/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বীরভূমের রতন কাহার West Bengal Bangla
পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বীরভূমের রতন কাহার

এসবি নিউজ ব্যুরো: "গ্রামবাংলার লোকসঙ্গীত হারিয়ে যাচ্ছে", আক্ষেপ পদ্মশ্রী সম্মানের তালিকাভুক্ত লালমাটির শিল্পী রতন কাহারের৷ সিউড়ির নগরী পাড়ায় একটি কুঁড়ে ঘরে বাস 'বড়লোকের বেটি লো ,লম্বা লম্বা চুল' গানের স্রষ্টার৷ এক সময় বিড়ি বেঁধে জীবন-জীবিকা নির্বাহ করেছেন৷ এখনও দারিদ্রতাই সঙ্গী৷ 'পদ্মশ্রী' সম্মানের তালিকায় নাম উঠতেই আপ্লুত ৮৮ বছরের এই শিল্পী। খুশি পাড়া পড়শিরাও৷

১৯৩৬ সালে বীরভূমের সিউড়ির কেন্দুলী গ্রামে জন্মগ্রহণ করেন রতন কাহার ৷

বর্তমানে সিউড়ির ৪ নম্বর ওয়ার্ডের নগরী পাড়ায় বসবাস করেন৷ স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাকে নিয়ে তাঁর সংসার৷ রয়েছে নাতি-নাতনি৷ কুঁড়ে ঘরেই দিন কাটান শিল্পী৷ ঘরের দেওয়াল জুড়ে রয়েছেন বহু সংস্থা থেকে প্রাপ্ত মানপত্র, সারক, ছবি৷ লোকসঙ্গীত নিয়ে চর্চা দীর্ঘদিন ধরে৷ এক সময় বীরভূমের লালমাটির গ্রামে গ্রামে ঘুরে লোকসঙ্গীত গেয়েছেন৷ সুর সঙ্গে নিয়ে ঘুরেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ 'বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল', জনপ্রিয় গানটির স্রষ্টা তিনি৷ যে গানে বলিউডের বাদশা ও জ্যাকলিন র‍্যাপ করেছে৷ গানের রচয়িতার কথা জানতে পেরে লকডাইনের সময় শিল্পীকে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন বাদশা।

এছাড়াও, শিল্পী রতন কাহারের কলমে ও কন্ঠে আরও বহু লোকগান উঠে এসেছে৷ ৮৮ বছরের এই লোকসঙ্গীত শিল্পী পেলেন পদ্মশ্রী সম্মান৷ ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পাবেন এই সম্মাননা৷

বিজেপি নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির

এসবি নিউজ ব্যুরো: বিজেপি নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির।হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ মালতিপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমুল সভাপতি আব্দুর রহিম বক্সীর।গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, জুতোর মালা পরানোর নিদান।

এদিন বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন,একদিকে মমতা ব্যানার্জি যখন উন্নয়নমূলক কাজ করছে তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে।তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়।জেনে রাখো বিজেপির বন্ধু নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল,নরখাদক যেমন মানুষের রক্তের জন্য খা খা করে বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলের নেতা হিসেবে। সেই নরখাদক জেনে রাখো তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেবে।আগামী দিনে প্রত্যেকটা নরখাদকের দাঁত ভেঙে দেব আমরা। গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা ব্যানার্জি নেতৃত্বে। আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে।

আমরা দেখছি লোকসভা ভোটে এখানকার এমপি নতুন করে নেমে গেছেন রাস্তায়।গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পড়ছেন।কিছু মানুষকে আগে থেকেই টাকা দিয়ে দিচ্ছেন বলছেন তোরা ফুলের মালা তৈরি করে রাখিস আমি যখন গ্রামে ঢুকবো তখন পরিয়ে দিবি। টিভিতে দেখাবো আর বলবো গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে। জেনে রাখুন এমপি বাবু জেনে রাখুন বিজেপির বন্ধুরা খাটতে খাটতে ১০০ দিনের কাজে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে সেই গরীব মানুষের পায়ের জুতোর মালা পরানো হবে।

এখানকার যারা মানুষরা আছেন তাদের কাছে আমরা আপিল করতে চাই একবার সবাই মিলে,যে মমতা ব্যানার্জি চোখের জল ফেলেন।আমাদের জন্য আসুন না বন্ধু একসাথে সবাই মিলে আজকে বাইক র‍্যালি ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে শপথ গ্রহণ করি যে বিজেপির এমপি যে বিজেপির নেতা আমাদের একাউন্টে ১৫ লক্ষ টাকা দেয়নি। যে বিজেপির নেতা এমপি ২ কোটি চাকরির প্রতিশ্রুতি রাখেনি।যে বিজেপির এমপি যে বিজেপির নেতা যে বিজেপির বিরোধী দলনেতা আমাদের সামাজিক নিরাপত্তা দেয়নি যারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। গ্রামের মানুষেরা ব্যারিকেড তৈরি করে সেই বিজেপি নেতাদের গ্রামে ঢুকতে দেবো না।

নরেন্দ্রপুরে স্কুলের শিক্ষক-শিক্ষিকাকে মারধর!

স্কুলে মার খেলেন শিক্ষক-শিক্ষিকারাই! এমনই ঘটনা ঘটল নরেন্দ্রপুর স্কুলে। আজ স্কুল চলাকালীন হঠাৎই একদল বহিরাগত ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের ওপর চড়াও হয়। তাঁদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকার ফোন পর্যন্ত ভেঙে দেওয়া হয়। অভিযোগের তীর উঠেছে প্রধান শিক্ষকের দিকে।

শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে দুর্নীতির সাথে যুক্ত। তাঁর দুর্নীতির কথা জানানো হয়েছে উপর মহলেও। আর তারপর থেকেই তাঁদেরকে নিশানা করে নিয়েছে প্রধান শিক্ষক। তাঁদেরকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন তিনি। আর এদিন সেই ভিত্তিতেই তাঁদের ওপর এই হামলা বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা। যদিও এই সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

ভোট আসে ভোট যায় কিন্তু বেহাল রাস্তার অবস্থার কোনদিনই সমাধান হয়নি, এবার মুখ্যমন্ত্রী আসার জন্য জোর কদমে চলছে রাস্তা তৈরীর কাজ,খুশি এলাকাবাসী

এসবি নিউজ ব্যুরো: একদিকে লোকসভা ভোট আসন্ন অন্যদিকে মুখ্যমন্ত্রীর আগমন।তাই যুদ্ধকালীন তৎপরতায় তার প্রশাসনিক সভাস্থল অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনের পাশের দীর্ঘদিনের বেহাল গলি রাস্তা রাতারাতি হতে চলেছে পাকা। ঘটনাটি নদীয়া শান্তিপুর পুরো স্টেডিয়াম সংলগ্ন এলাকার। স্টেডিয়ামের পেছনে সবুজ সংঘের মাঠে হতে চলেছে হেলিপ্যাড, আর সেখান থেকেই মুখ্যমন্ত্রী স্টেডিয়ামে ঢুকবেন এই গলিপথেই। তবে যে কারণেই হোক অতীতে তৃণমূল বর্তমানে বিজেপি কাউন্সিলর কে জানিয়েও সুফল না মেলায় এলাকাবাসী এখন বেজায় খুশি।

তারা জানাচ্ছেন, ঘুম থেকে উঠেই হঠাৎ নোংরা আবর্জনা জঞ্জাল ফেলা গলি পরিষ্কার হতে শুরু হয়েছে। গাড়ি গাড়ি ভাঙ্গা ইট পরছে, অনর্গল চলছে দুটি রোলার আর এভাবেই যুদ্ধকালীন তৎপরতায় সাথে এগিয়ে চলেছে রাস্তার কাজ। শুধু তাই নয় বিজেপির হলেও শান্তিপুর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন।তবে তিনি অবশ্য বলেন," এই রাস্তা বর্তমান পুরসভার বোর্ড গঠন হওয়ার সময় থেকেই চেয়ারম্যান সুব্রত ঘোষ তাকে রাস্তার মাপ জানতে চেয়েছিলেন এবং সেই কাজ শুরু হয়েছে রুটিন মাফিক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আসবেন একদিন কিন্তু সাধারণ মানুষ রাস্তা ব্যবহার করবেন সারা বছর।যেহেতু জনপ্রতিনিধি এবং মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে তাই সকাল থেকেই রয়েছি।

অন্যদিকে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং বর্তমান বিজেপি কাউন্সিলর কে দীর্ঘদিন যাবৎ বলেও সুরাহা না পেয়ে আজ হঠাৎ এই রাস্তা প্রস্তুতে এলাকাবাসীদের মধ্যে খুশির হাওয়া। তারা বলেন এক হাঁটু কাঁদার মধ্যে দিয়ে বাচ্চা ছেলেমেয়েরা সবুজ সংঘের মাঠে অনুশীলন করতে আসতে হতো। অন্যদিকে রামকৃষ্ণ কলোনী দু নম্বর রেলগেট এলাকার প্রায় ৫০টি পরিবারের প্রধান যাতায়াতের পথ জঞ্জালময় হয়ে থাকতো সবসময়। যে কারণেই হোক স্টেডিয়াম নির্মাণের পর থেকে এই দুর্ভোগের মুক্তি হচ্ছে।

*INDIA জোট নিয়ে বিস্ফোরক দিলীপ*

ইন্ডিয়া জোট নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবার বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এই লোকসভা নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাবে কংগ্রেস।

তিনি বলেছেন, "কোনও জোট নেই। তারা (ইন্ডিয়া জোটের শরিক) সবাই আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। টিএমসি নিজেই বলেছে পশ্চিমবঙ্গে তাদের কোনো জোট হবে না। এসবই শুধু ভোটারদের মধ্যে প্রতারণা সৃষ্টির জন্য। এমনকি সিপিএম বলেছে যে তারা জোটে নেই। গতবার, কংগ্রেস অর্ধেক হয়ে গিয়েছিল এবং সিপিএম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, এবং এবার, টিএমসি অর্ধেকে নেমে যাবে, এবং কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে।"

পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে বসানো হল আলট্রা সাউন্ড মেশিন, যার শুভ উদ্বোধন হল আজ

কলকাতা: পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে আল্ট্রা সাউন্ড মেশিনের উদ্বোধন হল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ ও পানিহাটির বিধায়ক। ৭০ দশকে নির্মিত এই পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন যাবত পানিহাটি সহ পার্শ্ববর্তী অঞ্চলের বহু মানুষকে পরিষেবা দিয়ে আসছে। তবে পরিষেবার মধ্যেও বেশ কিছুটা অভাব রয়ে গেছে হাসপাতালে। সেই অভাব পূর্ণ করতে সাংসদ তহবিলের ১৫ লক্ষ এবং বিধায়ক তহবিলের দু'লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদানে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে বসানো হল আলট্রা সাউন্ড মেশিন। যার শুভ উদ্বোধন করলেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সাংসদ সৌগত রায় বলেন," হাসপাতালে ইউ এস জি রিপোর্ট যাতে রোগীর পরিবার পেতে পারে তার ব্যবস্থা হওয়া দরকার।"

পাশাপাশি, রোগীর পরিষেবার কোন ব্যাঘাত যাতে না ঘটে সে কারণেই সাংসদ এবং বিধায়কের তহবিলের অর্থ দিয়ে হাসপাতালে বসানো হলো ইউ এস জি মেশিন। যাতে পরিষেবা পাবে পানিহাটি হাসপাতালে আগত সমস্ত রোগী।

পদ্মশ্রী প্রাপককে শিলিগুড়িতে সম্বর্ধনা বিধায়কের

এসবি নিউজ ব্যুরো: পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়ার জন্য ডক্টর একলব্য শর্মাকে শিলিগুড়িতে সম্বর্ধনা জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন শিলিগুড়িতে ডক্টর একলব্য শর্মার বাড়িতে গিয়ে তাকে সম্বর্ধনা দেন বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন," বিজ্ঞানের এক সহযাত্রী সহকর্মী পদ্মশ্রী পুরস্কার পান এতে অনেক গর্বের মাত্রা বাড়িয়ে দেন। যে বিষয় নিয়ে গবেষণা চর্চা করা দরকার, সেই বিষয়ের উপর তিনি কাজ করেন।

ইকোলজিস্ট হিসেবে ভারত সরকার ওনাকে সম্মানে ভূষিত করেছে ।তিনি যে বিষয়ের কাজ করছেন তা মানুষের কাছে তুলে ধরছেন। উনি যে সম্মান পেয়েছে এই এলাকার মানুষের কাছে আরও বেশি দৃষ্টি আকর্ষণ করবেন"। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ডক্টর একলব্য শর্মা বলেন," আমি খুবই খুশি আমাকে এই সম্মান দেওয়ার জন্য। এর থেকে বড় দিন আমার কাছে কি হতে পারে। আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই"।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কৃষি মেলা

এসবি নিউজ ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জেলের হাট ঘোলা মিতালী সংঘের মাঠে কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে।এই মেলাতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কৃষি দফতর জনসাধারণের জন্য পরিষেবা মূলক স্টলের দেখা মিলল। ২২ বছর ধরে চলছে জেলের হাট ঘোলা মিতালী সংঘের কৃষি মেলা।

দূর দূরান্ত থেকে এই মেলায় চাষী থেকে সাধারণ মানুষ ভিড় জমায় তাদের জৈব সার কিভাবে প্রস্তুত করতে হয় সাধারণ ঘরোয়া পদ্ধতি দিয়ে তা নিয়েও একটি পরিষেবা মূলক রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই মেলাতে চাষীদের বাগানে অদ্ভুত রকম সবজি যা অবিশ্বাস্য যেমন একটি ঢেঁড়স গাছ ১৫ থেকে ১৬ ফুট।

তাছাড়াও চাল কুমড়ো পেঁপিয়া রকমারি অদ্ভুত সবজি নিয়ে হাজির মেলাতে। মেলার সম্পাদক বলেন," সাধারণ মানুষের জন্য এই মেলা। সাধারণ মানুষের সুবিধার্থে আমরা প্রতিবছর এই মেলা করে আসছি।"

*সকাল থেকেই যানজটের আশঙ্কা! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ২৭শে জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ সকাল ১০ টা নাগাদ রানী রাসমণি অ্যাভিনিউতে একটি মিটিং আছে। যেখানে ২০০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*নেই বৃষ্টির আশঙ্কা, কমবে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুসারে, ফের একবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে আজ থেকে টানা ২৯ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই পরিষ্কার আকাশ থাকবে।

আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করবে। এর জেরেই বৃষ্টি চলবে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রী সেলসিয়াস।

তবে আজ এবং আগামীকাল দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।