর্শ দেয় – যাদের সাথে আপনি ঘনিষ্ঠ বোধ করেন তাদের সাথে এক ধরণের মজাদার ভরা ভ্রমণ।

প্রতিকার :- রোজ তুলসীর পাতা সেবন করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে।

বৃশ্চিক রাশিফল (Saturday, January 27, 2024)

যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন-তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যধিক সেই প্রয়োজনীয় অব্যাহতি দেবে। যদি আপনি একটু বাড়তি টাকাপয়সা উপার্জনের উপায় খুঁজছেন-তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। বয়স্ক মানুষদের কাছে আপনার উচ্চাশা প্রকাশ করুন যারা আপনাকে সাহায্য করার সর্বোত্তম চেষ্টা করবেন। ভালোবাসায় হঠকারী পদক্ষেপ এড়িয়ে চলুন। আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ,সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না। আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে। কোনও কাজ শুরু করার আগে, এর ফলাফলগুলি এবং আপনার উপর প্রভাব বিশ্লেষণ করুন।

প্রতিকার :- পোষা কুকুরের যত্ন নিলে প্রেমিক প্রেমিকা যুগলের মধ্যে সম্পর্ক মজবুত হবে।

ধনু রাশিফল (Saturday, January 27, 2024)

আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে, কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতাসম্পন্ন লোকেদের ধৈর্য্য সঙ্গে সামলান। আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন। যে কোনো পরিস্থিতিই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময় কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে। দিনে একটি উত্তপ্ত তর্কের পরে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন। আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না। অতএব, আপনি আজ এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন।

প্রতিকার :- আপনার ক্রয়ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন, এর ফলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

মকর রাশিফল (Saturday, January 27, 2024)

কোন সাধুসন্তের কাছ থেকে কোন স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে। বিশেষ জাত আছে এমন যে কোন কিছুতে আর্থিক জোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরী থাকবেন। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। খুব ছোট কোন সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। আজকের রাত এর খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার উনাকে আরো সময় দেওয়া দরকার। আপনার ব্যস্ত সময়সূচীর জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন ম্বোধ করতে পারেন, এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন। আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে।

প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অপরকে কালো সাদা কাপড় উপহার হিসেবে দান করলে এদের মধ্যে সম্পর্ক সুন্দর ভাবে চলতে থাকবে।

কুম্ভ রাশিফল (Saturday, January 27, 2024)

আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজ ও খারাপ হয়ে যাবে। আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে। আপনার ভাল গুণাবলী আজ বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে।

প্রতিকার :- প্রেম জীবন অসাধারন করে তুলতে পকেটে একটি সুগন্ধিত রুমাল রাখুন।

মীন রাশিফল (Saturday, January 27, 2024)

আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে। আজ, আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু পাঠ শিখতে পারেন। তাদের সুন্দর বিশুদ্ধ বাতাবরণ আছে এবং তারা তাদের সরলতা ভরা আনন্দময়তা এবং নেতিবাচকতার অনুপস্থিতি দ্বারা তাদের চারপাশে যারা আছে তাদেরও রুপান্তর করতে পারে। আপনার প্রেমিকার সাথে প্রতিশোধপরায়ণ হওয়ায় কোন ফল পাবেন না- পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা। আজকে আপনি ব্যাস্ত রুটিং এর মাজখানেউ নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন। যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রাগে ফেটে পড়তে পারেন। আপনি আজ বড় সমস্যায় পড়তে পারেন, যা আপনাকে জীবনে ভাল বন্ধুবান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে।

প্রতিকার :- ভালোবাসার মানুষকে রুপোর হাতি উপহার দিলে প্রেম আরো দৃঢ় হবে আপনাদের মধ্যে।

পদ খুইয়ে বেসুরো সৌমেন,প্রকাশ্য মঞ্চ থেকে তৃতীয় শক্তি উত্থানের আভাস দিলেন প্রাক্তন মন্ত্রী

এসবি নিউজ ব্যুরো: সম্প্রতি পাঁশকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি মেলার উদ্বোধন করতে এসে বক্তব্য দিতে ওঠে প্রকাশ্য মঞ্চ থেকে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র।তিনি বলেন ,তার পদ না থাকায় জেলার ডিএম এসপি থেকে শুরু করে এলাকার চেয়ারম্যান তার মেলায় যান নি।আজ হয়তো আমার পদ নেই তাই আমার কোন দুঃখ নেই, আমার কোন আক্ষেপ নেই ,কারো বিরুদ্ধে কিছু বলি না। দেখবেন একেকটা শক্তি ক্ষয় হলে তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। এটাও সবার মনে রাখা দরকার, আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয় অবিভক্ত মেদিনীপুর মানে জানেন গোটা ত্রিপুরা রাজ্যের থেকে বেশি মানুষ সেখানে বসবাস করে, আমি সেটা চাই না ।

সহ্য করতে করতে একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে। আমি চাইনা সেটা হোক।

"বাংলায় জোটের কোন সম্ভাবনা নেই, ঘোঁট হচ্ছে, ওই জোট কোনভাবেই দাঁড়াবে না" মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

কলকাতা : আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সাথে কোন সম্পর্ক নেই। যদিও কংগ্রেসের নেতারা আশা ছাড়তে নারাজ। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে নিজে ফোন করেছেন মমতাকে। তবে কি জোটের সম্ভাবনা দেখা দিচ্ছে? সেই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদারের এই মন্তব্য।

শুক্রবার বিকালে কামারহাটি কালাহান্ডি ময়দান থেকে টবিন রোড পর্যন্ত একটি তিরঙ্গা পদযাত্রায় অংশ নেন সুকান্ত মজুমদার। সেই পথযাত্রার ফাঁকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত এ কথা বলেন।

তার মতে "ওদের কোন নীতি নেই, নেতা নেই, তাহলে জোট দাঁড়াবে কি করে? ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলছে নরেন্দ্র মোদীকে সরাতে চাই। এটা করলে কি ভোট পাবে? বিদেশ নীতি, অর্থনীতি নিয়ে তাদের কোন চিন্তা নেই।"

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে তৃণমূলের সম্পর্ক ছিন্ন হওয়ায় আখেরে বিজেপির লাভ কিনা, এই প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, "বিজেপির জোটেও আপত্তি নেই, ঘোটেও আপত্তি নেই। নরেন্দ্র মোদীই প্রধানমন্ত্রী হবেন।"

বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতিশ কুমারের বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে সুকান্ত বলেন 'ডুবন্ত নৌকায় কেউ থাকতে চায় না। নৌকা ডুবছে।'

অন্যদিকে, জোট নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির নেতা রাহুল সিনহা। তিনি বলেন "শুরু থেকে জানি একদল চোর শুধু মাত্র নিজেদের বাঁচবার জন্য একটা এক জোট হয়েছে। ওটাকে জোট বলা যায় না। না এটার মধ্যে দেশের কোন বিষয় আছে। সিবিআই, ইডির হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য জোট।"

এই জোটকে বাঁচানোর জন্য কংগ্রেসের তরফ থেকে মমতাকে মল্লিকার্জুনের চেষ্টা নিয়ে এই রাহুল বলেন, কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন এখানে কেউ থাকবে না। কারণ কংগ্রেসের দাদাগিরি কেউ সহ্য করবে না। সব ব্যাপারেই কংগ্রেসের খবরদারিকে কেউ পছন্দ করছে না।'

তিনি আরও বলেন, এদের মধ্যে কোন তাল -গোল কিছুই নেই। প্রত্যেকেই বিপরিত দল। এদের কোন আদর্শ নেই, কোন উদ্দেশ্য নেই, শুধুমাত্র চোর রক্ষার জন্য একটি প্ল্যাটফর্ম করলেই কি হবে। ইন্ডিয়া জোট এত তাড়াতাড়ি ভেঙ্গে যাবে এটা কখনোই ভাবিনি তবে এটা ঠিক যে এই জোট কখনই দাঁড়াতে পারবে না।'