/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *Children’s day-out at Eden* West Bengal Bangla
*Children’s day-out at Eden*

Sports News 

 

 

 Khabar kolkata: Over 500 children today got a chance to watch the Pakistan Bangladesh match of the World Cup 2023 at Eden Gardens. 

Under the initiative of CAB President Snehasish Ganguly over 250 kids of Bharat Sevashram Sangh and 60 odd kids of Govt Run Shelter Homes by The Child Rights Commission of West Bengal came to witness today's match. 

Besides this children from the various coaching centres affiliated to CAB also came in to witness the match. The kids enjoyed the match and cheered every boundary scored and wicket taken. 

It was a wonder children’s day out at Eden , kolkata.

 Pic Courtesy by: CAB

*Special Medalllion for CAB President*

Sports News 

 Khabar kolkata: A special medallion box was presented today to CAB President Snehasish Ganguly by Shrachi’s Rahul Todi that consisted of 15 medallions of the 15 players of the 1983 World Cup winning team. 

The box is a strictly limited release, Commemorative Medallion Collection and consists of images of the World Cup winning team including the manager in beautifully presented 55mm medallions in 14K Gold. 

Only 1983 pieces of this exclusive medallion collection have been made keeping in mind the year 1983. 

CAB President said this would be displayed prominently in the Club House of Eden Gardens.

 Pic Courtesy by:CAB

*অ্যাপলের 'রাষ্ট্র-স্পন্সরড অ্যাটাক' বার্তা নিয়ে সরব অশ্বিনী বৈষ্ণব*


বিরোধী শিবিরের তরফে ওঠা অ্যাপলের 'রাষ্ট্র-স্পন্সরড অ্যাটাক' বার্তায় এবার মুখ খুললেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন,"সরকার এই সমস্যাটি নিয়ে উদ্বিগ্ন এবং সরকার এর গভীরে যাবে। কিছু বাধ্যতামূলক সমালোচক রয়েছে দেশে।

কিছু লোকেরা দেশের উন্নয়ন দেখতে পায় না কারণ তাদের পরিবার যখন ক্ষমতায় ছিল তখন তারা শুধু নিজেদের কথাই ভেবেছিল। অ্যাপল ১৫০টি দেশে এই পরামর্শ জারি করেছে।অ্যাপলের পাঠানো মেল থেকে বোঝা যায় যে তাদের কাছে কোনও স্পষ্ট তথ্য নেই, তারা সতর্কতা পাঠিয়েছে। একটি অনুমানের ভিত্তিতে। এটি অস্পষ্ট। অ্যাপল একটি স্পষ্টীকরণ প্রকাশ করেছে যে বাধ্যতামূলক সমালোচকদের অভিযোগ সত্য নয়। এই ধরনের পরামর্শ ১৫০ টি দেশের মানুষের কাছে পাঠানো হয়েছে। যারা দেশের উন্নয়ন দেখতে পাচ্ছে না তারা ধ্বংসাত্মক রাজনীতি করছে।"

*Khabar kolkata*: Today Match at Eden Garden Pakistan between Bangladesh.

Sports News

ODI World Cup,2023

Pakistan legendary bowler Waqar Younis ringing the Eden Bell ahead of the Bangladesh vs Pakistan match. Also present were CAB President Snehashish Ganguly, Vice President Amalendu Biswas, Hony Secretary Naresh Ojha and Hony Joint Secretary Debrabrata Das.

Pic Courtesy by:CAB

নেতাদের ফোন হ্যাকিং নিয়ে সরব তৃণমূল

নির্বাচনের আগেই বিরোধী নেতাদের ফোন হচ্ছে হ্যাক। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এবার তা নিয়ে সরব হল তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে,' বিরোধী নেতাদের উপর বেআইনি নজরদারির জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে আমরা তীব্র নিন্দা জানাই।

এটি সেই ভারত নয় যা আমরা জানি, কারণ কেন্দ্রীয় সরকার আইন, সংবিধান এবং বিচার বিভাগকে উপেক্ষা করে বলে মনে হচ্ছে। । যেন আমরা একটি অঘোষিত জরুরি অবস্থার সম্মুখীন হচ্ছি। যা বিস্ময়কর এবং দুর্ভাগ্যজনক।' শুধু তৃণমূলই নয় ফোন হ্যাকিং নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী শিবিরের নেতারা।

*মোদীর প্রাণ লুকিয়ে রয়েছে আদানির তোতা পাখির মধ্যেঃ রাহুল*

আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯ তম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণা করলেন রাহুল গান্ধী। রাহুল বলেন, আমার শক্তি, আমার ঠাকুমা। তার কাছ থেকে শিখেছি দেশের জন্য আত্মত্যাগ করতে। পাশাপাশি রাহুল গান্ধী আক্রমণ করলেন বিরোধী শিবিরকেও। তিনি বলেন, 'আদানি নামক তোতা পাখির মধ্যে রয়েছে মোদীর প্রাণ'।

রাহুল আজ আরও বলেন, 'আগে ভাবতাম ১ নম্বরে আছেন প্রধানমন্ত্রী মোদী, ২ নম্বর আদানি এবং ৩ নম্বরে অমিত শাহ। কিন্তু আমার ভুল হয়েছিল। ১ নম্বরে আছেন আদানি, ২ নম্বরে মোদী এবং ৩ নম্বর অমিত শাহ। আমরা ভারতের রাজনীতি বুঝতে পেরেছি।' শুধু তাই নয় ফোন হ্যাকিংয়ের চেষ্টা আসলে বিরোধীদের বিপথু করার কৌশল বলেও দাবি করেন রাহুল। এপ্রসঙ্গে কংগ্রেস সাংসদ জানান, ‘‘ দেশের রাজনীতির গোপন সত্য বুঝতে পেরেছে বিরোধীরা। রাজার তোতাকে ছোঁয়া হয়েছে। আর তার জন্যই এই হ্যাকিং, আড়ি পাতা আর ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা।’’

এরই মধ্যে আজ একাধিক বিরোধী সাংসদ ও নেতা অভিযোগ করলেন, তাঁদের আইফোন হ্যাক করতে পারে সরকারের মদতপ্রাপ্ত হ্যাকাররা। অ্যাপলের তরফ থেকে নাকি এমনই অ্যালার্ট পাঠানো হয়েছে শশী থারুর, মহুয়া মৈত্রদের। শশী থারুর, মহুয়া মৈত্র, পবন খেরা এই 'অ্যালার্ট'-এর স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মহুয়া মৈত্র তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'অ্যাপলের থেকে একটি ইমেল এবং মেসেজ পেলাম যে সরকার আমার ফোন ও ইমেল হ্যাক করতে চাইছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত একটু সুস্থ জীবনযাপন করা। আদানি এবং প্রধানমন্ত্রীর দফতরে কর্মরত আধিকারিকদের জন্য আমার খারাপই লাগে।' এদিকে এই হুমকি থেকে বাঁচতে আইফোনের সর্বশেষ সফটওয়্যারে আপডেট করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে শশী, মহুয়াদের।

*আজকের রাশিফল ৩১শে অক্টোবর (মঙ্গলবার)*


 

 

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Tuesday, October 31, 2023)

নিজে থেকে ওষুধগ্রহণ করা ওষুধ নির্ভরতার সৃষ্টি করতে পারে। যে কোন ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন-অন্যথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল। কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে- সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন। আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো। কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রি়য়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। অপরিচিত লোকেদের সাথে কথাবাত্রা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না। কর্মক্ষেত্রে জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়।

প্রতিকার :- অপিনার বেশ ভুষায় সবুজ রঙের প্রাধান্য থাকা উচিত, এটি আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

বৃষভ রাশিফল (Tuesday, October 31, 2023)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনি যদি কোনও ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন, এবং তিনি তা এড়াচ্ছিলেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রি়য়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আজকে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন। আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদূতোপম দিকটি দেখাবে।

প্রতিকার :- প্রেম জীবন মধুর করতে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবার আগে চিনি খেয়ে যান।

মিথুন রাশিফল (Tuesday, October 31, 2023)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন। উদ্যম হারাবেন না- ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য্য। মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরী নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবেন।

প্রতিকার :- ১০ বছরের কম বয়সী কন্যাদের বিভিন্ন উপহার দিন, তাদের ভালোবাসা ও আদর দিন, এর ফলে প্রেমের জীবনে সন্তুষ্টি পাবেন।

কর্কট রাশিফল (Tuesday, October 31, 2023)

অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকষহীন করে তুলতে পারে। এগুলির হাত থেকে মুক্তি পাওয়ায় ভালো অন্যথায় সেগুলি শুধু আপনার সমস্যাকেই তীব্রতর করবে। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন। তাঁদেরকে বুঝতে দিন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। আপনার ভালো সময় তাঁদের সাথে কাটান। অভিযোগ করার কোন সুযোগ দেবেন না। আপনার অংশীদার আপনার সম্পর্কে ভাল চিন্তা করে, এজন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায়। ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভাল। যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরী কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন। সময়ের থেকে বড়ো কিছু নেই । এইজন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবন কে নমনীয় করার দরকারও পরে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয়। যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমনে যান, আপনাদের সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে।

প্রতিকার :- রাত্রে এক বাটি ভর্তি দুধ, জল এবং চিনি মিশিয়ে পাশে রাখুন সারা রাত। পরদিন সকালে ঘরের সামনের গাছের শিকড়ে ঢালুন। এটি ব্যবসা বা কর্মজীবনের জন্য লাভজনক।

সিংহ রাশিফল (Tuesday, October 31, 2023)

আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত। বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। উত্সর্গীকৃত পেশাদারদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। কোনো কারণ বশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুড়তে চলে যাবেন। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন।

প্রতিকার :- বিভিন্ন আটার সংমিশ্রনে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

কন্যা রাশিফল (Tuesday, October 31, 2023)

আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিং-এর সময় অতিরিক্ত যত্ন নিতে হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। একটি কঠিন পর্যায়ের পর, দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছু সঙ্গে আপনাকে অবাক করবে। যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না। একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে, যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে।

প্রতিকার :- মদ খাওয়া মঙ্গলের ওপর কুপ্রভাব ফেলে তাই মদ খাওয়া এড়িয়ে চলুন এবং সংসারে খুশি বাড়ান।

তুলা রাশিফল (Tuesday, October 31, 2023)

কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশিই বয়স্ক- কিন্তু একদমই সত্যি নয়-আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন। আপনি যদি কোনও ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন, এবং তিনি তা এড়াচ্ছিলেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন। পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে। কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর। যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে বার্থ করে দিবেন। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।

প্রতিকার :- দুধ ও চাল দিয়ে সোনা বা রুপোর দ্রব্য কে ধুয়ে তা মাটির নিচে পুঁতে দিন ও সেই দুধ ও চাল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন, এভাবে আপনি ভালো স্বাস্থ লাভ করবেন।

বৃশ্চিক রাশিফল (Tuesday, October 31, 2023)

আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন অত্যন্ত আমোদজনক এবং আনন্দময় হবে। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন- যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে।

প্রতিকার :- ভবন ভৈরব কে প্রসাদ দিলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে।

ধনু রাশিফল (Tuesday, October 31, 2023)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনার রোমান্টিক সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হবে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। সময়ের চাকা খুব দ্রুত চলে সেইজন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যাবহার করতে শিখে নিন। আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশী নিবিষ্ট থাকবেন, যা আপনাকে সত্যিই খুব হতাশ বোধ করাবে।

প্রতিকার :- প্রেম জীবনে সম্পূর্ণতার জন্য কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না। একই সাথে আপনাদের দুজনের নিরামিষ খাবার খাওয়া উচিত, এর ফলে আপনাদের জীবনে প্রেম বহুগুনে বৃদ্ধি পাবে।

মকর রাশিফল (Tuesday, October 31, 2023)

আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন। বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর। আপনার লেক অঞ্চলে কোন সুন্দরতম খাদ দেখতে পাওয়া সম্ভাবনা রয়েছে। বসের নজরে পড়ার আগে হাতের কাজ শেষ করুন। আজকে আপনার কথা সঠিক ভাবে বোঝার চেষ্টা করা উচিত নাহলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন।

প্রতিকার :- কোনো শুভ কাজ শুরুর পূর্বে কপালে কেশর বা হলুদের প্রলেপ লাগান, এর ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন।

কুম্ভ রাশিফল (Tuesday, October 31, 2023)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে। তারা আপনার খেয়াল এবং কল্পনা অনুসারে কাজ করবে এরকম প্রত্যাশা করবেন না, পরিবর্তে উদ্যোগটি আয়ত্ত করার জন্য আপনার শৈলী পরিবর্তনের চেষ্টা করুন। সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে-আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে। আপনি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাভ অর্জন করবেন। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন।

প্রতিকার :- ইতিবাচক এবং শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশের জন্য পিতার কথা মান্য করুন।

মীন রাশিফল (Tuesday, October 31, 2023)

আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে। আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন। স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন। নিজেকে এক প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে। বরফের মতো আশংকা করবেন না কারণ দুঃখগুলো আজই গলে যাবে। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে, আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন।

প্রতিকার :- ঘরে গঙ্গাজলের কোন না কোন ভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে।

*বিকেল হলেই কী যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ৩১শে অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বিকেল ৫টা নাগাদ ধর্মতলা লেনিন মূর্তির পাদদেশ থেকে কলেজ স্কোয়ার অবধি একটি মিছিল আছে। যেখানে ৮০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আজ ইডেন গার্ডেনে বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা থাকায় পর্যাপ্ত ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*শহরে শীতের আমেজ ,জেনে নিন আজকের আবহাওয়া*


শীতের আগমনী। ঠান্ডা বাতাস। বর্তমানে বঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। গুটিগুটি পায়ে এগিয়ে আসছে শীত-শীত আমেজ। গতকালের মত আজও রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ। কোথাও কোথাও আবার উঁকি দিচ্ছে রোদ। অক্টোবরের শেষে মেঘ-রোদের খেলা চললেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গ সহ শহর কলকাতাতেও তাপমাত্রা কিছুটা নামবে। উত্তরেও একই অবস্থা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত দু-তিন দিন কলকাতা সহ দুই বঙ্গেরই তাপমাত্রা কিছুটা কম থাকবে।

বুধবার পর্যন্ত রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে অনেকটাই শীত অনুভূত হচ্ছে রাতের দিকে। যদিও পাকাপাকিভাবে বাংলায় কবে শীত রাজ্যে ঢুকবে, তা নিয়ে এখনও কোনো রকম পূর্বাভাস দেওয়া হয়নি। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৬ ডিগ্রী সেলসিয়াস।

সিকিমে কাজে যাওয়া শ্রমিকরা বাড়ি ফেরায় খুশী পরিবার

এসবি নিউজ ব্যুরো: পরিবার ভেবেছিলেন মৃত। কিন্তু অবশেষে বাড়ি ফিরে এলো সিকিমে কাজ করতে যাওয়া দক্ষিণ দিনাজপুরের পশ্চিম কৃষ্ণপুর গ্রামের শ্রমিকরা। হাসি ফুটলো পরিবারের মুখে। সিকিম বিপর্যয়ের পর থেকে পরিবারের সদস্যরা তাদের সাথে যোগাযোগ করতে না পারায়, পরিবারের পক্ষ থেকে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরীও করা হয়েছিল। নিখোঁজদের মধ্যে ৫ জন বালুরঘাট ব্লকের বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কৃষ্ণপুরের বাসিন্দা ও একজন পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ছিলেন। সিকিম বিপর্যয়ের পর থেকেই উৎকন্ঠায় ছিল পরিবারের সদস্যরা। অবশেষে বাড়ি ফিরে আসায় উৎকণ্ঠার অবসান। আজ ওই পরিবারগুলির সঙ্গে দেখা করতে আসেন তপন বিধানসভার বিজেপি বিধায়ক বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরুপ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফিরে আসা শ্রমিকরা জানান, সিকিমে ভারত চীন সীমান্তে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন নি। গত শুক্রবার সীমান্ত এলাকা থেকে নীচে নেমে আসার পর ফোনে যোগাযোগ করতে পারেন।এদিকে, সিকিম বিপর্যয়ের পর থেকেই যোগাযোগ না হওয়ায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় ছিলেন। এদিন শ্রমিকরা ফিরে আসায় হাসি ফুটেছে সদস্যদের মুখে।