ভাটপাড়ার মণ্ডলপাড়ায় সেন বাড়ির নিরাপত্তারক্ষী নিখোঁজ
উত্তর ২৪ পরগনা:৩ দিন ধরে নিখোঁজ ভাটপাড়া থানার অবন্তীপুর মন্ডলপাড়ায় প্রাচীন সেন বাড়ির নিরাপত্তারক্ষী । ছেলের খোঁজ পেতে রবিবার সকালে অবন্তীপুর মন্ডল পাড়ায় হাজির হয়েছেন নদীয়ার বগুলার বাসিন্দা সাবিত্রী বিশ্বাস। নিরাপত্তারক্ষী তাঁর ছেলে ৪০ বছরের অশোক কুমার বিশ্বাস বৃহস্পতিবার সন্ধের পর থেকে নিখোঁজ।
এদিন ছেলের কর্মস্থলে এসে বৃদ্ধা সাবিত্রী দেবী দেখেন ঘরের মধ্যে প্যান্টের পকেটে মোবাইল ও মানিব্যাগ রয়েছে। কিন্তু বেপাত্তা ছেলে। ছেলের খোঁজ পেতে এদিন তিনি ভাটপাড়া থানার দ্বারস্থ হয়েছেন। স্থানীয় বাসিন্দারাও চাইছেন, মিশুকে শান্ত স্বভাবের অশোক সুস্থভাবেই ফিরে আসুক।
![]()
May 22 2023, 11:21