শর্ত সাপেক্ষে কলকাতা লেদার কমপ্লেক্সে সেখানকার কর্মীদের জনসভা অনুমতি হাইকোর্টের
কলকাতা: শর্ত সাপেক্ষে কলকাতা লেদার কমপ্লেক্সে সেখানকার কর্মীদের জনসভা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। তবে সেখানে কোন বহিরাগত প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন বিচারপতি। এমনকী স্থানীয় বিধায়ক, মন্ত্রী, জনপ্রতিনিধিরাও প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় টেনারি কর্মীদের একাধিক দাবিতে তারা একটি জনসভা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায়।
জয়েন্ট কমিশনার অফ পুলিশ তাঁদের অনুমতি বাতিল করেন। এরপরেই হাই কোর্টের দ্বারস্থ হয় কর্মচারী অ্যাসোসিয়েশন। বুধবার মামলার শুনানিতে বিচারপতি রাজা শেখর মান্থার মন্তব্য, নিজেদের অধিকারের দাবীতে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন, সমাবেশ করতেই পারেন কর্মীরা। এটা তাদের সাংবিধানিক অধিকার। তবে তিনি জানিয়েছেন, লেদার কমপ্লেক্স এলাকায় যারা রয়েছেন তারাই সেখানে জামায়েত বা সমাবেশ করতে পারেন। কিন্তু বাইরে কেউ সেখানে থাকতে পারবেন না। শুধুমাত্র নিয়মিত এবং চুক্তিভিত্তিক কর্মচারী ছাড়া কেউ ওই সমাবেশে অংশ গ্রহণ করতে পারবেন না।
মামলাকারিররা অতিথি থাকবেন বলে জানালে বিচারপতি রাজা শেখর মান্থা জানিয়ে দেন , কোন বহিরাগত সেখানে উপস্থিত থাকতে পারবেন না। বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে শেষ করতে হবে এই অনুষ্ঠান।
![]()
May 17 2023, 15:29