/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *এবার সিউড়িতে উদ্ধার বোমা* West Bengal Bangla
*এবার সিউড়িতে উদ্ধার বোমা*


অনুব্রত মণ্ডলের গড় জুড়ে প্রতিদিনই উদ্ধার হচ্ছে মুড়ি মুড়কির মতো বোমা। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জুড়ে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে তাতে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের বিরুদ্ধে আওয়াজ তুলছে বিরোধীরা।

বুধবার ফের উদ্ধার হল বোমা। সিউড়ির বাঁশঝোড় গ্রামে ঝোপের আড়াল থেকে উদ্ধার করা হয়েছে ১৪টি তাজা বোমা। গত ১৩ মে একই জায়গা থেকে তিনটি প্লাস্টিকের জার ভর্তি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। এই নিয়ে গত সাত দিনে মোট ৫০০টি বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

*ফের চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে রাজ্য*


নিয়োগ দুর্নীতির পাশাপাশি মামলা চলছে পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও। পুর নিয়োগ দুর্নীতিতে এবার হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের পাল্টা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার পর বিচারপতি অমৃতা সিনহাও পুর নিয়োগ দুর্নীতি মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তা চ্যালেঞ্জ করে প্রথমে ভিডিশন বেঞ্চে যায় রাজ্য।

এদিকে ২২ মে বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে। তদন্তে স্থগিতাদেশ দিতেও অস্বীকার করে। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্যে। সুপ্রিম কোর্টের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে রাজ্যের দায়ের করা স্পেশাল লিভ পিটিশনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

*তীব্র দাবদাহের মাঝে দেখা মিলবে ভারী বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


গরমের প্রচন্ড দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে ফের চলবে বিধ্বংসী ঝড়ের তান্ডব। কালবৈশাখী নিয়ে কড়া সতর্কতা জারি করল হাওয়া অফিস৷ আবহাওয়া দফতর সূত্রে খবর,বুধবার বিকেল ৫ টার মধ্যে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ধেয়ে আসতে চলেছে৷ সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রুয়েছে। ঝড়বৃষ্টির কারণে এই সব জেলায় তাপমাত্রার পারদ সামান্য কিছুটা কমার সম্ভাবনা রয়েছে৷ আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

*আজকের রাশিফল ৩১ শে মে ( বুধবার) *

মেষ: পারিবারিক বিষয়ে ব্যস্ত থাকবেন। স্ত্রীর সাথে কিছু দারুণ মুহূর্ত উপভোগ করবেন, যা আপনার বাড়ির ঐক্যকে বাড়িয়ে তুলবে। আপনি যে কোনও বিরোধ বা মামলায় সফল হওয়ার অবস্থানে থাকবেন। নিজের কাজে মনোযোগ দিতে পারবেন।

বৃষ: পদোন্নতির সম্ভাবনা আছে। কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আপনার ঝোঁক আধ্যাত্মিকতার দিকে থাকবে, যা আপনাকে অভ্যন্তরীণ শক্তি দিতে সক্ষম হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ পেতে উর্ধ্বতনদের সাথে দেখা করার করতে পারেন।

মিথুন: আয়ের উৎস হ্রাস পেতে পারে। রিয়েল এস্টেটে ব্যবসা বা বিনিয়োগ বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আটকে থাকা টাকা ফেরত দিলে ব্যবসায় ভালো হবে। আয়ের উৎস অবিলম্বে খুলে দিলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

কর্কট: সহকর্মীর সহযোগিতা পাবেন। চারপাশের লোকদের সাহায্য করবেন, যা আপনার পরিবেশে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি করবে। আপনাকে অতিরিক্ত কাজ এড়াতে পরামর্শ দেওয়া হবে, কারণ এটি চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে।

সিংহ: মানসিক ভাবে সুখী থাকবেন। ভাইবোনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাবে। আয়ের নতুন উৎস খোলার সম্ভাবনা রয়েছে। চাকরিপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন।

কন্যা: স্বাস্থ্য সমস্যা হতে পারে। আইনি মামলায় ভালো খবর পেতে পারেন। প্রতিপক্ষ এবং লুকোনো শত্রুদের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করতে সক্ষম হবেন এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে।

তুলা: নতুন কাজের সুযোগ আসবে। আপনি রিয়েল এস্টেট এবং অন্যান্য সম্পদে বিনিয়োগ করতে পারেন। স্ত্রীর সাথে আপনার সম্পর্ক উন্নত হবে। বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তর্ক-বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃশ্চিক: আর্থিক অবস্থার উন্নতি হবে। আয় এবং ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে যা আপনার সঞ্চয় বাড়াবে। কঠোর পরিশ্রমের সাহায্যে আপনি আপনার কাজে সুবিধা এবং পুরষ্কার পাবেন। ধর্মীয় স্থানে যেতে পারেন

ধনু: বিনিয়োগ থেকে লাভ আসবে। ব্যবসায় বড় অর্ডার পাওয়ার আশা করতে পারেন, যা আপনার ব্যবসা এবং পেশাদার নেটওয়ার্ক বৃদ্ধি করবে। আপনি কিছু নৈপুণ্য বা সৃজনশীল জিনিস আনার জন্য অর্থ ব্যয় করবেন।

মকর: সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বড়দের পরামর্শ নেওয়া উচিত। তাড়াহুড়ো করে গাড়ি চালানো এবং রাতের ভ্রমণ থেকে দূরে থাকুন। রাতে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করুন।

কুম্ভ: রুক্ষ মেজাজ নিয়ন্ত্রণ করুন। সন্তানের বিষয়ে ব্যস্ত থাকবেন। শিশুদের শিক্ষার জন্য পরিকল্পনা করুন। আপনি আপনার কাজের দক্ষতা উন্নত করতে কিছু সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন।

মীন: দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। চলমান প্রকল্প কোনও কারণ ছাড়াই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রিয়েল এস্টেট সম্পর্কিত প্রকল্পগুলি পিছিয়ে দিন। নিরাপদে গাড়ি চালান। ভিড় এড়িয়ে চলুন এবং ধৈর্য ধরুন।

*মণিপুরে যাওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা*


হিংসায় বিধ্বস্ত মণিপুর নিয়ে নতুন করে কেন্দ্রীয় সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘মণিপুরে যাওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিলাম।' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিংসা কবলিত রাজ্য মণিপুরের মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে কেন্দ্রকে চিঠি লিখে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর সফরের অনুমতি চেয়েছিলেন।

 এই চিঠিতে মমতা সেখানে হিংসার শিকার হওয়া মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছিলেন।

*ফের তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ! তীব্র হইচই*


এগরা, বজবজের পর ফের দুবরাজপুরে বোমা বিস্ফোরণ। জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূল কর্মীর বাড়িতে মজুত থাকা বোমায় বিস্ফোরণ হয়েছে। এদিকে বোমা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তৃণমূল কর্মীর বাড়ির একাংশ উড়ে গিয়েছে।

*নিয়োগ দুর্নীতিকাণ্ড! ইডির দরবারে 'কালীঘাটের কাকু'*


নিয়োগ দুর্নীতিতে এজেন্সির স্ক্যানারে সুজয়কৃষ্ণ ভদ্র। সিবিআইয়ের পর এবার কালীঘাটের কাকুকে ইডির তলব। বাড়ি থেকে রওনা দিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। ৪ মে তাঁর বেহালার বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি চালায় ইডি। ৩টি কোম্পানির সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ পেয়েছে ইডি। বিপুল টাকার লেনদেন করা হয়েছে ওই ৩ কোম্পানির মাধ্যমে।

বিপুল সম্পত্তি কার টাকায় কেনা হয়? কোথা থেকে আসে এত টাকা? এই নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। গত এক সপ্তাহ ধরে কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁদের সেইসব বয়ান সামনে রেখে আজ জিজ্ঞাসাবাদ করা হবে কালীঘাটের কাকুকে। আর কিছুক্ষণের মধ্যেও সিজিও কমপ্লেক্সে হাজির হবেন কালীঘাটের কাকু।

*জেলায় জেলায় তাপপ্রবাহ! জেনে নিন আজকের আবহাওয়া*


আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে শুরু করবে। তাপমাত্রার ৪০ ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। আজ থেকেই একলাফে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর।পাশাপাশি শহর কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে বলে পূর্বাভাস।

বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিরও ওপরে উঠতে পারে বলে সম্ভাবনা রয়েছে।যদিও তাপপ্রবাহের কোনও সতর্কতা জারি করা হয়নি এখনও পর্যন্ত। এখনই ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলছে না বলেও জানিয়েছে হাওয়া অফিস।

*আজকের রাশিফল ৩০ শে মে ( মঙ্গলবার)*


মেষ: আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। আপনি নিজেকে অন্যদের সাথে আরও ভদ্র দেখতে পাবেন, যা আপনার চারপাশের লোকেদের মধ্যে আপনার সম্মান বাড়াতে পারে। আপনি ঘরোয়া বিষয়ে আজ মনোনিবেশ করতে সক্ষম হবেন।

বৃষ: কাছের কোনও বন্ধু শত্রুতা করছে, বুঝতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে ঘরোয়া সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আশীর্বাদের সাহায্যে আপনি সিদ্ধান্তহীনতা নিয়ন্ত্রণ করবেন। শিশুদের স্বাস্থ্য এখন ভালো হবে। অধস্তনরা আপনার কাজে সহায়ক হবে।  

মিথুন: স্ত্রীর সঙ্গে সুখে দিন কাটাবেন। আজ কঠোর পরিশ্রমকে সাফল্যে রূপান্তর করতে সক্ষম হবেন। আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, যা আপনার কাজের পদ্ধতিতে প্রতিফলিত হতে পারে। কিছু কাজ সম্পর্কিত যাত্রাও হবে, যা অদূর ভবিষ্যতে কাজে আসবে।

কর্কট: কোথাও ঘুরতে যেতে পারেন। লাভের পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে খুব বেশি আশা করা এড়াতে পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত কাজ আপনার ঘরের জীবনে প্রভাব ফেলতে পারে; পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে দেরিতে পৌঁছাবেন।

সিংহ: বাবা-মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমিক দম্পতিকে সম্পর্ক সুস্থ রাখতে কোনো কিছু গোপন না করার পরামর্শ দেওয়া হয়। আপনি কাজের প্রতি আগ্রহী হবেন না। আপনি তাড়াহুড়ো করবেন যার ফলে অফিসে এবং বাড়িতে কিছু ভুল হতে পারে।

কন্যা: অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। আপনাকে কিছু সময়ের জন্য এক স্থান থেকে অন্য স্থানান্তরকে আটকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা হ্রাস পাবে, যা আপনার মানসিক শান্তিকে প্রভাবিত করবে।

তুলা: ব্যবসায়ীদের জন্য আনন্দের দিন। আপনি কোন পরিস্থিতিতে নিজেকে স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন না। আপনি আপনার চারপাশের মানুষের সাথে নেতিবাচক আচরণ করবেন। আপনি কোন ধরনের ভালো পরামর্শ নিতে অস্বীকার করার চেষ্টা করবেন।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আপনাকে আপনার স্ত্রীর সাথে অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক করা এড়াতে হবে, এটি পারস্পরিক বোঝাপড়ায় কিছুটা পার্থক্য সৃষ্টি করতে পারে। এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে, ধ্যান, যোগব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়।

ধনু: মানসিক আঘাতে ভেঙে পড়বেন না। আর্থিক ক্ষেত্রে, আপনি কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যা অদূর ভবিষ্যতে লাভ বাড়াবে। আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আপনাকে কোনো বিনিয়োগ করার আগে সাবধানে নথি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মকর: উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য মিলবে। আপনি শিথিল এবং সুখী হবেন। আপনি সুস্থ বোধ করবেন। আপনার অনেক ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, যা আপনাকে সুখ দেবে। আপনার আশেপাশের লোকেরা তাদের সমস্যা সমাধানের জন্য আপনার সাহায্য চাইবে।

কুম্ভ: শরীরের রোগ নিয়ন্ত্রণে আসবে। আপনাকে কিছু দিনের জন্য লিখিত চুক্তি করা স্থগিত করার পরামর্শ দেওয়া হবে। আপনি আপনার বন্ধুদের সাহায্যে একটি নতুন কাজ শুরু করার সিদ্ধান্ত নেবেন। প্রেমিক দম্পতি বিয়ের বিষয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন।

মীন: শিক্ষার্থীরা পড়ায় মনোযোগ দিন। উচ্চশিক্ষার ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে ভালো খবর শুনতে পেতে পারেন। আপনার মন আজ ভালো থাকবে। যা আপনার সমস্ত কাজে প্রতিফলিত হবে। কারোর সাথে সমস্যা থাকলে আজ মিটিয়ে ফেলুন।

*গরুপাচার মামলা : তিহারে সিবিআই*

গরুপাচার মামলায় এবার তিহার জেলে সিবিআই। সায়গল হোসেনকে জেরা করতে প্রথমবার তিহারে কেন্দ্রীয় এজেন্সি। তবে সায়গল ছাড়াও বর্তমানে অনুব্রত ও সুকন্যার ঠিকানাও তিহার। শুল্ক দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য উঠেছিল। সেই সব তথ্য সামনে রেখেই সাগয়লকে জেরা করা হবে বলে খবর। কোন দিকে মোড় নেয় গরু পাচার মামলা, সেটাই এখন দেখার।