*বেলা ১২টা বাজলেই মিছিল ,জানুন আজকের ট্রাফিক আপডেট*

আজ ৬ই অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল।

 শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে শুক্রবার বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ আর এস এন স্কোয়ার থেকে আর আর অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে।যেখানে ৩-৪ হাজার মানুষ জমায়েত হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হবস স্ট্রিট থেকে আমেনিয়া রেস্টুরেন্ট থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ৩০০-৪০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া শহরে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


আজও কলকাতা এবং শহরতলিতে বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি পূর্বাভাস। কোনও কোনও অংশে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরেই বৃষ্টি চলছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ ভিজতে পারে কলকাতা, সল্টলেক, দমদম, হাওড়া, কৃষ্ণনগর, বালী, আমতা, বাগনান, তারকেশ্বর, চন্দননগর, কল্যাণী, নবদ্বীপ, বসিরহাট, ডায়মন্ড হারবার, সাগরদ্বীপ, ক্যানিং, মেদিনীপুর, তমলুক, কাঁথি, দিঘা, হলদিয়া, মন্দারমণি, তাজপুর, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সিউড়ি, শান্তিনিকেতন, রামপুরহাট, বহরমপুর। 

শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সতর্কতা জারি রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৬ই অক্টোবর (শুক্রবার)*


 

মেষ রাশিফল (Friday, October 6, 2023)

স্বাস্হ্য সুন্দর থাকবে। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে, তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। আপনি পরিবারে একজন শান্তিস্থাপকের কাজ করবেন। জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন। আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন।

প্রতিকার :- হনুমানজির নিয়মিত পুজা করলে আর্থিক অবস্থা ভালো থাকবে।

বৃষভ রাশিফল (Friday, October 6, 2023)

অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। অপ্রত্যাশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। আপনার পরিবারের সাথে সংবাদটি ভাগ করে নেওয়া তাদেরকেও পুনর্জীবিত করে তুলবে। আপনি আপনার ভালবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজন কে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘ মেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে।

প্রতিকার :- ঘরে লাল রঙের গাছ রাখলে সেটি স্বাস্থ্যের জন্যে খুবই লাভকারী।

মিথুন রাশিফল (Friday, October 6, 2023)

আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে। যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন। আজ আপনার পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়ায় আপনি নতুন উদ্দীপনা এবং প্রত্যয়ের সাথে এগোবেন। আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে, আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন।

প্রতিকার :- প্রেম জীবনে মধুরতা আনতে লালচে বাদামী কুকুরকে তন্দুরি রুটি খাওয়ান।

কর্কট রাশিফল (Friday, October 6, 2023)

বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে- আপনি সহজেই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা এবং আপনি একা সময় কাটাতে পছন্দ করেন। আজ আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনও সমস্যা আপনাকে পীড়িত করবে। আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে। বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না।

প্রতিকার :- বহমান জলে নারকোল নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

সিংহ রাশিফল (Friday, October 6, 2023)

কোন শারীরিক যন্ত্রণায় ভোগা আজ প্রবলভাবে সম্ভাব্য। কোন শারীরিক বলপ্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের উপর আরো চাপ দেবে। যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। কোন পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে। আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আপনার কাজে একটি বাঁধা হতে পারে, কিন্তু কোনভাবে আপনি সবকিছু সাম্লে নিতে সমর্থ হবেন।

প্রতিকার :- সবুজ রঙের জামা কাপড় পরিধান করুন।

কন্যা রাশিফল (Friday, October 6, 2023)

মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। বন্ধু এবং আত্মীয়রা আওনার কাছে আরো বেশি মনোযোগ চাইবে কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আপনার নিজেকে রাজকীয়ভাবে মনোরঞ্জন করার পক্ষে এটিই আদর্শ সময়। রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না– অধস্তনদের বক্তব্যও শুনুন। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- ভালো চাকরির জন্য মাতাকে প্রেম, সম্মান, সেবা এবং যত্ন করুন।

তুলা রাশিফল (Friday, October 6, 2023)

আজ স্বাস্হ্য সুন্দর থাকবে। খুব একটা লাভদায়ক দিন নয়- কাজেই আপনার টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন। নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। আপনার আলাপচারিতায় অকৃত্রিম হোন কারণ কথায় সত্যতা না থাকলে কোন কাজ হবে না। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।

প্রতিকার :- হনুমান জির মন্দিরে বাদাম দান করে তার অর্ধেক বাড়িতে নিয়ে এসে আপনার আলমারির মধ্যে রেখেদিলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

বৃশ্চিক রাশিফল (Friday, October 6, 2023)

আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন, বিশেষ করে মাইগ্রেনের রোগীরা, যাঁদের খাওয়া বাদ দেওয়া উচিত নয় অন্যথায় এটি তাঁদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে। আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন। তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে। দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। নিজের কাজে এবং অগ্রাধিকারে মনোনিবেশ করুন। টাকা,ভালোবাসা,পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন, কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন।

প্রতিকার :- মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক হবে।

ধনু রাশিফল (Friday, October 6, 2023)

জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরী করুন। আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই। এরফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাকেও নষ্ট করে দেয়। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন। আপনার কার্য দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন- আপনার শৈলী এবং কাজকর্ম করার অনন্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে, যারা আপনাকে কাছ থেকে দেখছেন। যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোন কিছুই অসম্ভব নয়। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- হলুদ কাঁচের বোতলে জল ভোরে সূর্যের আলোয় রেখেদিন ও সেই জল পান করলে আপনি পারিবারিক জীবনে তৃপ্ত থাকবেন।

মকর রাশিফল (Friday, October 6, 2023)

যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে। কোন নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন-এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নিন। আজ আপনি আপনার মনকে পরীক্ষায় লাগাবেন- আপনাদের মধ্যে কেউ কেউ দাবা-শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন এবং অন্যরা একটি গল্প-কবিতা লিখবেন বা ভবিষ্যত পরিকল্পনা করবেন। আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন।

প্রতিকার :- অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গাজল সেবন করুন।

কুম্ভ রাশিফল (Friday, October 6, 2023)

আপনার ঝগড়াটে ব্যবহার জন্য আপনার শত্রুর তালিকা বৃদ্ধি পাবে। পরে আপনি অনুতপ্ত হবেন যে কেউ আপনাকে এই রকম ব্যবহার করার জন্য যথেষ্ট পরিমাণ রাগায় নি। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। ডাকে আসা কোন চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্হ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি থাকবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশী নিবিষ্ট থাকবেন, যা আপনাকে সত্যিই খুব হতাশ বোধ করাবে।

প্রতিকার :- নিজের ইষ্টদেবতাকে লাল সিঁদুর দিয়ে পূজা স্বাস্থ্যের জন্য লাভদায়ক।

মীন রাশিফল (Friday, October 6, 2023)

আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা-যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। অপরিকল্পিত উত্স থেকে টাকাপয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করতে তুলবে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে। আপনি আজ কর্মক্ষেত্রে সত্যিই দারুণ কিছু করতে পারেন। আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন। কর্মক্ষেত্রে জিনিষগুলি চমৎকার থাকবে বলে মনে হয়। আপনার মেজাজ সারা দিন ভাল থাকবে।

প্রতিকার :- মাছকে খাবার দান করলে প্রেম জীবন সুন্দর ও বর্ণনাময় হবে।

*রাজ্যপালের সাক্ষাৎ না পেলে ধর্ণা মঞ্চ ছাড়বোনা: অভিষেক*


রাজ্যের বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে রাজভবন অভিযান কর্মসূচি শুরু করেছে তৃণমূল নেতৃবর্গ। এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ থেকে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক। তবে বিপর্যস্ত সিকিম পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এপ্রসঙ্গে অভিষেক বলেন, "শিলিগুড়িতে গিয়ে দেখা করতে বলেন রাজ্যপাল। তাই ডেরেক ও ব্রায়েনকে পাঠানো হয়েছিল তবে জানা যায় বিকেল চারটার সময় তিনি শিলিগুড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। " এরপরই রাজ্যপালের এই ব্যবহার নিয়ে সরব হয়ে তৃণমূলের সর্বভারত সাধারণ সম্পাদক বলেন, "রাজ্যপালের এই জমিদারের প্রথার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কোন আইনে কুড়ি লক্ষ টাকা মানুষের আটকে রেখেছেন, এই জমিদারি প্রথা মানবো না। "

শুধু তাই নয় দিল্লিতে ১০০ দিনের বকেয়ার জন্য ধর্ণা দিয়েছিল তৃণমূল নেতৃবর্গ। আর এই ধর্ণার সময় দিল্লী পুলিশের অত্যাচারের শিকার হয় তৃণমূল সাংসদরা। এবার তা নিয়ে রাজভবনের সামনে ধর্না মঞ্চ থেকে সরব হলেন অভিষেক। তিনি বলেন, "মধ্যযুগের বর্বরতার লজ্জা পাবে দিল্লির এই অত্যাচার। আমাদের ওপরে অত্যাচারের উত্তর জনগণ আগামী সময় দেবে বলে আমি বিশ্বাস করি। আমাদের ধমকি কোন লাভ নেই। আমরা আমাদের বকেয়া টাকা আদায় করেই ছাড়বো। "

প্রসঙ্গত, গত ৪ ই অক্টোবর ইডি তলব করেছে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আজ তা নিয়েও মুখ খুলতেও দেখা যায় অভিষেককে। তিনি তাঁর বক্তব্যের শেষলগ্নে জানান, "রাজ্যপাল যতক্ষণ না আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে ততক্ষণ আমরা এই ধর্ণা মঞ্চ থেকে যাব না। আজ রাত ৯ টা কর্মসূচি শেষ হয়ে আগামীকাল ১১টা থেকে শুরু হবে রাজভবন অভিযান। "

*তৃণমূলের "রাজভবন অভিযান ", জনস্রোতে ভাসলো মহানগর*


বৃহস্পতিবার শহর কলকাতার বুকে রাজনৈতিক উষ্ণতা বাড়িয়ে দিল তৃণমূলের রাজভবন অভিযান। এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ রবীন্দ্রসদন থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় এই মহামিছিল। 

এদিন কলকাতার রাজপথ কার্যত এই মিছিলকে কেন্দ্র করে জনস্রোতে পরিণত হয়। এদিন তৃণমূল নেতা-কর্মীদের পোস্টারে 'বাংলার প্রতি বঞ্চনা' প্রসঙ্গ উঠে আসে। অর্থাত্‍ যে দাবি নিয়ে 'মিশন দিল্লি' অভিযান করেছিল তৃণমূল, সেই দাবিগুলিই উঠে আসে এদিনের মিছিলে। সাড়ে তিন কিলোমিটার পথ অতিক্রম করে রাজভবনের উত্তর গেটে পৌঁছায় সেই মিছিল। 

প্রসঙ্গত, গত ২-৩ রা অক্টোবর দিল্লীতে ১০০ দিনের বকেয়া আদায়ের জন্য অবস্থান বিক্ষোভ করেছিল তৃণমূল নেত্রীবর্গ। আর দিল্লির অবস্থান বিক্ষোভ থেকে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের প্রকল্পের আড়াই হাজার জবকার্ড হোল্ডারকে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছিলেন ৭০ হাজার জনপ্রতিনিধি নিজেদের এক মাসের বেতন তাঁরা দেবেন এবং আড়াই হাজার জনের বকেয়া মেটাবেন। তৃণমূলের সেই ধর্না আন্দোলনে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল দিল্লি।

সূত্র মারফত জানা গিয়েছে, এদিন রাজভবনের সামনে টানা অবস্থান বিক্ষোভে বসতে পারেন তৃণমূলের নেতা-কর্মীরা। সংশ্লিষ্ট এলাকাকে তাই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এদিকে তৃণমূল রাজভবন অভিযান কর্মসূচি ঘোষণা করলেও এদিন রাজভবনে নেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে,যতক্ষণ না বাংলার বঞ্চিত মানুষ তাঁদের নায্য পাওনা না পাচ্ছে ততক্ষণ এই ধর্না চলবে।

*দিল্লিতে সাংবাদিকদের ওপর পুলিশি অত্যাচার ও হয়রানির প্রতিবাদে কলকাতায় সাংবাদিকদের মিছিল*


নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের ওপর পুলিশি অত্যাচার ও হয়রানির প্রতিবাদে সারা দেশ জুড়ে নানান সংবাদ মাধ্যমগুলি যে প্রতিবাদের সরব হয়েছেন তাতে পিছিয়ে নেই কলকাতাও। আজ কলকাতার প্রেসক্লাবের উদ্যোগে এই নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদী মিছিল প্রেসক্লাব থেকে বের হয়ে গান্ধী মূর্তি পাদদেশ ঘুরে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।

প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস শুর, সাধারণ সম্পাদক কিংশুক প্রামাণিক ও অন্যান্য সদস্যদের উপস্থিতি ছাড়াও বিভিন্ন বর্ষিয়ান সাংবাদিক , ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব এবং বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মরত ও অবসরপ্রাপ্ত সাংবাদিকরাও এতে অংশগ্রহণ করেন।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

*নবান্নে ঢুকল রামভক্ত হনুমান*

বৃহস্পতিবার সকালে নবান্নের ১৩ তলার বারান্দা দিয়ে ভিতরে ঢুকে পড়ল রামভক্ত হনুমান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, , নবান্নের বারান্দা দিয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলছে হনুমান। আর এক নিরাপত্তারক্ষী হাতে ওয়াকিটকি নিয়ে তার পিছু নিয়েছেন। তবে রামভক্ত হনুমান কাউকেই পরোয়া করেনি। বরং ১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় বসে কয়েকবার উপরের দিকে তাকাতে দেখা যায় তাঁকে ।

প্রসঙ্গত, নবান্নের ১৪ তলাতেই বসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পায়ে চোট থাকায় তিনি নবান্নে উপস্থিত ছিলেন না। তবে, অবশেষে বহু প্রচেস্টার পর নবান্ন থেকে বেরিয়েছে হনুমানটি। উল্লেখ্য নবান্নের নিরাপত্তারক্ষীদের দেখেও নির্বিকারই থেকেছে ‘রামভক্ত’হনুমান ।

*Captains’ Day kicks off ICC Men's Cricket World Cup 2023 in style*

Sports News 

 World Cup,2023 

 

 KKNB: The ICC Men’s Cricket World Cup 2023 stage is set as all 10 captains gathered today at the world’s largest cricket stadium in Ahmedabad on the eve of the biggest Cricket World Cup ever.Across the next 45 days, 48 matches will take place across 10 world class venues. Beginning with a repeat of the 2019 Final, as England take on New Zealand in the tournament’s opener at the Narendra Modi Stadium in Ahmedabad tomorrow.

Ahead of that match the official ICC Men’s Cricket World Cup 2023 official image was taken at the Narendra Modi stadium by celebrity photographer Rohan Shrestha. The 10 captains also shared their thoughts and hopes for the next six weeks with host Ravi Shastri and England winning captain Eoin Morgan in an interactive panel session.

 Pic Courtesy by: ICC

*বেলা বাড়তেই যানজটের আশঙ্কা,জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ৫ই অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে বৃহস্পতিবার বেলা ২টো ৩০ মিনিট নাগাদ থেকে শুরু হবে রাজভবন অভিযান। এই মিছিলটি রবীন্দ্র সদন থেকে রাজভবন অবধি যাবে । এখানে কুড়ি থেকে ত্রিশ হাজার মানুষ জমায়েত হবে বলে মনে করা হচ্ছে । লালবাজার ট্রাফিক তরফে জানানো হয়েছে,সেই সময় ধর্মতলার রাস্তা এড়িয়ে চলার। 

 এছাড়া শহরে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।