*২০১৩ থেকে বেশী কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবারের পঞ্চায়েত ভোট করতে হবে নির্দেশ হাইকোর্টের*
২০১৩ থেকে বেশী কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবারের পঞ্চায়েত ভোট করতে হবে নির্দেশ হাইকোর্টের। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর করা আদালত অবমাননার মামলায় বুধবার এই নির্দেশ দেয় প্রধান বিচারপতি টি এস শিভাগ্নানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েনে জন্য কেন্দ্রের কাছে বাহিনী চাইবে রাজ্য কমিশন।
২০১৩ সালে যে পরিমাণ বাহিনী মোতায়েন ছিল তার থেকে কম বাহিনী চাইলে হবে না, বরং তার থেকে বেশি চাইতে হবে, কারণ এখন জেলার সংখ্যা বেশি।প্রধান বিচারপতি মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি।মূল্যায়নের কাজ সততার সাথে এবং নিরপেক্ষ ভাবে কাজ করবে বলে আদালত আশা করে । নির্বাচন কমিশন স্বতন্ত্র ভাবে কেন কোন সিদ্ধান্ত নিচ্ছে না সেটা স্পষ্ট নয়।মূল্যায়নের কাজের দ্বায়িত্ব কমিশনের ওপর ছাড়া হয়েছিল। কিন্তু তারা অযথা বিষয়টি দীর্ঘায়িত করেছে। তাই সব জেলায় বাহিনী দিতে আমরা বাধ্য হয়েছিলাম মন্তব্য প্রধান বিচারপতির। এছাড়াও ডিভিশন বেঞ্চ মনে করে ২২ কোম্পানি পর্যাপ্ত নয় বলেই আমাদের প্রাথমিক মতামত।২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনীর জন্য এই কমিশন সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল, আমরা বুঝতে পারছি না এই নির্বাচনে সেই কমিশনের স্বতন্ত্রতার কি হলো ? রাজ্য কমিশন সক্রিয় নয়। তাই আদালতে নির্দেশ মানতে উৎসাহ দেখাচ্ছে না। আদালতে নির্দেশকে কার্য্যকর না করার সব পদক্ষেপ কমিশন করছে মন্তব্য প্রধান বিচারপতি। যদি নির্বাচন কমিশনার তার দ্বায়িত্ব পালন অপারক হন, তাহলে তিনি পদ ছেড়ে দিন।
মামলার শুনানিতে বিজেপি সওয়াল মাত্র ১৭০০ জন কেন্দ্রীয় জওয়ান চাওয়া হয়েছে ।ইচ্ছাকৃত ভাবে আদালতের সঙ্গে প্রতারণা করছে রাজ্য নির্বাচন কমিশন। আমরা সংবাদপত্রে পড়েছি যে ২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে । মন্তব্য প্রধান বিচারপতির।
বিজেপির সওয়াল ৫ রাজ্যের কাছে যে পুলিশকর্মী চাওয়া হয়েছে তাদের ৬ ই জুলাই থেকে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু কি নির্বাচনের দিনের জন্য নিরাপত্তা দেওয়া কলকাতা হাইকোর্টের উদ্দেশ্যে ছিল ?
আদালতের উদ্দেশ্য ছিল গোটা পর্বের নিরাপত্তা সুনিশ্চিত করা। - মন্তব্য প্রধান বিচারপতির।
অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি মন্তব্য প্রধান বিচারপতির।
এটা ঠিক করা কি আদালতের কাজ যে ১৭০০ জন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার জন্য পর্যাপ্ত হবে ? নাকি ৮০ হাজার হবে ? নাকি ৮ লাখ বাহিনী লাগবে ? - মন্তব্য প্রধান বিচারপতির। আমরা তো কমিশনের ওপরই মূল্যায়নের কাজ ছেড়েছিলাম। - মন্তব্য প্রধান বিচারপতির।প্রাথমিকভাবে এই পরিমাণ বাহিনী অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। - মন্তব্য বিচারপতির।
যারা ৬ ই জুলাই আসবে তাদের এলাকায় পৌঁছাতেই তো জুলাই দুপুর হয়ে যাবে। - মন্তব্য প্রধান বিচারপতির।
মানুষ যদি প্রশাসনের ওপর আস্থা হারায় তাহলে নির্বাচন করে কি লাভ ? - মন্তব্য প্রধান বিচারপতির।
আমাদের কি কমিশনের নিরপেক্ষতার ওপর সন্দেহ করা উচিত ? আপনারা নিরপেক্ষ সংস্থা . আপনারা Dotted Line এর ওপর কেন হাঁটবেন ? - মন্তব্য প্রধান বিচারপতির।
মামলার সময় কমিশনের একজন আধিকারিক আদালতে উপস্থিত থাকতে পারেন না ? তারা এত ব্যস্ত ? আমরা তো দেখেছি CESC মামলার সময়ও তাদের একজন অধিকারী আদালতে উপস্থিত থাকেন। - মন্তব্য প্রধান বিচারপতির।
আমরা মনে করেছিলাম এই আদালত অবমাননার মামলা আজকে প্রত্যাহার হয়ে যাবে। আমাদের ওপর ছেড়ে দিন, আমরা সবটা দেখে নিচ্ছি মন্তব্য প্রধান বিচারপতির।
Jun 22 2023, 07:08