/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে ধরা পড়ল দুই আফগান নাগরিক* West Bengal Bangla
*অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফের হাতে ধরা পড়ল দুই আফগান নাগরিক*


 এসবি নিউজ ব্যুরো: মঙ্গলবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় পানিশালা এলাকা থেকে দুই আফগান নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক করেছে বিএসএফের ৯৮ নম্বর ব্যাটালিয়ন। আটককৃতরা হলেন:মোহাম্মদ আলি (১৯), বাড়ি আফগানিস্তানের কান্দাহার প্রদেশে,

মোহাম্মদ হাসান (২১), বাড়ি আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে।

বিএসএফের ৯৮ নম্বর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএফ সাফদার জানান, মঙ্গলবার সকালে চ্যাংরাবান্ধা ক্যাম্পের কাছে পানিশালা এলাকায় বিএসএফের টহলরত সদস্যরা দুই আফগান নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা আফগানিস্তান থেকে বাংলাদেশে এসেছিল। নতুন বছরের প্রথম দিন, ১ জানুয়ারি, কুচলিবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

বিএসএফ আটককৃতদের চ্যাংরাবান্ধা ক্যাম্পে নিয়ে আসার পর মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।

জুটমিলে দালালরাজ, ঠিকাদারিরাজ বন্ধের দাবি সাংসদ অর্জুন সিংয়ের

উত্তর ২৪ পরগনা: শ্রমিক স্বার্থ ছেড়ে কিছু দালাল মালিক পক্ষের হয়ে কাজ করছে। যার ফলে জুটমিলগুলোতে সমস্যার সৃষ্টি হচ্ছে। এবার শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দালালরাজ, ঠিকাদারিরাজের বিরুদ্ধে সূর চড়ালেন শ্রমিক নেতা তথা ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, স্প্রিং বিভাগের শ্রমিকদের ওপর চাপ বাড়ানোয় গত ২৭ ও ২৮ ডিসেম্বর জগদ্দলের আঙলো ইন্ডিয়া জুটমিলে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল।

পরবর্তীতে জট কাটিয়ে মিল চালু হয়। মঙ্গলবার বিকেলে জগদ্দলের আঙলো ইন্ডিয়া জুটমিল গেটে তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের তরফে আয়োজিত সভায় শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, দালাল ও ঠিকাদারিরাজ রুখতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়ে সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং বলেন, শ্রমিকদের ওপর কাজের চাপ বাড়ানো যাবে না। অবসরের মুখে থাকা শ্রমিকদের পুরাতন মেশিনে কাজ দিতে হবে। কারন, তারা এত বয়সে হাইটেক মেশিন চালাতে পারবে না।

তাছাড়া স্প্রিং বিভাগে শ্রমিকদের জোড়া মেশিনের বদলে সিঙ্গেল মেশিনে কাজ করাতে হবে। সাংসদের দাবি, উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা যেতে পারে।তবে তেল-পানি ও পাট ভালো না হলে মিল ঠিকমতো চলবে না। উক্ত সভায় এদিন হাজির ছিলেন আঙলো ইন্ডিয়া জুট মিলের জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক অশোক কুমার সিং, বর্ষীয়ান শ্রমিক নেতা ওঙ্কর নাথ সাউ, অজয় রায়, সুরজ কুমার সিং, মহম্মদ সুলতান, বিনয় মন্ডল, রাজু শ্রীবাস্তব প্রমুখ।

গণধর্ষণ মামলা নিয়ে মুখ খুললেন শশী পাঁজা

আইআইটি-বিএইচইউ গণধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিষয়ে এবার তৃণমূল মন্ত্রী শশী পাঁজা নিজের মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "এই তিনজনের বিরুদ্ধে ধর্ষণের ক্রস অভিযোগ ছিল যারা সকলেই বিজেপি আইটি সেলের কর্মী। এই বিষয়ে বিজেপি কি করছে এবং গ্রেফতারে এত বিলম্ব কেনও?"

পাশাপাশি তিনি আরও বলেন," বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য কেনও কিছু বলছেন না এবং কোনও পদক্ষেপ নিচ্ছেন না? কেনও তিনি ট্যুইট করে এই ঘটনার নিন্দা করছেন না? তারা সবাই তাই চুপ করে গেছে। যখন অন্য রাজনৈতিক দলের নেতাদের কথা আসে যারা বিজেপির বিরুদ্ধে, অমিত মালব্য তাদের বিরুদ্ধে ট্যুইট করতে দ্রুত। ডাবল ইঞ্জিন সরকারের কি হয়েছে? এনসিডব্লিউ চেয়ারপার্সন বিএইচইউ পৌঁছায়নি? আমরা অমিত মালভিয়া এবং বিজেপি সরকারের কাছে উত্তর ও প্রতিক্রিয়া চাই"।

ট্রাক ও লরি চালকদের বিক্ষোভে স্তব্ধ খিদিরপুর

হুগলীর ডানকুনি, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পর এবার কেন্দ্রীয় পরিবহণ নীতির বিরোধিতায় কলকাতাতেও ট্রাক ও লরি চালকদের বিক্ষোভ। সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে খিদিরপুর ও বন্দর এলাকার একাধিক রাস্তা অবরুদ্ধ। সকাল ৯টা থেকেই শুরু হয়েছে সেই অবরোধ, চলছে এখনও।

খিদিরপুরে সিজিআর রোড ও ডুমায়ুন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে রাস্তা অবরোধ করেন ট্রাক ও লরি চালকরা। পরে বন্দর এলাকার রামনগর মোড়, অ্যাসবেস্টস মোড়, হাইড রোড, সিক লেনেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে ধর্মতলা বা হেস্টিংসের দিক থেকে আসা গাড়িগুলিকে খিদিরপুর ও ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থল থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, গার্ডেনরিচের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘোরানো হচ্ছে ব্রেস ব্রিজ দিয়ে। তবে জনজীবনে ইতিমধ্যেই বিরাট প্রভাব ফেলেছে ট্রাক চালকদের এই বিক্ষোভ।

আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে মঙ্গলবার দিন মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন দমকল মন্ত্রী

এসবি নিউজ ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার আসন্ন গঙ্গাসাগর মেলার আগে মেলার অগ্রগতি খতিয়ে দেখতে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু।তার সঙ্গে উপস্থিত আছেন প্রশাসনের একাধিক অধিকর্তারা। এদিন তিনি গঙ্গাসাগরের মেলা উপলক্ষ্যে যে অস্থায়ী ঘাট গুলো তৈরি হয়েছে ,তা তিনি খতিয়ে দেখেন। এর পাশাপাশি কপিলমুনির মন্দির চত্তর ও মেলা মাঠ পরিদর্শন করেন।।

*অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কথা জানাতে ঘরে ঘরে অক্ষত আমন্ত্রণ*

কলকাতা : গত সোমবার ১ জানুয়ারি থেকে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কথা জানাতে ঘরে ঘরে অক্ষত আমন্ত্রণ অর্থাৎ অযোধ্যার ভগবান রামের পূজা করা অক্ষত চাল দিয়ে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বিষয়ে জানানো হবে।

মঙ্গলবার ২ জানুয়ারি সকালে পানিহাটি বিধানসভায় অন্তর্গত উশুমপুরে অঞ্চলে বেশ কিছু অযোধ্যার রাম মন্দিরের স্বেচ্ছাসেবক রামলালার 'পূজিত অক্ষত', রামের ছবি এবং লিফলেট নিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়ে আগামী ২২ জানুয়ারি ২০২৪ সালে অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রান প্রতিষ্ঠিত হবে সেই সূচনা দেওয়া হয়।সেই সঙ্গে জানানো হয়, ওই দিনটিতে নিজেদের এলাকায় ভগবান রামের পুজো এবং যজ্ঞ করতে।

এছাড়াও প্রত্যেক ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালাতে। এখন পর্যন্ত সব থেকে বড় এই সম্পর্ক অভিযানের মাধ্যমে রাজ্যে প্রায় প্রত্যেকটি গ্রাম ও শহরে জনসংযোগ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।মানুষকে দেওয়ার জন্য একটি বিশেষ 'লিফলেট' ছাপানো হয়েছে। যাতে আবেদন করা হয়েছে যে, মানুষ যেন অযোধ্যায় আসেন।

চিৎপুরে যুবকের রহস্য মৃত্যু

চিৎপুরে যুবকের রহস্য মৃত্যুতে খুনের অভিযোগ নিয়ে এলেন পরিবারের সদস্যরা। ওই যুবক বাইক থেকে পড়ে গিয়ে মারা যান। যুবকের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়েছে।

এই বিষয়ে মৃত যুবকের পরিবার থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ইতিমধ্যে যুবকের ছয় বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পরেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব।

সভায় যোগ দেওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা

কলকাতা: আগামী ৭ জানুয়ারি মেদিনীপুরের নেতাই এর নৃশংস গণহত্যায় শহীদ দিবস উপলক্ষ্যে শুভেন্দু অধিকারী সেখানে যাবেন সভা করতে ও স্মরন অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু এবছর ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হাইকোর্টের নির্দেশ সত্বেও পুলিশ হেনস্থা করা হতে পারে বিরোধী দলনেতা কে। তাই এবার আদালতের থেকে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশ চেয়ে আদালতে আবেদন শুভেন্দুর। ৪ জানুয়ারি শুনানির আশ্বাস বিচারপতি জয় সেনগুপ্তর।

বারাণসির ধাঁচে এবার কংসাবতী নদী বক্ষে হবে গঙ্গারতি

মেদিনীপুর শহরে নতুন আকর্ষণের সূচনা হতে চলেছে পৌষ সংক্রান্তিতে। তারই ঘোষণা পৌরসভার পৌরপ্রধানের। বারাণসির ধাঁচে এবার কংসাবতী নদী বক্ষে হবে গঙ্গারতি। এমনটাই উদ্যোগ মেদিনীপুর পৌরসভার। তার সূচনা হচ্ছে পৌষ সংক্রান্তিতে। মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদী তীরবর্তী গান্ধীঘাটকে সাজানো হয়েছে। তার সৌন্দর্যায়ন উপভোগ করতে প্রতিদিন বহু মানুষ সেখানে হাজির হন। আর সেই গান্ধীঘাট এলাকার কংসাবতী নদী বক্ষে নতুন সংযোজন গঙ্গারতি। প্রতি পূর্ণিমা তিথিতে এই গঙ্গারতি হবে। পাশাপাশি প্রতিষ্ঠা করা হবে রাম, সীতা এবং মহাবীরের মন্দির। প্রতিষ্ঠা হবে ওই পৌষ সংক্রান্তিতে।

মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বলেন, "মুখ্যমন্ত্রী বলেছেন নদী বক্ষে গঙ্গারতি করার জন্য। যে কারণেই আমরা কংসাবতী নদীতে প্রতি পূর্ণিমা তিথিতে গঙ্গারতি করব। গান্ধীঘাট মানুষের কাছে ব্যাপক আকর্ষণীয়। তার আকর্ষণ আরও বৃদ্ধি পাবে গঙ্গারতি এবং রাম সীতা ও মহাবীরের মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে।"

তিনি আরও বলেন, "মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এখানে দুবার এসেছিলেন। তিনিও প্রশংসা করে গেছেন মেদিনীপুর পৌরসভার এই কাজের। মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য করেছিলেন বলেই এই কাজটা করতে পেরেছি।"

সাইকেল চোরকে ধরে বেঁধে রেখে মারধর

উত্তর ২৪ পরগনা: বসিরহাট হাসনাবাদের তোকিপুর এলাকার ঘটনা। গতকাল হাসনাবাদ থানার তকিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে একটি সাইকেল চুরি যায়। পাশেই একটি বাড়িতে লাগানো cctv ক্যামেরার ফুটেজ দেখে এলাকার মানুষ সাইকেল চোরদের সন্ধানে বেরোয়।এবং ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে একটি বাজারে তাদের দেখতে পায় এবং সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসে। এরপর তোকিপুর বাজারে এসে তাদেরকে বেঁধে মারধর করে এবং গায়ে জল ঢেলে দেয় উত্তেজিত গ্রামবাসীরা।ধৃতরা স্বীকার করেছে যে তারা সাইকেলটা চুরি করেছে ।

এলাকার মানুষের দাবি এর আগেও বহু জিনিস চুরি হয়েছে এলাকা থেকে, সব ঘটনাগুলোই এরা ঘটিয়েছে বলে দাবি এলাকার মানুষের ।

ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ এবং তাদেরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং গ্রেপ্তার করে ।