সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু,অবরুদ্ধ বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক
এসবি নিউজ ব্যুরো : প্রাতঃভবনে বেরিয়ে সাত সকালেই মৃত্যু হল এক পথচারীর। বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের তারাপুর মোড়ের কাছে আজ সকাল ছটা নাগাদ ঘটে এই পথ দুর্ঘটনা হয়। মৃতের নাম বাদল নাথ(৬৫)। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি বেরিয়েছিলেন প্রাতঃভবনে। সে সময় পিছন দিক থেকে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে গুরুতর ভাবে আহত হন।
স্থানীয়দের প্রচেষ্টায় তাকে মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর পরপরই বেলা বাড়ার সাথে সাথে আঁচ উপচে পড়তে থাকে জাতীয় সড়কে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন।
বিক্ষোভ কারীদের দাবি দিনের পর দিন এই অংশে পথ দুর্ঘটনা বাড়লেও পথ দুর্ঘটনায় এড়াতে কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। এর উপর দুর্লভপুর ট্রাক অনার্স এসোসিয়েশনের বেপরোয়া ডাম্পার ও লরি চলাচল ঘুম কেড়েছে এলাকার মানুষের। লরি সংগঠনের বিরুদ্ধেই ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।










*উত্তর ২৪ পরগনা:* নৈহাটি বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের পাল্লাদহ শিমূলতলা বিল পাড় এলাকায় শাসকদলের বিধায়ক ও প্রধানের নামে পড়ল পোস্টার। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেই পোস্টার ঘিরে যথেষ্ট অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সকালে স্থানীয়রা দেখেন রাস্তার ধারে লাইট পোস্টে ও বড় বড় গাছে লাগানো রয়েছে পোস্টার। সৌজন্যে কাঁপা চাকলা নাগরিকবৃন্দ।
*এসবি নিউজ ব্যুরো:* আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আসানসোল জেলা হাসপাতালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পন্যবলম এবং জেলা স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস। এদিন জেলা শাসকের উপস্থিতিতে মহিলা পুলিশ হাসপাতালের নার্স এবং মহিলা স্বাস্থ্যকর্মীরা প্রদীপ প্রজনন করে অনুষ্ঠানে শুভ ঘোষণা করেন।
Mar 11 2024, 09:00
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.6k