*Bengal Pro T20 League commentary box*
#Sports#Cricket# Bengal Pro T20 League#World News #Streetbuzz news
![]()
SB News Bureau: A commentator & anchor line up that can easily take care of any international broadcast. Bengal cricket at its best at *Bengal Pro T20 League* with commentary in 3 languages , English, Hindi & Bangla.
From England to Sri Lanka to Bangladesh, they’ve come together from all over the world just for the benefit of Bengal Cricket.
*Left to Right:* Shreevats Goswami, Sumit Dogra, Joydeep Mukherjee, Yashika Gupta, Jhulan Goswami, T.M Dilshan, Karishma Kotak, Sanjib Mukherjea, Saba Karim, Ridhima Pathak, Chetan Sharma, Ayush Sharma, Monty Panesar, Farveez Maharoof, Sathira Jakir Jesy & Georgie Heath.
*Pic Courtesy by: CAB*


প্রবীর রায়: দাদা বিজেপির বুথ এজেন্ট হয়ে বসেছিল। এটাই তাদের অপরাধ।আজ তার ভাইয়ের চায়ের দোকান ভেঙে দেওয়ার অভিযোগ উঠল হালিশহরে। হালিশহর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এম সি মিত্র রোডের ঘটনা। দীর্ঘদিন ধরে সেখানে রাস্তার পাশে গুমটিতে চায়ের দোকান চালাচ্ছিল যুবক সিট্টু যাদব। শনিবার বেলায় পুরসভার পক্ষ থেকে এসে জেসিবি লাগিয়ে দোকানটি ভেঙে দেওয়া হয়। গুমটি সহ দোকানে রাখা সামগ্রী পুরসভার গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে রাস্তার পাশে আরো বেশকিছু দোকান রয়েছে। কিন্তু সেগুলো অক্ষত থেকে গিয়েছে। এই ঘটনা নিয়ে চা বিক্রেতা সিট্টু যাদবের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের মদতে দোকান ভেঙে দেওয়া হল। দাদা ভোটের দিন বিজেপির বুথ এজেন্ট হয়ে বসেছিল। সেই আক্রোশে পুরসভা থেকে দোকান তোলার নোটিস দেওয়া হয়। কিন্তু নোটিসের ৪৮ ঘন্টা সময়সীমা দিয়েও তার আগেই দোকান ভেঙে দেওয়া হল। যদিও এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর গীতা দেবী ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ।দোকান ভাঙ্গার বিষয়ে কিছু না জানার কথা বলেএড়িয়ে যান তিনি।

এসবি নিউজ ব্যুরো: শনিবার ভোরে কুয়েতে কর্মরত বাঙালি ইঞ্জিনিয়ার মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের কফিন বন্ধী দেহ এসে পৌছালো কলকাতা বিমানবন্দরে। এদিন বিমানবন্দরে রাজ্য সরকারের তরফের শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
এসবি নিউজ ব্যুরো: মালদহে শুরু হল প্রাচীন ও ঐতিহ্যবাহী 'রামকেলি মেলা'। মহাপ্রভু চৈতন্যদেবের গৌড়ের রামকেলি ধামে আগমন তিথিকে স্মরণ করে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই মেলা ও উৎসব।মালদহের রামকেলি মেলা এবার ৫১০ বছরে পড়ল।
এসবি নিউজ ব্যুরো: দক্ষিণবঙ্গে এখনও তাপপ্রবাহ অব্যাহত।অথচ বর্ষায় বিপর্যস্ত উত্তরবঙ্গ।উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে।এই বৃষ্টির প্রভাব সব থেকে বেশি সিকিমে। গত ৩ দিন ধরে একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। যার জেরে একেবারে বিপর্যস্ত সিকিম। ইতিমধ্যেই সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও লাচুং, চুকথানে আটকে পড়েছেন প্রায় ১৫০০ পর্যটক। যদিও পর্যটকদের উদ্ধার কাজ শুরু করেছে প্রসাশন। অপরদিকে বৃষ্টির কারণে তিস্তার জল বাড়ছে। সিকিমে প্রবল বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। গত বছর তিস্তার সেই ভয়ংকর দৃশ্য দেখেছিল তিস্তা এলাকার বাসিন্দারা। ঠিক যেন সেই ভয়ংকর কথা মনে পড়ে যাচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। যদিও ইতিমধ্যে তিস্তাপারের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। অন্যদিকে, ধসে উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। তবে জোর কদমে চলছে সিকিমে ধস সড়ানোর কাজ। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সব রকমের সাহায্য আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে যেসব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। উদ্ধার কাজে প্রশাসনিক কর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। সংকলন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পর্যটকদের কিভাবে গ্যাংটক এ ফিরিয়ে আনা হবে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের।
Jun 17 2024, 10:02
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.2k