*"দিল্লি চলো" কর্মসূচি শেষ করে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়*


কলকাতা: দিল্লিতে দুদিনের রাজনৈতিক "দিল্লি চলো" কর্মসূচি শেষ করে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের তিনি বলেন,"গতকাল আমরা যদি ঝামেলাই করতে যেতাম তাহলে আমাদের ৫ হাজার লোক ছিল।কৃষি ভবনে নাম আইডি দেখে ঢুকতে দেওয়া হয়েছিল তো।আমরা অপেক্ষা করার সময় ৪টে ফেসবুক লাইভ করেছি।ওনারা সিসি টিভি ফুটেছ রিলিজ করুক।৮থেকে ১০ হাজার পুলিশ নামিয়ে আমাদের আটক করেছে।আপনারা পুরোটাই ক্যামেরায় দেখেছেন।মহিলাদের চুলের মুঠি ধরে বের করা হয়েছে।

আপনাদের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রী।"গত দুই বছরে ২০লক্ষ লোক কাজ করেছেন ,হ্যা কিনা?এটা আমাদের প্রাপ্য অধিকার কেন্দ্র গায়ের জোরে আটকে রেখেছে।আমরা দেখা করতে গেলে পালিয়ে যাচ্ছেন মন্ত্রী।দুর্নীতি হলে বিজেপির নেতারা কেন এফ আই আর করল না কেনো?আমি প্রধানমন্ত্রীকে আজকে বলছি, কালকে আপনি কি করতে পারেন করুন।আপনি একটাই কথা বলুন ২০ লক্ষ লোক কাজ করেছে হ্যা কিনা?রাজ্যপালের কাছে আজকে রাতেই চিঠি পাঠাচ্ছি।আমরা আশা করবো উনি দেখা করবেন।আমরা সেই সব চিঠি কাল রাজভবনে জমা করব। আমরা চাই চিঠি লিখে জানতে চান কেন্দ্রীয় সরকারের কাছে ।আমি আশা করবো আপনি ইতি বাচক ভূমিকা পালন করবেন।

মোদি সিবিআই আর ইডিকে ব্যবহার করছেন।আমার যা উত্তর আমি ইডিকে দিয়ে দেবো।আমার স্ত্রী কে ডেকেছে এখন অন্য কেসে ডাকছে।

আমি ইডিকে যা লিখছি সেটা শুভেন্দু অধিকারী পোস্ট করছে।আমি কোর্টে যাবো।আমার জেদ প্রধানমন্ত্রীর থেকে ১০গুন জেদ চ্যালেঞ্জ করছি"।অমিত শাহ ও জেপি নাড্ডাজী কেও চালেঞ্জ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা কে একসাথে চ্যালেঞ্জ করলেন। এদিন

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সিকিমের ঘটনা খুব দুর্ভাগ্যজনক।

আমাদের কর্মসূচি আছে কাল ওখানের জনপ্রতিনিধিরা কাল কলকাতায় আসবেনা। সাধারণ মানুষের পাশে থাকুন। আগামীকাল আমার বেলা ৩টেতে রবীন্দ্র সদন জমায়েত হব। তারপরে মিছিল করে ৫০জন মতো যাবো রাজ্যপাল এর কাছে।দুর্নীতি হলে কেন্দ্রীয় মন্ত্রী পালাচ্ছেন কেনো এতো ভয় কিসের

আগে চোরেরা চুরি করে জেলে যেতো এখন বিজেপিতে যায়।বাংলার মানুষ দেখুক,বাংলার টাকা আটকাতে গেলে দেখা করে তাদের সাথে।

*সিকিমে বিপর্যয়, নবান্নে খোলা হল কন্ট্রোল রুম*


একদিকে মেঘভাঙা বৃষ্টি! অন্যদিকে, সিকিমের হড়পা বানে উদ্বেগজনক পরিস্থিতি। সবমিলিয়ে বর্তমানে তছনছ গোটা সিকিম। শিলিগুড়ি, জলপাইগুড়িসহ গোটা উত্তরবঙ্গেও বন্যার আশঙ্কা। ফুঁসছে তিস্তা। ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি। শুধু তাই নয়, ভেসে গিয়েছে বেশ কয়েকটি সেনা ছাউনিও। নিখোঁজ হয়ে গিয়েছেন সেনার ২৩ জওয়ান।

ইতিমধ্যেই যুদ্ধকালীন তত্‍পরতায় শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। কালিম্পং, দার্জিলিংয়ের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে সিকিমের।

জানা যাচ্ছে, বহু পর্যটক আটকে রয়েছেন সিকিমে। তবে কতজন আটকে আছেন এখনও জানা যায়নি। ইতিমধ্যেই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অন্যদিকে, উত্তরবঙ্গ নিয়ে মুখ্যসচিবকে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী! উত্তরবঙ্গের পরিস্থিতির ওপর বিশেষ ভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে উত্তরবঙ্গের দিকে রওনা দিয়েছেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য এবং আইএএস আধিকারিকেরা।

এদিকে, সিকিমের এই ভয়ংকর অবস্থা দেখে রীতিমত উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ২৪ ঘণ্টার জন্য নবান্নের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী খোদ এই বিষয়টি তদারকি করছেন। ০৩৩-২২১৪৩৫২৬ ও ১০৭০-এই নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও পর্যটন দফতরের তরফেও চালু হয়েছে কন্ট্রোল রুম। ১৮০০-২১২-১৬৫৫ ও ৯০৫১৮৮৮১৭১ এই দুটি নম্বর চালু হয়েছে। প্রত্যেকটি জেলার জন্য এই নম্বর চালু করা হয়েছে।

*New digital experiences set to transform ICC Men’s Cricket World Cup 2023*

Sports News 

 World Cup,2023 

 

 

 

 KKNB: Cricket fans across the world will be able to experience and engage with the game like never before through new digital activities, placing fans at the centre of the ICC Men’s Cricket World Cup 2023.

Hosted across ten world-class venues in India, the event is set to be the biggest Cricket World Cup ever which fans can now enjoy even greater access to through the Official CWC 2023 App, ICC’s Facebook and Instagram channels and much more.

The ICC will leverage the ICC’s first-of-its-kind vertical feed coverage to create highlights tailored for hundreds of millions of fans that access content on a mobile phone and will be available to access on the App, website and ICC’s Meta channels.

The ICC’s new broadcast channels on WhatsApp and Instagram will be a great source of the latest news and videos, making it easier for people to be connected with the World Cup. Fans will get match highlights, breaking team news and the best viral videos delivered in a way that’s easy to share with friends and family.

As part of our mission to grow the game, the ICC has worked with Meta to partner with more than 500 creators across India to bring the event to new audiences. Reels content creators from across India will be given exclusive access at matches to create content in their unique style. Every match will have a local creator in attendance so that content is produced in the local language and style.

For the first time, the ICC Website and App will have individual highlights of every player involved in the event, meaning after each game fans will be able to catch up on their favourite player’s performances. Fans will also be brought closer to the crease, with fielding positions available in real time alongside a new and improved VR shot tracker.

Through the Next-In Hackathon in partnership with Nium, a brand-new initiative will be available on the App later in the tournament, with the winning entry allowing users to place the stadium in their living room through 3D Augmented Reality enhancing the live cricket viewing experience.

With the ICC Men’s Cricket World Cup 2023 sure to deliver many unforgettable moments, fans will again be able to own their individual part of history as Digital Collectibles with our partner FanCraze.

Those looking to put their cricket knowledge to the test will be able to do so through the official Fantasy Game - Disney+ Hotstar Dream 11 - with fans picking their own teams and competing against their friends for glory.

And regardless of their team’s result, fans will be able to play key moments from Cricket World Cups past and present themselves in the Official ICC Cricket Mobile Game, presented by Star, which can be downloaded from the Google Play and Apple App Stores.

As the tournament progresses, we’ll also launch a new pre-match strategy challenge – Captain’s Call - powered by Blockchain Partner NEAR’s Operating System. This will enable fans to test their cricket knowledge against others to show their understanding of the sport and be in the running to win an array of prizes. As fans are always at the heart of everything we do, throughout the event, ICC will be rewarding with the most passionate members of the ICC Family with exclusive real-world experiences.

ICC Head of Digital, Finn Bradshaw said: “The ICC’s digital offering for the ICC Men’s Cricket World Cup will be bigger and better than ever before. Years of planning have culminated in an array of experiences tailored for people across the world. We can’t wait to bring hundreds of millions of fans closer than they’ve ever been to a cricket event before.”

The ICC Men’s Cricket World Cup 2023 gets underway in the world’s biggest cricket stadium, the Narendra Modi Stadium in Ahmedabad, on October 5 as defending champions England take on 2019 runners-up New Zealand.

The dedicated tournament website is available at cricketworldcup.com 

Search and download the 'ICC.

 Pic Courtesy by: ICC

রুজিরাকে তলব ED- র

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের পর এবার তলব তাঁর স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কে। রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মর্মে আগামী সপ্তাহতেই সিজিও কমপ্লেক্সে অভিষেক পত্নীকে তলব করেছে ইডি।

ইডির একটি সূত্র জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মা-বাবার সঙ্গে রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে আসা তথ্যের ভিত্তিতেই হবে জিজ্ঞাসাবাদ।

সিকিমে বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ মমতার

সিকিমে আচমকা আসা হরপা বানে নিখোঁজ হয়ে গিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর বহু জওয়ান। এদিকে এই ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ বুধবার এক টুইট বার্তায় লেখেন, 'সিকিমে আকস্মিক বন্যার পর ২৩ জন সেনার নিখোঁজ হওয়ার খবর পেয়ে গভীরভাবে উদ্বিগ্ন আমি।

এই বিষয়ে আমাদের সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশ এবং সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি আমি উত্তরবঙ্গের সংশ্লিষ্ট সকলকে দুর্যোগ রোধে চলতি মরসুমে সর্বাধিক সতর্কতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যেই আমার মুখ্য সচিবকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির ব্যবস্থা সমন্বয় করতে বলেছি। কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের সিনিয়র মন্ত্রী এবং সিনিয়র আইএএস অফিসারদের উদ্ধার ও ত্রাণ তত্‍পরতা তদারকির জন্য উত্তরবঙ্গে পাঠানো হয়েছে।'

কর্মকর্তারা বুধবার জানান, আকস্মিক বন্যা এবং একটি বাঁধ থেকে পানি ছাড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

বাড়ছে দামোদরের জলস্তর, জলমগ্ন একাধিক এলাকা

ডিভিসির ব্যারেজ থেকে জল ছাড়া অব্যাহত থাকায় মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বিস্তীর্ণ অংশ জলমগ্ন। বহু জায়গায় চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার সিংহভাগ এলাকা প্লাবিত।

ডিভিসি'র জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটাই বেড়েছে। এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দামোদর নদ কেন্দ্রিক একাধিক ফেরীঘাট বন্ধ করে দেওয়া হল প্রশাসনের তরফে। ইতিমধ্যেই শুরু হয়েছে মাইকিং।

সিকিমে ভয়াবহ দুর্যোগ, নিখোঁজ ২৩জন জওয়ান

মঙ্গলবার গভীর রাতে উত্তর সিকিমে ভয়াবহ বিপর্যয়। উত্তর সিকিমের চুংথাং-এ বাঁধ ভেঙে তিস্তা নদীতে ব্যাপক জলস্ফীতি দেখা দিয়েছে। প্রাথমিকভাবে উত্তর সিকিমের লোনাক গ্লেসিয়াল লেক ফেটে যাওয়ার ফলেই এই চরম প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জল কমিশন।

তবে সবচেয়ে উদ্বেগের ব্যাপার হল, তিস্তার থাবায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। এর ফলে সিকিমের সঙ্গে অবশিষ্ট ভারতের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত এই বিপর্যয়ের মাঝে হঠাৎ উত্তর সিকিমে ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ হয়েছেন।

সেনাবাহিনীর ‘ত্রিশক্তি কোর’ তাঁদের সন্ধানের কাজে নেমে পড়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তিস্তার উপরে যথেচ্ছভাবে বাঁধ নির্মাণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

'রাজভবন চলো' ডাক অভিষেকের

৫ অক্টোবর 'রাজভবন চলো' অভিযান তৃণমূল কংগ্রেসের। পুলিশ লাইন থেকে বেরিয়ে ঘোষণা অভিষেকের । ৫০ লক্ষ চিঠি নিয়ে রাজভবনে যাওয়ার হুঙ্কার।

মঙ্গলবার কৃষি ভবন থেকে নেতাদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এসে অভিষেক বলেন, “আগামী পরশু ৫০ লক্ষ চিঠি নিয়ে রাজভবন যাব। কারণ রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি।” অভিষেকের দাবি, কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্যের মানুষের বঞ্চনার কথা রাজ্যপালের জানা উচিত। তাঁর দাবি, দিল্লিতে যেভাবে গণতন্ত্রের ওপর আক্রমণ হয়েছে, তা নজিরবিহীন।

*কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৪ঠাৎ সেপ্টেম্বর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে বুধবার বেলা ১ টা নাগাদ বিধান ভবন থেকে বেরিয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

 এছাড়া শহরে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

 

*কলকাতা-সহ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শহর কলকাতায় । জেলার ছবিও একই রকম। দুর্যোগের ছবি আরও কয়েকদিন থাকবে। এমনটাই জানাল হাওয়া অফিস । এদিকে সেই সঙ্গে আজ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে‌। 

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৫ তারিখ পর্যন্ত রাজ্যে দুর্যোগ চলবে। আজ ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। অন্যদিকে, কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ওই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস।