*দলীয় শারদসংখ্যা উদ্বোধনে "ঐক্যের" বার্তা দিলেন মমতা*


পায়ের সমস্যার কারণে শনিবার কালীঘাটে নিজের বাড়ি থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করলেন দলীয় মুখপত্র "জাগো বাংলার" শারদসংখ্যার। এই শারদসংখ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতার সংকলন ‘কবিতা’ প্রকাশিত হয়। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা গানের সিডিও প্রকাশিত হয়। নাম ‘আলো দাও’। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'দেবী হল আমাদের মা। দেবী দুর্গাকে আবাহন করুন। ধর্ম আপনার আপনার, উত্‍সব সবার। কোনও বিদ্বেশ নয়, সবাই আমরা এক।'

শেষে মমতা জানান, "আজকে মহালয়া। আমি ফিজিক্যাল যেতাম। আমার সংক্রমণ অনেক কমেছে। আমাকে এই ১৫ দিন অনেক সংগ্রাম করতে হয়েছে। জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে লড়াই করেছি। আমার অপরেশনের পরে সংক্রমণ হয়। পায়ের সমস্যা কয়েকদিনে সেরে যাবে।" প্রসঙ্গত প্রতি বছর নজরুল মঞ্চে উপস্থিত থেকে জাগো বাংলার পুজোসংখ্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে পায়ের সমস্যার কারণে শনিবার কালীঘাটে নিজের বাড়ি থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করলেন "জাগো বাংলার " শারদসংখ্যা।

*Pakistan is losing strength, wickets are falling again*

Sports News

World Cup,2023

KKNB: World Cup in India after 12 years. Rohit Sharma went to war against Pakistan at home. Amazing DRS. Rohit's appeal against Saud Shakeel. On-field umpire Maria Erasmus did not give out. Rohit took the review on the advice of keeper Lokesh Rahul. The reviews proved correct. Kuldeep holds the wicket.

Babar lost his composure after scoring half a hundred runs. Babar's first ODI half-century against India. After that Siraj knocked down his wicket.

*Sports News*


 World Cup,2023

 Today Match India vs Pakistan

*ফরাক্কা ব্যারেজ তালতলা গঙ্গার ঘাটে পিতৃ তর্পণ*


মালদহ: আজ মহালয়ার ভোরে বেজে উঠেছে আগমনীর সুর । পিতৃ পক্ষের শেষ ও মাতৃ পক্ষের শুভারম্ভের সন্ধিক্ষণে ফরাক্কা ব্যারেজ তালতলা গঙ্গার ঘাটে উপস্থিত দূর দূরান্ত থেকে পিতৃ তর্পণের জন্য এসেছেন বহু মানুষ । গঙ্গার ঘাটে পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে করে চলেছেন পিতৃপুরুষের তর্পণ ।

কেউ জলে দাড়িয়ে তো কেউ ঘাটের উপরে পুরোহিতের মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে করে চলেছেন পিতৃপুরুষ বা পূর্বপুরুষের নামে পিতৃ তর্পণ। পিতৃ পুরুষের প্রতি এত সুন্দর শ্রদ্ধা যুক্ত তর্পণ মনে হয় ভারতীয় সংস্কৃতিতেই সম্ভব ।

ইংলিশবাজারের বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী ," পিতৃপুরুষের তর্পণে এসে বলেন, আজ থেকে দেবী পক্ষের শুরু।সকলে যেন ভালো থাকে, আনন্দে থাকে।সর্ব ধর্মের সমন্বয়ে আমরা যেন সকলে সুখে থাকি । শনিবার ভোর থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারির রেখেছে ফারাক্কা পুলিশ প্রশাসন।

*সকাল হতেই শহরে মিছিল,জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১৪ই অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ সকাল ৮টা নাগাদ হেস্টিংস পার্ক থেকে বেরিয়ে ভূকৈলাশ ময়দান পর্যন্ত একটি মিছিল আছে। যেখান১০০-১৫০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেলা ১২টা ৩০ নাগাদ রাজাবাজার ক্রসিং থেকে রামলীলা ময়দান পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ১০০০-১৫০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*মহালয়ার দিন কেমন থাকবে পূর্বাভাস, জেনে নিন আজকের আবহাওয়া*

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গ থেকে আজই বর্ষা বিদায় নিয়েছে। তাই শনিবার, মহালয়ার দিনে কলকাতা সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এসকল কোনও জেলাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

যদিও উত্তরবঙ্গে রোজই মেঘলা থাকছে দিনভর। রাতের দিকে বৃষ্টিও হচ্ছে কিছু জেলায়। উত্তরবঙ্গে মেঘের আনাগোনা থাকলেও দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে ঝলমলে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে।

তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। মহালয়ার দিনও দক্ষিণে ভালো থাকবে আবহাওয়া। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৪ই অক্টোবর (শনিবার)*


 

 

মেষ রাশিফল (Saturday, October 14, 2023)

আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন। আপনার স্বাস্থ্য আপনার পরিবারকে আজ সুখী করবে।

প্রতিকার :- নিজের বড় ভাইয়ের বিচার বিবেচনার সম্মান করলে এবং ওনার কথা শুনলে আর্থিক স্থিতিতে পরিবর্তন হবে।

বৃষভ রাশিফল (Saturday, October 14, 2023)

বিষাদ ঝেড়ে ফেলে দিন- যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে। খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আবেগ প্রবণতাকে সামলে রাখুন নাহলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যেই কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে। দিনের সময় আপনার আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে, কিন্তু নৈশভোজনের সময় সেটা মিট্মাট হয়ে যাবে। রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনও সদস্যের সাথে অসভ্য কথা বলতে পারেন।

প্রতিকার :- স্থায়ী আর্থিক লাভের জন্য ভালো মানুষের সাথে সংযোগ স্থাপন করুন, অন্যের ব্যাপারে খারাপ ভাবা থেকে বিরত থাকুন এবং মানুষিক হিংসা থেকে বিরত থাকুন।

মিথুন রাশিফল (Saturday, October 14, 2023)

মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহায্যে এগিয়ে আসতে দেখবেন। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হন নি। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু। আপনার খারাপ অভ্যাস আপনাকে বিপদে ফেলতে পারে। সুতরাং, সাবধান থাকুন।

প্রতিকার :- আপনার ব্যক্তিত্ব কে উন্নত করার জন্য সুগন্ধি ব্যবহার করুন।

কর্কট রাশিফল (Saturday, October 14, 2023)

বহিরাঙ্গণ খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে- ধ্যান এবং যোগ লাভজনক হবে। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন। আপনি লেখায় কিছুটা ভাল সময় ব্যয় করে বিশেষ সৃজনশীলতার দিকে যেতে পারেন।

প্রতিকার :- আপনার কর্মশক্তি বজায় রাখতে বাড়ি থেকে বেরোবার আগে এক চামচ মধু খেয়ে বেরবেন।

সিংহ রাশিফল (Saturday, October 14, 2023)

এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার।যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যাক্তিত্ব কে মূল্যয়ন করুন। আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন, কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে। সময় কি করে পেরিয়ে যাই সেটা আজকে আপনি আপনার পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন।

প্রতিকার :- ধর্মীয় স্থলে কালো সাদা তিলের দানা ও সাত রকমের শস্য দান করলে তা আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত করবে।

কন্যা রাশিফল (Saturday, October 14, 2023)

আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন। অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয়; সবাই এক দিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন। ঘরে ধর্মানুষ্ঠান/হোম/শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে। যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে খুব সুখী বোধ না করেন তাহলে আপনি আজ পাগলের মত মজা করতে পারেন। নিজের কৌতূহল তৈরিতে আপনি কিছুটা সময় ব্যয় করতে পারেন, কারণ একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনার নিজের একটি আরও ভাল সংস্করণ তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ।

প্রতিকার :- গণেশ চল্লিশা পাঠ করলে এবং এবং মন্ত্র উচ্চারণ করলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

তুলা রাশিফল (Saturday, October 14, 2023)

যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন। আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভাল। আপনি পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা ঘরে অস্বস্তিকর মূহুর্ত নিয়ে আসবে। সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর। আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যর কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে। তারকারা নিকটবর্তী স্থানে ভ্রমণ করার পরামর্শ দেয় – যাদের সাথে আপনি ঘনিষ্ঠ বোধ করেন তাদের সাথে এক ধরণের মজাদার ভরা ভ্রমণ।

প্রতিকার :- খাঁটি রুপোর বালা পড়লে প্রেমের জীবনের উন্নতি হবে।

বৃশ্চিক রাশিফল (Saturday, October 14, 2023)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং লেনদেন করার সময় বা কোনও দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন। প্রেমের জীবন একটু শক্ত হতে পারে। সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে। আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধা বোধ করতে পারেন। কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন।জীবন কে আজকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন।

প্রতিকার :- যারা জামাকাপড় আইরন করে এমন কোনো ব্যক্তিকে বা ধোবি কে কাঁচা কয়লা দান করলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভ দায়ক হবে।

ধনু রাশিফল (Saturday, October 14, 2023)

আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। দীর্ঘসময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আজ, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন। তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা আপনাকে আরও বিচলিত করবে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। দিনে একটি উত্তপ্ত তর্কের পরে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন। পরিবারের কোনও সদস্য আজ আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, যা আপনার অনুভূতিগুলিকে গভীরভাবে আঘাত করবে।

প্রতিকার :- মানসিক চাপ পরিত্রাণ পেতে, আপনার বিছানার চার পায়ে স্বর্ণ বা তামার পেরেক লাগান।

মকর রাশিফল (Saturday, October 14, 2023)

একটি আমোদপ্রমোদ এবং মজার দিন। যদি আপনি একটু বাড়তি টাকাপয়সা উপার্জনের উপায় খুঁজছেন-তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভাল থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে। এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে। শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গীনী। কোনো বন্ধুর সাহায্য করে আজকে আপনি ভালো অনুভব করতে পারেন।

প্রতিকার :- পূজা ঘরে বা ঠাকুর ঘরে কেতু যন্ত্র স্থাপন করলে তা আপনার আর্থিক, বাণিজ্যিক সমৃদ্ধি ঘটাবে।

কুম্ভ রাশিফল (Saturday, October 14, 2023)

আজ আপনার জন্য খুব একটা উচ্চ-ক্ষমতাসম্পন্ন দিন নয় এবং আপনি ছোট ছোট বিষয়েই বিরক্ত হয়ে উঠবেন। আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে, অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে। দিনটিকে বিশেষ করে তোলার জন্য পরিবারের সাথে একটি ক্যান্ডেল লাইট ডিনারে সন্ধ্যাটি উপভোগ করুন। আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নীচে বসবাস করা নয়। আপনার সঙ্গীর সাথে কিছুক্ষন সময় কাটানোও খুব গুরুত্বপুর্ন। কিছুই না করাই ভাল বলে আপনি নিজের ব্যক্তিত্বকে সাজানোর জন্য এই দিনটি ব্যয় করতে পারেন।

প্রতিকার :- বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগালে ও তার দৈনিক সেবা করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো ফল দেবে।

মীন রাশিফল (Saturday, October 14, 2023)

আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা লাভজনক প্রমাণিত হবে। আপনি যদি বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভাল দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে। জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যিই শক্ত হয়ে উঠবে, কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর নন্দনকাননের মধ্যে নিজেকে খুঁজে পাবেন। পুরো দিনটি নষ্ট হয়ে গেছে এই চিন্তায় হতাশ হবেন না, বরং বিশ্রামের দিনটিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার বিষয়ে ভাবুন।

প্রতিকার :- আপনার দিন ভালো ভাবে কাটার জন্য আপনার বোনের ও মাসি, পিসি বা সমস্থানিও ব্যক্তিদের শুভেচ্ছা গ্রহণ করুন।

মহিলা সমবায়ের ঋনদান সমিতির তদন্তে ফের আলিপুরদুয়ারে সিবিআইয়ের তল্লাশি

আলিপুরদুয়ার মহিলা সমবায়ের ঋনদান সমিতির তদন্তে ফের আলিপুরদুয়ারে সিবিআইয়ের তল্লাশি। শুক্রবার আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋণদান সমিতির ম্যানেজার তৃপ্তিকনা চৌধুরীর বাড়িতে এবং সমবায় সমিতির অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট শম্পা চৌধুরীর বাড়িতে আসে সিবিআইয়ের বিশেষ টিম ।প্রায় আধঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে আলিপুরদুয়ারে মহিলা সমবায় ঋণদান টাকা তছরুপের তদন্তে গত ৭ অক্টোবর আলিপুরদুয়ার সমিতির চেয়ারম্যান,ম‍্যানেজার সহ সমিতির একাধিক কর্মী ও সদস্যের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআইয়ের একটি বিশেষ দল । একসাথে ৮টি জায়গায় তারা তদন্ত করেন।

তারপরে সমবায় সমিতির অফিসে ঢুকে সেখান থেকে বেশ কিছু নথি সংগ্রহ করে নিয়ে সমবায় সমিতির অফিসকে সিল করে দেন। এদিন ও সিবিআই আধিকারিকেরা সমিতির ম‍্যানেজার ও সহকারী কোষাধ্যক্ষ প্রায় আধ ঘণ্টা খানেক তদন্ত করে বেরিয়ে যান ।

বেহাল দশা পুরুলিয়ার জাতীয় সরোবরের

পুরুলিয়া :পুরুলিয়ার নিবারণ সরোবর বা সাহেববাঁধ ইতিমধ্যেই জাতীয় সরোবরের আখ্যা পেয়েছে । রাত পোহালেই মহালয়া।আর মহালয়ের পূর্ণলগ্নে এই সরোবরে পিতৃ তর্পন করেন পুরুলিয়া শহরের বহু মানুষ । অথচ এই সাহেব বাঁধটি এখন কচুরিপানায় পরিপূর্ণ হয়ে আছে।

পুরুলিয়া পৌরসভার উদ্যোগে কচুরিপানা পরিষ্কার করার জন্য লোক লাগিয়েছেন কিন্তু কতটা কচুরিপানা পরিষ্কার করবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন এলাকার মানুষজন। স্থানীয় মানুষজনের বক্তব্য আগামীকাল সকাল বেলা সাহেব বাঁধে পিতৃ তর্পণ করতে পারবেন তো ? তবে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মাহালীর দাবি ,"ঘাটের দিকটা পরিষ্কার করে বাঁশের ব্যারিকেট দেওয়া হবে যাতে করে কচুরিপানা আর ঘাটের দিকে না এসে যায়"।

পুরুলিয়ার ঐতিহ্যতম এই সাহেববাঁধের এই বেহাল দশায় মর্মাহত পুরুলিয়া জেলাবাসী। এই সাহেববাঁধের পাড়েই বাঁধের ছবি তোলার জন্য পৌরসভার উদ্দ্যোগে করা হয়েছে সেলফি পয়েন্ট । এই সেলফি পয়েন্ট থেকে ছবি তুললে সাহেব বাঁধের অপরূপ সৌন্দর্যের ছবি কি আসবে?তা নিয়ে প্রশ্ন সকলের।

রেশন দুর্নীতিকাণ্ডে আটক বাকিবুর রহমান

রাজ্যের রেশন দুর্নীতিতে ইডির তদন্তে আটক ব্যবসায়ী বাকিবুর রহমান।রেশন বণ্টনে বেলাগাম দুর্নীতির অভিযোগে গত ২ দিন ধরে রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন অভিযান চালাচ্ছে ইডি। আজ শুক্রবার সকালে আটক করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, বাকিবুরের বাড়ি থেকে প্রচুর নথিপত্র উদ্ধার করেছে ইডি। সিজিও যাওয়ার পথে বাকিবুর জানান, " আমি কোন দুর্নীতি করিনি।"

প্রসঙ্গত , পুরনিয়োগ দুর্নীতির তদন্তের সঙ্গে আরও এক দুর্নীতির তদন্ত শুরু করে ফেলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । রেশনবণ্টনে দুর্নীতি হয়েছে বলে উঠছে বলে উঠে এসেছে নয়া তথ্য। শুক্রবার সকালে বাকিবুরকে আটক করার পর ইডি তাদের গাড়িতে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বাগুইআটিতে অভিজাত আবাসনে থাকেন বাকিবুর রহমান। তিনি এলাকায় ‘প্রভাবশালী ব্যবসায়ী’ হিসেবেই পরিচিত।