/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ঘূর্ণিঝড় আপডেট* West Bengal Bangla
*ঘূর্ণিঝড় আপডেট*

রাজ্য

কলকাতা: ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে উত্তর-পূর্ব তেলেঙ্গানা, উড়িষ্যা ও দক্ষিণ ছত্রিশগড়ের উপরে রয়েছে।আগামী ৬ ঘন্টায় এটি আরো শক্তি হারিয়ে একটি নিম্নচাপ রূপে অবস্থান করবে। এই সিস্টেমটি ফলে আমাদের রাজ্যে খুব একটা বেশি প্রভাব পড়েনি। এর ফলে আজও আগামীকাল দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং ছিটে ফোটে বৃষ্টির সম্ভাবনা।

৮ তারিখ থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ১০ তারিখের পরে কলকাতা তাপমাত্রা ২০ নিচে নামার সম্ভাবনা। যতক্ষণ মেঘলা আকাশ থাকবে রাতের তাপমাত্রা কমবে না। ৮ তারিখের পর থেকে উত্তর পশ্চিমের হাওয়া প্রবেশ করবে এবং তাপমাত্রা কমতে শুরু করবে। ১০ তারিখের পর থেকে তাপমাত্রা কম থাকবে এবং সেটা বেশ কয়েকদিন বজায় থাকবে এই মুহূর্তে কোন সতর্কবার্তা নেই।

মহিলাকে গণধর্ষণের ঘটনায় মমতাকে আক্রমণ সুকান্তর


আবারও একবার কলকাতা শহরে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই মহিলার প্রাক্তন প্রেমিক ও গাড়ির চালকের বিরুদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এদিকে এই ঘটনাকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । 

তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যেই মহিলাদের নিরাপত্তা নেই। আরও একটি দিন, বাংলার নারী সম্মানে আরেকটি জঘন্য হামলা। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলায় মহিলাদের নিরাপত্তা এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।‘

WestBengalBangla

केंद्रीय मंत्री गिरिराज सिंह के भाषण के मद्देनजर तृणमूल नेता सुष्मिता देव ने कहा

*राज्य* *केंद्रीय मंत्री गिरिराज सिंह के भाषण के मद्देनजर तृणमूल नेता सुष्मिता देव ने कहा*
केंद्रीय मंत्री गिरिराज सिंह के भाषण के मद्देनजर तृणमूल नेता सुष्मिता देव ने कहा
মালদহ মেডিকেলে দেহ দান করা হল বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের

এসবি নিউজ ব্যুরো: মালদহ মেডিকেলে দেহ দান করা হল বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাসের। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ শ্রদ্ধা জানানোর পর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় তার দেহ।

বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র বলেন, “নারায়ণ বিশ্বাস দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। একাধিকবার রাজ্যের মন্ত্রীত্ব সামলেছেন। প্রাণী সম্পদ বিকাশ দফতরের পূর্ণমন্ত্রী ছিলেন নারায়ণবাবু। মঙ্গলবার সকালে এসএসকেএমে মৃত্যু হয় নারায়ণবাবুর। কলকাতায় তাঁর চক্ষু দান হয়েছে। আমরা নারায়ণবাবুর দেহ মেডিকেল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম।"

১০০ দিনের টাকা নিয়ে মন্তব্য করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

বুধবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে আলোচনা হয়েছে। তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে বলেন, যদি দুর্নীতি হয়ে থাকে, সেক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক জব কার্ডের টাকা বন্ধ করা হোক। কিন্তু গোটা রাজ্যের টাকা বন্ধ করবেন না। তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সরাসরি বৈঠকের পরামর্শ দেন।

গোটা রাজ্যের টাকা বন্ধ করবেন না। গিরিরাজ সিংহকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। বকেয়া জট কাটাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরামর্শ। দুর্নীতি হলে নির্দিষ্ট সংখ্যক জব কার্ডের টাাকা বন্ধ করা হোক।

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ৩৪ নম্বর ওয়ার্ডে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে বার্ধক্য ভাতা সহায়তা কেন্দ্র

এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচন আসন্ন । আগামী বছরের শুরুতেই হবে লোকসভা নির্বাচন।তাই সব দলই লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে এগিয়ে চলেছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সমগ্র ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র জুড়ে শুরু করে দিয়েছেন সাংসদের সহায়তা কেন্দ্র। যে সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে এলাকার মানুষজন বার্ধক্য ভাতার পরিষেবা পাবেন এবং যারা বার্ধক্য ভাতা থেকে বহুদিন বঞ্চিত ছিলেন তাদেরকেও এই সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে সাংসদের প্রতিনিধিগনরা সহযোগিতা করবেন।

এরকমই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ড এ ওয়ার্ড পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে একটি সহায়তা কেন্দ্র শুরু হল। যে সহায়তা কেন্দ্রের মধ্যে দিয়ে বয়ষ্কদের অর্থাৎ যারা এই পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন সেই সব মানুষজন যাতে পুনরায় বার্ধক্য ভাতা পায় ,সেই ব্যবস্থাই করলেন পৌর পিতা গোপাল সাহা। এই সহায়তা কেন্দ্রে এসে ওয়ার্ডের প্রতিটি মানুষ আশাবাদী যে আগামী দিনে তারা আর বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত থাকবেন না। এই সহায়তা কেন্দ্র চলবে চলতি মাসের আজ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত।

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুভেন্দুর বিরুদ্ধে এই মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকারের নির্দেশ, আপাতত নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। পাশাপাশি আদালতের নির্দেশ, রাজ্যের মন্ত্রীকে এই মামলার নোটিস দিতে হবে শুভেন্দুকে। আগামী ১১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। পুলকের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শুভেন্দু।

বিরোধী দলনেতা অসত্য তথ্য সামনে এনেছেন এই অভিযোগ তুলে মানহানির মামলা করেন পুলক। তিনি ৫ কোটি টাকার মানহানির মামলা করেন। তাঁর বিরুদ্ধে মান্তব্যের জন্যে প্রথমে রাজ্যের মন্ত্রী আইনি নোটিশ পাঠান শুভেন্দুকে। অভিযোগ, ওই নোটিসের কোনও জবাব দেননি শুভেন্দু। এর পরে গত ৩ জানুয়ারি উলুবেড়িয়া মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু।

ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এনএসভি অপারেশন নিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক

এসবি নিউজ ব্যুরো: এক ব্যক্তিকে এনএসভি অপারেশন অর্থাৎ নির্বিজ করণের প্রক্রিয়াতে তাকে না জানিয়ে অপারেশন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে শান্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকএবং শান্তিপুর এলাকার ২ আশা কর্মীর বিরুদ্ধে।

এর পরবর্তীতে স্বাস্থ্য আধিকারিকের নামে কুরুচিকর অশ্লীল পোস্টার মারা এবং হাসপাতাল চত্বরে বেআইনিভাবে ঢুকে আন্দোলনের কারণে এবার প্রশাসনিকভাবে পদক্ষেপ নিতে চলেছে স্বাস্থ্য দপ্তর। সেরকমই নদীয়ার শান্তিপুর ফুলিয়ার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে নদীয়া জেলার সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিকরা একত্রিত হয়ে এই ঘটনার তারা তীব্র নিন্দা জানিয়েছেন।এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে ডাক্তাররা।

ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ, তবুও বাংলায় বকেয়া ১০০ দিনের টাকা: মমতা

বাংলার মাটিতে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে আবারও সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অর্থাত্‍ বুধবার তিনি উত্তরবঙ্গে রওয়ানা দেওয়ার সময় কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন।

সেখানেই তাঁকে সাংবাদিকেরা প্রশ্ন করেন ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডারদের ক্ষেত্রে ভুয়ো জবকার্ড প্রসঙ্গে। কেননা তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের এক প্রশ্নের জেরে কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন সাধ্ববী জানিয়েছে ভুয়ো জবকার্ড সব থেকে বেশি উদ্ধার হয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে। বাংলায় সেই পরিসংখ্যান ৫ হাজারের সামান্য বেশি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-'২২ এবং ২০২২-'২৩ অর্থবর্ষে সারা দেশে ভুয়ো জবকার্ড বাতিল হয়েছে ১০৫০৪০১টি। তার মধ্যে সবচেয়ে বেশি ভুয়ো কার্ড বাতিল হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ভুয়ো জবকার্ড উদ্ধারের সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার ৪৬৪টি। সেই বিষয় নিয়েই জবাব দেন মমতা।

তিনি বলেন, 'কেন্দ্রের রিপোর্টই বলছে, ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ। অথচ ওদের ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়নি। বেছে বেছে শুধু বাংলার টাকা আটকে রাখা হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এর আগে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এবারেও আমরা দেখা করার প্রয়োজনীয় অনুমতি চেয়েছি। আমরা লড়াই করেই রাজ্যের বকেয়া টাকা আদায় করব। ওরা অনেকগুলো কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে। আবারও পাঠাচ্ছে। যত খুশি পাঠাক। কিছু খুঁজে পাবে না। খালি হাতেই ফিরে যাবে। এসব হচ্ছে টাকা আটকে রাখার ছুতো। কিন্তু বাংলার টাকা আমরা লড়াই করেই আদায় করবো।'

৭৮১ নয় শূন্য পদের সংখ্যা ১১৭৬৫, জানালেন ব্রাত্য

রাজ্যে শিক্ষকদের কত শূণ্যপদ রয়েছে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বিরোধী দল। তাই মঙ্গলবার কত শূন্যপদ রয়েছে সেই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে তাঁর দেওয়া তথ্যে ভুল আছে বলে বুধবার স্বীকার করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বুধবার জানালেন, 'গতকাল প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাত্‍ক্ষণিকভাবে তিনি ওই সংখ্যাটি বলেছিলেন কিন্তু এই মুহূর্তে তার কাছে যা তথ্য রয়েছে তাতে সেটা আরও অনেকটা বেশি দেখা যাচ্ছে।

প্রাথমিকে শূন্য পদের সংখ্যা ১১৭৬৫। ইতিমধ্যেই সেখানে চলছে নিয়োগ প্রক্রিয়া। পাশাপাশি উচ্চ প্রাথমিকে শূন্য পদ রয়েছে ১৪ হাজার ৩৩৯। সেখানেও শুরু হয়েছে কাউন্সিলিং।'

মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেন,'রাজ্যে বর্তমানে প্রাথমিক স্কুলে শিক্ষকের শূন্যপদ রয়েছে ২৬৭ টি। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই সংখ্যা ৪৭৩। মাধ্যমিক স্কুলে শিক্ষকের শূন্য পদ ২৮। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা মাত্র ১৩।' সব মিলিয়ে রাজ্যে মোট শিক্ষকের শূন্যপদে ৭৮১। শিক্ষামন্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রত্যাশিত ভাবেই পাল্টা তোপ দেগেছেন চাকরিপ্রার্থীরা।

তবে বিজেপির দাবি রাজ্যে তিন লক্ষের বেশি শূন্যপদ রয়েছে। এই দাবি ভুয়ো বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয় ব্রাত্য উত্তরের পর প্রশ্ন উঠেছিল, মন্ত্রীর দাবির সঙ্গে কোর্টে তাঁর দফতরের বয়ানও তো মিলছে না ? তাই নানা প্রশ্ন উঠতেই বুধবার নিয়োগের আসল সংখ্যা প্রকাশ করলো বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।