/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz নদীয়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা নিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি West Bengal Bangla
নদীয়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা নিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি

এসবি নিউজ ব্যুরো: আগামী ১লা ফেব্রুয়ারি নদীয়ার শান্তিপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে নদীয়ার শান্তিপুর অদ্বৈত চৈতন্য ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। শুক্রবার স্টেডিয়ামে পরিদর্শনে আসেন রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। গোটা স্টেডিয়াম পরিদর্শন করলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার।

উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা। যদিও মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে নিরাপত্তা আটোসাটো করতেই এই পরিদর্শন বলে জানালেন পুলিশ প্রশাসনের। ড্রোন উড়িয়ে প্রায় ৮ কিলোমিটার এলাকা ক্যামেরাবন্দি করা হয়, এছাড়াও শহর জুড়ে কতটা নিরাপত্তা জোরদার করা যায় সেই নিয়েও পৌরসভার চেয়ারম্যানের সাথে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার।

*রেশন দুর্নীতি কথা জানতেন জ্যোতিপ্রিয়, জানাল ইডি*

রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য উঠে এল ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া ইডির রিপোর্টে। সেই রিপোর্টে বলা হয়েছে,খাদ্যমন্ত্রী থাকাকালীন সময় এই দুর্নীতির কথা জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক। একথা নিজের মুখেই স্বীকার করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। এমনটাই জানিয়েছে ইডি।

ব্যাঙ্কশাল আদালতে জমা দেওয়া ইডির রিপোর্টে বলা হয়েছে, ‘এফআইয়ার দায়ের থেকে সিআইডি তদন্ত সবই জানতেন জ্যোতিপ্রিয়। দুর্নীতির কথা জেনে ব্যবস্থা নেওয়ার বদলে তদন্তে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। গত ৩১ শে অক্টোবর জেরায় স্বীকার করেছেন ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী।‘

বারাসাতে পালন করা হল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার সদর বারাসাতে পালন করা হল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন।উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পালন করা হল ৭৫ তম পর্যন্ত দিবস উদযাপন।

জাতীয় পতাকা তুলে প্রজাতন্ত্র দিবসের শুভ সূচনা করেন উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী।উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। উপস্থিত ছিলেন মহকুমা শাসক। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলা প্রশাসনের একাধিক উচ্চ আধিকারিকেরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহন করেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা।

*শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবিধানের মুল্যবোধকে রক্ষা করবঃ অভিষেক*

দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস । এই আবহেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শুক্রবার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ ভারতীয় সংবিধান আইনজীবীদের ধারক নয়, এটি একটি জীবনের চালিকাশক্তি।

আজ যখন আমরা গোটা দেশজুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি, তাই আমাদের উচিত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবিধানের মুল্যবোধকে রক্ষা করা। আমাদের কণ্ঠ সর্বদাই সমতা, স্বাধীনতা এবং ন্যায়ের আদর্শকে প্রতিধ্বনি করবে।‘

রাজনৈতিক বিশ্লেষকেরা জানিয়েছে, এদিন অভিষেকের এই টুইট নাম না করেই বিজেপিকে আক্রমণ করা হয়েছে। কারণ বিজেপির বিরুদ্ধে সর্বদাই সাংবিধানিক কাঠাম নষ্টের অভিযোগ এনেছে। আর এবার প্রজাতন্ত্র দিবসের দিন সংবিধান রক্ষা করার কথাই বললেন তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড।

*মালদহে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড অনুষ্ঠিত হল*

এসবি নিউজ ব্যুরো: মালদহের জেলা ক্রিয়া সংস্থার ময়দানে ২৬ শে জানুয়ারির প্যারেড অনুষ্ঠিত হল।এদিন সকালে কুচকাওয়াজের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।এই প্যারাডে অংশ নেন সীমান্ত রক্ষী বাহিনী, জেলা পুলিশ, সিভিল ডিফেন্স, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা।

ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণময় জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজ শেষে প্রজাতন্ত্র দিবসে জেলাবাসীর উদ্দেশ্যে বার্তা দেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।

*২৬শে জানুয়ারি কোন কোন রাস্তা বন্ধ, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২৬শে জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শুক্রবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ ২৬ শে জানুয়ারির জন্য ভোর ৫টা থেকে উত্তরমুখী হসপিটাল রোড, উত্তরমুখী খিদিরপুর রোড, ডাফরিন রোড, কুইনস ওয়ে, লাভার্স লেন, কাসুরিনা অ্যাভিনিউ, এসপ্লানেড রাম্প, গোষ্ঠপাল সরণি, পশ্চিম ও পূর্বমুখী, মেয়ো রোড, পশ্চিমমুখী আর আর অ্যাভিনিউ। 

২৬ জানুয়ারি উপলক্ষে পার্কিং নিষিদ্ধ থাকবে আরআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড এবং পশ্চিম এসপ্ল্যানেড রো, পশ্চিম গভর্নমেন্ট প্লেস, কুইন্সওয়ে, আউট্রাম রোডে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শুক্রবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*মেঘলা আকাশ, কমবে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


সকাল থেকে মেঘে ঢেকেছে আকাশ। কমেছে তাপমাত্রা। এরই মধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম বাদ দিয়ে সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে বৃষ্টিপাত। ওদিকে ঝাড়খণ্ড, তেলঙ্গানা ও ছত্তীসগঢ়ের উপর রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যা ক্রমেই কলকাতার উপর আসছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী পাঁচদিন বঙ্গে বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই বললেই চলে। এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

*আজকের রাশিফল ২৬শে জানুয়ারি ( শুক্রবার) *


মেষ রাশিফল (Friday, January 26, 2024)

নিজের মত জানাতে দ্বিধা করবেন না। আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরো জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয়। আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন। আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব শুধুমাত্র অনর্থক যুক্তিতর্কের সৃষ্টি করতে পারে এবং সমালোচনা বিষয় হতে পারে। আপনার প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরী কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন। এই রাশির লোকেরা খুব কৌতূহলোদ্দীপক হয়.এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন, কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে।

প্রতিকার :- আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির জন্য খুবই ফলপ্রসূ হবে।

বৃষভ রাশিফল (Friday, January 26, 2024)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করতে পারে এবং আপনার জীবন অতিষ্ঠ করতে পারে। আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরী হয়ে যেতে পারে। দায়িত্বগ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন।দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশী নিবিষ্ট থাকবেন, যা আপনাকে সত্যিই খুব হতাশ বোধ করাবে।

প্রতিকার :- জাফরানের তিলক লাগান পারিবারিক জীবন ভালো থাকবে।

মিথুন রাশিফল (Friday, January 26, 2024)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। আজ, এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরী পেতে পারে, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে। আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন। আপনার প্রিয়তমার নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আপনি যদি আজ কোনও পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন, আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।

প্রতিকার :- ভুল বোঝাবুঝি দূরে রেখে আনন্দদায়ক প্রেম জীবনের জন্য লালচে বাদামী রঙের গরুকে গুড় ও রুটি খাওয়ান।

কর্কট রাশিফল (Friday, January 26, 2024)

আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা-যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে। শেষ শুরু থেকেশেষ পর্যন্ত দিনের সমস্ত সময় আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। আজকে যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন।অন্য মানুষদের সময় দেয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন। আপনার নিজের চাপ এবং প্রকৃত কোন কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন।

প্রতিকার :- কম বয়সী কন্যাদের চকোলেট, টফি এবং স্বেত বর্ণের মিষ্টি বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

সিংহ রাশিফল (Friday, January 26, 2024)

আজ স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের leণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন। প্রেমের সম্ভাবনা আছে কিন্তু কামুক অনুভূতির বিস্ফোরণ ঘটতে পারে যা আপনার সম্পর্ককে নষ্ট করবে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন- যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে।

প্রতিকার :- গরুকে পালংশাক খাওয়ালে তা আপনার প্রেম জীবনের ওপর ভালো প্রভাব পরবে।

কন্যা রাশিফল (Friday, January 26, 2024)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন। আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালভাবে বুঝতে পারবে। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন।

প্রতিকার :- বিভিন্ন হলুদ রঙের সামগ্রী খাবারে যোগ করলে যেমন কুমড়ো, কেশর, হলুদ ইত্যাদি, তা আপনার প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে ও নিজেদের মধ্যে বোঝাপরাকে মজবুত করবে।

তুলা রাশিফল (Friday, January 26, 2024)

একটি আমোদপ্রমোদ এবং মজার দিন। যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনও পরামর্শ নিতে পারেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে। আপনার সমস্যা গুরুতর হবে- কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না- সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে। আপনার প্রিয়়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। আজকে আপনি আপনার কোনো কাছের আত্বিয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার উনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন। আপনার স্ত্রী অসাধারণ নন। আপনি আপনার জীবনের ভালবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন।

প্রতিকার :- পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা টাঙান ঘরে।

বৃশ্চিক রাশিফল (Friday, January 26, 2024)

এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে। সামাজির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে-যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে। এই রাশির লোকেরা খুব কৌতূহলোদ্দীপক হয়.এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন। আজ, আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- সুন্দর স্বাস্থ্যের জন্য খাবার সময় তামার চামচ বা যদি সম্ভব হয় তো সোনার চামচ ব্যবহার করুন।

ধনু রাশিফল (Friday, January 26, 2024)

আত্ম-বিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে- আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজ ও খারাপ হয়ে যাবে। জীবন আপনাকে চমক দিতে পারে, কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন।

প্রতিকার :- কোনো বট গাছ কে পূজা করলে ও প্রতি বৃহস্পতিবার তার সামনে ঘি এর প্রদীপ জ্বালালে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়ক হবে।

কুম্ভ রাশিফল (Friday, January 26, 2024)

আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। আপনি আজ সম্ভবত আপনার বাড়ির মধ্যে এবং চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করবেন। আপনার প্রিয়়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন।

প্রতিকার :- দুমুঠো মুসুর ডাল লাল কাপড়ে বেঁধে গরিবদের দান করলে পরিবারের সুখ বৃদ্ধি পাবে।

মীন রাশিফল (Friday, January 26, 2024)

স্বাস্হ্যের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে, কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হোন। বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে- কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন। আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন- এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে, আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- ওম সাম শানিস্চড়ায় (Om Sham Shanaishcharaaya Namha) মন্ত্র টি ১১ বার জপ করুন।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বর্ষের ম্যারাথন প্রতিযোগিতার জার্সি উন্মোচন

কলকাতা : আগামী রবিবার হতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বর্ষের ম্যারাথন প্রতিযোগিতা। এবছর এই ম্যারাথনের সঙ্গে যুক্ত হচ্ছে বিধাননগর পুলিশ। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এবছরের ম্যারাথনের জার্সি প্রকাশের সাথে সাথে ম্যারাথনের নির্ধারিত পথ ঘোষনা করা হয়। এ বছর ৬ হাজার প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানান শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

এবছর ৩টি বিভাগে এই দৌড় প্রতিযোগিতা হবে। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৩ কিলোমিটার। ভোর পাঁচটা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু। এবছর প্রতিযোগিতায় খেলাধুলা জগতের একাধিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। ম্যারাথন উপলক্ষ্যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে।

সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করল রানাঘাট ফাস্ট ট্রাক কোর্ট

এসবি নিউজ ব্যুরো: নদিয়ার রানাঘাটে নামকরা এক স্বর্ণ বিপননি দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪ অভিযুক্তকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারা দণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। সূত্রের খবর, গত ২৯ তারিখ রানাঘাট মিশন রোডে একটি সোনার দোকানে ডাকাতি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয় ৪ ডাকাত। পুলিশের সাথে গুলির লড়াইয়ে মৃত্যু হয় আরও এক ডাকাতের।

সেই মামলার শুনানি শেষে বুধবার ছিল সেই মামলার রায়দান। আর সেই মামলার রায় দিতে গিয়ে বুধবার বিকেলে ধৃত ৪ ডাকাত কে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। আর বৃহস্পতিবার এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করতে গিয়ে রানাঘাট ফাস্ট ট্রাক কোর্টের বিচারক ৪ জনকে যাবজ্জীবন কারা দণ্ডের নির্দেশ দেন। অভিযুক্তদের নাম কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাশওয়ান, ছোট্টু পাসোয়ান ও রিক্কি পাসোয়ান।