WestBengalBangla

Oct 03 2023, 22:26

*তৃণমূল সাংসদদের ওপর হেনস্থা দিল্লি পুলিশের*


দিল্লীতে ধুন্ধুমার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবীতে কৃষি ভবনে ধর্ণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূল সাংসদ ও বিধায়ক। পুলিশ তাদের টেনে বের করে। তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

রাত ৯টা নাগাদ তাঁদের আটক করে দিল্লি পুলিশ। টেন-হিঁচড়ে তোলা হয় পুলিশ ভ্যানে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে। কিন্তু, কোথায় নিয়ে যাওয়া হল অভিষেকদের? তা নিয়ে উঠছে প্রশ্ন।

WestBengalBangla

Oct 03 2023, 20:33

*Sachin Tendulkar named ICC Global Ambassador for Men’s Cricket World Cup 2023*

Sports News 

 World Cup,2023 

 

 

 

 KKNB :The International Cricket Council (ICC) announces India legend and Bharat Ratna Sachin Tendulkar as the Global Ambassador for the Men’s Cricket World Cup 2023 with just two days to go until the pinnacle event of the one-day game gets underway. The Master Blaster, who has an enviable record of featuring in six 50 over World Cups in his decorated career, will walk out with the Men’s Cricket World Cup Trophy before the opening match at the Narendra Modi Stadium in Ahmedabad, declaring the tournament open.

Sachin Tendulkar said: "From being a ball boy in 1987 to representing the country in six editions, World Cups have always held a special place in my heart. Winning the World Cup in 2011 is the proudest moment of my cricketing journey. " 

“With so many special teams and players set to compete hard in the ICC Men’s Cricket World Cup 2023 here in India, I am excitedly looking forward to this fantastic tournament. 

“Marquee events like the World Cup seed dreams in young minds, I hope this edition too inspires young girls and boys to pick up sports and represent their countries at the highest level.”

The biggest Cricket World Cup ever will also witness an eclectic cast of ICC ambassadors – West Indies legend Vivian Richards, South Africa’s AB de Villiers, England World Cup-winning skipper Eoin Morgan, Australia’s Aaron Finch, Sri Lanka spin great Muttiah Muralitharan, New Zealand’s Ross Taylor, India’s Suresh Raina and ex-captain Mithali Raj and Pakistan all-rounder Mohammad Hafeez.

Pic Courtesy by: ICC

WestBengalBangla

Oct 03 2023, 19:42

*৫০ লাখ চিঠি নিয়ে কৃষক ভবনে পৌঁছালেন অভিষেক*


বাংলার মানুষের বকেয়া টাকা দিতে কাঁধে চিঠির বস্তা নিয়ে এবার কৃষি ভবনের দিকে যাত্রা শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি কৃষক ভবনে পৌঁছে গিয়েছেন।

প্রায় দেড় কিমি রাস্তা পায়ে হেঁটে যন্তর মন্তর থেকে কৃষি ভবনে পৌছালেন তৃণমূলের প্রতিনিধি দল। প্রসঙ্গত ৫০ লাখ চিঠি নিয়ে দিল্লিতে হাজির হয়েছে বাংলার শাসকদল।

WestBengalBangla

Oct 03 2023, 18:41

*বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন থেকে গরীব মানুষদের টাকা দেবে:অভিষেক*


দিল্লি অভিযানের শেষ দিনে বিস্ফোরক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যন্তরমন্তরের সামনের মঞ্চ থেকে আজ শেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঘাসফুল শিবিরের সেকেন্ড-ইন-কম্যান্ড। মঞ্চের সামনে কেন্দ্র সরকারকে বারংবার পাঠানো প্রাপ্য আদায়ের চিঠি জমা করে সভা শুরু করে তৃণমূল।

আজ অভিষেক রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, আগামী ৬ মাসের মধ্যে বাংলার বকেয়া অর্থ আদায় হবেই।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ তৃণমূলের প্রতিনিধি দলকে মঙ্গলবার দুপুর ১২টায় সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেই সময় বদলে দেওয়া হয়। চিঠি দিয়ে জানানো হয় মন্ত্রী থাকবেন না। তাঁর বিমান ৫টায় নামবে। তাই সন্ধ্যা ৬টায় দেখা করবেন তিনি তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে। অথচ খবর পাচ্ছি, উনি বিকেল ৪টেয় সময় দিয়েছেন শুভেন্দুকে। তা হলে বুঝুন, ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, শুভেন্দুর জন্য সময় আছে।''

তিনি আরও বলেন, ''মানুষ ওদের ক্ষমতায় এনেছে। যা খুশি তাই করছে। রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাদের অধিকার ছিনিয়েছে ওরা। কিন্তু মনে রাখবেন, ওদের হাতে বোতাম থাকলে আপনাদের হাতেও ইভিএমের বোতাম আছে। আপনারাও এর জবাব দেবেন সেই বোতাম টিপে।''

তৃণমূলের নেতাকর্মী ছাড়াও দিল্লিতে গিয়েছেন একশো দিনের জব কার্ড হোল্ডাররা। অভিষেক আজ প্রতিশ্রুতি দেন কেন্দ্র টাকা না দিলে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন দিয়ে এই গরীব মানুষদের টাকা মেটাবেন। আর সেই কাজ হবে আগামী ৬ মাসের মধ্যে।

শুধু তাই নয়, অভিষেকের বক্তব্যের একদম শেষে সত্যজিত্‍ রায়ের হীরক রাজার দেশের বিখ্যাত সেই স্লোগান 'দড়ি ধরে মারো টান রাজা হবে খানখান' স্লোগান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা। আবারও দিল্লি আসার আসতে পারেন জানিয়ে অভিষেক।

WestBengalBangla

Oct 03 2023, 18:40

*বঞ্চিতদের চিঠির বান্ডিল নিজের কাঁধে তুললেন অভিষেক*


তৃণমূলের অভিযান ঘিরে নিরাপত্তা বলয়ে মুড়িয়ে ফেলা হয়েছে কৃষি ভবনকে। কাঁধে চিঠির বস্তা নিয়ে এবার কৃষি ভবনের দিকে যাত্রা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। প্রায় দেড় কিমি রাস্তা পায়ে হেঁটে যন্তর মন্তর থেকে কৃষি ভবনের পথে তৃণমূলের প্রতিনিধি দল। 

অভিষেক জানান, ৫০ লাখ চিঠি নিয়ে দিল্লিতে এসেছি। সেই চিঠি নিয়ে গিয়ে মন্ত্রীর টেবিলে ফেলে আসব। সমাবেশে থেকে দলীয় সাংসদ, মন্ত্রী ও কয়েকজন বিধায়ক এবং জব কার্ড হোল্ডার-সহ ৪০জনের প্রতিনিধি দল সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে চিঠি নিয়ে দেখা করতে রওনা হন। বঞ্চিতের চিঠির বান্ডিল নিজের কাঁধে বয়ে মন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে হেঁটে রওনা দেন অভিষেক।

WestBengalBangla

Oct 03 2023, 17:23

*England and New Zealand claim rain-affected warm-up wins*

Sports News 

 T-20 World Cup,2023 

 KKNB : England and New Zealand ensured they will both head into Thursday’s ICC Men’s Cricket World Cup 2023 opener on a victorious note with warm-up wins in matches interrupted by the weather.

Moeen Ali’s 39-ball 56 proved crucial as England overcame Bangladesh by four wickets in Guwahati, the veteran all-rounder striking six sixes to help the defending champions over the line.

New Zealand edged a similarly rain-affected game in Thiruvananthapuram, beating South Africa by seven runs via the DLS method after the Proteas’ reply was cut short by the elements.

Pic Courtesy by: ICC.

WestBengalBangla

Oct 03 2023, 13:47

ফের শহরে ডেঙ্গিতে মৃত্যু

প্রায় প্রতিদিন মৃত্যুর খবর আসছে। এবার ডেঙ্গি প্রাণ কাড়ল পশ্চিম বড়িশার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা পরশ সাউয়ের (‌৬৩)‌। হাসপাতাল সূত্রে খবর, গত ২৯ সেপ্টেম্বর তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিনি মারা যান।

তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে। যদিও অন্যান্য শারীরিক সমস্যাও ছিল বৃদ্ধর। এদিকে, ডেঙ্গি মোকাবিলায় যথেষ্ট তত্‍পর রাজ্য সরকার। বর্তমানে ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি করতে এবং রোগের সংক্রমণ আটকাতে একাধিক পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

WestBengalBangla

Oct 03 2023, 13:46

*রেলগাড়িতে সফর রাহুলের*

ট্রেনে সাধারণ মানুষের সঙ্গে যাত্রা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিলাসপুর থেকে রায়পুর পর্যন্ত ট্রেন যাত্রা করেন তিনি। সেই যাত্রার একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী। যেখানে ট্রেনের মধ্যে নাচ, হই-হট্টগোলে সামিল হতে দেখা গেল রাহুল গান্ধীকে।নিত্যযাত্রীদের মতোই ভিড় ঢেলে ট্রেনের কামরায় পৌঁছে যান রাহুল গান্ধী।

আমআদমির মধ্যে মিশে সুবিধা-অসুবিধা নিয়ে প্রশ্ন করেন তিনি। তিনি বলেছেন, "কোটি কোটি মানুষকে তাদের গন্তব্যে নিয়ে যাওয়া, দেশের বৈচিত্র্যের প্রতিফলন, ভারতীয় রেল সত্যিই ভারতের প্রতিচ্ছবি"।

WestBengalBangla

Oct 03 2023, 08:14

*দিনভর মিটিং-মিছিল, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৩রা সেপ্টেম্বর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ রামলীলা ময়দান থেকে আর আর অ্যাভিনিউ পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ২৫০০-৩০০০ জন জমায়েত হতে পারে। আবার বেলা ১টা নাগাদ শিয়ালদহ স্মার্ট বাজার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ২৫০-৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দুপুর ২ টো নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নিজাম রেস্টুরেন্ট পর্যন্ত একটি মিছিল আছে। এখানে ২৫০-৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিকেল ৫ টা নাগাদ লেনিন স্ট্যাচু থেকে শিয়ালদা স্মার্টবাজার পর্যন্ত একটি মিছিল আছে। 

 এছাড়া শহরে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

 

WestBengalBangla

Oct 03 2023, 07:54

*৩ জেলায় জারি সর্তকতা, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


আবহাওয়া দফতর সূত্রে খবর আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি করছে। নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ক্রমশ্য অগ্রসর হচ্ছ।

৩ অক্টোবর মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে জারি রয়েছে কমলা সতর্কতা। এছাড়া দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

রেহাই পাবেনা দক্ষিণও।কলকাতা সহ বাকি জেলা গুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা রাজ্যেই আগামী ৪-৫ দিন বৃষ্টির সতর্কতা জারি থাকবে।৩ অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।