/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৯ টি ব্লকে সুন্দরবন দিবস পালন হল West Bengal Bangla
দক্ষিণ ২৪ পরগনা জেলার ১৯ টি ব্লকে সুন্দরবন দিবস পালন হল

এসবি নিউজ ব্যুরো: রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন দিবস পালনের কথা ঘোষণা করেন ২০১১ সালের ১১ ই ডিসেম্বর। সেই মতো ১৩ তম বছর পালন করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার১৯ টি ব্লকে। কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার শোভা যাত্রার মধ্য দিয়ে সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন

অন্যদিকে, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা সাগরদ্বীপে রুদ্রনগর কিষাণ মান্ডিতে সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন।

এছাড়াও মথুরাপুর ১ নম্বর ব্লকে মন্দিরের বাজারের বিধায়ক জয়দেব হালদার এবং ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদারের উপস্থিতিতে গাছের চারা লাগিয়ে সুন্দরবন দিবসের শুভ সূচনা হয়।

নামখানা ব্লকের নামখানা তে দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি এই সুন্দরবন দিবসের শুভ সূচনা করেন। রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও অফিস সংলগ্ন এলাকায় সুন্দরবন দিবসের সূচনা করেন।

সব জায়গাতেই এলাকার মহিলা এবং পুরুষ বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীরা ব্যান্ড ঢোল মাদল নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।প্রতিটি ব্লকে পঞ্চ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, বক্তারা ম্যানগ্রোভ যাতে ধ্বংস না হয় সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কুনোরের ভারত সেবাশ্রমে সোলার যুক্ত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবার উদ্বোধন হল

এসবি নিউজ ব্যুরো: আশ্রমের আবাসিক সহ স্থানীয় মানুষদের সুবিধার্থে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে কুনোরের ভারত সেবাশ্রমে সোলার যুক্ত বিশুদ্ধ পানীয় জলের পরিষেবার উদ্বোধন করা হল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,সহসভাপতি বুলি রায়,মুস্তাফানগর অঞ্চলের প্রধান গোলাম মুস্তাক,আশ্রমের স্বামিজী জ্যোতিরময়নন্দ মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কুনোর এলাকার বরাবরি পানীয় জলের সমস্যা ছিল।প্রায়শই সমস্যার মধ্যে পড়তে হতো স্থানীয় মানুষ সহ আশ্রমের ছোট ছোট আবাসিকদের। আশ্রমের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির কাছে আবেদন করা হয়েছিল বিশুদ্ধ পানীয় জল পরিষেবা প্রদান জন্য। আবেদনে সারা দিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা ব্যায়ে সোলার যুক্ত বিশুদ্ধ পানীয় জল পরিষেবার উদ্বোধন করা হল। পরিষেবা চালু হওয়ায় খুশি ভারত সেবাশ্রম এর আবাসিকরা সহ স্থানীয়রা।

*বঙ্গে নামছে পারদ, জেনে নিন আজকের আবহাওয়া*


ইতিমধ্যেই বঙ্গজুড়ে বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে শীত । প্রায় প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে পারদ। কলকাতা থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলাগুলি সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গেও নিজের উপস্থিতি জানান দিচ্ছে শীত।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ তাপমাত্রায় পৌঁছে গিয়েছে ১০ ডিগ্রির কাছাকাছি। যার মধ্যে ঝাড়গ্রামে ১১.০,পুরুলিয়ায় ১১.১, বাঁকুড়ায় ১১.৬ ,পানাগড়ে ১২.১, শ্রী নিকেতনে ১১.৪ এবং আসানসোলে তাপমাত্রা হল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি ছুঁতে পারে।

পাশাপাশি কলকাতার পারদও নেমে যেতে পারে ১৫ ডিগ্রির নিচে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চলছে শীতের আমেজ। আগামী বুধবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।তবে, বৃষ্টির সম্ভাবনা যে শুধু দার্জিলিং এবং কালিম্পংয়েই সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়। বরং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বোলপুর শান্তিনিকেতনে পূর্বপল্লির মাঠে ফিরতে চলেছে ঐতিহ্যবাহী পৌষমেলা

এসবি নিউজ ব্যুরো: দীর্ঘ ৩ বছর পর ফের পূর্বপল্লির মাঠে ফিরতে চলেছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলা। স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলার পর বিশ্বভারতীর অধিকাংশ শর্ত মেনে নেওয়ায় বৈঠক করে মাঠ দিতে সম্মত হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মর্মে অনুমতিপত্রও জেলা প্রশাসনের হাতে তুলে দেবে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

এই খবরে খুশির হাওয়া বোলপুরে সহ সকলের কাছে। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অবসরের একটা আশার আলো দেখতে পেয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের সেই আশা এবার পূর্ণ হল।তবে আদালতের নির্দেশ মতো সমস্ত নিয়ম মানতে হবে সকলকে।

*আজকের রাশিফল ১২ই ডিসেম্বর (মঙ্গলবার)*


মেষ রাশিফল (Tuesday, December 12, 2023)

আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। বিনোদন এবং রূপচর্চায় বেশী খরচ নয়। যা আপনাকে সুখী করে তাই করুন, কিন্তু চেষ্টা করুন অন্যের ঝামেলায় না জড়াতে। আপনি আপনার ভালবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন। এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হন নি। আপনার বিবাহিত জীবনে অনেক ভালোমন্দের পর আজ আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে।

প্রতিকার :- রুপার টুকরো বা রুপার কয়েন সর্বদা পকেটে রাখলে ধন বৃদ্ধি পাবে।

বৃষভ রাশিফল (Tuesday, December 12, 2023)

ঘাড়ে/পিঠে এক নাছোড়বান্দা ব্যথায় ভোগা সম্ভবপর। এটিকে অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথে হচ্ছে।আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। একাধিক উত্স থেকে আর্থিক লাভ হবে। যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না-আপনার অন্যদেরকে রাজী করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে। আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে। কর্মক্ষেত্রে, সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে। আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে। এই কারণে আপনার জীবন সাথীর ও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না। আজ, আপনার অর্ধাঙ্গীনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন।

প্রতিকার :- তামার চুড়ি পরলে স্বাস্থ্য উত্তম হবে।

মিথুন রাশিফল (Tuesday, December 12, 2023)

আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে। আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তারসঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন।। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না- তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন। আপনার সমস্যা গুরুতর হবে- কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না- সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে। আপনি আপনার ভালবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সেইজন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন।

প্রতিকার :- কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিল এর বীজ বেঁধে রাখুন ও তা সবসময় নিজের কাছে রাখুন, এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

কর্কট রাশিফল (Tuesday, December 12, 2023)

আপনি আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন। এটাই আপনার উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তাশক্তির প্রতিবন্ধী হচ্ছে। উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন। আপনি আজকে কার্ড ভাল খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। আপনার ব্যবহারে আপনার পরিবারই শুধু হতাশ হবে না এতে আপনাদের সম্পর্কেও ভাঙন দেখা দেবে। একতরফা মোহ আজ সর্বনাশা প্রমাণিত হবে। কাজের পরিবেশ আজকের জন্য ভাল দিকে পরিবর্তন হতে পারে। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আজ আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন।

প্রতিকার :- পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটানোর জন্য দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের লোহার পাত্রে দান করুন।

সিংহ রাশিফল (Tuesday, December 12, 2023)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। খুব ছোট কোন সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে। পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে। আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।

প্রতিকার :- লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে দর্শন করলে ও প্রাসাদ অর্পণ করলে আপনার প্রেমের জীবন সুন্দর ও অনুভূতি পূর্ণ হবে।

কন্যা রাশিফল (Tuesday, December 12, 2023)

আপনি খুব আবেগপ্রবণ হবেন- সুতরাং আপনি আঘাত পেতে পারেন এমন পরিস্থিতি থেকে দূরে থাকুন। আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগী হওয়া দরকার। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান। ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। আপনার লক্ষ্য অনুধাবন করার পক্ষে ভালো দিন। অবিরামভাবে কাজ করে সেগুলিকে যথা শীঘ্র অর্জন করতে আপনার শরীরে শক্তি সঞ্চয় করুন। এই ব্যাপারে আপনি আপনার বন্ধুদেরও সাহায্য নিতে পারেন। এটি আপনার মনোবল উজ্জীবিত করবে এবং আপনার লক্ষ্যপূরণে সাহায্য করবে। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে, কিন্তু এটা সবসময় রোমান্টিক হয় না। তবে আজ সত্যিই সত্যিই রোমান্টিক হবে।

প্রতিকার :- পূর্ব দিকে মুখ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

তুলা রাশিফল (Tuesday, December 12, 2023)

আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন, আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে হতে পারে। ফলস্বরূপ, আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনও লাভ হয়নি। আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। আপনার প্রেমিকার সাথে প্রতিশোধপরায়ণ হওয়ায় কোন ফল পাবেন না- পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা। আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে।

প্রতিকার :- আর্থিক উন্নতির জন্য ওপরের প্রতি হিংসা ও ঈর্ষা ত্যাগ করুন।

বৃশ্চিক রাশিফল (Tuesday, December 12, 2023)

আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নীচু থাকবেন- একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। দীর্ঘ স্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান- আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে; শুধুমাত্র এটা অনুভব করুন। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। আজ, আপনি আপনার জীবন সঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন।

প্রতিকার :- কপালে জাফ্রানের তিলক লাগালে আপনার শরীর রোগমুক্ত থাকবে।

ধনু রাশিফল (Tuesday, December 12, 2023)

আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টা বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। ঘরে কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাবপ্রবণ করে তুলবে-কিন্তু যাঁরা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ তাঁদের কাছে আপনি আপনার অনুভূতিগুলি কার্যকরভাবে জানাতে সমর্থ হবেন। এমনকি আপনার মূল্যবান পুরস্কার/উপহারও হয়তো উচ্ছল মুহুর্ত আনতে পারবে না, কারণ আপনার প্রেমিক/প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে। একটি কঠিন পর্যায়ের পর, দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছু সঙ্গে আপনাকে অবাক করবে। লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার। আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে।

প্রতিকার :- আর্থিক স্থিতি বৃদ্ধি করতে সূর্যোদয়ের সময় ১১টি গম দানা খান।

মকর রাশিফল (Tuesday, December 12, 2023)

আপনার মেজাজ পরিবর্তন করতে কোন সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। আজকে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে, কিন্তু অংশীদারদের কাছ থেকে আপনি কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সামনা করবেন। আজকে আপনি আপনার জীবন সঙ্গীর সাথে সময় কাটাবেন কিন্তু পুরোনো কথা সামনে আসার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে। একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গীনির মধ্যে ব্যবধান তৈরী করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন।

প্রতিকার :- শান্তিপূর্ণ এবং সমন্বিত পারিবারিক জীবনের জন্য ১০৮ দিন ঘরে গঙ্গাজল ছড়ান।

কুম্ভ রাশিফল (Tuesday, December 12, 2023)

আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন। বিনোদন এবং রূপচর্চায় বেশী খরচ নয়। পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে। আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা, যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল, তা শেষ হবে। আপনার অভ্যন্তরীণ শক্তি কর্মক্ষেত্রে দিনটিকে অসাধারণ করার জন্য সমানভাবে আপনাকে সমর্থন করবে। সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যাক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন।

প্রতিকার :- কন্যা শিশুদের চকোলেট, দুধ, মিষ্টি এবং ট্রফি বিতরণ করুলে সংসারে সুখ বৃদ্ধি পায়।

মীন রাশিফল (Tuesday, December 12, 2023)

আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে। আপনার কোনও প্রতিবেশী আজ আপনাকে aণ চাইতে আসতে পারে। আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়, অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে। আপনার সমস্যা গুরুতর হবে- কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না- সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে। আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালবাসা অনুভব করবেন। এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উত্সাহী হবেন। সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। আপনার বিবাহ এই দিনে একটি সুন্দর মোড় নেবে।

প্রতিকার :- পরিবারের মধ্যে বন্ধন কে দৃঢ় করতে সদস্যদের যোগ এবং ধ্যান করার জন্য অনুপ্রাণিত করুন।

*Christmas concert*

SB News bureau: Sanjeev Mondal's Calcutta Symphony Orchestra in collaboration with the Calcutta International School Choir presented a Christmas concert supported by the Diocese of Calcutta at St. Paul's Cathedral Church. Honorable Dr.Poritosh Canning,was the chief guest at the event. Bishop of Calcutta. The church was completely packed. Musicians and singers mesmerize the audience with their performances. The program ended with Feliz Navidad singing in which the audience joined in.

*বনগাঁ পেট্রাপোল সীমান্ত বর্ডারে উদ্ধার হল প্রায় ৩০ লক্ষ টাকার সোনা , আটক ২*


উত্তর ২৪ পরগনা: ভারত- বাংলাদেশের বনগাঁর পেট্রাপোল স্থল বন্দরে উদ্ধার হল প্রায় ৩০ লক্ষ টাকার সোনা । ঘটনায় দুই বাংলাদেশী যাত্রী কে আটক করেছে বিএসএফ । বিএসএফ তরফে জানানো হয়েছে,ধৃতদের নাম মোহাম্মদ মুজাম্মিল, উত্তর ২৪ পরগনা জেলার কাকিনাড়ার বাসিন্দা।আর একজন হল ঋত্বিক অশোক তেজুওয়ানি মহারাষ্ট্রের বাসিন্দা ।

বিএসএফ আরও জানিয়েছে ধৃতরা পেট্রাপোল বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসছিল ।বিএসএফের তল্লাশীর সময় উদ্ধার হয় একটি সোনার ব্রেসলেট ও দুটি সোনার বিস্কুট । উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ২৯৮.৯৪০ গ্রাম , ভারতীয় বাজারে যার মূল্য ২৭ লক্ষ ৫৬ হাজার ৫৩৯ টাকা ।

উদ্ধার হওয়া সোনা ও ধৃতদের পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ।

*দুয়ারে রেশন পরিষেবা প্রদানের পরিকাঠামো নেই, নতুন বছর থেকে রেশন দেওয়া বন্ধের হুশিয়ারি ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলারদের*


কাঁথি: দুয়ারে সরকারের পর রাজ্যের বর্তমান সরকার সাধারণ মানুষের কথা ভেবে "দুয়ারে রেশন" পরিষেবা চালু করে। বেশ কিছুদিন চলার পর এবার " দুয়ারে রেশন" পরিষেবা দেওয়ার উপযুক্ত পরিকাঠামো না থাকায় পরিষেবা প্রদান বন্ধ রাখার হুশিয়ারি ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলারদের। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার রেশন ডিলাররা রাস্তা নিমে আন্দোলন করতে দেখা গেলো। 

ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার এসোসিয়েশনের কাঁথি মহকুমা সাধারণ সম্পাদক গৌরমোহন দাস অধিকারী জানান, উপযুক্ত পরিকাঠামো গড়ে না তুলে "দুয়ারে রেশন" পরিষেবা প্রদানের ঘোষনা করা হয়। সেই ঘোষনার পর একাধিক সমস্যা মাথায় নিয়ে কোনো রকমে পরিষেবা প্রদান করে এসেছি। রোদ,ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে,বিদ্যুৎ পরিষেবার সমস্যা, রেশন বন্টনের উপযুক্ত পরিবেশ না থাকায় ভীষণ সমস্যা সৃষ্টি হয়। তাছাড়া ডিসেম্বর -২০১৯ থেকে মার্ছ ২০২০ পর্যন্ত চার মাস কমিশন দেয়নি। দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। তার পরেও কোনো ব্যবস্থা গ্রহন না হওয়ায় সংগঠনভাবে আমরা আগামী নতুন বছর থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন পরিষেবা প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছি।

বর্তমান সরকারের দুয়ারে সরকার কর্মসূচির অভূতপূর্ব সাড়া মিললেও দুয়ারে রেশ্ন পরিষেবা প্রদান নিয়ে নানা প্রশ্ন ওঠে। এবার রেশন ডিলাররাই পরিষেবা প্রদানের হুশিয়ারি দিয়েছে। এখন দেখার ডিলারদের হুশিয়ারি নতুন বছর থেকে প্রভাব পড়ে না সাধারণ মানুষ স্বচ্ছ ও সুন্দর পরিষেবার মধ্যদিয়ে রেশন পায়।।

*Income from IPL alone is 2,400 crores! Do you know the total assets of Jai Shah BCCI?*

Sports News 

 

 Khabar kolkata News bureau: The Board of Control for Cricket in India i.e. BCCI has not been given the title of the richest board in the world of cricket. BCCI earns good amount of money from cricket, IPL and women's premier league organized in India.

Apart from this, BCCI also organizes some or the other ICC tournaments at intervals of 2-3 years. A report has already come forward. It mentions the total assets of the Board of Control for Cricket in India.BCCI's total assets are said to be not 1 or 2 but 28 times more than that of the Australian Cricket Board. In this context, let us inform you that the total assets of Australia Cricket Board are not low at all.

*পশ্চিমবাংলায় বিজেপি আসলে সমস্যা দূর হবে- শুভেন্দু*


ভগবানপুর: চাকরি প্রার্থীদের নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক অশ্ব ডিম্ব ছাড়া কিছুই নয় বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সমস্যার সমাধান করতে পারবে না। সমস্যা তৈরি করেছে চোর মমতার সরকারের মন্ত্রী চোর পার্থ। বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা করছেন তা লোক দেখানো। সমস্যার সমাধান তখনি হবে যখন রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটের মতো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসবে।

সোমবার সন্ধ্যায় ভগবানপুরে মেলার উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 

মুর্শিদাবাদে শিশুর মৃত্যু, কৃষকদের আত্মহত্যা, চাকরি প্রার্থীদের সাথে শিক্ষা মন্ত্রীর বৈঠক নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পাশাপাশি এই মেলা নিয়ে হাইকোর্ট এ জয় পেল মেলা কমিটি। রাজ্যের পুলিশ পারমিশন না দেওয়ার ফলে হাইকোর্ট গিয়ে পারমিশন করতে হয় মেলা কমিটিকে, তাতে জয়ী হয় মেলা কমিটির। তাঁর পরেই এই মেলার উদ্বোধন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

বছর শেষে ভগবানপুরবাসী পেল নতুন মেলা।

২০২৩ থেকেই নতুনভাবে শুভারম্ভ হল ভগবানপুর উৎসব। বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

মেলায় বিভিন্ন ধরনের হস্তশিল্প কৃষিমেলা সহ নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন নিত্যদিন নানান অনুষ্ঠান থাকছে এই মেলার মূল মঞ্চে।

পাশাপাশি এই মেলায় বিভিন্ন শীতবস্ত্র থেকে শুরু করে কৃষিভিত্তিক জিনিস হস্তশিল্পের তৈরি কিছু জিনিসপত্র বিক্রি হবে এই মেলায়। পাশাপাশি কৃষির উপর থাকবে বিভিন্ন প্রদর্শনী। ১১ দিন ধরে চলবে এই মেলা ও উৎসব । মেলার মূল মঞ্চে নিত্যদিন থাকছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান। লোক শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত ছৌ নাচ,ও আদিবাসী নৃত্য থাকছে এই মেলায়। উদ্বোধনের প্রথম দিন থেকেই মানুষের ভীড় ছিলো দেখার মতো।।