/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png
*উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে রাজ্যপাল*
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রবল বিক্ষোভের মুখে রাজ্যপাল। রাজ্যপালকে ঘিরে গো-ব্যাক স্লোগান। বৈঠকের আগেই তপ্ত বিশ্ববিদ্যালয় চত্বর। এই মূহুর্তে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিক্ষোভ চলছে।
*দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাত! জেনে নিন আজকের আবহাওয়া*
উত্তরের পর ধীরে ধীরে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। গত সপ্তাহের শেষ থেকেই রাজ্য জুড়ে বর্ষার যথেষ্ট দাপট লক্ষ্য করা যাচ্ছে। বিগত বেশ কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। এবার পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঢুকে গেছে বর্ষা। গতকালই সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। আজও সেই ধারা অব্যাহত থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
হাওয়া অফিস তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের পর বুধবারেরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে। উপকূলের জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ। বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আজ শহর কলকাতার একাধিক জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
*আজকের রাশিফল ২ ৮ শে জুন ( বুধবার)*
মেষ: স্ত্রীর ভালোবাসা নতুন করে অনুভব করবেন। সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যাগুলি এখন সমাধান হয়ে যাবে। আইনি বিষয়ে আপনি বিজয়ী অবস্থানে থাকতে পারেন। শত্রু এবং আপনার লুকানো শত্রুদের নিয়ন্ত্রণে থাকবে।
বৃষ: অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। অধৈর্য এবং নিরাপত্তাহীন বোধ করতে পারেন, যা আপনাকে কর্মক্ষেত্রে বা বাড়িতে নতুন কিছু করার চেষ্টা করতে বাধা দিতে পারে। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করুন।
মিথুন: বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়টি ভালো। আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করবেন। আগে করা পরিশ্রমের ফল পাবেন। ভাইবোনদের সাথে চলমান বিবাদ এখন মীমাংসা হয়ে যাবে। যার ফলে পরিবারে খুশির পরিবেশ দেখা যাবে।
কর্কট: দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে মানসিক চাপ থাকবে। আপনার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী বোধ করবেন। ব্যবসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে প্রস্তুত হতে পারেন। পরিবার এবং বন্ধুদের সাথে ভালো সময় উপভোগ করতে পারেন।
সিংহ: অনেক মানুষ আপনাকে প্রেম নিবেদন করতে পারে। যেখানেই প্রতারণার সম্ভাবনা থাকবে, সেখানেই আপনার বুদ্ধিমত্তা কাজ করবে। একটি নতুন প্রকল্প শুরু করার জন্য পরিকল্পনা করবেন। যা ভবিষ্যতে ভালো ফল দিতে পারে।
কন্যা: কোনও খারাপ খবরে মন স্থির রাখুন। আপনার আশেপাশের লোকদের প্রতি আপনার আরও শ্রদ্ধা থাকবে, আপনি আপনার যোগাযোগ দক্ষতার সাহায্যে ব্যবসা থেকে কিছু লাভ পাবেন। ফলে আপনার সঞ্চয় বাড়বে।
তুলা: বিশেষ কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। আপনি আত্মশক্তি অনুভব করবেন। আপনার অভ্যন্তরীণ আত্মা আপনাকে আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আধ্যাত্মিক সমৃদ্ধি উপভোগ করবেন।
বৃশ্চিক: সকালে কোনও সংবাদ পাবেন যাতে সারাদিন চমৎকার কাটবে। সাম্প্রতিক স্বাস্থ্য সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। দুশ্চিন্তা ও অস্থিরতা আপনাকে বিরক্ত করতে পারে। নিদ্রাহীনতায় ভুগতে পারেন, যা দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করবে।
ধনু: আপনার বিবাহিত জীবন আনন্দ এবং সুখে ভরে উঠবে। আপনি ঘুমের অভাবে ভুগবেন, আপনাকে কিছু মানসিক চাপের সম্মুখীন হতে হবে। হতাশা আপনাকে রাগান্বিত এবং অধৈর্য বোধ করতে পারে। অধৈর্যতা ও তাড়াহুড়ার কারণে কিছু ভুল সিদ্ধান্ত নেবেন।
মকর: কর্মক্ষেত্রের বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। আপনার সৃজনশীল দক্ষতা বাড়ি বা কর্মক্ষেত্র সংস্কার করতে ব্যবহার করতে পারেন, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারে। উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করতে পারেন, যা কর্মজীবনকে উন্নত করবে।
কুম্ভ: ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ জীবনসঙ্গীর সাথে ভালো মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। ফলে স্ত্রীর সাথে আপনার বন্ধন উন্নত হবে, যা গার্হস্থ্য জীবনে সম্প্রীতি বাড়াতে পারে। আপনি অন্যান্য ঘরোয়া বিষয়ে ব্যস্ত থাকবেন।
মীন: সন্ধেবেলায় দূরের কোনও আত্মীয়ের বাড়ি যেতে পারেন। কিছুদিন ধরে চলমান খারাপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কাজের প্রতি আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
বিএসএফরা নিরপেক্ষভাবে কাজ করুন, কড়া বার্তা মমতার
কোচবিহারের পর পঞ্চায়েত নির্বাচনের প্রচারের দ্বিতীয় দিনে জলপাইগুড়ির চেকেন্দা ভাণ্ডারী মাঠে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের মত মঙ্গলবারও জনসভা থেকে তৃণমূল নেত্রী বিএসএফকে নিশানা করেন। মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বিএসএফ–কে নিরপেক্ষ হয়ে কাজ করার বার্তা দিলেন তিনি। কোচবিহারের দিনহাটায় গুলিতে তৃণমূলকর্মীর মৃত্যুর ঘটনা নিয়েও মুখ খোলেন মমতা। তিনি বলেন, 'কোচবিহারে বিএসএফের গুলিতে কয়েকজন মারা গিয়েছে। আমি মনে করি না বিএসএফের সবাই খারাপ। তবে আমি তাদের নিরপেক্ষভাবে কাজ করার আবেদন করব। মোদী আজ আছে কাল থাকবে না। কিন্তু বিএসএফকে আজীবন দেশ রক্ষা করতে হবে।
'মঙ্গলবার শুধু বিএসএফকেই নয় প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, ‘মোদী আছে কাল থাকবে না। কিন্তু আপনারা সীমান্ত রক্ষার জন্য থাকবেন। তাই নিরপেক্ষ হয়ে কাজ করুন। আজও শুনলাম বাংলাদেশ থেকে দুষ্কৃতী নিয়ে এসে কোচবিহারে গুলি করে একজনকে মেরে দেওয়া হয়েছে।’ আর প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘আমি যদি আমার দেশকে চিনে থাকি তাহলে কেন্দ্রের বিজেপি সরকার আর মাত্র ছয় মাসের আয়ু। ধুয়েমুছে সাফ হয়ে যাবে। তাই এখন লবি করতে শুরু করেছে।’ উল্লেখ্য, দলের কাজে উত্তরবঙ্গে এলেও বন্যা পরিস্থিতি নিয়ে তিনি গতকাল বৈঠক করেছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কেঁপে উঠলো মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার , জরুরি অবতরণ সেবক এয়ারবেসে
দ্বিতীয় দিনের পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষে জলপাইগুড়ি থেকে ফেরার সময় দুর্যোগের কবলে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাঝপথে আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। অল্প খানিকক্ষণের দূরত্ব অতিক্রম করতে গিয়েও ঝড়বৃষ্টির কারণে আচমকাই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নড়তে শুরু করে। তৎক্ষণাৎ বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট। তাই সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সে দিকেই হেলিকপ্টার নিয়ে যেতে শুরু করে পাইলট। কিছু ক্ষণের মধ্যেই সেবক এয়ারবেস দেখতে পান তিনি। সেখানেই জরুরি অবতরণ করেন। তবে আচমকা হেলিকপ্টারের অবতরণের সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে পাইলটের উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্তের জন্য এদিন বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে । এদিনই বাগডোগরা থেকে বিশেষ বিমানে কলকাতায় ফেরার কথা মমতার। যদিও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মমতা কখন কীভাবে বাগডোগরা পৌঁছবেন, কখন তাঁর বিমান কলকাতার উদ্দেশে উড়বে তাও স্পষ্ট নয়।
*বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ এই ৫ জেলায়, জেনে নিন আজকের আবহাওয়া*
সপ্তাহের দ্বিতীয় দিনে তুমুল ঝড়-বৃষ্টির সতর্কতা কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দিনভর। দুপুর গড়াতেই বৃষ্টির পরিমান আরও বাড়বে।হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভর বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণের একাধিক জেলায় বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর তিনটে অবধি চলবে ঝড়-বৃষ্টির তান্ডব।আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সকল জেলাতেই। সেই সঙ্গে বইতে পারে হাওয়া। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা ও তার আশেপাশের জেলায়। সেই কারণে কড়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস।
*আজকের রাশিফল ২ ৭ শে জুন ( মঙ্গলবার)*
মেষ: কোনও মূল্যবান জিনিস চুরি যেতে পারে। তাই সব দিকে সাবধানী নজর রাখা দরকার। পরিবারের সদস্যদের আচরণে আপনি বিরক্ত হতে পারেন। কিন্তু যথাসম্ভব শান্তি বজায় রেখে সমস্যার সমাধানের চেষ্টা করুন।
বৃষ: ব্যবসা সংক্রান্ত ভ্রমণে যেতে হতে পারে। এর ফলে আপনার যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে নতুন কাজ পেতে সাহায্য করবে। কোনও নতুন কাজ শেখার চেষ্টা করতে পারেন। এটি থেকে পরে উপার্জন হতে পারে।
মিথুন: আপনার ব্যবসা ভালো চলবে। নতুন কাজের অর্ডার পেতে পারেন। কোনও পুরনো সমস্যা মিটে যাবে। এর ফলে আপনি বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। পরিবারের সকলকে গুরুত্ব দিন।
কর্কট: বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। এই ব্যাপারে গুরুজনদের সাথে আলোচনা করা দরকার। কারওকে অন্ধভাবে বিশ্বাস করে ঠকতে পারেন। শিক্ষার্থীরা ভালো ফল করবে।
সিংহ: আপনাকে কোনও পুরানো দিনের ভুলের জন্য অস্বস্তিতে পড়তে হতে পারে। পরিবারের কোনও ঘনিষ্ঠ সদস্য ধার চাইতে পারে। সবদিক বিবেচনা করে তবেই টাকা দিন। পরে টাকা ফেরত নাও পেতে পারেন।
কন্যা: সন্তানদের সাথে সময় কাটান। এতে মন হালকা হবে। সন্তানদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। উপার্জনের নতুন উপায়ের সন্ধান পাবেন।
তুলা: আপনার ব্যক্তিগত জীবনে এমন অনেক পরিস্থিতি দেখা দেবে, যখন আপনি অনুভব করবেন যে আপনার বন্ধুরা অসহযোগী। তবে বাড়ির বড়দের এবং বিশেষ করে আপনার বাবা-মায়ের সমর্থন পাবেন।
বৃশ্চিক: নিজেকে এনার্জেটিক রাখতে পারবেন না এবং এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনার কাছে অর্থ থাকবে, তবে কোনও জিনিস কেনার কারণে এটি আপনার পক্ষে যথেষ্ট হবে না।
ধনু: আপনি কম পরিশ্রম করেও শুভ ফল পেতে সক্ষম হবেন। অনেক শিক্ষার্থীরই কাঙ্ক্ষিত কলেজ বা কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা। এতে মনোবল যেমন বাড়বে আত্মবিশ্বাস আর সাহস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
মকর: আপনার নিয়মিত ফল খাওয়া উচিত। এর পাশাপাশি, সকালে পার্কে হাঁটাও এই সময় আপনার স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারেন। বিনিয়োগের সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি বিবেচনা করুন।
কুম্ভ: জীবনের প্রতিটি সমস্যা অনেকাংশে কাটিয়ে উঠবেন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল পেতে চলেছেন। স্বাস্থ্যের দিক থেকে সময়টি খুব ভালো যাবে। চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
মীন: ছোট বিনিয়োগে অর্থ ব্যয়ের পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটিই আপনাকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং এর ফলে ভবিষ্যত সুরক্ষিত করতে সক্ষম হবেন।
মনোনয়ন পত্র প্রত্যাহার এবং নিরাপত্তা চেয়ে হাইকোর্টে কংগ্রেসের জোড়া মামলা
কলকাতা: উত্তরের মালদার কালিয়াচকে কংগ্রেস প্রার্থী কে নোমিনেশন ফাইল করার পর তাকে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ পঞ্চায়েতের কংগ্রেসের প্রার্থী।
অন্যদিকে,হাওড়ার আমতার দুই জন কংগ্রেস প্রার্থী নোমিনেশন ফাইল করার পর তাদের কে জোর করে নোমিনেশন প্রত্যাহার করানো হয়। এবং প্রত্যাহার করানোর পর একজন এখনও পর্যন্ত নিখোঁজ।
মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত।আগামী কাল বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলার শুনানি।
কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন হচ্ছে? কমিশনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রদফতর
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার রাজ্যের নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্র দফতর। আদালতের নির্দেশে ৮২২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ২২ কোম্পানির পর রাজ্য নির্বাচন কমিশনের আবেদনের ভিত্তিতে আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়েছে কেন্দ্র।
ইতিমধ্যেই সেই বাহিনী আসতে শুরু করেছে রাজ্যে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রুটমার্চ। তবে এখনও বাকি রয়েছে ৪৮৫ কোম্পানি বাহিনী। সেই বকেয়া বাহিনী জন্য রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই চিঠির প্রেক্ষিতেই এবার রাজ্য নির্বাচনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক।
চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যেই মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় ও কী ভাবে ব্যবহার হয়েছে। তা বিস্তারিতভাবে জানাতে হবে স্বরাষ্ট্রদফতরকে । তবে, এই চিঠি নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি নির্বাচন কমিশন। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করান নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে নানা জলঘোলা ।
পঞ্চায়েত নির্বাচনে নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে পর পর ধাক্কা খেয়ে অবশেষে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । তবে, কবে রাজ্যে বকেয়া ৪৮৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসবে তা নিয়ে এখনও পর্যন্ত স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।
Jun 28 2023, 11:01