*কবিতা*

বিদায় বেলায়

গোপাল মাঝি|

সূর্য্য আনে সুন্দর সকাল

রাত্রির আঁধার কাটে,

শিশুর জন্ম ফোটায় হাসি

সংসারে শান্তি আনে।

আপন কক্ষে ঘুরে সূর্য্য

মধ্য গগনে যায়

শৈশব উৎরে সকল শিশু

যৌবন লগ্ন পায়|

মেঘমালা পেরিয়ে যখন সূর্য্য

পশ্চিম আকাশে ঢলে,

চরাই - উৎরাই করে যৌবন

বার্ধক্যে এসে পড়ে।

সূর্য্য যাবে পাটে এবার

থাকবেনা তার আলো,

পৌঢ়ত্যে পা দিয়েই বৃধ্য

দেখবে শুধু কালো।

অন্ধকারে সব হারিয়ে যাবে

সবই শুন - শান,

জীবন চক্রের শেষে জুটবে

শ্বসান- কবর স্থান।

*বেলা ১২ বাজলেই শুরু মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ১৮ই জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২টা নাগাদ শিয়ালদহ স্মার্ট বাজার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৪০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া দুপুর ১ টা নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে হবস স্ট্রিট পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৪৫০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*মহানগরে বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজকের আবহাওয়া*


আজ থেকেই এক্কেবারে ভোলবদল হয়ে যাবে আবহাওয়ার।সকালে ঘন কুয়াশায় চারপাশ যেমন থাকবে ঠিক তেমনই বেলার দিকে মেঘলা হয়ে যাবে আকাশ। বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথেই চড়তে থাকবে তাপমাত্রার পারদ। শুধু তাই নয়, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তিলোত্তমায়। উত্তরবঙ্গে অবশ্য রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না।

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে হতে পারে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি দার্জিলিঙে তুষারপাত হবে। এছাড়াও ,পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। সকালে ঘন কুয়াশায় চারপাশ যেমন থাকবে ঠিক তেমনই বেলার দিকে মেঘলা হয়ে যাবে আকাশ। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

*আজকের রাশিফল ১৮ই জানুয়ারি ( বৃহস্পতিবার) *


মেষ রাশিফল (Thursday, January 18, 2024)

জীবন নিয়ে হেলাফেলা করবেন না, জানবেন জীবনে যত্নই আসল অঙ্গীকার। আজ, আপনার ভাইবোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। কিছু মানুষ আপনাকে অত্যন্ত উত্যক্ত করতে পারেন, তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে। আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন। ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাটাহাটি করতে পচ্ছন্দ করবেন।আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন। আপনার স্ত্রী আজ শক্তি এবং প্রেমে পূর্ণ থাকবেন।

প্রতিকার :- বাড়িতে শান্তি রাখার জন্য একটি প্রদীপ প্রজ্জলন করুন ও ভগবান ভৈরবের আরাধনা করুন।

বৃষভ রাশিফল (Thursday, January 18, 2024)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনও অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আপনার ভালবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন, আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না– অধস্তনদের বক্তব্যও শুনুন। আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে। এই কারণে আপনার জীবন সাথীর ও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না। আজ, আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে।

প্রতিকার :- জীবনে সমৃদ্ধির জন্য তেল মেখে তারপর স্নান করুন।

মিথুন রাশিফল (Thursday, January 18, 2024)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। দিনের শুরুটা ভাল হতে পারে তবে সন্ধ্যায় কোনও কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে। এক খুশি-প্রাণোচ্ছল-স্নেহশীল মেজাজে-আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে। ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগতাড়িত হবেন না- কথা বলায় রাশ না টানলে আপনি সহজেই আপনার খ্যাতি হারাবেন। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন।

প্রতিকার :- ব্রোঞ্জের থালায় খাবার খেলে আপনার প্রেম জীবনে সৌভাগ্য বহন করে আনবে।

কর্কট রাশিফল (Thursday, January 18, 2024)

যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলছে তা সমাধান করার জন্য আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতি প্রয়োজন। খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরষ্কৃত করবে। একটি বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য পেতে শিবের পূজা করুন।

সিংহ রাশিফল (Thursday, January 18, 2024)

আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। আজ, আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। এটা আপনার ভালবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে। কোন মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন। যদি কোন ক্ষেত্রে আপনি কোন বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এরফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন।

প্রতিকার :- অর্ধকায়াম মহাভীর্যয়াম, চন্দ্রাদিত্য ভীমরদানাম, সিমাহিকা গর্ভা সামবোথাম, তাম রাহুম প্রাণমামিয়াহম (Ardhakaayam Mahaaveeryam, Chandraaditya Vimardanam; Simhika Garbha Sambootham, Tam Rahum Pranamaamyaham) এই মন্ত্রটি দিনে ১১ বার পাঠ করলে কর্ম জীবনে উন্নতি হবে।

কন্যা রাশিফল (Thursday, January 18, 2024)

আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে; মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। সময়মত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আপনি আপনার অধস্তনদের কিছু দরকারী পরামর্শ কান দিয়ে শুনতে পারেন। এই রাশির লোকেদের আজকে মদ সিগারেট থেকে দূরে থাকা দরকার কেননা এতে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে। বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন।

প্রতিকার :- আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির জন্য খুবই ফলপ্রসূ হবে।

তুলা রাশিফল (Thursday, January 18, 2024)

একটা জায়গার পর নিজের ওপর চাপ দেবেন না এবং ঠিকভাবে বিশ্রাম নিন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। মোটের উপর এক লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নীচু দেখাবে। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে। আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির,গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। আজ এই মুহূর্তটির সদব্যবহার করুন।

প্রতিকার :- সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, গাছের বা গাছের গাছের পাতা বা অঙ্কুর ছিড়বেন না, কারণ গ্রহ বৃহস্পতির ভবন ব্রহ্মার রূপ।

বৃশ্চিক রাশিফল (Thursday, January 18, 2024)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে। আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন। মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। বরফের মতো আশংকা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সেইজন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আপনার স্ত্রী আজ চুম্বন করলে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আপনার যন্ত্রণা দূরে চলে যাবে।

প্রতিকার :- শুক্রকে খুশি রাখার জন্য সবসময় পরিষ্কার ও ইস্তিরি করা জামা কাপড় পরিধান করুন, এতে আপনার কর্ম জীবনে ভালো প্রভাব পরবে।

ধনু রাশিফল (Thursday, January 18, 2024)

আপনার আবেগপ্রবণ এবং জেদী প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে। বিবাহিত দম্পতিদের আজ তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনার পরিবার আপনাকে উদ্ধার করতে আসবে এবং সঙ্কটের সময় আপনাকে পরিচালিত করবে। যারা এই অভ্যাস আয়ত্ত করেছে তাদের ​​নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ শিখতে পারেন। এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে। প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক; এটা খুব আধ্যাত্মিক এবং সেইসাথে ধর্মীয়। আপনি এটি আজ জানতে পারবেন। আজকে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে, কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। আজ, আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে।

প্রতিকার :- অনেক রকম রঙের দাগ আছে শরীরে, এমন কোনো কুকুর কে পালন করলে শরীরে তার ভালো প্রভাব দেখা দেবে।

মকর রাশিফল (Thursday, January 18, 2024)

অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন। আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। কোন পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। উৎসাহময় দিন, য়েহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার/উপহার পাবেন। অংশীদারিত্বে একটি নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। সবারই উপকৃত হওয়া সম্ভবপর। কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন। আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন- কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলিই করুন। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে।

প্রতিকার :- দূর্গা সপ্তশতী পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

কুম্ভ রাশিফল (Thursday, January 18, 2024)

আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত। যদিও আজ আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে। পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে। আপনি আপনার ভালবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উত্সাহী হবেন। পরিবারের ইচ্ছা পূরণ করতে-করতে আপনি অনেক বার নিজেকে সময় দিতে ভুলে যান। কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- সুন্দর স্বাস্থ্যের জন্য সূর্যোদয়ের সময় বা প্রাতঃকালে সূর্য প্রণাম করুন।

মীন রাশিফল (Thursday, January 18, 2024)

উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে। অর্থের অভাব পরিবারে আজ মতবিরোধের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভাল করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান, সবকিছুই গোলাপী হয়ে উঠবে। শেষ শুরু থেকেশেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন। আপনার এবং স্ত্রী মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এরজন্য একটি দীর্ঘ মেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে। অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন।

প্রতিকার :- রুপার বালা ধারণ করলে আর্থিক স্থিতি খুব ভালো হবে।

শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে ১২০ কিমি বেগে ছুটবে লোকাল ট্রেন, হয়ে গেল ট্রায়াল রান

এবার ১২০ কিমি বেগে চলবে ট্রেন। সেইজন্যই বুধবার ট্রায়াল রান চালাল পূর্ব রেল। এদিন এই ট্রায়াল রান শুরু হয় শেওড়াফুলি তারকেশ্বর লাইনে। আগে এই লাইনে ট্রেন চলত ৮০ কিলোমিটার গতিবেগে। তবে এবার থেকে ওই একই লাইনে ট্রেন চলবে ১২০ কিলোমিটার বেগে। এরফলে মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পথ পাড়ি দেবে শেওড়াফুলি তারকেশ্বর লাইনে ট্রেন।

৮০ কিলোমিটার বেগে শেওড়াফুলি-আরামবাগ লাইনে দিয়ে যায় লোকাল ট্রেনে। ১৫টি ষ্টেশন পারি দিতে সময় লাগে দেড় ঘণ্টা । তবে সেই সময় কমাতে বাড়ান হয় ট্রেনের গতিবেগ। বুধবার তারকেশ্বর থেকে দুপুর ২ টোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। শেওড়াফুলি স্টেশনে গিয়ে ওই ট্রেনটি থামে ২ টো ২৫ মিনিটে। একথায় মাত্র ২৭ মিনিটে ৩৪ কিলোমিটার পাড়ি দেয় পরীক্ষামূলক ট্রেনটি। এই ট্রায়াল রানে প্রতি ঘণ্টায় গতিবেগ ছিল ১২০ কিলোমিটার। এরফলে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌছাতে পারবে।

*হকি টুর্নামেন্ট ব্রিটেন কাপের ট্রফি উন্মোচন হল আজ কলকাতায়*

খেলা

খবর কলকাতা: আজ বিশ্বের সবচেয়ে পুরোনো হকি টুর্নামেন্ট ব্রিটেন কাপের ট্রফি উন্মোচন হল কলকাতার হকি বেঙ্গলের তাঁবুতে। উল্লেখ্য, ১৮৯৫ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট এবছর তাদের ১২৫ তম বর্ষ পালন করতে চলেছে। আগামী ১৯শে জানুয়ারি থেকে কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ( SAI)এর এ্যস্ট্রো টার্ফ এ শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে আগামী ২৮ শে জানুয়ারি ২০২৪ পর্যন্ত। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন দুই অলিম্পিয়ান ওরবক সিং এবং ডক্টর ভেস পেজ , হকি বেঙ্গলের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ছবি : সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

কেন্দ্র ও রাজ্যের দুই উচ্চপদস্থ অধিকারিকদের নিয়ে সন্দেশখালির ঘটনার তদন্তের সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্ট

 কলকাতা: কেন্দ্রীয় কোনো তদন্ত সংস্থা নয়, কেন্দ্র ও রাজ্যের দুই উচ্চপদস্থ অধিকারিকদের নিয়ে সন্দেশখালির ঘটনার তদন্তের নির্দেশে দিল কলকাতা হাইকোর্ট। সিবিআই ও রাজ্যের দুই সিনিয়র আইপিএসদের নিয়ে সিট গঠন করে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্টের নজরদারিতে এই তদন্ত চলবে।

বিচারপতির নির্দেশ, তদন্তের জন্যে সিট কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিসের সবরকম সহযোগিতা নেবে। তারা চাইলে নিজেদের অধীনস্থ নিচু তলার অফিসার নিয়োগ করতে পারবেন। তবে ন্যাজাট থানার কোন আধিকারিককে সিটে নেওয়া যাবে না।বর্তমানে কর্মরত আইপিএস কর্তা যশপ্রীত সিংকে এই টিমের জন্য নিয়োগ করেছে রাজ্য।

সিবিআইকে আজ, বৃহস্পতিবারের মধ্যে তাদের অফিসার নিয়োগ করতে হবে। আদালত জানিয়েছে, এই সিট সদর্থক ফল না দিতে পারলে এই টিম বদল করতে দ্বিধা করা হবে না। তবে সিট আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারবে না। পাশাপাশি ন্যাজাট থানা বা বর্তমান আইও এই তদন্তে কোনো ভাবে যুক্ত থাকতে পারবেন না। এই মামলার পরবর্তী শুনানি হবে ১২ ফেব্রুয়ারি। ওইদিন তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে সিটকে।

বুধবার কলকাতা বিমানবন্দর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রথম বিমান

কলকাতা: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে বুধবার কলকাতা বিমানবন্দর থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রথম বিমান। বিমানের যাত্রীদের স্বাগত জানাতে রাজ্য বিজেপির পক্ষ থেকে নমোমি গঙ্গার কো কনভেনার নারায়ণ চ্যাটার্জী মিষ্টিমুখ করাতে উপস্থিত হয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। বুধবার ১৭ জানুয়ারি শুরু হল কলকাতা অযোধ্যা বিমান পরিষেবা। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেই এই সূচনা। আপাতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে। তবে প্রথম দিন কলকাতা বিমানবন্দর থেকে দেরিতে ছাড়ছে এই বিমান।

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। সারা ভারত থেকে তীর্থযাত্রী ও ভক্তরা পৌঁছবে অযোধ্যায়। ইতিমধ্যেই অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু হয়েছে। বুধবার ১৭ জানুয়ারি থেকে কলকাতা ও অযোধ্যার মধ্যে বিমান পরিষেবা শুরু হল।

তবে এদিন নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরেই বিমান ছাড়বে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর। এদিন বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবে মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। অযোধ্যা থেকে এই বিমান কলকাতায় আসার পর তা কলকাতা থেকে অযোধ্যায় ফিরে যাবে।

যৌন হেনস্থার অভিযোগে অপসারিত হলেন IIM কলকাতার ডিরেক্টর

এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে। এই অভিযোগের ভিত্তিতে IIM-র ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়েছে সহদেব সরকারকে। ইতিমধ্যেই সহদেবকে অপসারণ করে তাঁর জায়গায় বসান হয়েছে সিনিয়র ফ্যাকাল্টি সদস্য অধ্যাপক শৈবাল চট্টোপাধ্যায়কে। 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ডিরেক্টর পদ থেকে সহদেবকে অপসারণ করার পাশাপাশি তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে সমস্ত দায়িত্ব। জানা গিয়েছে, ডিরেক্টর পদে থাকাকালীন সময় সহদেবের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এরপরেই নিয়ম অনুসারে সেই অভিযোগ নিয়ে শুরু হয় তদন্ত। সহদেবের বিরুদ্ধে ওঠা যৌন অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁকে অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আইআইএম-এর তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে,’প্রতিষ্ঠানের মধ্যে মহিলা কর্মীদের যৌন হেনস্থার আইন ২০১৩ সালে আইনের অধীনে সহদেবের বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। প্রাথমিকভাবে অভিযোগটি খতিয়ে দেখতে তদন্ত প্রয়োজন এবং তা বোর্ড অফ গভর্নরসকে জানানো হয়েছিল।‘ ইতিমধ্যেই এই তদন্তের জন্য ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়েছে সহদেব সরকারকে।

মাঝ গঙ্গায় ফুটবল খেলার মাঠ, নাকি চর, বোঝা দায়

এসবি নিউজ ব্যুরো: নতুন চরে সাধারণ মানুষের ভিড়।গতিপথ বদল গঙ্গার, নাব্যতা হারিয়ে বয়ে চলেছে গঙ্গা।একদিকে ভাঙন, অন্যদিকে নতুন চর, গতিপথ বদল গঙ্গার। আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ।

নদীয়ার কল্যাণী ব্লকের মাঝেরচর এলাকায় দীর্ঘ কয়েকশো মিটার এলাকা জুড়ে গঙ্গার বুকে নতুন করে চর গজিয়ে উঠেছে। গজে ওঠা চরের কিছুটা দূরে ঈশ্বরগুপ্ত সেতু এবং পাশে আর একটি সেতু নির্মাণ হচ্ছে। অন্যদিকে, কাছেই হুগলি জেলার রয়েছে ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র।

এই গঙ্গার উপর দিয়েই মাঝে মাঝেই ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র বা ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ভেসেলে করে কয়লা বা ছাই নিয়ে চলাচল করে। নাব্যতা হারিয়ে গঙ্গার এই রূপ ধারণ ভবিষ্যতে ভাঙন শুরু হতে পারে। আতঙ্কে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষ।

যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ড্রেজিং করার জন্য অর্থ অনুমোদন করেছে প্রায় ৭০০ কোটি টাকা। ফারাক্কা থেকে হলদিয়া পর্যন্ত ড্রেজিংয়ের কাজ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে শুরু হবে বলে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।

অন্যদিকে, নতুন করে গঙ্গার বুকে চর গজিয়ে ওঠা নিয়ে কটাক্ষ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান।

রাজনৈতিক তরজা যাই হোক না কেন প্রতিদিন গঙ্গা তার নাব্যতা হারাচ্ছে, হারাচ্ছে তার গতিপথ। ভাঙছে পাড়। ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের।