রেললাইনের পাশের ডোবা থেকে উদ্ধার সদ্যজাতর মৃতদেহ
![]()
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার শ্রীনগর নগেন্দ্র স্মৃতি সংঘের পাশের ডোবা থেকে উদ্ধার এক সদ্যোজাত শিশুর দেহ। স্থানীয়রাই এদিন লক্ষ্য করেন পাশের ডোবাতে ভেসে উঠেছে একটি সদ্যাতন মৃতদেহ ।তড়িঘড়ি স্থানীয়রা হাবরা থানায় খবর দেন পুলিশ গিয়ে উদ্ধার করে ওই মৃত শিশুটিকে।
এদিন সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ স্থানীয় রায় প্রথম দেখেন ওই ডোবার মধ্যে কি যেন একটি ভেসে রয়েছে পরে সকলে মিলে ভালোভাবে দেখলে দেখা যায় একটি শোধরাতর মৃতদেহ ভাসছে তড়িঘড়ি হাবরা থানায় খবর দেয়া হয়।
পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাবরা হাসপাতালে পাঠায়। যদিও কারারা এই বাচ্চাটিকে ফেলে গিয়েছে তা কেউই বলতে পারেনা স্থানীয়রা। তবে এই বাচ্চার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।













আজ ১৪ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।
Dec 14 2023, 16:53
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.0k