/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz নদীয়ার কল্যানিতে শুরু হলো ২৭ তম কল্যাণী বইমেলা West Bengal Bangla
নদীয়ার কল্যানিতে শুরু হলো ২৭ তম কল্যাণী বইমেলা

নদীয়া:রাজা রামমোহন রায়ের সার্ধ-দ্বিশতবর্ষ স্মরণে থিমসঙের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হলো ২৭তম কল্যাণী বইমেলা। কল্যাণী সেন্ট্রাল পার্কের পাশের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন রাজ্যসভায় সিপিআইএমের সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও বিশিষ্ট নাট্যকার সলিল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক অভিজিৎ সামন্ত, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অলোক ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা।

এই অনুষ্ঠানে প্রদীপ প্রজনন পরে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা সহ মেলা কমিটির মোট ২৭ জন ব্যক্তি একটি ঘণ্টা ২৭ বার বাজিয়ে কল্যাণী বইমেলার সূচনা করা হয়। এবছর বইমেলায় মোট ৭২ টি প্রতিষ্ঠিত পুস্তক প্রকাশন সংস্থা অংশগ্রহণ করেছে। এছাড়াও রয়েছে কমার্শিয়াল, ফুড জোন। মেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বইমেলাকে সামনে রেখে এদিন সকালে বইয়ের জন্য হাঁটুন শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা। বইমেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা ৫ কিলোমিটার পথ পরিক্রমা করে ফের মেলা প্রাঙ্গণে ফিরে আসে। বইমেলার সাংস্কৃতিক মঞ্চে প্রত্যেকদিন থাকবে বিশিষ্ট শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, ডিভেড সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

মিড ডে মিল চিকেন বিরিয়ানি, খুশী এলাকার মানুষ সহ ছাত্র-ছাত্রীরা

এসবি নিউজ ব্যুরো: পূর্ব বর্ধমানের কেতুগ্রামের হোসেনপুরের প্রাথমিক স্কুলের ঘটনা। এই বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রী ২৯২ জন। তবে কয়েকদিন ধরেই ইস্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের কাছে আবদার করেছিল বিরিয়ানি খাওয়ার জন্য ।তাই আজ মিড ডে মিলে চিকেন বিরিয়ানি করে খাওয়ানো হল তাদের। বিরিয়ানির সঙ্গে রসগোল্লা।

তবে শিক্ষকরা জানান , সরকারের দেওয়া মিড ডে মিলের টাকায় এমন খাওয়া-দাওয়া করা যায় না। নিজের টাকা দিয়ে টোটাল ৮ জন শিক্ষক শিক্ষা মিলে এই উদ্যোগ নেন। যাতে ছাত্র-ছাত্রীরা খুশি হয়।

স্কুলের প্রধান শিক্ষক জানান," বাড়ির সন্তানদের যেভাবে আমরা ভালোবাসি, তেমনি এই স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিজের পরিবারের ছেলের মত ভালোবাসি। তাই ওদের এই আবদার ছিল, সেই আবদার আজকে পূর্ণ করলাম।" ছাত্র-ছাত্রীরা জানায়,স্কুলের স্যার খুব ভাল।আমাদের কথা শুনে এমন উদ্যোগ্য নিয়ে আমাদেরকে খাওয়ানো আজ এতো খুশি আমরা।

*ললিত যাদবের সাথে তৃণমূলের যোগ, সব তথ্য প্রমান দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছি, দুস্কৃতি তৈরির আঁতুড়ঘর বাংলা- শুভেন্দু*

হলদিয়া: সম্প্রতি সংসদ ভবনের ঘটনায় তোলপাড়া গোটা দেশ। সেই ঘটনার মাস্টারমাইন্ড কলকাতার ললিত যাদব। ললিত যাদবের সাথে তৃণমূলের সম্পর্কের সমস্ত তথ্য প্রমান দিল্লি পুলিশের হাতে তুলে দিয়েছি। দেশের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতী হামলার ঘটনায় বাংলার দুষ্কৃতীরা রয়েছে।ললিত যাদবের সাথে যাদের যোগ রয়েছে তারাও যাতে শাস্তি পায় তার আবেদন করবো। শুক্রবার হলদিয়ার হেলিপ্যাড ময়দানে অঙ্গীকার সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমলা যাতে অমৃতা সিংয়ের কাজ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় তার আবেদন খারিজ করা হয়েছে।সুপ্রিম কোর্টটা যেনো ওর পিসি চালায়। থাপ্পড় খেয়েছে।পিসির ঝাড়ে অন্য কিছু হয়না।যা হওয়ার কথা তাই হয়েছে।

পাশাপাশি তিনি এদিন বলেন, ২ রা মে ২০২১ সালে আমার গাড়ির উপর যে হামলা চালিয়েছিলো সেই সেখ ফিরোজ। ফিরোজ এখন জাহাঙ্গারপুরীতে গুলি চালানোর ঘটনা এন আই এ গ্রেপ্তার করে রেখেছে। আরও যারা যুক্ত ছিলো তাদের খোঁজ চলছে।যারা ১৫ আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না আর জাতীয় অবমাননা করে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় দিয়ে রেখেছে। শুধু নো ভোট টু বিজেপি করবে। আর ওদের উপর ভর করে ক্ষমতায় থাকবে। এটা আমরা করতে দেবো না। তাই অঙ্গীগার সভা থেকে ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে তোলামূলকে উচ্ছেদ করার কাজে নেমেছি।।

সংসদে হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি তৃণমূলের মন্ত্রী শশী পাঁজার

কলকাতা: সংসদে হামলার পরিপ্রেক্ষিতে লোক সভা এবং রাজ্য সভায় চলছে উত্তেজনা । গতকাল ১৪ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।যার মধ্যে একজন সাংসদ সদনে ছিলেন না। তাকেও সাসপেন্ড করা হয়েছে। দেশে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী নীরব রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সুযোগ পেলেই অনেক কথা বলেন। পাস দিলেন কে বিজেপির সাংসদ প্রতাপ সিমহা ।

স্বরাষ্ট্র মন্ত্রী দায়িত্ব নেবেন না কেন? প্রধানমন্ত্রী নীরব থাকবেন কেন? আর যারা প্রতিবাদ করছেন তাদের কে সাসপেন্ড করা হচ্ছে। ২০০১ একটা বিশাল ঘটনা ঘটেছিল। একই ভাবে ৩০০ জন নিরাপত্তা রক্ষী থাকার কথা ছিল। সেই জায়গায় ১৭৫ জন মাত্র নিরাপত্তা রক্ষী ছিলেন কেন।তার তদন্ত প্রয়োজন। আসলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য তারা বিষয় টা কে অন্য দিকে ঘুরে দেওয়ার চেষ্টা করছে বিজেপি।

আমদের দাবি বিজেপি সাংসদ কে পদত্যাগ করতে হবে। আর তার পদ বাতিল করতে হবে বা সংসদ থেকে তাকে বহিষ্কার করতে হবে বলে দাবি শশী পাঁজা। আমরা দাবি করছি প্রতাপ সিমহা কে কেনো বহিষ্কার করা হবে না? শুধু বিরোধী দের দুই কক্ষের অধ্যক্ষ শুধু সান্তনা দিচ্ছেন বিরোধী দের। এত টাকা দিয়ে নতুন নিরাপত্তা ব্যবস্থা । তার মানে কোটি কোটি টাকা খরচ করে নতুন ,সংসদ ভবন করা হয়েছে। তার মানে ডাহা ফেল করেছে বিজেপি সরকার।

আমরা জাতীয় নিরাপত্তা নিয়ে আমরা দাবি করছি। মহুয়া মৈত্র কে আপনারা জাতীয় নিরাপত্তা নিয়ে আপনারা বহিষ্কার করেছেন । আমরা দাবি করছি স্বরাষ্ট্রমন্ত্রী কে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী কে জবাবদিহি করতে হবে আর অভিযুক্ত বিজেপির সাংসদ প্রতাপ সীমহা কে বহিষ্কৃত করতে হবে বলে অভিযোগ করেন শশী পাঁজা।

পশ্চিমবঙ্গে কোথাও অসহযোগিতা করা হচ্ছে না। আমাদের ও বিএসএফ যে নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এই সব বলে দায়িত্ব এড়িয়ে যেতে পারে না কেন্দ্র। এটাই তো বড় গাফিলতি তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার কে নিতে হবে। কেনো স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করবেন না। এটা দেশের জাতীয় নিরাপত্তার বিষয়। এটা কি অজুহাত হতে পারে।

অমিত মালব্য কে ট্রোল পার্টি সর্দার বলে কটাক্ষ শশী পাঁজা। বিজেপি দায়িত্ব এড়ানো চেষ্টা করছে। সেখানে কি লজিক আছে? আমরা রাজনীতিক ব্যাক্তিত্ব অনেকের সঙ্গে ছবি তুলে থাকি তার মানে কি তাপস রায়ের সঙ্গে সেই ওঝার সঙ্গে সম্পর্কে আছে? আসলে ট্রল পার্টি মূল বিষয় থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব ট্রল করছে তারা।

ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত অর্জুনপুর হাইস্কুলে শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প

এসবি নিউজ ব্যুরো: মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত অর্জুনপুর হাইস্কুলে শুক্রবার থেকে শুরু হয়েছে ৮ বারের জন্য শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে সাধারণ মানুষ লক্ষী ভান্ডার,স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু,মানবিক ভাতার মতো ৩৫ টি প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন।

কিন্ত ৮তম এই ক্যাম্প চললেও সাধারণ মানুষের ভিড় এখনও লক্ষ্য করা যাচ্ছে।ক্যাম্পে আসা সাধারণ মানুষজন জানাচ্ছেন দীর্ঘ ৩ থেকে ৪ বার করে খাদ্য সাথীর ফ্রম জমা করার পরেও বাতিল হয়ে যাচ্ছে।

এই বিষয়ে অফিস কর্তৃপক্ষ অর্থাৎ নোডাল অফিসার কে জানতে চাইলে তিনি জানান যে ব্যক্তি ফ্রম জমা করছেন তার নথিপত্র হিসাবে কোন কিছু ভুল থাকার কারণে সেই ফর্ম বাতিল হচ্ছে। যারা ফর্ম জমা দিচ্ছেন তারা ঠিক ভাবে ফর্ম জমা দেবার সময় সমস্ত নথিপত্র ঠিকঠাক ভাবে জমা দিলে তাহলে তাদের ফর্ম বাতিল হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।

শান্তিপুরের তাঁতশিল্প ধ্বংসের সাথে সাথে ধুঁকছে মৃৎশিল্পও

এসবি নিউজ ব্যুরো: নদীয়ার শান্তিপুরের তাঁতশিল্প ধ্বংসের সাথে সাথে ধুঁকছে এখানকার মৃৎশিল্পও।

ইতিহাস বিখ্যাত ঐতিহ্যপূর্ণ শান্তিপুরের তাঁতশিল্পের খ্যাতি গোটা দেশ সহ বিশ্বজুড়ে।কিন্তু সেই তাঁত শিল্প আজ ধ্বংসের পথে।শান্তিপুরের এই তাঁতশিল্পের উপর শান্তিপুরের অন্যান্য শিল্প বা ব্যবসাও নির্ভরশীল। বর্তমানে তাঁতশিল্প ধ্বংস হয়ে যাওয়ায় সব ব্যবসাতেই ভাটা পড়েছে। যার প্রভাব পড়েছে শান্তিপুরের মৃৎশিল্পও। প্রায় ৩৫০ বছর আগে তাঁতশিল্পের সাথে সাথে মৃৎশিল্পীদের খ্যাতি ছড়িয়েছিল সারাদেশে।

কৃষ্ণনগরের ঘূর্ণি যেমন ছোট পুতুলের জন্য বিখ্যাত, তেমনি শান্তিপুরের মৃৎশিল্পীদের তৈরি দেবী মূর্তির খ্যাতি সারা দেশ জুড়ে। যার কারণে কলকাতার কুমোরটুলিতে শান্তিপুরের মৃৎশিল্পী কারিগরদের খুব চাহিদা থাকে। এদের মধ্যে কেউ কেউ মাটি থেকে নানা রকম ব্যবহার যোগ্য যেমন মাটির ভার, হাড়ি, কলসি, সরা, লক্ষ্মীর ভান্ডার তৈরি করেন। আর বেশিরভাগ মৃৎশিল্পী যুক্ত আছেন মূর্তি বা প্রতিমা নির্মাণে। ছোট থেকে বড় নানা রকম সাইজের সব ধরনের প্রতিমা গড়তে পটু তারা।

এখানকার মৃৎশিল্পী সুধীর কুমার পাল ওরফে গোরাচাঁদ পাল ২০১২ সালে মূর্তি নির্মাণে পারদর্শিতার জন্য জাতীয় পুরস্কারের পুরস্কৃত হয়েছেন। ৭২ বছর বয়সেও তিনি প্রতিমা তৈরি করেন। তবে আগের মত এই কাজে আর কেউ নতুন করে আগ্রহ দেখাচ্ছে না।মৃৎশিল্পের কাজে আগের মতো রোজগার নেই। কারণ একটাই, শান্তিপুরের অর্থনৈতিক পরিস্থিতি তাঁতশিল্প নির্ভর, যা একেবারেই ধ্বংস প্রায়। তাই জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুধীর কুমার পালও আক্ষেপের সুরে বলেন, "যদি আগের মতো তাঁত শিল্প বেঁচে থাকতো, তাহলে তাদের মৃৎশিল্পের আজ এই অবস্থা হতো না।

আগের সেই ব্যস্ততা নেই মৃৎশিল্পের কাজে।শুধু বংশপরম্পরায় এই মৃতপ্রায় শিল্পকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাওয়া মাত্র।" তবে মৃৎশিল্পীদের নিয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, "এর আগে মৃৎশিল্পীদের সাথে আমার আলোচনা হয়েছে।তারা বেশকিছু দাবি রেখেছে আমার কাছে। আমি এই মৃৎ শিল্পের পরিস্থিতি নিয়ে তুলে ধরব সরকারের কাছে"।

বিষ্ণুপুর ১ব্লকে পঞ্চায়েত সমিতির তে প্লাস্টিক নষ্ট করার জন্য মেশিনের উদ্বোধন

এসবি নিউজ ব্যুরো: প্লাস্টিক সহ দ্রার্জ পদার্থ মাটি সহ পরিবেশ কে নষ্ট করে। সেই দিক দিয়ে বিষ্ণুপুর ১ব্লকে পঞ্চায়েত সমিতিতে প্লাস্টিক নষ্ট করার মেশিন বসানো হয়। আজ তার শুভ উদ্বোধন হয় । উদ্বোধন ফিতে কেটে ও মঙ্গল দ্বীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রাজ্যের পরিবহনের দফতরের ভারপ্রাপ্ত রাষ্টমন্ত্রী দিলীপ মণ্ডল, দক্ষিণ ২৪পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য ব্যক্তিবর্গরা।

মন্ত্রী দিলীপ মন্ডল বলেন," বিষ্ণুপুর বাসির কাছে গর্ভের দিন আজ । কারণ দক্ষিণ চব্বিশ পরগনার এই প্রথম অভিনব উদ্যোগ জেলা শাসকের প্লাস্টিক দূষণ থেকে মুক্ত করার যে প্রয়াস তার শুভ সূচনা হল বিষ্ণুপুর এক নম্বর ব্লক থেকে।" বিষ্ণুপুর বিধানসভার প্রতিটি অঞ্চল থেকে ফেলে দেওয়া প্লাস্টিক রিসাইকেলিং করে আবার বিভিন্ন মার্কেটে স্পোর্ট করা হবে বলে মনে করছেন জেলাশাসক। সাধারণ মানুষের একদিকে কর্মস্থান অন্যদিকে পরিবেশ স্বচ্ছ ও প্লাস্টিক মুক্ত পরিবেশ হবে বলে মনে করছেন মন্ত্রী।

ফেনসিডিল পাচারের মূল অভিযুক্ত গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ

উত্তর ২৪ পরগনা: লাড্ডুর ব্যাবসার আড়ালে চালাতেন বেআইনি ফেনসিডিলের কারবার।চলতি সপ্তাহে রবিবার পাচারের আগেই গৌড়বঙ্গ রোড ধরে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে হাবরা থানার পুলিশ একটি ১০৭ গাড়িকে আটকে করে।তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয় বেআইনি ৯৬০ বোতল ফেনসিডিল কাফ সিরাপ।পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ২ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কৃষ্ণ সাহার নাম ।

এই লাড্ডুর ব্যবসায়ী এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানতে পারে পুলিশ। তারপরেই মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করা হয়। লাড্ডুর ব্যবসা কে সামনে রেখে বেআইনি ফেন্সিডিলের কারবার চালালছিলেন এই কৃষ্ণ। অবশেষে পুলিশের গোপন সূত্রের খবরে এদিন হাবরা থানার এলাকার হিজলপুকুর থেকে গ্রেফতার করা হয় বছর (৪৫) কৃষ্ণ সাহাকে।তার বাড়ি হাবরার শ্রীনগর এলাকায় বলে জানা গিয়েছে।অভিযুক্তর ৫ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রয়াত হলেন সংগীতশিল্পী অনুপ ঘোষাল

প্রয়াত হলেন বিশিষ্ট সংগীতশিল্পী ড: অনুপ ঘোষাল। শুক্রবার কলকাতার নিজ বাসভবনে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৭৮ বছর। তাঁর প্রয়াণের শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সত্যজিৎ রায় পরিচালিত 'গুপী গাইন বাঘা বাইন', 'হীরক রাজার দেশে'র মতো ছবিতে গানের সৌজন্যে তাঁর পরিচিতি বড় ক্ষেত্রে ছড়িয়ে পড়ে সারা দেশে। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে।

এসএসকেএমে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের ভেতর থেকে সিসিটিভি ক্যামেরা সরানো নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের ভেতর থেকে সিসিটিভি সরাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।এর পরিবর্তে কেবিনের বাইরে মন্ত্রীর নিরাপত্তা ও নজর রাখতে মোতায়েন করতে হবে সিআরপিএফ জওয়ান বলে নির্দেশ দিলেন বিচাপটি তীর্থঙ্কর ঘোষ। আদালত জানিয়েছে যদি কেবিনের বাইরে কোন সিসিটিভি থেকে থাকে তাহলে তার ফুটেজ পাবে ইডি। এই নির্দেশ কার্যকর হবে ১৬ ডিসেম্বর থেকে। আদালতের নির্দেশ, কেবিনের বাইরে থাকা সিআরপিএফ নিয়ন্ত্রণ করবেন কেবিনে যাতায়াত। আর সেটা দেখার জন্য সেখানে রেজিষ্টার থাকবে বলে নির্দেশ দিল আদালত।

ইডির সঙ্গে সামঞ্জস্য রেখে সিআরপিএফ এই নজরদারি চালাবে। ইডির আবেদন মঞ্জুর করে নিম্ন আদালতের নির্দেশ মোতাবেক হাসপাতালের কেবিনের ভিতরে এবং বাইরে বসানো হয় সিসিটিভি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই মামলাতেই এই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আদালতের পর্যবেক্ষণ, কারা কেবিনে ঢুকতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন এসএসকেএম-এর সুপার। যদিও এই নির্দেশের বিরোধিতা করে ইডি।

তাঁদের দাবি, এসএসকেএম এর ভূমিকাও সন্দেহের উর্ধ্বে নয়। ওই হাসপাতাল এই ধরনের অভিযুক্তদের আস্থানা হয়ে দাঁড়িয়েছে। এসএসকেএম এর হাতে এই সিদ্ধান্ত ছাড়া হলে তারা সবাইকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে দেবে। তদন্তের ক্ষতি হয়ে যাবে বলে সওয়াল করে ইডি। দুজন তদন্তকারী আধিকারিকের অনুমতি সাপেক্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে পারবেন সাক্ষাৎকারীরা বলে নির্দেশ দিয়েছে আদালত।