Bankura

Mar 01 2023, 17:38

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু


বাঁকুড়াঃ সাম্প্রতিক সময়ে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বাঁকুড়ায়। গত ২৫ ফেব্রুয়ারী ভোরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বাঁকুড়া সদর মহকুমা এলাকার ১ ও ৫ মাস বয়সী ঐ দুই শিশুর মৃত্যুর পরপরই আপাতত একাংশের চিকিৎসকদের ছুটি বাতিলের পাশাপাশি বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে   বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ সপ্তর্ষী চ্যাটার্জী জানান, এদিন থেকেই এই হাসপাতালে এ.আর.আই ক্লিনিক খুলে গেল। একই সঙ্গে আগামী দু'-তিন দিনের মধ্যে বহির্বিভাগে এ.আর.আই-র জন্য পৃথক টিকিট কাউন্টার খোলা হচ্ছে।  শিশু বিভাগের চিকিৎসকরা কেউই ছুটি নিচ্ছেননা জানিয়ে তিনি আরো বলেন, ২৪ ঘন্টা জরুরী বিভাগে ঐ চিকিৎসকরা থাকবেন। এছাড়াও জেলাস্তরীয় মেডিক্যাল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ, জনসচেতনতামূলক প্রচার ও ছাতনা, বড়জোড়া ও ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিস্থিতির উপরে নজরদারি চালানো হচ্ছে বলেও তিনি জানান।

অন্য এক প্রশ্নের উত্তরে ডাঃ সপ্তর্ষী চ্যাটার্জী বলেন, এখনো পর্যন্ত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৬৬ জন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৮ জন 'পিকু'তে ভর্তি রয়েছে, গত ২৫ ফেব্রুয়ারী ভোরে ১ ও ৫ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানান।