/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *পাখির চোখ লোকসভা নির্বাচন, অখিল গড়ে শুভেন্দুর তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে সম্মেলন* West Bengal Bangla
*পাখির চোখ লোকসভা নির্বাচন, অখিল গড়ে শুভেন্দুর তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে সম্মেলন*

মন্দারমণি: লোকসভা নির্বাচন আসন্ন। তার আগেই দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বুথ কর্মিদের সম্মেলন শুভেন্দুর। বিকেল নাগাদ রামনগর বিধানসভা এলাকায় শুভেন্দুর সভা অখিল গড়ে। মন্দারমনিতে বুথ ভিত্তিক কর্মী সম্বেলনের আয়োজন করা হয়েছে ।

উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথি লোকসভার বুথ কর্মী সম্মেলন ও যোগদান মেলা রয়েছে।বুথ পিছু -৮জন অংশ নেবে সম্মেলনে।১৯৮২বুথ কাঁথি লোকসভায় বলেই জানা যাচ্ছে। বছরেই শেষ লগ্নে মন্ত্রী অখিল গিরির বিধানসভায় গিয়ে কি কি ভোকাল টনিক দেন রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির সন্তান শুভেন্দু অধিকারী সেটাই দেখার বিষয়। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

বিভিন্ন সভায় শুভেন্দু অধিকারী বলেন, পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র কাঁথি ও তমলুকে বিজেপি তিন লক্ষ্যের বেশি ভোটে জয়লাভ করবে। কিভাবে তা হবে আমার জানা আছে। তা বাস্তবায়ন করতে কর্মীদের কি বার্তা দেন সেটা এখন দেখা অপেক্ষা।

রাজ্যে আসছেন মোহন ভাগবত

আগামীকাল রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত । ৩ দিনের বঙ্গ সফরে আসছেন তিনি। সোমবার বিকেল অবধি রাজ্য থাকবেন আরএসএস প্রধান।

কলকাতায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। সূত্রের খবর, বেশ কিছু বিজেপি নেতা নেতা কর্মীদের সঙ্গে সংঘ প্রধান দেখা করবেন এবং বৈঠক করবেন। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ জানাতে পারেন বঙ্গ বিজেপি নেতাদের।

রেশন বন্টন নিয়ে খাদ্য ভবনে বিক্ষোভ

রেশন ডিলারদের বিক্ষোভ খাদ্য ভবনে। রেশন বন্টনের সমস্যার অভিযোগ তুলে এই বিক্ষোভ বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে নতুন বছরে ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা।

আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে এই বিক্ষোভ। তবে আজ সকাল থেকে খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন রেশন ডিলাররা।

বিএসএফের তত্ত্বাবধানে বাংলাদেশ পাচার হওয়ার আগেই বিএসএফ সেনাজওয়ানদের সক্রিয়তায় ১০ লক্ষ টাকার রুপোর গহনা উদ্ধার

নদীয়া: নদীয়ার মহাখোলা সীমান্তে ৮২ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের জওয়ানরা সীমান্তে পাচারের আগেই ১১ কেজি ৫০০ গ্রাম রুপোর গহনা উদ্ধার করল।এই রুপোর গহনার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানা গেছে । বিএসএফ সূত্রে জানা গেছে আজ ভোর রাত্রে ঘন কুয়াশার মধ্যে চোরা কারবারিরা।

ভারত-বাংলাদেশের সীমান্তে তারকাটার কাছাকাছি পৌঁছে গেলে বিএসএফ জওয়ানদের সন্দেহ হয় । বি এস এফ ওই চোরা কার বাড়িদের তাড়া করলে তারা পালিয়ে যায় ব্যাগ ফেলে । সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় রুপোর গহনা ।

বিক্রি নেই শীতের পোশাক, চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের

বাঁকুড়াঃ শীত বস্ত্রের পসরা নিয়ে আবারো ফিরে এসেছেন ওঁরা। কিন্তু বড় দিনের আগে থেকেই বাঁকুড়ায় তাপমাত্রার পারদ বাড়তে থাকায় শীত বস্ত্রের চাহিদা নেই। ফলে চরম আর্থিক ক্ষতির আশঙ্কায় ভীন রাজ্য থেকে শীতবস্ত্র বিক্রি করতে আসা ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও শহরের মাচানতলা এলাকায় জেলা লাইব্রেরী সংলগ্ন রাস্তার পাশে শীতবস্ত্র বিক্রেতাদের পসরা সাজিয়ে বসার অনুমতি দিয়েছে বাঁকুড়া পৌরসভা। এবার মূলতঃ ভীন রাজ্য থেকে আসা ৩০ জন ব্যবসায়ী অস্থায়ী দোকান খুলেছেন। কিন্তু বৃষ্টির পর প্রথম দু'দিন জেলার তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াসের আশে পাশে ঘোরা ফেরা করলেও বড় দিনের আগেই তাপমাত্রার পারদ ফের উর্দ্ধমুখী হতে থাকে। ফলে শীতের আমেজ না থাকায় বিক্রি বাটাও কমতে শুরু করেছে এই ব্যবসায়ীদের।

বিহার থেকে আসা ব্যবসায়ী দীপু মিশ্র বিক্রি না হওয়ার পিছনে 'ঠাণ্ডার আমেজ না থাকা'কে দায়ি করে বলেন, এই মরশুমে বিক্রি বাটা একদম নেই।সাত লক্ষ টাকার শীতবস্ত্র নিয়ে এসেছিলাম। বিক্রির যা অবস্থা লাভ তো দূরের কথা, মূল টাকাটা তোলাই এখন দূস্কর বলে তিনি জানান।

একই কথা বলেন ব্যবসায়ী অসিত গরাই, শুভম্ মুখার্জীরা। তাঁরা বলেন, বাইরে থেকে এসেছিলাম কিছু রোজগারের আশায়। কিন্তু ঠাণ্ডা থাকায় একদমই বিক্রি নেই। গত বছর কিছু হলেও মুনাফা হয়েছিল, এবার সেই আশা নেই। ফলে চরম অর্থিক ক্ষতির বোঝা নিয়েই তাঁদের প্রত্যেককে বাড়ি ফিরতে হবে বলে তাঁরা জানান।

এখন এই ব্যবসায়ীদের একান্ত প্রার্থণা বাঁকুড়ায় বাড়ুক উত্তুরে হাওয়ার দাপট, অনুভূত হোক শীতের আমেজ। তাহলে অন্তত নতুন বছরে কিছু বিক্রি বাটা বাড়বে। আর লাভ না হোক মূল টাকাটাও উঠে আসতে পারে। তাই এখন উত্তুরে হাওয়ার অপেক্ষায় পরিযায়ী এই ব্যবসায়ীরা।

ক্যামিকেল মুক্ত জৈব সার ব্যবহারে অ্যাওয়ারনেস ক্যাম্প

এসবি নিউজ ব্যুরো: মাটি বাঁচাও ও ক্যামিকেল মুক্ত জৈব সার ব্যবহার নিয়ে অ্যাওয়ারনেস কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল উত্তর দিনাজপুরের সোনাডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ে। বুধবার বিকেলে সোনাডাঙ্গী প্রাথমিক বিদ্যালয়ে মাটি বাঁচাও ও ক্যামিকেল মুক্ত জৈব সার ব্যবহারের বিভিন্ন বিষয়ে এলাকাবাসীদের নিয়ে একটি সচেতনতা এ্যাওয়ারনেস কর্মসূচি পালন করা হয়।

এদিনের কর্মসূচিতে সোনাডাঙ্গী এলাকার কৃষক বন্ধু ছাড়াও সাধারণ মানুষ ও মহিলাদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।এই বিষয়ে Save eco organic Pvt Ltd এর রাজ্য চীপ ম্যানেজার রাজীব সেনগুপ্ত বলেন ,"কেন্দ্র ও রাজ্য উভয় সরকার চাইছে মাটি বাঁচাও, জীবন বাঁচাও।

পাশাপাশি তিনি আরও বলেন কৃষক বন্ধুরা Camical fartilizer ছেড়ে Organic farming করার মধ্য দিয়ে মাটির উর্বরতা শক্তি পুনরায় ফিরিয়ে আনার পাশাপাশি মানুষের শরীরে Camical fartilizer এর ফলে বিভিন্ন রকম রোগের হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব।

পৌরসভা নিয়ন্ত্রিত জরাজীর্ণ আবাসন

এসবি নিউজ ব্যুরো: শহরকে পরিষ্কার রাখেন তারাই অথচ তাদেরই নিরাপত্তার দিকটি হয়ে রয়েছে নড়েবড়ে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থিত হরিজন পল্লীতে বসবাস প্রায় ২০টি হরিজন পরিবারের। পৌরসভা নিয়ন্ত্রিত এই আবাসনের সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থা। ফাটলধারা ছাদ, নড়বড়ে দেওয়াল নিয়ে ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছেন বাসিন্দারা। মাঝেমধ্যেই চাঙর খসে জখম হয়েছেন অনেকেই। বেহাল বিদ্যুৎব্যবস্থার কারণে কয়েক বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন এক যুবক। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।

পুরসভার ইঞ্জিনিয়াররা পরিদর্শন করে আবাসনটিকে বিপদসংকুল বলে ঘোষণা করে আবাসন ছাড়ার বিজ্ঞপ্তি জারিও করেছেন। কিন্তু বারবার বিজ্ঞপ্তি জারি করার পরও আবাসন ছাড়ছেন না বলে অভিযোগ পুরকর্তৃপক্ষের। বাসিন্দারা নিজের মুখেই শোনালেন তাদের দুর্দশার কথা। যদিও রায়গঞ্জের উপপৌরপ্রশাসক অরিন্দম সরকার বিষয়টি নিয়ে যথেষ্ট সহানুভূতিশীল। তবে নোটিশ করা সত্ত্বেও আবাসন ছেড়ে না বের হলে সংস্কারের কাজ আরম্ভ করা সম্ভব নয় বলে জানান তিনি।

মালদায় রেল লাইনের ধার থেকে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে জোর চাঞ্চল্য এলাকায়

এসবি নিউজ ব্যুরো : মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকার রেল লাইনের ধার থেকে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। তবে কি কারণে মৃত্যু তার তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃতদেহের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।

সাপের বিষ উদ্ধার ,গ্রেফতার ৪

এসবি নিউজ ব্যুরো: পশ্চিম বর্ধমান আসানসোল গোপনসূত্রে খবর পেয়ে সাপের বিষ সহ গ্রেফতার করা হল ৪ জনকে।আসানসোল রেঞ্জ আধিকারিকের কাছে খবর আসে চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে।যার মধ্যে বহুমূল্যের সাপের বিষ রয়েছে।সেই মতো অভিযান চালিয়ে সাপের বিষ সহ ৪ জন কে গ্রেফতার করে আসানসোলের বন বিভাগের রেঞ্জ অফিসের আধিকারিকেরা।

অভিযুক্তরা আন্ত:রাজ্য সাপের বিষের জে রেকেট রয়েছে তার সাথে জড়িত রয়েছে বলে মনে করছে বনদপ্তরের অধিকারীকেরা।গাড়ি সহ সাপের বিষ ও গ্রেফতার হওয়া ৪ অভিযুক্তদের কুলটি থানার শাকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।অভিযুক্তদের আজ আদালতে তোলা হবে ।তবে অভিযুক্তরা গাড়িতে করে সাপের বিষ কি উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল সেই বিষয়ে আসানসোল রেঞ্জ অধিকারিক কিছু বলতে পারেন নি।

WestBengalBangla

দার্জিলিংয়ের টুং স্টেশনের কাছে দেখা মিলল চিতাবাঘের *এসবি নিউজ ব্যুরো:* পাহাড়ে ফের লোকালয়ে দেখা মিলল চিতাবাঘের। দার্জিলিং এর টুং স্টেশনের কাছে রাস্তায় দেখা যায় একটি চিতাবাঘটিকে। জানা গিয়েছে যে এক

দার্জিলিংয়ের টুং স্টেশনের কাছে দেখা মিলল চিতাবাঘের
দার্জিলিংয়ের টুং স্টেশনের কাছে দেখা মিলল চিতাবাঘের *এসবি নিউজ ব্যুরো:* পাহাড়ে ফের লোকালয়ে দেখা মিলল চিতাবাঘের। দার্জিলিং এর টুং স্টেশনের কাছে রাস্তায় দেখা যায় একটি চিতাবাঘটিকে। জানা গিয়েছে যে এক গাড়ি চালক রাস্তার পাশে চিতাবাঘটিকে দেখতে পান। এর পরেই তিনি গাড়ি দাঁড় করিয়ে দেন। এবং নিজের ফোনে চিতাবাঘটিকে ক্যামেরা বন্দী করেন। অপর এই চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।