/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png
*IPL Practice at eden Garden's*
Sports
![]()
IPL Practice at eden Garden's Today
*এআইএফএফ এর বর্ষসেরা ফুটবলার মোহনবাগানের শুভাশিস ও সেরা গোলরক্ষক বিশাল*
![]()
Khabar kolkata sports Desk: শুক্রবার ওড়িশার স্টেট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এআইএফএফের তরফে বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস। সবুজ মেরুন শিবিরকে নেতৃত্ব দিয়ে গতবার আইএসএল শিল্ড জিতেছিলেন। আইএসএলের ডিফেন্ডারদের মধ্যে সব থেকে বেশি গোল করা ভারতীয় তিনিই। এবার তাঁকেই বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত করল ফেডারেশন। আর বর্ষসেরার তালিকায় মোহনবাগানের পুরুষ ফুটবলারদের সঙ্গেই পাল্লা দিয়ে পুরস্কার জিতেছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলাররাও। ইস্টবেঙ্গলের মহিলা দল এবারে জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়।এছাড়াও এআইএফএফের বিচারে বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ান ওমেনস লিগজয়ী ইস্টবেঙ্গল দলের সদস্য সৌম্যা গুগুলোথ। ২০২৪-২৫ মরশুমে অনবদ্য ফুটবল প্রদর্শনের জন্য এআইএফএফের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের বেছে নেওয়া হল শুক্রবার। ভারতীয় মহিলা লিগের টপ স্কোরারের তালিকায় তিন নম্বরে ছিলেন সৌম্যা, তিনি করেন ৯ গোল। মোহনবাানের গোলরক্ষক বিশাল কাইথও শ্রেষ্ঠ পুরুষ গোলরক্ষকের পুরস্কার জিতলেন। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের মহিলা দলের গোলরক্ষক পানথোই চানু শ্রেষ্ঠ মহিলা গোলরক্ষকের পুরস্কার জেতেন। এর আগে বিশাল কাইছ আইএসএলে ১৫টি ক্লিনশিট ধরে রেখেছিলেন ২৬ ম্যাচে, সেই সুবাদে তিনি আইএসএলে গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন। সেরা প্রমিসিং ট্যালেন্ট ব্রাইসন।এফসি গোয়ার মিডিও ব্রাইসন ফার্নান্দেজ এআইএফএফের বর্ষসেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের পুরস্কার জিতে নিলেন। আর মহিলাদের বিভাগে শ্রীভূমি ফুটবল দলের ডিফেন্ডার তোইজাম চানু এই পুরস্কার জেতেন।বর্ষসেরা পুরুষ কোচ নির্বাচিত হলেন খালিদ জামিল।এক্ষেত্রে তার ধারে কাছে যে কেউ নেই, সেকথা বলাই বাহুল্য। আইএসএলের সেমিফাইনালে দলকে তোলার পর জামশেদপুর এফসিকে কোচিং করিয়ে খালিদ জামিল সুপার কাপের ফাইনালেও দলকে তুলেছেন।শ্রীভূমি মহিলা ফুটবল দলের কোচ সুজাতা কর বর্ষসেরা মহিলা কোচের পুরস্কার পেয়েছেন।
ছবি: সৌজন্যে X & সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
*Sports News*
![]()
IPL Practice at eden Garden s
IPL Practice at eden Garden s
KKR
Pic : Sanjay Hazra (khabar kolkata)*
*আধ্যাত্ম শক্তি হলো আসলে ‘আত্মা’র শক্তি – একটি প্রতিবেদন*
![]()
ডেস্ক: প্রত্যেক মানুষের মধ্যে আছে বিরাট সম্ভাবনা। উপযুক্ত পরিবেশে মানুষ তার নিজস্ব শক্তির বিকাশ ঘটায়। এই শক্তি কিন্তু দৈহিক শক্তি নয়, আত্মার শক্তি। আধ্যাত্ম আপনাকে পরিবর্তিত করে অনুগত করে, আবার স্বাধীন করে। জীবনের প্রত্যেকটি জিনিষ, যা আমরা দেখতে পাই বা না পাই, তার স্বরুপ যেমন ভাবেই প্রকাশ পায় না কেন, তার অন্তর্নিহ্ত একটি শক্তি আছে, যাকে আমরা বলি আত্মা। এর অধ্যয়নই, আধ্যাত্ম। অধ্যয়ন কিন্তু পড়া নয়, বিষয়ের গভীরে গিয়ে, তাকে অনুভব করার চেষ্টা। এই অধ্যাত্ম শক্তির বিকাশের কথা রামকৃষ্ণ, বিবেকানন্দ বার বার বলেছেন।
আধ্যাত্মিক পথে চালতে পারলেই নিজের আভ্যন্তরিন আত্মার শক্তির বিকাশ ঘটানো সম্ভব। ভারতীয় বেদান্ত বলে –
# প্রথম ধাপ হল সুদর্শন-ক্রিয়া শেখা। এই শক্তিসঞ্চারী শ্বাস প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের শরীর, মন ও আত্মা নিরাময় হয়ে ওঠে এবং আমাদের ভিতরের অবদমিত ভার ও উদ্বেগ সহজেই নির্মূল হয়ে যায়।
# মৌনাভ্যাস বাহ্যিক অন্তরায় থেকে আমাদের চেতনা ও মনোযোগ সচেতনভাবে সরিয়ে আনার পদ্ধতি আমাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক স্তরে নতুন সজীবতা নিয়ে আসে। আমাদের ক্রিয়াশীল মনের ঊর্ধ্বে যাবার জন্য বিভিন্ন শৈলীর মাধ্যমে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অসাধারণ শান্তি ও সজীব প্রাণময়তা অনুভব করে থাকি।
# ধ্যানের গভীরে ডুবে যাবার জন্য যোগ্য আচার্য প্রদত্ত ‘গুরুমন্ত্র’র আবশ্যকতা আছে। সহজ সমাধি, ধ্যানে আমাদের যে সহজ একটি শব্দ শেখানো হয়, তা মনকে নিয়ে যায় অন্তরতম গভীরতায়। মন এবং স্নায়ুমন্ডল যখন ব্যাপ্ত নৈঃশব্দ্যে কিছুক্ষণের জন্য মগ্ন হয়ে যায়, তখন আমাদের চিত্তের উন্নতির সব অন্তরায় ধীরে ধীরে সরে যায়।
# ব্লেসিং বা আশীর্বাদ নিয়ে আসে প্রাচুর্য আর তৃপ্তি এবং সেই সাথে আমাদের অভিজ্ঞতাকে পূর্ণতার মাত্রা যোগ করে। পূর্ণতার বোধ আমাদের চৈতন্যের এক অপূর্ব বৈশিষ্ট্য। এর দ্বারা আমরা আশীর্বাদের মাধ্যমে রোগপ্রশমনের শক্তি অর্জন করি। আশীর্বাদের শক্তি মানসিক সংবেদনশীলতার এক পূর্ণ প্রকাশ, যা আতুর-এর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সেবার মধ্য দিয়ে শান্তি আর ঐক্যের ভাব নিয়ে আসে।
# কৃতজ্ঞতার মধ্য দিয়ে আমাদের ফুলের মতো ফুটে ওঠা চেতনা পবিত্রতম ও সুন্দরতম মাত্রায় প্রকাশিত হয়। যে সব আচার্য বা গুরুরা পবিত্রতার ধারায় অমূল্য প্রজ্ঞা শাশ্বত সময়ের স্রোত ধরে আমাদের জন্য সঞ্চয় করে রেখেছেন, গুরুপূজার দ্বারা তাঁদের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞ প্রণতি জানাই। এভাবেই জীবনকে যদি সৎ ও সুন্দর পথে রাখা যায় এবং সঙ্গে আত্মার বিকাশ ঘটানো যায়, তাহলেই পরমাত্মার সঙ্গে সহজে মিলন সম্ভব। তাই দিনে কিছু সময়ের জন্য হলেও ধ্যান চর্চা করা আবশ্যক। নিজের আত্মাকে প্রদীপের শিখার মতো সব সময় উর্দ্ধে তুলে রাখুন।
*রাশিফল*
![]()
জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে
মেষ রাশিফল (Saturday, May 3, 2025)
অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে। আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি আজ সত্যিই উপকৃত হতে চান- তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে। তিনি আপনার সাথে কথা বলতে চান না সে ক্ষেত্রে নিজেকে আপনার প্রেমিকার উপর জোর করবেন না। তাদের সময় দিন, পরিস্থিতি যেমন নিজের উন্নতি করবে।
প্রতিকার :- নিজের সহোদরের প্রতি সদ্ভাব রাখবেন এবং কটু কথা বলা থেকে দূরে থাকবেন আর্থিক অবস্থার জন্য শুভ হবে।
বৃষভ রাশিফল (Saturday, May 3, 2025)
স্বাস্হ্য সুন্দর থাকবে। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। আপনি পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা ঘরে অস্বস্তিকর মূহুর্ত নিয়ে আসবে। প্রি়য়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরী নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। সময় অবশ্যই নিখরচায়, তবে এটি মূল্যবানও,তাই আপনার অসম্পূর্ণ কাজগুলি নিষ্পত্তি করে আপনি আগামীকাল বিশ্রাম নিতে পারবেন।
প্রতিকার :- ইতিবাচক এবং শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশের জন্য পিতার কথা মান্য করুন।
মিথুন রাশিফল (Saturday, May 3, 2025)
আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। ব্যবসায়িক কৃতিত্বের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করে। কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান। উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করতে কখনই দেরি হয় না। আপনি নিজের এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এই দিনটিকে কাজে লাগাতে পারেন।
প্রতিকার :- তিলের তেল দিয়ে রোজ একটি প্রদীপ প্রজ্জলন করলে আর্থিক উন্নতি হবে।
কর্কট রাশিফল (Saturday, May 3, 2025)
স্বাস্হ্য ভালোই থাকবে। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে কিন্তু তাঁরাও আপনার কাছ থেকে কোন সাহায্যের প্রত্যাশা করতে পারে। প্রেমের জীবন গতিশীল হবে। আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে। আপনি আপনার বিবাহিত জীবনের পূর্বরাগ, পশ্চাদ্ধাবন, এবং পানিপ্রার্থনা ইত্যাদি পুরোনো সুন্দর দিনগুলিকে রিফ্রেশ আবার করবেন। ভালোবাসার থেকে বোরো কোনো অনুভব নেই, আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয়।
প্রতিকার :- পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ঘরে কারো জন্মদিনে এবং বিশেষ কোন দিনে সাদা জিনিস গরিবদের দান করুন।
সিংহ রাশিফল (Saturday, May 3, 2025)
আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। নিকটাত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। কারো কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা। আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। আপনি পূর্ববর্তী কাজ শেষ না করে নতুন কিছু শুরু করবেন না। এই পরামর্শ অনুসরণ না করে আপনি একটি বড় স্যুপে অবতরণ করতে পারেন।
প্রতিকার :- কপালে সাদা চন্দনের টিকা লাগালে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।
কন্যা রাশিফল (Saturday, May 3, 2025)
আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। আপনি সাহায্যকারীর বন্ধুদের খুঁজে পাবেন- কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে। আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন। আপনি আজ যে মুহুর্তে ক্লিক করেছেন তার কিছুটা আপনি লালন করছেন।
প্রতিকার :- গৃহে সুখ শান্তির জন্য ভৈরব মন্দিরে দুধ ঢালুন।
তুলা রাশিফল (Saturday, May 3, 2025)
আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে। নিজেকে নিয়ন্ত্রিত করুন অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিছুদূরই ভালো, কিন্তু যদি এটি সীমা ছাড়িয়ে যায় তাহলে এটি কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার।যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবেনা। আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন। বিদেশে অবস্থান করা কারও কাছ থেকে আজ আপনি কিছু খারাপ সংবাদ পেতে পারেন।
প্রতিকার :- শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে জিরো ওয়াটের লাল রঙের বাল্ব লাগালে পরিবারে সুখ আসবে।
বৃশ্চিক রাশিফল (Saturday, May 3, 2025)
আপনি আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন। এটাই আপনার উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তাশক্তির প্রতিবন্ধী হচ্ছে। উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে। আপনার আজকের দিনটি ভালবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন। অনেক সময় মোবাইল দেখতে-দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পচ্ছতান। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালভাবে ব্যবহার করুন। আপনার ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি নিখুঁত দিন, যেহেতু আপনি তুলনামূলকভাবে মুক্ত হতে পারেন; তবে আপনার পরিকল্পনাগুলিকে যথাসম্ভব ব্যবহারিক রাখার চেষ্টা করুন এবং বাতাসে দুর্গ তৈরির বিষয়টি এড়িয়ে চলুন।
প্রতিকার :- পরিবারের সুখ বৃদ্ধির জন্য ধর্মীয় স্থলে বিশুদ্ধ ঘি ও কর্পূর দান করুন।
ধনু রাশিফল (Saturday, May 3, 2025)
আপনার ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে। সাফল্য অর্জনের জন্য- সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে। এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে- আপনার দিগন্ত বিস্তৃত হবে- আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে- কারণ আপনার প্রি়য়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন।এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত। আমাদের বিশ্বাস করবেন না? আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন। রাগের কারণে আপনি আপনার পরিবারের কোনও সদস্যের সাথে অসভ্য কথা বলতে পারেন।
প্রতিকার :- ছুটির দিনে খাবার খাওয়ার সময় সোনা বা তামার চামচ ব্যবহার করুন। এটি আপনাকে রাজকীয় অনুভূতি দেবে।
মকর রাশিফল (Saturday, May 3, 2025)
আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। আপনি যে কারও সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা। গৃহস্থালীর কাজকর্মে নিজেকে নিয়োজিত রাখুন। একই সময়ে গতিশীলতা বজায় রাখা এবং আপনার শরীরকে নতুন করে সতেজ করে তোলার জন্য কিছু বিনোদনমূলক কাজেকর্মে সময় কাটান। প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালবাসা প্রদর্শন করা ঠিক নয়। কখনও কখনও, এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে। আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। আজ, আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন। এমন একটি দিন যা আপনার দীর্ঘদিনের সাথে দেখা হয়নি এমন আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করার। তবে আপনি যদি দেখা করতে চান তবে আপনার বন্ধুকে আগেই জানিয়ে দিন, বা অনেক সময় নষ্ট হতে পারে।
প্রতিকার :- কোনো ছাত্র, শিক্ষক, ছোট বাচ্চাকে সম্পূর্ণ হৃদয় দিয়ে সাহায্য করলে আপনি সুখী থাকবেন।
কুম্ভ রাশিফল (Saturday, May 3, 2025)
আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, তাই আপনার স্বাস্থ্য ভাল রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন। আপনি আজ অজানা উত্স থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। মোটের উপর এক লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নীচু দেখাবে। যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হোন। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন। পরিবেশে রোম্যান্স ভেসে বেড়াচ্ছে। ইতিবাচক চিন্তাভাবনা যাদুকরী এবং এটি জীবনকে রূপান্তরিত করতে পারে – অনুপ্রেরণামূলক কিছু পড়ুন বা এমন সিনেমা দেখুন যা ইতিবাচকতা জানায়।
প্রতিকার :- যোগ ও ধ্যান করলে আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে।
মীন রাশিফল (Saturday, May 3, 2025)
আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে- কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত আনবে। অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে। যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে তাদের সঙ্গ ছেড়ে দেওয়া উচিত। আজ, আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবন-সঙ্গী থাকার অর্থ কি। আপনার সৃজনশীল পেশীগুলি অনুশীলন করার এবং এমন কিছু ধারণা নিয়ে আসার জন্য একটি দুর্দান্ত দিন যা সত্যই পথচলিত।
প্রতিকার :- ঘরে দরজা জানালায় চিক লাগালে আর্থিক অবস্থার জন্য শুভ হবে।
(Courtesy-AstroSage)
ভাটপাড়া পুরসভায় ঠিকমতো কাজ করতে না পারার আক্ষেপ স্বয়ং তৃণমূল কাউন্সিলারের
প্রবীর রায়: সারা রাজ্যে উন্নয়নের জোয়ারে বাসলেও উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুর অঞ্চলে নাকি উন্নয়ন থমকে গিয়েছে। আগের পুরবোর্ডের সময় নাকি ভালোই কাজ হত। বর্তমান পুরবোর্ডের আমলে তৃণমূলের এক কাউন্সিলর জানান, তিনি নাকি ঠিকমতো কাজ করতে পারছেন না। বৃহস্পতিবার জনতার দরবার খোলা মঞ্চে এমনই আক্ষেপের সূর শোনা গেল খোদ তৃণমূল কাউন্সিলারের গলায়। তিনি ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবপ্রসাদ সরকার। পূর্বতন বোর্ডের তিনি সিআইসি ছিলেন। খোলা মঞ্চে দাঁড়িয়ে দলীয় কাউন্সিলারের এহেন মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে ভাটপাড়ায় শাসকদল তৃণমূল কংগ্রেস।দেবপ্রসাদ বাবুর আক্ষেপ, নিজের ওয়ার্ডে অনেকগুলি কাজ আটকে রয়েছে। নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে জলের কাজ বেশ কয়েকটি রাস্তা কোনটাই ঠিকঠাক মতো কাজ হচ্ছে না । পুরবোর্ডকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। এই বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপ-পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, "কাউন্সিলর যেটা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত উপলব্ধি। তবে কাউন্সিলরের কাজ করতে কোথায় অসুবিধা হচ্ছে, তা নিয়ে অবশ্যই তিনি ওনার সঙ্গে কথা বলবেন"।
*Delhi High Court issued a notice to the BCCI for IPL's robot dog 'Champak'*
![]()
Sports Desk: The Delhi High Court recently issued a notice to the BCCI. It was given on the basis of a petition submitted by a magazine to children. Children's popular magazine is named Champak. And the trademark was taken for this name. The BCCI uses the Champak name in the case of the AI robot dog, despite having that trademark. The Delhi court has asked the BCCI in response to the case filed by Champak Magazine. The BCCI asked for a written form by July 9.
Pic : Sanjay Hazra (Khabar kolkata).
*আনন্দমার্গ ধর্ম – একটি প্রতিবেদন*
![]()
ডেস্ক : আনন্দমার্গ একটি আধ্যাত্মিক ও সমাজসেবামূলক সংস্থা, যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য খোলা। এটি আধ্যাত্মিক মুক্তি ও মানবসেবার উপর জোর দেয়। আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তি (প্রভাত রঞ্জন সরকার)।
আনন্দমার্গের মূল ধারণা:
এক ঈশ্বর:
আনন্দমার্গ বিশ্বাস করে যে ঈশ্বর এক এবং বিশ্বব্রহ্মাণ্ড তাঁর মানসিক চিন্তা-তরঙ্গের সৃষ্টি।
সৃষ্টিকর্তা :
ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, এবং মানবজাতি তাঁর ইচ্ছানুসারে কাজ করে।
জীবন যাত্রা:
মানবজীবন হলো ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার এক যাত্রা, যা আত্ম-উপলব্ধির মাধ্যমে সম্ভব।
সমাজসেবা:
আনন্দমার্গের একটি গুরুত্বপূর্ণ দিক হল সমাজসেবা, যেখানে সকল মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক চাহিদা পূরণের চেষ্টা করা হয়।
ষোড়শ বিধি:
আনন্দমার্গের অনুশীলনকারীরা “ষোড়শ বিধি” নামক একটি নিয়ম অনুসরণ করে, যা আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে গাইড করে।
তন্ত্র ও যোগ:
আনন্দমার্গে তন্ত্র ও যোগ গুরুত্বপূর্ণ উপাদান, যা আধ্যাত্মিক উন্নতির জন্য সাহায্য করে।
আনন্দমার্গের দর্শন:
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে:
আনন্দমার্গ জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে সকল মানুষের জন্য উন্মুক্ত।
মুক্তির অধিকার:
সকলের জন্মগত অধিকার হলো আধ্যাত্মিক মুক্তি ও মুক্তি।
মানবসেবা:
মানুষের কল্যাণে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়, যেন সকলে উপকৃত হয়।
শান্তি ও আনন্দ:
আনন্দমার্গের মূল লক্ষ্য হলো শান্তি ও আনন্দ প্রতিষ্ঠা করা, যা ব্যক্তিগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই সম্ভব। আনন্দমার্গ একটি নতুন ধর্মীয় আন্দোলন হিসেবে চিহ্নিত হয়, যা হিন্দু ঐতিহ্য থেকে উদ্ভূত। এর লক্ষ্য হলো আত্ম-উপলব্ধি ও মানবসেবা।
সৌজন্যে:www.machinnamasta.in
*সি আই টি ইউ কার্যালয়ে ঐতিহাসিক মে দিবস পালন*
![]()
নিজস্ব প্রতিনিধি : উত্তর ২৪ পরগনার সি আই টি ইউ কার্যালয়ে পালন করা হল ঐতিহাসিক মে দিবস কর্মসূচি। পতাকা উত্তোলন ও শহীদের স্মরণে পালিত শ্রমিক দিবস।এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিআইটিইউ সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়, কল্লোল মুখোপাধ্যায়, বিপ্লব মুখোপাধ্যায় , প্রবীর বিশ্বাস,সুশীল দত্ত, শংকর বিশ্বাস, নীলাভ্র সুর, শ্যামল মিত্র, দেবাশীষ দে, গৌতম হাজরা, পলাশ পাল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
ছবি: প্রবীর রায়
May 03 2025, 18:56