/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz নির্বাচনের শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদ West Bengal Bangla
নির্বাচনের শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদ


পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকা।অনেক জায়গা থেকেই বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠে আসছে শাসক এবং বিরোধী দু’পক্ষের বিরুদ্ধেই।শনিবার সকালে রেজিনগর থানার নাজিরপুরে মৃত্যু হয়েছে ইয়াসিন শেখ নামে এক শাসকদলের কর্মীর।

অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া বোমের আঘাতে মৃত্যু হয়েছে ইয়াসিনের। ভোটের সকালে মুর্শিদাবাদের খড়গ্রামেও একটি ফাঁকা জমি থেকে তৃণমূল কর্মী সাবিরুদ্দিন শেখের দেহ উদ্ধার হয়।অভিযোগ উঠে এসেছে শাসক এবং বিরোধী সংঘর্ষের।

শ্যামনগর বাসুদেবপুরে রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ বাম-গেরুয়া কর্মীরা


উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর ব্লক-১ অধীনস্থ শ্যামনগর বাসুদেবপুর মোড়ে ভোটের দিন সকালেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের গাড়ি আটকে বিক্ষোভ দেখালো সিপিএম ও গেরুয়া কর্মীরা। দীর্ঘ ২৫ মিনিট তারা ঘেরাও করে শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, অধিকাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী নেই।

বুথ এজেন্টদের মেরে বার করে দিচ্ছে। সিভিক পুলিশ দিয়ে ভোট করানো হচ্ছে। এককথায় ভোটের নামে প্রহসন হচ্ছে। বিজেপির জেলা পরিষদের প্রার্থী মৌসুমী রায় বলেন, রাজ্যপাল একটি হেল্প লাইন নাম্বার দিয়েছেন এবং রাজভবনের শান্তি রুমে অভিযোগ জানাতে বলেছেন।

*লাইনে দাঁড়ানো তৃণমূল-সিপিআইএম সমর্থকদের মধ্যে মারধোর ঘটনা ঘটলো সোনামুখীর ধুলাই গ্রামে*


ভোটের লাইনে দাঁড়ানো তৃণমূল-সিপিআইএম সমর্থকদের মধ্যে মারধোরের ঘটনা ঘটলো সোনামুখীর ধুলাই গ্রাম পঞ্চায়েতের আমশোল বুথে। এই ঘটনায় আহত বেশ কয়েক জন। দুই দলের তরফে অভিযোগ করা হয়েছে, লাঠি সোটা নিয়ে তাদের উপর আক্রমণ করা হয়েছে।

সোনামুখী গ্রামীণ চিকিৎসাধীন আহত এক তৃণমূল সমর্থকের দাবি, তারা যখন ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন তখন সিপিআইএম কর্মীরা আক্রমণ করে। অন্যদিকে আহত এক সিপিআইএম কর্মীর দাবি তৃণমূল তাদের মারধোর করেছে।

*নির্দিষ্ট সময়সূচী মেনে বাঁকুড়ায় শুরু ভোট গ্রহণ*


নির্দিষ্ট সময়সূচী মেনে সকাল ৭ টাতেই ভোট গ্রহণ শুরু বাঁকুড়ায়। বাঁকুড়া-২ ব্লকের ৭৫ নম্বর কদমাঘাটি বুথে সকাল থেকেই ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছেন। একজন বন্দুকধারী পুলিশ ও একজন সিভিক ভল্যান্টিয়ার বাইরে নিরাপত্তার দায়িত্বে আছেন। কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই।

*ভোট প্রক্রিয়া শুরুর আগেই উত্তেজনা নদীয়ার কল্যাণী ব্লকে*


ভোট প্রক্রিয়া শুরুর আগেই উত্তেজনা নদীয়ার কল্যাণী ব্লকের ঘোড়াগাছা ৬৫ ও ৬৬ নম্বর বুথে , বিজেপি প্রার্থী সহকর্মীরা বুথের ২০০ মিটার আগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের দাবি গতকালকে তৃণমূলের প্রার্থীসহ তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীর বাড়িতে বোমা মারে গ্রেফতার করতে হবে না হলে কাউকে ঢুকতে দেয়া যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা তৃণমূল প্রার্থীকে ও ঢুকতে বাধা।

*ভোট শুরুর আগেই হুগলী চলল গুলি*


ভোট শুরুর আগেই চলল গুলি, ঘটনা হুগলীর আরামবাগের আারান্ডী ১ এর সাতমাসা ২৭৩ নম্বর বুথে। ওই বুথে নির্দল প্রার্থী জাহানারা বেগমের হয়ে এজেন্ট বসাতে গিয়েছিলেন তার সমর্থক রা। সেই সময় ই শুরু হয় গন্ডোগোল। এজেন্টকে গুলি করার অভিযোগ শাসকদের বিরুদ্ধে।

কায়মুদ্দিন মল্লিক নামে এক যুবকের পায়ে গুলি লাগে।একই সাথে ঘটনাস্থলে শুরু হয়ে যায় ব্যাপক গন্ডোগোল। গুলিবিদ্ধ ওই যুবককে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আাসা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। এলাকায় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

*সোনামুখীর ধুলাই গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে বহিরাগতদের দিয়ে হামলা চালাচ্ছে তৃণমূল*


সোনামুখীর ধুলাই গ্রাম পঞ্চায়েত এলাকার ৪১ নম্বর বুথে আমশোল গ্রামে বহিরাগতদের এনে 'তাণ্ডব' চালানোর অভাযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোনামুখীর বিজেপি বিধায়ক দীবাকর ঘরামির অভিযোগ, বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছেনা। মারধোর করা হচ্ছে, ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

*প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই ৪ জেলা, জেনে নিন আজকের আবহাওয়া*


একদিকে পঞ্চায়েত নির্বাচন তারমধ্যে সময়ে সময়ে যেন নিজের রূপ পরিবর্তন করছে দক্ষিণবঙ্গের আবহাওয়া । কখনও গরম, কখনও রোদ, কখনও হাওয়া আবার কখনও বা বৃষ্টি। বেশ কয়েকদিন আগেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। তবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি শুরু হলেও আশাহত করছে দক্ষিণবঙ্গ। দুদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও গরম কমার কোনও সম্ভাবনা নেই। প্যাচপ্যাচে গরমে নাকাল মানুষ। তবে আজ সকাল থেকেই কিছুটা বদলেছে আবহাওয়া। ঝমকে ঝমকে নামছে বৃষ্টি।

আগামী কয়েক দিনে ভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, কলকাতা ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ধেয়ে আসছে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ জেলাতেও।

*আজকের রাশিফল ৮ ই জুলাই ( শনিবার)*


মেষ: বিনিয়োগ থেকে লাভ করবেন। সঞ্চয়ের কথা ভাবুন। মানসিকভাবে অস্থির এবং মনে আঘাত অনুভব করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত হতে পারেন। তাড়াহুড়ো করে গাড়ি চালানো এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃষ: সহকর্মীর সহায়তা পাবেন । আপনি ইতিবাচক গ্রহ দ্বারা প্রভাবিত হবেন এবং আপনি কিছু অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। আপনি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কিছু সম্পত্তি পাওয়ার আশা করতে পারেন৷

মিথুন: সাংসারিক জটিলতা মিটে যাবে। অস্বস্তিকর পরিস্থিতিতে কিছু উন্নতির সম্ভাবনা থাকবে, যার কারণে আপনি আপনার কাজে মনোযোগী থাকবেন। পারিবারিক জীবনে সম্প্রীতি ভালো থাকবে।

কর্কট: মানসিক স্থিতিতে সমস্যা আসতে পারে। স্থগিত প্রকল্পগুলি স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে। আপনি কাজের সাথে সম্পর্কিত একটি ব্যবসায়িক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

সিংহ: স্ত্রীর সাহায্যে বিপদ মুক্ত হবেন। পরিবারের সঙ্গে সমস্যা ভাগ করে নিন। আপনি একঘেয়েমি এবং অস্থিরতা অনুভব করতে পারেন। চারপাশের সকলের গুজব এড়াতে চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় এই পরিস্থিতি আপনার লক্ষ্য অর্জনকে প্রভাবিত করবে।

কন্যা: আর্থিক লাভ হতে পারে। আপনি আপনার পেশাগত দক্ষতা উন্নত করতে উচ্চ শিক্ষায় প্রবেশের পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে আপনি একটি নতুন দায়িত্ব পেতে পারেন, যা অদূর ভবিষ্যতে আপনার উপকারে আসবে।

তুলা: সন্তানের জন্য গর্বিত হবেন। আপনার অন্তরের শক্তি ভালো থাকবে, যা আপনাকে খুশি করতে পারে। ভাইবোনের সাথে বিবাদের সমাধান হতে শুরু করবে। আপনি আপনার লক্ষ্যের প্রতি মনোযোগী এবং সতর্ক

বৃশ্চিক: স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। সময়ের আগে আপনার কাজ শেষ করতে প্রস্তুত থাকবেন, যা আপনার আত্মবিশ্বাসকে উন্নত করতে সক্ষম হবে। আপনি আপনার বাড়ি বা কর্মক্ষেত্রের সংস্কারের পরিকল্পনা করতে পারেন, যেখানে আপনার সৃজনশীলতা পরীক্ষা করা হবে।

ধনু: বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। আপনি শুষ্কতায় ভুগবেন, প্রকৃতিতে ধৈর্যের অভাব অনুভব করতে পারেন যা আপনার দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করতে পারে। আপনার প্রকল্প বিলম্বিত হতে পারে।

মকর: আধ্যাত্মিক স্থানে ভ্রমণে যাবেন। নেতিবাচক গ্রহের প্রভাবে থাকবেন। কিছুটা উত্তেজনা এবং দুঃখ অনুভব করবেন। দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করবেন। আপনার অভদ্রতা ব্যক্তিগত জীবন এবং অভ্যন্তরীণ সম্প্রীতির উপর প্রভাব ফেলতে পারে।

কুম্ভ: নতুন প্রকল্প শুরু হতে পারে। ব্যবসায় ভালো কাজের অর্ডার পাওয়ার আশা করতে পারেন। আপনার সহকর্মীদের সাহায্যে আপনি ব্যবসায় কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। কোনও আগন্তুক আপনাকে খুশি করবে।

মীন: কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। মনে সুখ এবং শান্তি অনুভব করতে পারেন। লাভের দিক থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা থাকবে। অনর্থক বিষয়ে অর্থ ব্যয় করলে আপনার সঞ্চয়কে প্রভাবিত হবে।

*‘এয়ারলিফ্‌ট’মাধ্যমে বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী*


রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন । তাই নির্বাচনের আগেই এবার বাহিনী-জট সমাধানে বিশেষ বিমানে লেহ্‌ থেকে ‘এয়ারলিফ্‌ট’করে রাজ্যে আনা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ব্যবস্থা। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে বাকি কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিঠি দেওয়া হয়েছে। 

সেই চিঠিতে জানানো হয়েছে লে থেকে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এয়ার লিফটিং করে এবং ২ ই-প্লাটুন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে। তবে তাদের কলকাতায় নিয়ে আসা হবে না। এয়ার লিফট করে ওই বাহিনীকে পানাগড়ে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই বিভিন্ন জায়গায় মোতায়ন করা হবে। উল্লেখ্য, নির্বাচনের জন্য কেন্দ্রের কাছ থেকে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু প্রথম দফায় ৩০০-এর কিছু বেশি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়। বাকি বাহিনী নিয়ে ধোঁয়াশা অনিশ্চয়তার পর ৩ জুলাই কমিশন জানায় আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানো হবে। বাকি কোম্পানির মধ্যে ১৮৫ কোম্পানি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। বাকি বাহিনী আজ রাতের মধ্যে রাজ্যে আনানোর জন্য যুদ্ধাকালীন তৎপরতায় ব্যবস্থা করা হচ্ছে।